Posts

Showing posts from February, 2020

ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সম্পাদক সাজ্জাদ আলম তপু

Image
অনলাইন ডেস্ক: ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে সভাপতি পদে কুদ্দুস আফ্রাদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ আলম খান তপু। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ূন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট। নির্বাচনে তিন হাজার ১৬০ জন ভোটারের মধ্যে দুই হাজার ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। কুদ্দুস আফ্রাদ এবং সাজ্জাদ আলম খান তপু দুজন একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।  এবারের নির্বাচনে পাঁচ প্যানেলে ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি প্রার্থীরা ছিলেন- আবু জাফর সূর্য, এসএম মোশাররফ হোসেন, কুদ্দুস আফ্রাদ, সোহেল হায়দার চৌধুরী ও নাসিমা আক্তার সোমা। সহ-সভাপতি প্রার্থীরা হলেন- আতিকুর রহমান চৌধুরী, এমএ কুদ্দুস, খন্দকার মোজাম্মেল হক, ফিরোজ আলম মিলন ও মো. মোশারফ হোসেন।

বেখেয়ালিদের জন্য ত্রাতা হয়ে এসেছে ‘প্লেক্সাসডি’

Image
হেলথ ডেস্ক:  নির্ধারিত সময়ে ওষুধ খেতে ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। অথচ এমন অনেক ওষুধ রয়েছে যা চিকিৎসকের নির্ধারিত সময়ে না খেলে তা নিরাময়ের বিপরীতে ক্ষতি ডেকে আনে। তবে এমন বেখেয়ালিদের জন্য ত্রাতা হয়ে এসেছে ‘প্লেক্সাসডি’। যা রোগীকে ঠিক সময়ে মনে করিয়ে দেবে সেই ওষুধের কথা। বলতে গেলে, এই ব্যবস্থার মাধ্যমে ওষুধ খাওয়া ভুলে যাওয়ার অভ্যাসটা রোগীর জন্য কঠিন হয়ে যাবে। ‘প্লেক্সাসডি’ একটি ডিজিটাল স্বাস্থ্যসেবার অ্যাপ। এই অ্যাপ শুধু রোগীকে ওষুধ খাওয়ার সময়ই মনে করে দেবে না, এর সঙ্গে দেবে আরো কয়েকটি চমকপ্রদ সেবা। সেবাগুলো হচ্ছে - স্মার্ট এপয়েন্টমেন্ট, ই-প্রেস্ক্রিপশন, ডিজিটাল রশিদের ব্যবস্থা, অনলাইন রিপোর্ট, ফলো-আপ মনে করিয়ে দেয়া, ক্লাউড সংগ্রহ ব্যবস্থা। প্লেক্সাসডি এর অ্যাপ কিংবা ওয়েবসাইট আপনাকে আরো চমকপ্রদ কয়েকটি সেবা দিয়ে থাকে। যেমন, হতাশাজনক অভিজ্ঞতা থেকে অ্যাপটি তৈরির আইডিয়াটি মাথায় আসে বলে জানিয়েছেন প্লেক্সাসডির ব্যবস্থাপনা পরিচালক নাজিম মাহমুদ। স্মৃতি রোমন্থন করে তিনি বলেন,আমি পরিবারের বড় ছেলে। বাবা বিদেশে অবস্থান করার কারণে পরিবারের সবার স্বাস্থ্যসেবার ব্যাপারে লক্ষ্য রাখতে হতো। ২০১৫ স...

কক্সবাজারের মহেশখালীতে ১৬ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার

Image
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে ১৬ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের উদ্ধার করে। রোহিঙ্গাদের নিয়ে মালয়েশিয়াগামী আরও একটি ট্রলার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের দিকে ফেরত নিয়ে গেছে প্রশাসন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহেশখালী চ্যানেলে এ অভিযান চালানো হয়। জানা গেছে, কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে সন্ধ্যার পর থেকে কিছুক্ষণ পর পর কাঠের তৈরি যাত্রীবাহী বোট যাওয়া-আসা করে। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলামের কাছে তথ্য ছিলো এ রকম ট্রলারে করে কক্সবাজার ঘাট থেকে ট্রলারযোগে মহেশখালী প্রবেশ করছিল বেশকিছু রোহিঙ্গা। পরে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে মহেশখালী কক্সবাজার নৌ-চ্যানেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ অন্তত ১০ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে। তাছাড়া মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া পৌর শহরের গোরকঘাটা বাজার এলাকা থেকে ৬ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন। অপরদিকে কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা রোহিঙ্গা পরিবহণকারী একটি ট্রলারকে মাঝ নদী থেকে রাতেই কক্সবাজ...

