Posts

Showing posts from May, 2020

নাসা গ্রুপের চেয়ারম্যান করোনায় আক্রান্ত

Image
আমার দেশের সংবাদ ডেস্ক :  প্রাণসংহারি ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়া তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নজরুল ইসলাম এক্সিম ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সেরও (বিএবি) চেয়ারম্যান। জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ভাইরাস সংক্রমণ শুরু হয় মজুমদার পরিবারে। এখন পর্যন্ত নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তার ছেলে ওয়ালিদ বিন নজরুল ও তার স্ত্রী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন ধরে বাসায় চিকিৎসা নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবার তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে জানান, সপ্তাহখানেক আগে আমার ছেলে ও বউমার কোভিড-১৯-এর উপসর্গ দেখা দেয়। পরে আমারও উপসর্গ দেখা দিলে আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীরা বাসায় এসে করোনা ও ডেঙ্গুর নমুনা নিয়ে যায়। পরীক্ষার ফলাফলে আমার স্ত্রীসহ চারজনেরই করোনাভাইরাস পজেটিভ এসেছে। এখন পর্যন্ত আমরা বাসায় থেকেই চিকিৎসা নিয়েছি। সবার স্বাস্থ্য পরিস্থ...

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা

Image
অনলাইন ডেস্ক : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে মোছাব্বিন রহমান বর্ষা নামে বিজ্ঞান বিভাগের এক ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সাইক্কা গ্রামে নিজ বাড়িতে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মোছাব্বিন রহমান বর্ষা ওই গ্রামের মতিউর রহমান সরদারের মেয়ে। সে ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল। গোসাইহাট থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, রোববার সকালে বর্ষা মোবাইল মেসেজের মাধ্যমে বেলা ১১টায় পরীক্ষার রেজাল্ট পায়। সেখানে সে পেয়েছে জিপিএ-৪.৫০। এরপর সে বাড়ি গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে পড়নের ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। ঘরের দরজা ভেঙ্গে তাকে বাড়ির লোকজন উদ্ধার করে। ততক্ষণে সে মারা গেছে। কোদালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃত ছাত্রীর চাচাত ভাই মাকসুদুল আমিন বলেন, জিপিএ-৫ না পেয়ে আমার চাচাত বোন মোছাব্বিন রহমান বর্ষা আত্মহত্যা করেছে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মুহা. এমদাদ হোসাইন বলেন, মোছাব্বিন রহমান বর্ষার আত্মহত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। গোসাইরহাট সার্কেলের সিন...

বাস ভাড়া ৬০ শতাংশ বাড়লো

Image
নিজস্ব প্রতিনিধি : করোনায় মোকাবেলায় সাধারণ ছুটি শেষে সোমবার ( ১ জুন) থেকে চালু হবে বাস সার্ভিস। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে গণপরিহণ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাসে অর্ধেক যাত্রী নেয়ার শর্তে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার। যা সোমবার থেকে কার্যকর হবে। রবিবার ( ৩১ মে) সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সরকারের দেয়া শর্ত মেনে বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলো বিআরটিএ। তাদের এ দাবির মুখে সরকার ৬০ শতাংশ ভাড়া বাড়ালো। এছাড়া রবিবার থেকেই সারাদেশে সীমিত আকারে লঞ্চ সার্ভিস ও ট্রেন সেবাও চালু করেছে সরকার।

এবারের এসএসসিতে ১০৪ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : রবিবার ( ৩১ মে) এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ৩০ হাজার ২৮৪ জন। আর ১০৪ শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই ফেল করেছে। গত বছরের তুলনায় যা ৩টি প্রতিষ্ঠান কম। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। পরে সকাল দিকে ১১টার দিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। বিফ্রিংকালে শিক্ষামন্ত্রী জানান, এ বছর শূন্য শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৪টি, গত বছর যা ছিল ১০৭টি। কমেছে তিনটি। তবে ওই সব প্রতিষ্ঠান কেন ফল খারাপ করল সেসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। গত বছর যা ছিল দুই হাজার ৫৮৩টি। এটা একটা ভালো দিক যে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

