Posts

Showing posts from September, 2019

নীতি ও আদর্শকে ধারণ করেই নেতৃত্ব দিতে হবে : ঈসা

Image
নিজস্ব প্রতিনিধি:  ছাত্র রাজনীতি আজ জনগনের শ্রদ্ধা হারিয়েছে বলে মন্তব্য করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, নীতি ও আদর্শকে ধারণ করেই নেতৃত্ব দিতে হবে। তাহলেই সম্ভব ছাত্র রাজনীতির গৌরব ফিরিয়ে আনা। তিনি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, আপনি বরিশালের যে স্কুলে শিক্ষা নিয়েছেন মনে রাখতে হবে সেখানেই শিক্ষাগ্রহন করেছেন উপমহাদেশের আজাদী আন্দোলনের নেতা, নেতাদের নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক। তার চরিত্র ধারন করতে হবে। তার জীবন থেকে শিক্ষা নিয়ে ছাত্র রাজনীতির ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। রবিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় আল নাহিয়ান খান জয়কে বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। বরিশাল বিভাগ সমিতির সভাপতি ও সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহে আলম, বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম.এ জলিল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সা...

চাকরির আশ্বাসে তরুণীকে লাগাতার ধ’র্ষণ করলেন ওসি!

Image
ছবির ইনসেটে অভিযুক্ত ওসি অনলাইন ডেস্ক রিপোর্ট ● চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে ঢাকায় এনে একটি হোটেলে নিয়ে ধ’র্ষণের অভিযোগ উঠেছে রাজধানীর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হকের বিরুদ্ধে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে মাসের পর মাস শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন তিনি। ওই তরুণীর অভিযোগ, তিনি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে ওসি মাহমুদুল গর্ভপাতের শর্তে বিয়ের প্রতিশ্রুতি দিলে তিনি গর্ভপাত করান। তবে এরপর মাসের পর মাস পেরিয়ে গেলেও তিনি আর বিয়ে করেননি। একপর্যায়ে ওই তরুণীর সঙ্গে যোগাযোগই বন্ধ করে দেন ওসি মাহমুদুল। শেষ পর্যন্ত ওই তরুণী প্রধানমন্ত্রীর কার্যালয় ও পুলিশের মহাপরিদর্শক বরাবর অভিযোগ করেছেন ওসির বিরুদ্ধে। তদন্তে সে অভিযোগের সত্যতা মিলেছে, জমা পড়েছে তদন্ত প্রতিবেদনও। এরপরও মাহমুদুল হক পল্টন থানার ওসি হিসেবে বহাল তবিয়তেই কাজ করে যাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র, মাহমুদুল হকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ভুক্তভোগী ওই তরুণীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ভুক্তভোগী তরুণী সারাবাংলার কাছে অভিযোগ করে ...

দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

Image
 ফাইল ছবি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্নীতির কারণে সমাজে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। শিশু থেকে শুরু করে সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে সমাজে অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। স্থানীয় সময় রবিবার বিকালে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি গত আট দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান, সাধারণ পরিষদে ভাষণ এবং বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বে নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দুর্নীতির প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ওয়ান ইলেভেনের আর যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি। এসব অনিয়ম শুরু হয়েছে বহু আগে। জাতির পিতাকে হত্যার পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারাই দুর্নীতি প্রশ্রয় দিয়েছে এবং পৃষ্ঠপোষক...

সাতক্ষীরায় সাবেক এসপির ছেলের আত্মহত্যা

Image
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার ও বর্তমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ছেলে সাদিক (১৭) আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে রাজধানীর আজিমপুরের সরকারি স্টাফ কোয়ার্টারে নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাদিক রাজধানীর সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। বাবা রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ঘটনাটি সত্য। ডিএমপির লালবাগ থানার ওসি (অপারেশন) আসলাম উদ্দিন জানান, সাদিকের বাবা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান। আজিমপুর সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। ভোরের দিকে বাসায় থাকা তার বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে তিনি আত্মহত্যা করেন। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে পিতার লালসার শিকার হয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী অন্তঃসত্ত্বা