গত এক বছরে গাজীপুরে ১৭৮টি গার্মেন্টস বন্ধ, বেকার লক্ষাধিক

Image
গাজীপুর প্রতিনিধি :  গ্যাস–সংকট, বিদ্যুৎ সমস্যা, শ্রমিকের মজুরি বৃদ্ধিসহ নানা কারণে গাজীপুরে গত এক বছরে ১৭৮টি ছোট ও মাঝারি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়েছেন এক লাখের বেশি শ্রমিক। ফলে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। কারখানা বন্ধ হওয়ার জন্য পোশাকশিল্পের মালিকেরা বিভিন্ন বিষয়কে দায়ী করেছেন। তাঁরা বলছেন, গত বছর শ্রমিকের মজুরি বৃদ্ধি পায়। যে কারণে কারখানাগুলোর উৎপাদন ব্যয় বেড়েছে। কমপ্লায়েন্স বা কারখানার কর্মপরিবেশ উন্নয়নের কারণেও খরচ বেড়েছে। এ ছাড়া গ্যাস ও বিদ্যুতের সমস্যা তো রয়েছেই। অন্যদিকে পোশাকের মূল্য বৃদ্ধি করেননি ক্রেতারা। আবার পর্যাপ্ত ক্রয়াদেশও থাকে না অনেক সময়। ২২ ফেব্রুয়ারি প্রথম আলো- পত্রিকায় প্রকাশিত ‘গাজীপুরে এক বছরে ১৭৮ পোশাক কারখানা বন্ধ, বেকার লক্ষাধিক’   শীর্ষক এক প্রতিবেদনে এ সকল তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, কারখানার মালিক ও শ্রমিক এবং গাজীপুরের শিল্প পুলিশের সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে গাজীপুর জেলায় মোট ১৭৮টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। বন্ধ হওয়া ...

করোনা ভাইরাসে আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট

Image
অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ভাইস প্রেসিডেন্টের করোনা আক্রান্তের খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখলে নেয়ার পর দেশটির মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছিলেন ইরানের এই নেতা। তিনি মার্কিন দূতাবাসের নিয়ন্ত্রণ নেয়ার পর ৪৪৪ দিনের কূটনৈতিক সঙ্কট তৈরি হয়েছিল। সেই সময় ইরানের মুখপাত্র হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে অধিক পরিচিতি পেয়েছিলেন ইংরেজিতে পটু ইরানি ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার। বর্তমানে তিনি ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট বলছে, ইরান যখন করোনা ভাইরাসের বিস্তার থেকে বাঁচতে প্রাণ পনে চেষ্টা করছে তখই আক্রান্ত হলেন ভাইস প্রেসিডেন্ট। এপর্যন্ত ইরানে ২৫৪ জনের করোনাক্রান্তের খবর পাওয়া গেছে। এপর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে ইরানের উপ স্ব...

টেনিসকে বিদায় বললেন শারাপোভা

Image
স্পোর্টস ডেস্ক :  টেনিসকে বিদায় জানালেন ‘গ্ল্যামার গার্ল’ মারিয়া শারাপোভা। পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন এই রুশ তারকা। ভোগ অ্যান্ড ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে লেখা প্রতিবেদনের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের ইতি টানেন। তার বিদায়ে লাখো ভক্তের ‘হৃদয় ভাঙলেন শারাপোভা’। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডন খেতাব জিতে নিয়েছিলেন শারাপোভা। তার ঠিক দুই বছর পরে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন তিনি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনেও শেষ হাসি হাসেন শারাপোভা। বিদায় বেলায় ফেলে আসা দিনের কথা উল্লেখ করে শারাপোভা লিখেছেন, ‘আমার যখন ছয় বছর বয়স, তখন আমি বাবার সঙ্গে ফ্লোরিডা চলে আসি। যখন টেনিস খেলতে শুরু করি তখন নেটের উল্টো দিকে দাঁড়ানো সব মেয়েরাই আমার থেকে বয়সে বড় ছিল। টেনিসই আমাকে পরিচিতি দিয়েছিল।’ তার বিদায়ে হৃদয় বিধায়ক টুইট করেছেন অনেকেই।