Image
  নিজস্ব প্রতিনিধি :  এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে। রবিবার বেলা ১১টার পর শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভে রাজধানীর সেগুনবাগিচা থেকে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, সারাদেশে গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ। কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ। গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৫ হাজার ৫৯৪ জন। এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। তাদের মধ্যে ৮৪ দশমিক ১০ শতাংশ পাস করেছে। আর ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ। রবিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। সে সময় তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

আশুলিয়ায় এসএসসিতে খাজা গরিবে নেওয়াজ প্রিপাইরেটরি হাইস্কুল শতভাগ পাশ

Image
নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ার অর্ন্তরগত ধামসোনা ইউনিয়নের ভাদাইলে অবস্থিত খাজা গরিবে নেওয়াজ প্রিপাইরেটরি স্কুল বরাবরের মতো এবারো এসএসসি পরিক্ষায় শত ভাগ পাশ নিশ্চিত করেছে। আজ সারাদেশে এসএসসি পরিক্ষায় প্রকাশিত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেন খাজা গরিবে নেওয়াজ প্রিপারেটরি হাইস্কুলের পরিচালক বিশ্বনাথ বিশ্বাস।  এ সময় তিনি জানান, এবার আমাদের স্কুল থেকে  বিজ্ঞানে ৩২ জন এবং হিসাব বিজ্ঞানে ৩৩ জন সহ মোট ৬৫জন ছাত্র-ছাত্রী এসএসসি পরিক্ষায় অংশ গ্রহন করে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভাল ফলাফলের ভিত্তিতে সবাই পাশ করেছে। তিনি আরো আমাদের ছাত্র-ছাত্রীদের কঠোর অধ্যাবস আর শিক্ষকদের ঐকান্তিক চেষ্টায় এমন ভাল ফালাফল সম্ভব হয়েছে। 

ধামরাইয়ে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তি লাশ উদ্ধার

Image
ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত এক ব্যক্তি (৩০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কেলিয়া থেকে শার্ট ও পেন্ট পড়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

আজ ৩১মে দেশে করোনায় ৪০ জনের সর্বচ্চো মৃত্যুর রেকর্ড,আক্রান্ত ২৫৪৫

Image
আমার দেশের সংবাদ ডেস্ক :  করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৪০ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২৫৪৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জন। রবিবার দুপুরে অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

মাস্ক না পড়ে ঘরের বাহির হলে ৬ মাসের জেল

Image
নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত টানা ৬৬ দিনের ছুটি শেষ অ‌ফিস খুল‌ছে আজ। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে গণপরিবহন। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে কেঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ব্যবহার। এদিকে, করোনা সংক্রমণের এ সময়ে মাস্ক না পরে বের হওয়া বেআইনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় এক সার্কুলারে এ তথ্য জানায় তারা। এতে বলা হয়, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে বের হলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া আদেশ অমান্য করার কারণে একই বক্তি আরো তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার দণ্ডে পড়তে পারেন। সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া অন্যান্য যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়তে হবে দেশের নাগরিকদের। অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্...

নিজের ফেসবুকে মাফ চেয়ে স্ট্যাটাস দেয়ার ২ ঘণ্টার মধ্যেই সাংবাদিকের মৃত্যু

Image
অনলাইন ডেস্ক :  নিজের ফেসবুকে মাফ চেয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেয়ার ২ ঘণ্টার মধ্যে চিরবিদায় নিয়ে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত। শুক্রবার রাত দেড়টার দিকে তিনি ফেসবুক ওয়ালে লেখেন,  ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। ‘   তাঁর মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন তাঁর সন্তান। জানা গেছে, গত দুইদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, সাংবাদিক আবুল হাসনাতের শরীরে করোনা উপসর্গ ছিল। তিনি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন। এছাড়া তিনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

দ্বিগুণ হচ্ছে বাস ভাড়া

Image
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারিতে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে বাস ভাড়া আগের চেয়ে ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেতৃত্বাধীন বিশেষ কমিটি। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য জানান ‘আজ শনিবার ভাড়া বৃদ্ধির এই সুপারিশ অনুমোদনের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বাস ভাড়ার নতুন এই রেট আপাতত আগামী ১৫ জুন পর্যন্ত কার্যকরের সুপারিশ করা হয়েছে।’