Image
ছবিতে অভিযুক্ত পিতা                 নোয়াখালী প্রতিনিধি:   নোয়াখালীর কবিরহাটে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কন্যা (১২), পিতার লালসার শিকার হয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে অভিযুক্ত পিতা মো. লিটন (৩৫), কে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে উপজেলার নবগ্রামের জয়নাল আবেদীন’র ছেলে। এর আগে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ের ৩ নং ওয়ার্ডে নবগ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ভুক্তভোগী বিষয়টি তাঁর মাকে জানালে, রোববার (২৯ সেপ্টেম্বর) রাতের দিকে অভিযুক্ত পিতাকে  শশুর বাড়ির লোকজন ডেকে নিয়ে আটক করে মারধর করে। পরে সোমবার সকালের দিকে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে শশুর বাড়ির লোকজন তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত পিতাকে আসামী করে কবিরহাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মেয়ের মা অনত্র বেড়াতে গেলে বাবা ঘরে থাকে। মায়ের অনুপস্থিতিতে বাবা তার ১২ বছরের কিশোরী মেয়েকে গত ৩ মাস যাবত ধর্ষণ করলে সে অন্তসত্বা হয়ে পড়ে। বিষয়টি মা টের পেয়ে মেয়েকে সন্দেহ করলে মেয়ে মাকে তার বাবার অবৈধ...

সাভারে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি মূলক সভা

Image
সাভার প্রতিনিধি: সাভারে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯শে সেপ্টেম্বর) সকাল ১১টায়  উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃপারভেজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা  প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ একরামুল হক ও সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বরুন ভৌমিক নয়ন। এ সময় প্রতিমন্ত্রী সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদেকে আসন্ন দুর্গাপূজা নির্বিগ্নে সম্পূর্ণ করার জন্য আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সহয়তায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যাবস্থা  নিশ্চিত করবেন বলে আশ্বাস দেন। 

নারায়নগঞ্জে পুলিশের অভিযানে ১৩জন গ্রেফতার

Image
নারায়নগঞ্জ প্রতিনিধি : নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল,  ১ কেজি দুইশ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ওয়ারেন্টভুক্ত পলাতক ৩জন আসামীসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ৫’শ গ্রাম গাঁজাসহ মৃত মকবুল হোসেনের ছেলে জালাল মিয়া (৩৮), এক’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ একরামুল আলী আকনের ছেলে কবির (৫৫), নুর মিয়ার ছেলে সুমন (৩৫), আদর আলীর ছেলে সফিউল্লাহ (৩৩), আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম আজম (৪২), ২০ পিস ইয়াবাসহ মৃত আজিজের ছেলে সবুজ (২২), ১০ পিস ইয়াবাসহ হারুনুর রশিদের ছেলে শহিদুল ইসলাম (২৮), ২০ পিস ইয়াবাসহ মৃত আবুল হোসেনের ছেলে রাজু (২৩), ২০ পিস ইয়াবাসহ মৃত আওলাদের ছেলে মিনহাজুল (২২) ও ৩৫ বোতল ফেন্সিডিল ও ৭’শ গ্রাম গাঁজাসহ আব্দুস সামাদের ছেলে হারুন মোল্লা (৪৫) কে গ্রেফতার করা হয়। এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী আব্দুর রাজ্জাকের ছেলে উজ্জল (২৯), জব্বার হোসেনের ...

দুর্নীতির পোস্টমার্টেম

Image
ইয়াহিয়া নয়ন:  অবৈধ ব্যবসা, চাঁদাবাজি আর নানা রকম অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে যুবলীগের নেতাকর্মীরা। যুবলীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে কথা বললে তারা সংগঠনটি সম্পর্কে এ মূল্যায়ন তুলে ধরেন। তারা জানান, যুবলীগে শুদ্ধি অভিযান চালানোর পরপরই স্থবির হয়ে পড়েছে সংগঠনটির সব ধরনের কার্যক্রম। বিশেষ করে রাজধানীতে তাদের কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি গত কয়েক দিন। যুবলীগ নিয়ে দলীয় প্রধানের সমালোচনার পর থেকে যুবলীগের নেতাকর্মীদের সংগঠনটির বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ের আশপাশে উপস্থিতি কমে গেছে। দলীয় নেতারা বলেন, সম্প্রতি অভিযান সম্পর্কে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী যে মন্তব্য করেছেন, তা সংগঠনটিকে আরা বিতর্কিত করেছে। কারণ তার মন্তব্য ছিলো সরাসরি দলীয় সভাপতিকে ঘিরে। যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা চেয়ারম্যানের ওই বক্তব্য ভালোভাবে নিতে পারেননি। এ নিয়ে সংগঠনটির মধ্যে অসন্তোষ রয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের কয়েকজন নেতা এরইমধ্যে যুবলীগ চেয়ারম্যানকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। সংগঠনটির মধ্যম সারির এক নেতা জানান, চেয়ারম্যানের ওই ধরনের বক্তব্যের পর সাহস করে তাকে কুল থাক...