নিবার্চনের মনোনায়ন পত্র বিক্রয় শুরু করেছে আশুলিয়া রিপোর্টার্স ক্লাব

Image
আশুলিয়া প্রতিনিধি:  সাভার উপজেলার  অন্তরগত  ডিইপিজেড পুরাতন জোনের পাশে অবস্থিত  আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২০-২১ইং এর জন্য ১৭টি পদে অত্র ক্লাবের সদস্যদের মাঝে উৎসব ও আনন্দ মুখর পরিবেশে  মনোনায়ন পত্র বিক্রয় কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন ।  আজ মঙ্গলবার অত্র ক্লাবের সদস্য নির্বাচন পরিচালনা কমিটির  প্রধান নির্বাচন কমিশনার মোতালেব হোসেন , সহকারি কমিশনার জাহাঙ্গির আলম প্রধান ও ফারুক হোসেনের হাত থেকে বিভিন্ন পদে প্রায় ২২জন পদ প্রার্থী মনোনায়ন পত্র সংগ্রহ করে। আগামীকাল বুধবার ও চলবে এ কার্যক্রম এরপর মনোনায়ন পত্র যাচাই বাচাই চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও নির্বাচনী প্রচার প্রচারনা শেষে আগামী ৭ই মার্চ৭১ জন সদস্যের  ব্যালেট ভোটের মাধ্যমে বিশিষ্ট কমিটির মাঝে ১৭টি পদে মনোনিত প্রার্থীদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ফেনীতে একই পরিবারের ৫জনের ইসলাম ধর্ম গ্রহণ

Image
ফেনী সংবাদদাতা : ফেনীর দাগনভূঞা উপজেলায় একই পরিবারের ৫ জন হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ সোমবার রাতে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। সরেজমিন গিয়ে জানা গেছে, সিলেট জেলার বড়লেখা উপজেলার গ্রামতলী গ্রামের মৃত দেবেন্দ্র চন্দ্র কর ও নটারানী করের ছেলে অনিল চন্দ্র কর বিগত ১৫ বছর পূর্বে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের কামু ভূঞারপোলে মেসার্স এস কে রাইস মিলে সপরিবারে কাজ নেয়। দীর্ঘদিন রাইস মিলে চাকরি করার পর হঠাৎ মিলটি বন্দ হয়ে যায়। পরবর্তীকালে অটোরিকশা চালিয়ে পরিবার-পরিজন নিয়ে রাইস মিল এলাকায় ভাড়াবাসায় বসবাস করতে থাকেন অনিল চন্দ্র কর। এক সময় এলাকার মুসল্লিদের সঙ্গে যোগাযোগ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা পোষণ করেন। সোমবার স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, ইউপি সদস্য নিজাম উদ্দিন ফারুক, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন রোজেনসহ শত শত ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মসজিদের ইমাম হাফেজ বেলাল হোসেন ওই ৫ জনকে কালিমা পাঠ করান। ইসলাম ধর্ম গ্রহণের পর অনিল চন্দ্র করকে (৫০) ওসমান গনি, স্ত্রী মনি করকে (৩৬) বিবি আমেনা, নিখিল চন্দ্র করকে (২০) আবুল কালাম, উজ্জ্বল চন্দ্র করকে (১৮) মোহাম...