আজ ৩০ মে দেশে করোনায় সর্বচ্চো আক্রান্ত ১৭৬৪, মৃত্যু ২৮

Image
আমার দেশের সংবাদ ডেস্ক :  কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মারা গেছেন ২৮ জন, নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন এবং সুস্থ হয়েছেন ৩৬০ জন। ফলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৬০৮। মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন। আক্রান্তের সংখ্যা বিশ্বে ২১তম দেশ বাংলাদেশ। শনিবার (৩০ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। বুলেটিনে আরো জানানো হয়, দেশে এখন পর্যন্ত করোনা পরীক্ষার জন্য নতুন একটি বেসরকারি ল্যাবসহ মোট ল্যাবের সংখ্যা ৫০টি। আজ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৯৮৭ জনের। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪ জনের। আজ করোনায় নিহত ২৮ জনের মধ্যে ২৫জন পুরুষ এবং ৩ জন নারী। এদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ৭ জন, রংপুরে ২ জন এবং সিলেটে ১ জন মারা গেছেন। দেশে করোনায় আক্রান্ত ও মৃত্য...

আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী

Image
আমার দেশের সংবাদ ডেস্ক :  আজ ৩০ মে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। শোকাবহ এই দিনটি স্মরণে বিএনপি ১২ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। করোনা ভাইরাসের মহামারির কারণে প্রতি বছরের মতো সর্বব্যাপী কর্মসূচি পালন করতে পারছে না দলটি। ভার্চুয়াল আলোচনা সভা, খাদ্যসামগ্রী বিতরণ, বস্ত্র বিতরণ ও আর্থিক সহযোগিতাসহ কিছু সীমিত কর্মসূচি নিয়েছে দলটি। রাষ্ট্রপতি জিয়া খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দেয়। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়। দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে চলেছেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য ...

সাভার থানা বিএনপির সভাপতি হাজী মো: মাহমুদুল হাসান আলাল আর নেই

Image
সাভার প্রতিনিধি : সাভার থানা বিএনপির সভাপতি হাজী মো: মাহমুদুল হাসান আলাল (৪৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)। আজ শুক্রবার(২৯শে মে) বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।  ব্রেনস্টোকে আক্রান্ত হয়ে এর আগে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান তার অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার (২৮-৫-২০২০) অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাজী মো: মাহমুদুল হাসান আলাল সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের একাধিবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।  তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সাভার উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তার মৃত্যুতে বিএনটি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।  সাভার থানা বিএনপির সভাপতি হাজী মো: মাহমুদুল হাসান আলালের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ডা.দেওয়ান মো: সালাহদ্দিন বাবু। 

আজ ২৯ মে দেশে করোনায় সর্বচ্চো আক্রান্ত ২৫২৩, মৃত্য ২৩

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ৫২৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। করোনায় আক্রান্ত সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৪২ হাজার ৮৪৪ জন এবং মারা গেলেন ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন এবং মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৩ জন। এর মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৪ জন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন এবং মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.০৪ শতাংশ ও মৃত্যুর হার ১.৩৬ শতাংশ। ডা. নাসিমা আরও জানা, বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে এক জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৬ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১-৯০ বছরেরমধ্যে একজ...