সৌদি আরবের হাজার হাজার সেনা আটক, ৩ ব্রিগেড ধ্বংস’

Image
ডেস্ক নিউজ: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দাবি, বড় ধরনের হামলায় সৌদি সামরিক বাহিনীর ৩ টি ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া সৌদির কয়েক হাজার সেনা, সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান আটক করেছে তারা। তবে সৌদি কর্তৃপক্ষ এবিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে হুথি সংগঠনের মুখপাত্র কর্ণেল ইয়াহিয়া সারিয়া বলেছেন, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের নাজরান শহরে ৭২ ঘণ্টাব্যাপী হামলাটি চালানো হয়। হামলায় ইয়েমেনের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সমর্থন যুগিয়েছে। তিনি আরও বলেন, হুতিরা সৌদি সেনাবাহিনীর বহু কর্মকর্তাসহ কয়েক হাজার সৈন্য, বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এবং কয়েকশ সাঁজোয়া যান আটক করেছে। এসময় আগ্রাসী বাহিনীর শতাধিক সেনা হতাহত হয়েছে। আজ রবিবার আটক সৌদি সেনাদের ছবি এবং ভিডিও আল-মাসিরা টেলিভিশনে সম্প্রচার করা হবে বলে তিনি জানান। ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনের সামরিক বাহিনীর কয়েকটি বিশেষ ইউনিট, সেনাবাহিনী ও তাদের মিত্ররা এলাকায় হামলা চালিয়ে নাজরানের কয়েকটি কয়েকশ’ বর্গকিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর সৌদির বড় দুইটি তেল ক্ষেত...

গুলি করে সৌদি বাদশার দেহরক্ষীকে হত্যা

Image
আব্দুল মমিন, সৌদি আরব প্রতিনিধি: গুলি করে হত্যা করা হয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের দেহরক্ষীকে। নিহত ওই দেহরক্ষীর নাম আব্দুল আজিজ আল ফাঘাসৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের এক টুইট বার্তায় রবিবার এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়, লোহিত সাগরের তীরের শহর জেদ্দায় ওই দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়।টুইটবার্তায় আরও জানানো হয়, ‘দুই পবিত্র মসজিদের খাদেমের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাঘাম।’এই হত্যাকাণ্ডের ব্যাপারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।তবে এক সূত্রের খবরে বলা হয়েছে, ব্যক্তিগত বিরোধের জেরে মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাঘামকে হত্যা করা হয়েছে।  খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জেদ্দায় বন্ধুর বাড়িতে আল ফাঘামের সঙ্গে মামদুদ আল আলী নামের এক ব্যক্তির বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে মামদুদ আল ফাঘামকে গুলি করে হত্যা করে। এছাড়া খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আল আলীকে দেশটির নিরাপত্তা বাহিনী আত্মসমর্পণ করতে বললে তিনি তাদের ওপরও গুলি চালান। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় আল আলী।...

আশুলিয়ায় ধামসোনা কৃষকলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

Image
নিজস্ব সংবাদদাতা ( আব্দুল হাই) : আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে আ.লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্ম উৎসব পালন করেছে নেতাকর্মীরা । শনিবার (২৮শে সেপ্টেম্বর) সন্ধায়  আশুলিয়ার ভাদাইল এলাকায় আশুলিয়া থানা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাই এর  সঞ্চালনায় ধামসোনা কৃষকলীগের সভাপতি কিসমত আলীর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলেকুজ্জামান আলেক, আশুলিয়া থানা কৃষকলীগের সভাপতি মহসিন করিম।  এ সময় আরো উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের ৬নং ওয়ার্ড সভাপতি নুর হোসেন নুরু, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদ তমিজ সহ অসংখ্যা  নেতাকর্মী । পরে উপস্থিত নেতাকর্মীরা  প্রধানমন্ত্রী দীর্ঘয়ুকামনা কামনা করে এক মোনাজাত করেন।  পরিশেষে কেক কেটে এবং মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে  অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