পিলখানা ট্র্যাজেডি দিবস আজ

Image
ডেস্ক নিউজ :  পিলখানা ট্র্যাজেডি দিবস আজ। দশ বছর আগে এই দিনে পিলখানায় সাবেক বিডিআর ও বর্তমান বিজিবি সদর দপ্তরে ঘটেছিল এক মর্মান্তিক নৃশংস ঘটনা। বিডিআরের বিদ্রোহী সৈনিকরা সেনা কর্মকর্তাদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা সেনা কর্মকর্তাদের হত্যা করে তাদের পরিবারকে জিম্মি করে। ৫৭ জন কর্মকর্তাসহ ৭৪ জন নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।  পিলখানায় নারকীয় হত্যার ঘটনায় দায়ের করা হয় দুটি মামলা। এর মধ্যে সেনা কর্মকর্তাদের নিহতের ঘটনায় দন্ডবিধি আইনে করা হয় হত্যা মামলা। অপরটি হয় বিস্ফোরক আইনে। দুটি মামলার মধ্যে হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া ১৫২ জনের মৃত্যুদণ্ড দেয়। পরে ২০১৭ সালের ২৭শে নভেম্বর হাইকোর্টে আপিলের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়। ৮ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন ও ৪ জনকে খালাস দেয়া হয়। নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ পাওয়া ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের সাজা বহাল রাখা হয়। হাইকোর্টে আপিল চলার সময়ে কারাগারে থাকা অবস্থায় দুজনের মৃত্যু হয়। খালাস পান ১২ জন আসামি। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে বিস্ফোরক আইনের মামলাটি। এই মামলায় আসামি রয়েছেন ৮৩৪ জ...

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

Image
অনলাইন ডেস্ক: সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দেশটির মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিহতরা হলেন- চট্টগ্রামের রায়হান, তার স্ত্রী ও ভাতিজী। অন্যদিকে আহত হয়েছেন রায়হানের ছেলে ও ইকবাল নামের এক মদিনা প্রবাসী ব্যবসায়ী।

পিআইবি-র রিপোর্ট প্রত্যাখান উচ্চ আদালতে যাবেন সালমান শাহ পরিবার

Image
অনলাইন ডেস্ক :  চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুরহস্য নিয়ে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করলো পরিবার। এর আগে পরিবারের পক্ষ থেকে একাধিক তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে তারা আদালতে গিয়েছিলেন। সর্বশেষ পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন-পিবিআই আলোচিত এ মামলাটির তদন্ত রিপোর্ট দিয়েছে। গতকাল দুপুরে সিলেটে থাকা সালমান শাহের মামা আলমগীর কুমকুম ওই রিপোর্টও প্রত্যাখ্যান করলেন। এবং তিনি জানিয়েছেন- এই প্রতিবেদন চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে যাবেন। সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় হচ্ছে সালমান শাহের মামার বাড়ি। সেখানেই তার জন্ম ও বেড়ে উঠা। এখনো সিলেটের মানুষ দাড়িয়াপাড়ার বাড়িটিকে সালমান শাহের বাড়ি বলে চিনেন। গতকাল দুপুরে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন ঘোষণার সময় নিজ বাসাতেই ছিলেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। তিনি তদন্ত প্রতিবেদন সম্পর্কে তাৎক্ষণিক সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আলমগীর কুমকুম প্রথমেই প্রশ্ন তুলেন আলোচিত এ মামলার রাজসাক্ষী রাবেয়া সুলতানা রুবিকে নিয়ে। তিনি জানান- রুবি হচ্ছে প্রয়াত সালমান শাহের মামি শাশুড়ি। তিনি আমেরিকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য তুলে ধরেছিলেন। আ...