করোনা বিনাশে ভারতের মন্দিরে নরবলি,পুরোহিত গ্রেপ্তার

Image
ছবির ইনসেটে অভিযুক্ত পুরোহিত  অনলাইন ডেস্ক :  প্রাণঘাতী করোনাভাইরাস বিনাশে ভারতে মন্দিরের ভেতরে নরবলির অভিযোগ উঠেছে এক পুরোহিতের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটছে ওড়িশার কটকে নরসিংহপুর থানা এলাকায় বাঁধহুদা গ্রামের একটি স্থানীয় মন্দিরে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মহামারী থেকে মুক্তি পেতে দেবতাকে তুষ্ট করতে নরবলি দিয়েছেন মন্দিরের এক বৃদ্ধ পুরোহিত। বৃহস্পতিবার সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর তাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই পুরোহিত জানিয়েছেন, করোনার বিনাশে নরবলির আদেশ তিনি নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই আদেশ মতো মন্দির ভেতরেই কুড়াল দিয়ে এক ব্যক্তির মাথা কেটে বলি দেন তিনি। নরবলির শিকার ওই ব্যক্তির নাম সরোজকুমার প্রধান (৫২)। দেবীর সন্তুষ্টির জন্য নরবলি দিয়েছেন পুরোহিত এমনটা দাবি করলেও তা মানতে নারাজ এলাকার স্থানীয়রা। তাদের পাল্টা দাবি, সরোজের সঙ্গে ওই গ্রামের একটি আমবাগান নিয়ে দীর্ঘ দিনের বিবাদ চলছিল ওই পুরোহিতের। সেই আক্রোশেই এ কাজ করেছেন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার রাতে সরোজের সঙ্গে নরবলি নিয়েই ঝগড়া হয় বলে জানিয়েছেন পুরোহিত। কথা কাটাকাট...

আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু করোনায় আক্রান্ত

Image
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়া থানার অফিসার-ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সকালে রিজাউল হক দিপু মুঠোফোনে আমার দেশের সংবাদ কে বিষয়টি নিশ্চিত করেন।  তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন ও বর্তমানে আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন। রিজাউল হক জানান, গত দুইতিন ধরে শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনার নমুনা দেন। পরে আজ সকালে (২৯ মে) জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তিনিসহ আশুলিয়া থানার ৫ পুলিশ সদস্য করোনায় পজিটিভ হয়েছেন। আরও ১০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় রোগী সংখ্যা ৩৮৭ জনে দাড়িয়েছে। এরমধ্যে ৪১ জন সুস্থ হয়েছে। মারা গেছেন ৬ জন।

এ ছাড় যেন বিষাদে রূপ না নেয়: কাদের

Image
ফাইল ছবি আমার দেশের সংবাদ ডেস্ক :  শর্তসাপেক্ষে,সীমিতপরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে, স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সড়ক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড় যেন বিষাদে রূপ না নেয় সে জন্য মালিক, শ্রমিক, যাত্রী সাধারণ সকলের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। কাদের বলেন, ‘৩১ মে থেকে সরকার গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন ও চালক-শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ বিশ্বের অনেক দেশ ক্রমান্বয়ে লকডাউন শিথিল করছে উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘করোনায় খোদ যুক্তরাষ্ট্রেই মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশে সংক্রমণ ও মৃতের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অনেক দেশ লকডাউন শিথিল করেছে। কোথাও কোথাও স্বাভাবিক জীবনযাত্রার দিকে যাত্রা শুরু করেছে। আমাদের পার্শ্ববর...

আজ ২৮ মে দেশে করোনায় আক্রান্ত ২০২৯, মৃত ১৫

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৫ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৬ জন ঢাকার ভেতরের ও ৯ জন ঢাকার বাইরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৯ জনে। এছাড়াও একদিনে সর্বোচ্চ ২ হাজার ২৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের সংগৃহীত নমুনাসহ মোট ৯ হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ২ হাজার ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৩২১ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৫০০ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪২৫ জনে।

ছুটি না বাড়ানো সরকারের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত: রিজভী

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের মাঝেও সাধারণ ছুটি না বাড়িয়ে সরকার সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, ছুটি প্রত্যাহারের মাধ্যমে লাখ লাখ মানুষকে আক্রান্তের দিকে ঠেলে দেয়া হল। এটা সরকারের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। পরবর্তীতে হয়ত আফসোস করারও সুযোগ থাকবে না। বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সরকারের নীতির সমালোচনা করে রিজভী বলেন, টাকার জন্যই জীবন, মানুষের জীবনের দরকার নেই-এটাই সরকারের নীতি। মানুষকে বিপদে ফেলে দেয়ার এই সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা বার্তার প্রতিও সরকারের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। এই ছুটি প্রত্যাহারের জন্য করোনা ভাইরাসে প্রাণহানি সব দায় সরকারকেই নিতে হবে। তিনি বলেন, করোনাভাইরাসের ভয়াবহ মহামারীতে বিপর্যস্ত গোটা পৃথিবী। বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশও যেন করোনার ছোবলে নীল হয়ে উঠেছে। কোভিড-১৯ মোকাবেলায় দেশে দেশে নেয়া হয়েছে লকডাউন, কারফিউ-জরুরি অবস্থাসহ নানা কঠোর পদক্ষেপ। আর বিশ্বে একমাত্র বাংলাদেশেই ‘ছুটি’ দিয়ে কথিত লকডাউন বলে প্রচার করে আসছে। বিশ্বের অন্যান্য দেশগ...