ফুচকা-চটপটি খেয়ে ২৬জন স্কুল ছাত্রী অসুস্থ

Image
মোঃ শাহিন আলম (কুমিল্লায় প্রতিনিধি):  কুমিল্লার লালমাই উপজেলার শাকেরা আর এ উচ্চ বিদ্যালয়ের ২৬ জন ছাত্রী চটপটি - ফুচকা খেয়ে অসুস্থ হয়েছে। অসুস্থরা লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।গত ২৮.০৯.২০১৯ শনিবার সকালে স্কুলে আসার পর চটপটি-ফুচকা খায় ছাত্রীরা। পরে ক্লাস শুরু হওয়ার পর একে একে অসুস্থ হতে শুরু করলে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ দুজনের অবস্থা আশংকাজনক দেখে বিকেলে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন অভিভাবকরা। অসুস্থ সবাই ১৩ থেকে ১৫ বছর বয়সী। তার মধ্যে ষষ্ঠ শ্রেণির ৫জন, সপ্তম শ্রেণির ১৫ জন, ৯ম শ্রেণির ২জন এবং দশম শ্রেণির ৪ জন। এ ঘটনায় চার চটপটি দোকানদেরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, লাল উপজেলার জালগাঁও গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আবুল হাসেম (৪০), সদর দক্ষিণ উপজেলার কলোমিয়া গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল হক (৩০), মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামের সোলেমান মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২৫), কোতোয়ালী থানার দুলাল মিয়ার ছেলে রাব্বি (২০)। শাকেরা আর এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক...

আশুলিয়ায় আসাফোর উদ্যোগে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত

Image
মাসুদ রানা: আশুলিয়ায় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম  আসাফোর ঢাকা জেলা উত্তরের উদ্যোগে আ.লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮শে সেপ্টেম্বর) সন্ধায়  আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় আশুলিয়া থানা আসাফোর সাধারণ সম্পাদক এস এইচ সাকিবের সঞ্চালনায়। এ সময় উপস্থিত ছিলেন আসাফো ঢাকা জেলা উত্তরের সভাপতি শেখ মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোবিন্দ পাল জয়। এছাড়াও উপস্থিত ছিলেন,  আব্দুল হক,এস এইচ শহীদ, রবিউল ইসলাম রবি,হুমায়ূন কবির ও রোজিনা আক্তার নীলা সহ ঢাকা জেলা উত্তর সাভার ও আশুলিয়া কমিটির অসংখ্যা সাংস্কৃতিক কর্মী সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরেম(বিএমএসএফ) সাভার উপজেলা কমিটির সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ রানা ।  এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা জেলা উত্তরের সভাপতি কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী তার আপনজনদের হারিয়ে বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছেন।তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নে জন্য মহাসড়কে,তিনি দুর্নীতিবাজদের  বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন।  পরে উপস্থিত নেতাকর্মীরা  প্রধানমন্ত্রী দীর্ঘয়ুকামন...

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন

Image
আমারদেশের সংবাদ ডেস্ক রিপোর্ট: আজ (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন। ১৯৪৭ সালের আজকের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। দলের নেতাকর্মী, সমর্থক-শুভ্যানুধ্যায়ীরা আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে তার ৭৩তম জন্মদিন পালন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বড় সন্তান। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনকারী শেখ হাসিনা তৎকালীন ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় প্রধানের দায়িত্ব নেন বঙ্গবন্ধুকন্যা। এরপর থেকে ৩৬ বছর ধরে নিজ রাজনৈতিক প্রজ্ঞা ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। তার নেতৃত্বে আওয়ামী লীগ ও অন্য রাজনৈতিক জোট-দলগুলো ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিজয়ী হয়। ১৯৯৬ সালে ...

অবশেষে যুবলীগের সম্রাট গ্রেফতার

Image
অনলাইন ডেস্ক: অবশেষে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করেছে গোয়েন্দারা। রাজধানীর বনানী এলাকার একটি বহুতল ভবন থেকে গতকাল শুক্রবার তাঁকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী বিষয়টি প্রকাশ্যে স্বীকার না করলেও সংশ্লিষ্ট একটি সূত্র এর সত্যতা নিশ্চিত করেছে। গোয়েন্দা সূত্র জানায়, যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান ক্যাসিনো-জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে তাদের নজরদারির মধ্যেই ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়েছিলেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি পৌঁছেও তিনি ফিরে আসতে বাধ্য হন। পরে কাকরাইলে ভূঁইয়া ম্যানশনে ব্যক্তিগত কার্যালয়ে টানা ছয় দিন অবস্থান করেন। আর পাহারায় বসান শতাধিক যুবককে। সেখান থেকে গত রবিবার তিনি বনানীর ডিওএইচএস এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন। সর্বশেষ সেখান থেকেই তাঁকে আটক করা হয়েছে। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘যুবলীগ নেতা সম্রাট ঢাকাতে...