বাসের টিকেট বিক্রেতা থেকে আ.লীগের নেতা হয়ে শত কোটি টাকার মালিক

Image
অনলাইন ডেস্ক :  দুদকে দেয়া অভিযোগে বলা হয়েছে, রাজশাহীর বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ডাবলু সরকারকে রাজাকারপুত্র আখ্যা দিয়ে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও দুদক চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে মুক্তিযোদ্ধারা দাবি করেন, সংখ্যালঘু পরিবারের বাড়িঘর দখল ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন ডাবলু সরকার। অথচ তিনি ছিলেন বিআরটিসি বাসের টিকিট বিক্রেতা। বাসের টিকিট বিক্রেতা থেকে আজ শত কোটি টাকার মালিক তিনি। মুক্তিযোদ্ধাদের দাবি, ডাবলু সরকারের বাবা রশিদ সরকার রাজশাহীর কুখ্যাত রাজাকার আবদুস সাত্তার ওরফে টিপুর সহযোগী ছিলেন। সে হিসেবে ডাবলু সরকার রাজাকারপুত্র। ডাবলু সরকার আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। তার পরিবারের সবাই আগে মুসলিম লীগ ও পরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। ভগ্নিপতি মীর ইকবালের হাত ধরে আওয়ামী লীগে প্রবেশ করেন ডাবলু। এরপর নগরীর কুমারপাড়ায় ‘সখিনা বোর্ডিং’ দখল করে এক হিন্দু ব্যবসায়ীকে দেশছাড়া করেন ডাবলু। পরে সেখানে ১৬তলা বিশিষ্ট ‘সরকার টাওয়ার’ নির্মাণ করেন তিনি। পাশাপাশি নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আবদুল জলিল বিশ্বাস মার্কেট নামমাত্র মূল্যে দখলে নিয়েছেন ডাবলু। রাতের আঁধা...

যুব মহিলা লীগের পদ বাগিয়ে জমজমাট নারী ব্যবসাসহ নানা অপকর্ম

Image
অনলাইন ডেস্ক নিউজ :  যুব মহিলা লীগের পদ বাগিয়ে অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসাসহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন শামীমা নূর পাপিয়া ওরফে পিউ। নিজেকে পরিচয় দিতেন ক্ষমতার রাঘববোয়ালদের কর্মী হিসেবে। রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে নেতাদের ফুল দিয়ে সেই ছবিরও অপব্যবহার করতেন তার সব খারাপ কাজে। শুধু গত এক মাসেই এই নারী রাজধানীর অভিজাত এক পাঁচ তারকা হোটেলে বিশাল অঙ্কের বিল পরিশোধ করেছেন। আর এ অর্থ খরচের কারণেই গোয়েন্দাদের চোখ পড়ে পাপিয়ার ওপর। একের পর এক বেরিয়ে আসতে থাকে তার সব অপকর্মের কাহিনি। জানা গেছে, সব পাঁচ তারকা হোটেলেই ছিল পাপিয়ার এসকর্ট ব্যবসা। আলোচিত এই নারী হচ্ছেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাাদক। তিনি নিজেকে কেন্দ্রীয় নেত্রী হিসেবেও পরিচয় দিতেন। সর্বশেষ প্রচার করতেন সংরক্ষিত এমপি পদ পাচ্ছেন। কিন্তু তা না পেলেও থেমে ছিল না তার অপরাধমূলক কাজকর্ম। গতকাল সকালে স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন, সাবিক্ষর খন্দকার (২৯), শেখ তায়্যিবা (২২)সহ আরও দুজন বিদেশে যাওয়ার প্রাক্কালে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করেছে র‌্যাব। শুরুতে পাপিয়া প্রথমে নিজের দাপুটে অবস্থানের পরিচয় দেন। ...

খালেদা জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

Image
অনলাইন ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বুধবার বিকাল ৫টার মধ্যে তার স্বাস্থ্যগত সর্বশেষ তথ্য আদালতকে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। রবিবার দুপুরে এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে, সম্প্রতি আপিল বিভাগ খালেদা জিয়ার সম্মতিক্রমে তাকে উন্নত চিকিৎসা (অ্যাডভান্স ট্রিটমেন্ট) দেয়ার নির্দেশ দিয়েছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে খালেদা জিয়া সম্মতি দিয়েছেন কিনা, দিলে চিকিৎসা শুরু হয়েছে কিনা, চিকিৎসা শুরু হলে খালেদা জিয়ার শরীরের সর্বশেষ অবস্থা বুধবার বিকালের মধ্যে হাইকোর্টকে জানাতে হবে।