ইউনাইটেড হাসপাতালের এসির বিস্ফোরণে ৫ করোনা রোগী নিহত

Image
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ওই হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী ছিলেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার মো. রায়হান জানান, এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন পাঁচ জন মারা গেছেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে ফায়ার সার্ভিস পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলটি হাসপাতালের প্রধান ভবন সংলগ্ন। সেটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাবু তৈরি করে করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিলো। সেখানে পাঁচ জন চিকিৎসাধীন ছিলেন। অগ্নিক...

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বিএনপির ১২ দিনের কর্মসূচি

Image
নিজস্ব প্রতিনিধি :  করোনা মহামারীর প্রেক্ষাপটে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভাসহ ১২ দিনে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। বিএনপি মহাসচিবের উত্তরার নিজের বাসায় এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যম ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। ১২ দিনে কর্মসূচিগুলো হচ্ছে- ৩০ মে সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সব মহানগর ও জেলা কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন, বেলা ১১টায় ঢাকায় শেরে বাংলানগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শুধুমাত্র জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে পুস্পমাল্য অর্পণে শ্রদ্ধা নিবেদন, বিকাল সাড়ে তিনটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের প্রতিষ্ঠাতার স্মরণে ভার্চুয়াল আলোচনা সভা এবং ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত জিয়াউর রহমানের কর্মকাণ্ডের ওপর বিষয়ভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা। দলের ভার্চুয়াল আলোচনা সভায় দেশের কয়েকজন বরণ্যে বুদ্ধিজীবী ও স্থায়ী কমিটির সদস্যরা ব...

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়েসহ নিহত ৩

Image
নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানাধীন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে টিনের ঘরের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন- রসুলবাগ এলাকার আলমগীর মুন্সির স্ত্রী রুবিনা আক্তার (২৫) ও মেয়ে সুমাইয়া আক্তার (১০) এবং একই বাড়ির রবিউল ইসলামের ছেলে হাসান শেখ (৩)। আহতরা হলেন রবিউল ইসলাম ও তার স্ত্রী সাবানা। দুইজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবু হানিফ বলেন, রসুলবাগ এলাকায় জাহাঙ্গীর মিয়ার বাড়ির দুটি টিনের ঘরে পরিবার নিয়ে আলমগীর মুন্সি ও রবিউল ইসলাম বসবাস করে। সকালে ঝড়ো বৃষ্টির সময় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পাশের একটি টিনের ঘরের ওপর পরে। এসময় ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই রুবিনা ও হাসান মারা যায়। আর বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল খান বলেন, সুমাইয়া আক্তারকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে। পরে স্বজনরা লা...

ছুটি আর বাড়ছে না

Image
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আর বাড়ছে না। দীর্ঘ ৬৭ দিন বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধিসহ কিছু নিয়ম মানা সাপেক্ষে খুলছে সরকারি-বেসরকারি অফিস। বুধবার (২৭ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুমোদন দেয়া এ সংক্রান্ত ফাইল আমরা পেয়েছি। বৃহস্পতিবার নির্দেশনার প্রজ্ঞাপন জারি করতে পারব বলে আশা করছি।’ তিনি জানান, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী মহিলারা আপাতত অফিসে আসবেন না, গণপরিবহনও বন্ধ থাকবে। আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘ছুটি ৩০ মে শেষ হচ্ছে। ছুটি আর বাড়ছে না। কিন্তু কিছু বিধি-নিষেধসহ নাগরিক জীবন সুরক্ষিত রেখে আমরা সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে যাচ্ছি। তবে সবকিছু একেবারে খুলে দেয়া হচ্ছে না। আমরা খুলতে যাচ্ছি তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে।’ তিনি বলেন, ‘সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি অফিসগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চালু হবে। তবে বয়স্ক মানুষ, অসুস্থ এবং সন্তানসম্ভবা নারীরা কর্মস্থলে যাওয়া থেকে বিরত থাকবেন।’ ‘আগ...