সাভারে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ধামসোনা ইউনিয়ন

Image
 সাভার প্রতিনিধি: সাভার অধরচন্দ্র হাইস্কুল মাঠে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তেঁতুলঝোড়া ইউনিয়ন কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ধামসোনা ইউনিয়ন। নির্ধারিত সময়ে খেলায় গোল না পাওয়ায় শেষ পর্যন্ত খেলাটি  টাইব্রেকারে গড়ায়। এসময় ৪/৩ গোলে তেঁতুলঝোড়া ইউনিয়ন কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধামসোনা ইউনিয়ন। পরে বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করেন    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলাম রাজিব, ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম , আশুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহাবউদ্দিন মাদবর, তেতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমর, ধামসোনা আ.লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক মতিউর রহমান, ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল সহ আ.লীগের নেতাকর্মী ও অসংখ্য ক্রীড়ামোদী জন সাধারণ ।

ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আশুলিয়ার শাহাব উদ্দিন মাদবর

Image
আশুলিয়া প্রতিনিধি: ২০১৮ ও ১৯ বছরে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশসংনীয় অবদান রাখার জন্য ঢাকা জেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সকালে রাজধানীর আজিমপুরে ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ে শাহাব উদ্দিন মাদবরকে শ্রেষ্ঠ চেয়ারম্যানের ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ। এসময় শাহাব উদ্দিন মাদবর ক্রেষ্ট ও সনদপত্র আশুলিয়া ইউনিয়ন বাসীর জন্য উৎসর্গ করেন। এসময় তিনি এই পুরুস্কার তাকে আরো ভালো কাজ করার উৎসাহ যোগাবে বলে বলেন তিনি। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান, সাভার উপজেলা পরিবার পরিকল্প অফিসার মেজবাহ উদ্দিন,আশুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হোসেন আলী মাষ্টার,রুহুল আমিন মন্ডলসহ আরো অনেকে।

শীর্ষ নেতাদের মতামত নিয়েই দুর্নীতিরবিরোধী অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর

Image
ফাইল ছবি নিজস্ব প্রতিনিধি: বিচ্ছিন্নভাবে নয়, বড় ধরনের দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে ভাবমূর্তি উজ্জ্বল করতে চায় সরকার। সে জন্য এনবিআরের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকে এ কাজে সক্রিয় করা হবে। পর্যায়ক্রমে সমন্বিত এ অভিযান চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক থেকে সরকারের নীতিনির্ধারকদের এমন নির্দেশনা দিয়েছেন। র‌্যাব অভিযান শুরু করার পর অন্য প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ও আওয়ামী লীগের উচ্চপর্যায় সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউ ইয়র্ক যাওয়ার আগে গণভবনে দলের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৈরি করা একটি প্রতিবেদন পড়ে শোনান। প্রধানমন্ত্রী ওই প্রতিবেদনে উল্লেখ করা সরকারি দলের নেতাদের সম্পর্কে অভিযোগগুলো বর্ণনা করে কী পদক্ষেপ নেওয়া যায়, তা জানতে চান। তখন সেখানে উপস্থিত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অ্যাকশনে’ যাওয়ার পরামর্শ দেন। তিনি নিজেও ওই নেতাদের সঙ্গে একমত পোষণ করেন। এরপর র‌্যাব মতিঝিল ক্লাবপাড়ায় ক্যা...

র‌্যাবের অভিযানে কোটি টাকার জাল নোটসহ আটক-৩

Image
   আশুলিয়া প্রতিনিধি:  র‌্যাবের  অভিযানে সাভার ও আশুলিয়া থেকে এক কোটি টাকার জাল নোটসহ টাকা তৈরির মেশিন ও জাল টাকা তৈরিতে ব্যাবহারিত সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করে  র‌্যাব  ৪ এর সাভার নবীনগর ক্যাম্পের সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলি মোস্তফার নেতৃত্বাধীন একটি দল অভিযানটি পরিচালনা করে । র‌্যাব  ৪এর সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলি মোস্তফা সাংবাদিকদের জানান,আমরা আশুলিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় টহল  ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি আশুলিয়ার আমতলা কুঠুরিয়া পুকুরপাড় এলাকায় একটি জাল নোট তৈরির চক্র বেশ কিছু জালনোট বিক্রি করার পরিকল্পনা করছে। উক্ত সংবাদের ভিক্তিতে আমার সঙ্গীয় অন্যান্য  ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে  ১। সেকেন্দার আলী (৪২) পিতা আনোয়ার আলী সাং চড়কুসাই থানা দোহার জেলা ঢাকা নামে একজন জালনোট তৈরির ব্যাবসায়ীকে গ্রেপ্তার করি এবং ১হাজার টাকার নোটের প্রায় এক কোটি টাকা স্থানিয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করি। মেজর শিবলী মোস্তফা আরো বলেন, আটককৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক আমরা সাভার নিউ মার্কেট এর সোবাহা...