বিয়ে করছেন তাহসান

Image
বিনোদন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর গত ডিসেম্বরে কলকতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মিথিলার দ্বিতীয় বিয়ের ৭৫দিন পর এবার তাহসানেরও বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। এ নিয়ে বাংলাদেশের কয়েকটি মিডিয়াসহ কলকাতার প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে। জানা গেছে, নতুন ভাবে জীবন শুরু করার কথা শোনা যাচ্ছে সঙ্গীতশিল্পী তাহসান রহমান খানের। মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আবার নতুন করে নাকি পথ চলা শুরু করতে চলেছেন তিনি। বাংলাদেশের মিডিয়ার বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, কিছু দিন আগে ঢাকার বনানী অঞ্চলের এক রেস্তরাঁয় জনৈক সংবাদ পাঠিকার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা যায় তাহসানকে। সে কথা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। ওই মানুষটিই যে তাহসানের জীবনের ‘স্পেশাল পার্সন’-দাবি করছেন অনেকেই। তবে বাকিদের মতে, এ নেহাতই গুঞ্জন, উড়ো গসিপ। কাজের জন্যই সেই সংবাদ পাঠিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তারপরও অনুরাগীদের মধ্যে জল্পনা থামছেই না...যদিও পুরো ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি তাহসান...

সাভারে ৪০০ বোতল ফেন্সিডিলসহ ২জন গ্রেফতার

Image
আশুলিয়া প্রতিনিধি : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে র‌্যাব। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশা পাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছেন।  এরই ধারাবাহিকতায় ২১ফেব্রুয়ারি শুক্রবার  রাতে গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে আশুলিয়ার নবীনগর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ফেন্সিডিল এবং ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ আসামী মো. সাইফুল ইসলাম (২৫) ও মো. রিপন মিয়া (৩৮)কে গ্রেফতার করেন এবং উভয়ের বাড়ী মুন্সীগঞ্জ জেলায় বলে জানা যায়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা এই বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার কুষ্টিয়া হতে প্রায়ই লোক চক্ষুর অন্তরালে তাদের  প্রাইভেট কারের মধ্যে সীটের নীচে করে বিশেষ কায়দায় ফেন্সিডি...

বীরশ্রেষ্ঠ ও ভাষা সৈনিক চেনে না ডিএমপি, ব্যানার নিয়ে তোলপাড়

Image
নিউজ ডেস্কঃ  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যানারে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ছবি ব্যবহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ডিএমপি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যানারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ব্যানারে বীরশ্রেষ্ঠদের ছবির ঠিক নিচে লেখা- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। ছবিটি দেখার পর এটিকে সংশ্লিষ্টদের দায়িত্বজ্ঞানহীনতা বলে সমালোচনা করেছেন অনেকে। রিয়াজুল ইসলাম নামে একজন লিখেছেন, ব্যানারে কয়েকজন ভাষাসৈনিকের ছবি ব্যবহার করতে পারতো। কিন্তু, বীরশ্রেষ্ঠদের ছবি কেন ব্যবহার করা হলো সেটা বুঝতে পারলাম না। ফয়েজ আহমেদ নামে একজন লিখেছেন, তারা মাতৃভাষা দিবসের জন্য একটা ব্যানার বানালো অথচ বীরশ্রেষ্ঠ আর ভাষা সৈনিকদের মধ্যে পার্থক্যই বোঝে না। শাশ্বত সত্য নামে একজন লেখেন, পুলিশের মতো সংস্থার কাছ থেকে এমন ভুল সত্যিই দুঃখজনক। তবে কেউ ইচ্ছাকৃত এমন কাজ করেছেন কিনা সেটাও ডিএমপির খুঁজে দেখা উচিৎ। বিষয়টি নিয়ে ডিএমপিতে যোগাযোগ করা হলে নাম প্রকাশ ন...

শহিদ মিনারে ফুল দিয়ে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্যদের শ্রদ্ধা নিবেদন

Image
আশুলিয়া প্রতিনিধি: সাভারে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে  শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে  আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।  আজ শুক্রবার সকালে  ডিইপিজের নতুন জোনের পাশে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের অভ্যান্তরে অবস্থিত শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অত্র ক্লাবের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক কামাল হোসেন-সহ অন্যানো সদস্যবৃন্দ।   এ সময় তারা এক মিনিট নিরবতা পালন করে শহীদদের বিদেহী আত্মার প্রতি মাগফেরাত  কামনা করেন।

সাভারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

Image
সাভার প্রতিনিধি: সাভারে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে  শহীদ বেদীতে সর্বস্তররের জন সাধারণের শ্রদ্ধা নিবেদন। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে (প্রথম প্রহরে) সাভার সরকারী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ।  এ সময় তার সঙ্গে ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান, সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি। এ ছাড়াও সাভার প্রেসক্লাবের সদস্য বৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। অন্যদিকে অাশুলিয়ার ডিইপিজের নতুন জোনের পাশে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে ডিইপিজেডের পুরাতন জোনের পাশে  অবস্থিত আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য বৃন্দ ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন । সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ বেদীতে শিক্ষক শিক্ষার্থী ও সর্বস্তরের জন সাধারণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Image
অনলাইন ডেস্ক : বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু করেছে। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাত ১২টা ১টি মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ক...