আজ ২৭ মে দেশে করোনায় আক্রান্ত ১৫৪১, মৃত্যু ২২

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২২ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগে ও ১২ জন অন্যান্য বিভাগে। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৫ জনে। এছাড়াও নতুন করে আরো ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আগের সংগৃহীত নমুনাসহ মোট ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৩৪৬ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯২৫ জনে।

সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত

Image
নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান । এ নিয়ে উপজেলায় মোট ৩৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (২৩ মে) সাভারের ইউএনওসহ ৮৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার তার রিপোর্ট আসে। রিপোর্টে ইউএনও পারভেজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারসহ ২৯ জনের করোনা শনাক্ত হয়। ডা. সায়েমুল হুদা আরও জানান, ইউএনওর করোনার কোনো উপসর্গ ছিল না। যেহেতু করোনা পরিস্থিতির মধ্যেও তাকে পেশাগত দায়িত্ব পালন করতে হয়েছে তাই তার নমুনা পরীক্ষা করা হয়। পরে রিপোর্টে তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। ইউএনও পারভেজুর রহমানকে হোম আইসোলেশন বা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে পাঠানো হবে কি না সে বিষয়ে মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। সাভারে এখন পর্যন্ত মোট ৩৫৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭১ জনের। মোট সুস্থ হয়...

রাতে করোনা রিপোর্ট এলো পজেটিভ, সকালে মৃত্যু

Image
মৌলভীবাজার প্রতিনিধি : রাতে করোনা রিপোর্ট এল পজেটিভ, সকালে কাউন্সিলরের মৃত্যু মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক পৌর কাউন্সিলারের মৃত্যু হয়েছে। তিনি শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলার মো. আব্দুল আহাদ (৫৫)। তার বাসা শহরের কালিঘাট সড়কে। আজ সকাল সাড়ে দশটায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ভাতিজা মো. সিরাজুল ইসলাম সোহেল।   সোহেল জানান, আজ সকালে তিনি সিলেট যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গতকাল সোমবার রাতে উপজেলা প্রশাসন থেকে কাউন্সিলারের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ বলে জানান। কাউন্সিলারকে রাতেই হোম আইসোলেশনে রেখে চিকিৎসার জন্য সিলেট যাবার পরামর্শ দেয়া হয়েছিল। একই সাথে তার বাসাও লকডাউন করা হয়েছিল। তবে ওই এলাকার বাসিন্দা নাট্যকর্মী ফারুক আহম্মেদ বাপ্পী বলেন, ‘সকালে কাউন্সিলারের মৃত্যুর খবর জেনে এলাকার নারী পুরুষ ও শিশুসহ শত শত লোক তার বাসায় গিয়ে লাশ দেখতে ভির করেন।   শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, ‘কাইন্সিলারের বাড়িতে লোক সমাগমের হচ্ছে, এমন খবর পেয়ে আমি সাথে সাথে পুলিশ পাঠাই এবং ওই এলাকা কর্ডন করে রাখি। ’ শ্রীমঙ...

আজ ২৬ মে দেশে করোনায় আক্রান্ত ১১৬৬, মৃত্যু ২১

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২১ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী এবং ১৫ জন ঢাকা বিভাগে ও ৬ জন অন্যান্য বিভাগে। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। এছাড়া নতুন করে আরো ১ হাজার ১৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের নমুনাসহ মোট ৫ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ১৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৫১ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ২৪৫ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭৯ জনে।

মনোহরগঞ্জে ঈদ জামাত ও জানাজায় উপস্থিত করোনা রোগী , আতংকে এলাকাবাসী

Image
নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নে করোনা আক্রান্ত হয়েও এক যুবক (২৫) জামাতে পড়লেন ঈদের নামাজ,  একইদিনে ওই গ্রামে একটি মৃত লোকের জানাজার নামাজেও অংশগ্রহণ করে সে। গতকাল ঈদের দিন বাইশগাঁও ইউপির নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী ওই যুবকের করোনা শনাক্তের বিষয়টি আমার দেশের সংবাদ কে নিশ্চিত করেন। তবে আক্রান্ত ওই ব্যক্তির শরীরে কোন উপসর্গ নেই বলে জানান তিনি। বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। উপজেলা প্রশাসন বাড়িটি লকডাউন করেছে। মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকর্মী আলমগীর হোসেন জানান, ওই যুবক ঢাকার ইসলামপুরের কাপড় ব্যবসায়ী। নিজ বাড়িতে আসার পর খবর পেয়ে গত ২৩ মে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন। কিন্তু নির্দেশনা অমান্য করে তিনি নিজ গ্রামেই জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় ও একটি জানাজা নামাজে অংশগ্রহণসহ বিভিন্ন সামাজিক কাজে যোগ দেন। ২৬ মে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য...

বিশ্ব জুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ৪৫ হাজার, আক্রান্ত ৫৪ লাখের বেশি

Image
আমার দেশের সংবাদ ডেস্ক :  বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫৪ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ২১ লাখের বেশি মানুষ। আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৭ হাজার ৭০১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪৫ হাজার ৬০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২১ লাখ ৬৮ হাজার ৫৬৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন এবং মারা গেছেন ৯৭ হাজার ৭২০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৭৩৬ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ৩ হাজার ৫৪১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৯৯ জন। যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত...

আজ ২৫ মে দেশে করোনায় সর্বচ্চো আক্রান্ত ১৯৭৫, মৃত্যু ২১

Image
আমার দেশের সংবাদ ডেস্ক :   গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৯৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৫৮৫ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫০১ জন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৪৮টি ল্যাবে নয় হাজার ৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৯৭৫ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৫৮৫ জন। মারা গেছেন আরও ২১ জন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও পাঁচ জন নারী। দেশের এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৫০১ জন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৩৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৩৩৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দুই লাখ ৫৩ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার ...

সন্ধ্যায় বিএনপি নেতাদের সাথে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়

Image
অনলাইন ডেস্ক :  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সোমবার সন্ধ্যায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের জ্যেষ্ঠ নেতারা। সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানের বাসাভবন ফিরোজায় যাবেন স্থায়ী কমিটির সদস্যরা। স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময়হবেবলে জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা শুধু স্থায়ী কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবো। স্বাস্থ্য বিধি মেনে এই সাক্ষাত হবে। ২৫ মার্চ থেকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপির চেয়ারপারসন। ওইদিন থেকে তিনি গুলশানের বাসায়ই অবস্থান করছেন। করোনা্ পরিস্থিতিতে প্রথম কয়েক দিন তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।করোনা পরিস্থিতি ও জামিনের শর্ত অনুযায়ী তিনি দলের নেতাদেরও দেখা দিচ্ছেন না।

আজ পবিত্র ঈদুল ফিতর, অন্যরকম এক ঈদ

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : ঈদ মোবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সোমবার সারা দেশে উদ্‌যাপন করা হবে পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্য দিয়ে এক মাস ধরে সংযম সাধনার ইতি ঘটল। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সোমবার বাংলাদেশসহ এই অঞ্চলের বহু দেশে উদ্‌যাপন করা হবে ঈদুল ফিতর। এ ছাড়া সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ও ইউরোপ, আমেরিকার অনেক দেশেই রোববার ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়েছে। তবে করোনাভাইরাসের কারণে এবার ঈদ অনেকটাই ভিন্নভাবে উদ্‌যাপন করা হচ্ছে। অন্যান্য বারের মতো এবার বাস, ট্রেন বা লঞ্চ টার্মিনালের ছিল না মানুষের ভিড়। গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষের বড় অংশ বাড়ি যেতে পারেননি। বিপণিবিতানেও বেচাকেনার কম হয়েছে। ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় ঈদ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঘরে থেকে ঈদ উদ্‌যাপনের আহ্বান জানান। এদিকে করোনাভাইরাসের কারণে জাতীয় ঈদগাহসহ বা উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। এই ক্ষেত্রে মুসল্লিরা জীবনের ঝুঁকি বিবেচনা করে ঈদের নামাজের জামাত খোলা জায়গার পরিবর্তে কাছের মসজিদে পড়তে পারবেন। শা...