বিএনপি-জামায়াত সরকারের সময় থেকে দেশে ক্যাসিনো কালচারের শুরু: ওবায়দুল কাদের

Image
 সাভার প্রতিনিধি:  ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের শ্যুাটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি-জামায়াত সরকারের সময় থেকে দেশে ক্যাসিনো কালচারের শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সাভার সেনানিবাসের ঢাকা-আরিচা মহাসড়কে শ্যুাটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, দেশে চুনাপুটি আর রাঘব বোয়াল নয়, যার বিরুদ্ধে দুর্নীতি পাওয়া যাবে তাকেই আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, দেশে দুর্নীতি সন্ত্রাস মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে। কোন দুর্নীতিবাজ লোককে ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের সময় দেশে সন্ত্রাস জঙ্গিবাদ ও মদ জুয়ার আসর বসেছিলো, কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। আওয়ামী লীগ সরকার এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি জানিয়ে তিনি বলেন, দেশে টেন্ডারবাজি সন্ত্রাস দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না। যতদিন পর্যন্ত দেশে দুর্নীতি থামবে না ততদ...

চেয়ার টেবিলে রোগের আশঙ্কা, মাটিতে বসে খাওয়ার শত উপকারিতা

Image
 মোঃ ইব্রাহিম খালিল উল্লাহ্‌ঃ গবেষণায় দেখা গেছে টেবিল-চেয়ারে বসে খাবার খেলে পেট ভরে ঠিকই, কিন্তু শরীরের কোনও মঙ্গল হয় না। বরং নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় বেড়ে।অন্যদিকে মাটিতে বাবু হয়ে বসে খেলে একাধিক উপকার পাওয়া যায়। সেই সঙ্গে শরীরও রোগ মুক্ত হয়। বোল্ডস্কাই এর প্রতিবেদন অনুযায়ী নিচে মাটি বসে খাওয়ার উপকারিতা তুলে ধরা হলো। মাটিতে বসে খেলে একাধিক আসন করা হয়:- মাটিতে বসে খাওয়ার সময় আমরা নিজেদের অজান্তেই একাধিক আসন, যেমন- সুখাসন, সোয়াস্তিকাসন অথবা সিদ্ধাসন করে ফেলি। ফলে মাটিতে বসে খাওয়ার সময় পেট তো ভরেই সেই সঙ্গে শরীর ও মস্তিষ্ক, উভয়ই ভিতর থেকে চাঙ্গা হয়ে ওঠে। শরীর শক্তপোক্ত হয়:- মাটিতে বসে খাওয়ার অভ্যাস করলে থাই, গোড়ালি এবং হাঁটুর কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে শিরদাঁড়া, পেশি, কাঁধ এবং বুকের ফ্লেক্সিবিলিটিও বাড়ে। ফলে সার্বিকভাবে শরীরে সচলতা যেমন বৃদ্ধি পায়, তেমনি নানাবিধ রোগও দূরে থাকে। হজম ক্ষমতার উন্নতি হয়:- বাবু হয়ে বসে খেলে হজম ক্ষমতার উন্নতি হয়। তাই যাদের বদ হজমের সমস্যা রয়েছে বা যারা প্রায়শই গ্যাসের সমস্যায় ভোগেন তাদের ভ...

বগুড়ায় কয়েক বস্তা টাকা উদ্ধার

Image
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে পরিত্যাক্ত অবস্থায় কয়েক বস্তা ছেঁড়া টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার খাওরা ব্রিজের নিচে ময়লার ভাগার থেকে বস্তাভর্তি টাকাগুলো উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টার অভিযানে তারা বিলের পানির নীচ থেকে এবং তীর থেকে বস্তাবন্দী অবস্থায় টাকাগুলো উদ্ধার করে। সব টাকাই কুচি কুচি অবস্থায় কাটা ছিল। একটি নোটও সম্পূর্ণ অবস্থায় পাওয়া যায়নি, জানিয়েছে পুলিশ। প্রায় পাঁচ বস্তা পরিমাণ এই টাকা কুচি কুচি করে কাটা অবস্থায় ছিল বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া। তিনি বলেছেন, ওই এলাকার পথচারীরা সকালে পুলিশকে জানায় যে তারা বিলের কাছে এই বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়েছেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, সকালে কয়েকটি বস্তায় বিপুল পরিমাণ ছেঁড়া টাকা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ টাকাগুলো উদ্ধার করে। জানা গেছে,  টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের বর্জ্য। এগুলো ধ্বংসের জন্য শাজাহানপুর পৌরসভা কর্তৃপক্ষকে দেয়া হয়েছিল।টাকাগুলো ধ্বংস না করে ময়লার ভাগাড়ে ফেলেছে। শাজাহানপুর পৌরসভার স্যানিটারি...