গভীর রাতে ছিন্নমূলদের পেট ভরে খাওয়ালেন পাচঁবিবি থানার ওসি

Image
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে মুজিববর্ষ ও ভাষা দিবস উপলক্ষে গভীর রাতে ছিন্নমূল, গরীব ও অসহায় লোকজনকে পেট ভরে খাবার খাওয়াল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় গরীব ও অসহায়দের জন্য এ পিকনিকের আয়োজন করা হয়। সেখানে শতাধিক ছিন্নমুল ও অসহায় ব্যক্তিদের খাবার বিতরণ করেন পাঁচবিবি থানার পুলিশ সদস্যরা। এসময় থানার তদন্ত কর্মকর্তা রাইসুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই ফারুক হোসেনসহ থানার পুলিশ সদস্যরা তাদের সঙ্গে বসে খান। গভীর রাতে অসহায়দের খাবার খাইয়ে প্রশংসায় ভাসছে পাঁচবিবি থানা পুলিশ। গভীর রাতে এই দৃশ্য দেখে এক ট্রেনযাত্রী জানান, ভাষা দিবসে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভাষা শহীদদের আত্মার মাগফেরাতে এমন কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে। স্টেশন এলাকার হতদরিদ্র মনিরা বেগম বলেন, ‘পুলিশ স্যাররা আমাদের আজ পেট ভরে খাওয়ালেন। আমরা তাদের জন্য ও শহীদদের জন্য প্রাণ ভরে দোয়া করব।’ পৌর এলাকার দানেজপুর মহল্লার হোটেল কর্মচারী মান্নান মন্ডল বলেন, ‘এবার পাঁচবিবিতে ভাষা শহীদদের শুধু ফুল দিয়েই শ্রদ্ধা জানানো হয়নি, তাদের রূহের মাগফেরাত কামনায় ওসি শতাধিক গরীবকে পেট ভরে খাইয়েছেন। এমন উদ্যোগ দেশের...

‘‌‌মমতা সকালে নামাজ পড়েন, বিকালে পূজা দেন’

Image
অনলাইন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকালে নামাজ পড়েন আর বিকালে পূজা দেন বলে মন্তব্য করেছেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫তম জন্মবার্ষিকীতে দেয়া মমতার বক্তব্যের জবাবে তিনি এমন মন্তব্য করেন। মমতার বিরুদ্ধে বরাবরই মুসলিম তোষণের অভিযোগ করে থাকে বিজেপি। বৃহস্পতিবার স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজি ইন্ডোরে ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি না কি মুসলিম তোষণ করি! আমি মানবতাকে তোষণ করি। রক্ত দিয়ে দেশকে রক্তাক্ত করা উচিত নয়।’ তার পাল্টা দিলীপ ঘোষ বলেন, ‘অভিযোগ করার দরকার নেই। তার প্রমাণ রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে। সবাই জানে উনি ডিভাইড অ্যান্ড রুল নীতি শুরু করেছেন। ইমাম, মোয়াজ্জেম ভাতা থেকে সংবিধান অবজ্ঞা করে মুসলিমদের ওবিসি শ্রেণিতে সংরক্ষণ দিয়েছেন। বাজেটে কত টাকা বরাদ্দ হয়েছে এসসি-এসটি খাতে? মুসলিমদের জন্য বেশি বরাদ্দ করেছেন। অথচ এরাজ্যে এসটি ৫০ শতাংশ। আর ২৭ শতাংশ মুসলিম।’ মমতাকে কটাক্ষ করে দিলীপ আরও বলেন, ওনার বাণী কেউ শুনতে চান না। সকালে নামাজ পড়েন, বিকালে পূজা দ...