পুলিশের নাকের ডগায় ক্যাসিনোগুলো চলছিল, অথচ তারা এসব খুঁজে পায়নি

Image
নিজস্ব প্রতিবেদকঃ  তত্ত্ববাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেছেন, পুলিশের নাকের ডগায় ক্যাসিনোগুলো চলছিল। অথচ তারা এসব খুঁজে পায়নি। তাহলে তারা এতদিন কি করছিল? তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টরে যেখানে দুর্নীতি, চাঁদাবজি, অন্যায়-অবিচারে ভরে গেছে সেখানে রাজনৈতিক দলের অঙ্গ-সংগঠনের কয়েকজনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব বন্ধ করা যাবে না এ ধরনের অভিযান সাময়িক। দেশ যেহেতু চালায় রাজনৈতিক দল,  সেহেতু তাদের দলের ভেতরেই সংস্কার করতে হবে। দলের ভেতরে দুর্নীতিবাজ, দখলদারী, লুটেরাদের চিহ্নিত করতে হবে। দলের ভেতরে সংস্কার হলে অঙ্গসংগঠনগুলোরও সংস্কার হবে। আর দলের ভেতরে দুর্নীতিবাজ   রেখে অঙ্গ সংগঠনগুলোর সংস্কার করে কোন লাভ নেই। রাজধানীতে যে ক্যাসিনোগুলো চলছিল এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগার সামনেই ছিল। তাহলে পুলিশ এতদিন কি করছিল? কেন তারা এতদিন এসব খুঁজে পেলোনা। আজকে শোনা যাচ্ছে এসব অবৈধ ব্যবস্যার পিছনে রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসছে। এখন দেখা যাক এসব রাঘববোয়ালরা শেষ পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর হাতে পৌঁছায় কিনা।

ছাত্রদলের নয়া কমিটির ওপর আদালতের স্থগিতাদেশ

Image
আদালত প্রতিবেদক: বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির সব কার্যক্রমের ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত সাহারা বীথি এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে আবেদন করেছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহ। সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এই একই আদালতে ছাত্রদলের কাউন্সিল স্থগিত চেয়ে আবেদন করেছিলেন আমান উল্লাহ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কাউন্সিলের একদিন আগে, ১২ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন একই বিচারক। ১৪ সেপ্টেম্বর ওই কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আদালতের নিষেধাজ্ঞায় ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। তবে এ নিষেধাজ্ঞার নিষ্পত্তি না করেই গত ১৮ সেপ্টেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ওই কাউন্সিল আয়োজন করা হয়। ৫৬৬ জন ক...

১৪ জনের ব্যাংক হিসাব তলব

Image
অনলাইন ডেস্ক: যুবলীগ নেতা জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার ব্যাংক হিসাব স্থগিত (অবরুদ্ধ) করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ইসমাইল চৌধুরী সম্রাটসহ ১২ জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সোমবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এক চিঠি পাঠিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে। চিঠির জবাব সোমবারের মধ্যে দিতে বলা হয়েছে। ব্যাংক হিসাব তলবের তালিকায় ১২ জনের মধ্যে যুবলীগ নেতা, ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সিনিয়র সহসভাপতি নূরুন্নবী চৌধুরী শাওন, ফাজানা চৌধুরী, যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, প্রশান্ত কুমার হালদার, আফসার উদ্দীন মাস্টার, আয়েশা আক্তার, শামীমা সুলতানা, শেখ মাহামুদ জোনাইদ, মো. জহুর আলম, এসএম আজমল হোসেন, ব্রজ গোপাল সরকার ও শরফুল আওয়ালের নাম রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের হিসাব স্থগিত করা হয়েছে। বাকিদের হিসাবের তথ্য চাওয়া হয়েছে। ব্যাংকগুলোতে পাঠানো বিএফআইই...

সাভারের বিরুলিয়ায় আরসিসি রাস্তার কাজের উদ্বোধন

Image
সাভার প্রতিনিধি: সাভারে রাস্তার আর.সি.সি কাজের উদ্বোধন করেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান সুজন। সোমবার( ২৩শে সেপ্টেম্বর ) বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার, মহিলা মেম্বার এবং বিরুলিয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতির মধ্য দিয়ে বিরুলিয়ার সামাইর এলাকার জামাই বাজার থেকে শিকদার বাড়ি ও আকরাইন নামাপাড়া পর্যন্ত আরসিসি কাজের উদ্বোধন করা হয়। এ উপস্থিত ব্যাক্তি বর্গের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এব্যাপারে চেয়ারম্যান সাইদুর রহমান সুজন জানান, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ও শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আমি সবসময়  বদ্ধ পরিকর।

৭২ বছরেও যুবক ! তিনি ‌'বয়স্ক যুবক'

Image
সাইদুর রহমান রিমন: খোঁজ নিয়ে জানা গে‌ছে, পৃথিবীতে সবচেয়ে প্রবীণ যুবলীগ নেতা হলেন ওমর ফারুক চৌধুরী। ৭২  বছর বয়সেও তিনি যুবক এবং যুব সংগঠনের নেতা। যুবক ও বৃদ্ধের সংজ্ঞা তিনি পরিবর্তন করে নতুন রাজনীতি বিজ্ঞানী হিসেবে স্থান করে নিয়ে‌ছেন। তিনি কবে বৃদ্ধ হবেন বিজ্ঞানীরা বলতে পারছেন না। উ‌ল্লেখ্য, ১৯৪৮ সা‌লের ১৯ অাগষ্ট চট্টগ্রা‌মের রাউজা‌নে জন্ম গ্রহণ ক‌রেন ওমর ফা‌রুক চৌধুরী। ব্যক্তিগত জীবনে খুবই রাগচটা মানুষ তিনি। তবে তার হৃদয়ে গোপনীয় কোমলতা আছে কি না তা বিজ্ঞানীরা জানাতে পারেননি। ওমর ফারুক চৌধুরীর শুভাকাঙ্খীরা ‌এই বয়স্ক যুবকটিকে অতি শিগগির আওয়ামীলীগে পূণর্বাসনের জোর দাবি জানিয়েছেন। জীবদ্দশায় পরিপক্ক মানুষ হিসেবে তার স্বীকৃতি পাওয়াটা বড়ই জরুরি। যুবলীগের শাখা-প্রশাখা, ইউনিট কমিটি গঠনের ক্ষেত্রেও লাখ-কোটি টাকা আদায় করে নেওয়াসহ হাজারো অভিযোগ উঠে বয়স্ক যুবকটির বিরুদ্ধে। সমালোচকরা এমন অজস্র অভিযোগ তুললেও কিচ্ছু যায় আসে না তার। তিনি নিজের সিদ্ধান্তে অবিচল। প্রধানমন্ত্রীর নির্দেশ, শেখ হাসিনার কঠোরতা, চাওয়া-পাওয়া নিয়ে ভাবাভাবির সময়ও পান না তিনি। বৃদ্ধ বয়সেও যৌবনদীপ্ততায় ভরপুর যুবক ওমর ফারুক চৌধ...

আশুলিয়ায় স্বাস্থ্যসেবা ও আইনী সহয়তা মূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত

Image
আশুলিয়া প্রতিনিধি: ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় মিড লেবেল শ্রমিক  ইউনিয়ন লিডারদের নিয়ে  স্বাস্থ্যসেবা ও আইনী সহয়তা মূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১শে সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত আশুলিয়ার বগাবাড়ি বাজার সংলগ্ন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর আশুলিয়া কার্যালয়ের হল রুমে  গণস্বাস্থ্য ও ডাব্লিউ এস এম এর আয়োজনে আশুলিয়া জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ইউনিয়ন প্রতিনিধি ফরিদুল ইসলামের সভাপতিত্বে, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন  গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিভাগের সহকারী পরিচালক ডাঃ মাহাজেবিন চৌধুরি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টর এডভোকেট ও মানবাধিকার কর্মী সুলতানা মাহবুবা (ফৌজিয়া) ২৮টি ইউনিয়নের ৮০জন মিড লেবেল লিডারদের নিয়ে ওয়ার্কসপটি অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষকগণ শ্রমিকদের মাতৃত্বকালিন জটিলতা ও মাতৃত্বকালিন ছুটি সম্পর্কে শ্রমিকদের আইনী সহয়তা সম্পর্কে করণীয় বিষয়ে নানা রকম পরামর্শ প্রশিক্ষণ প্রদান করেন।