Posts

Showing posts from June, 2020

আশুলিয়ায় ও কাশিমপুরের ত্রাস গেদুরাজ গ্রেফতার

Image
ছবির ইনসেটে গেদুরাজ  নিজস্ব প্রতিনিধি : আশুলিয়া ও গাজীপুর এলাকার কাশিমপুর এলাকার সন্ত্রাসী গেদুবাহিনীর প্রধান প্রায় অর্ধশতাধিক মামলার পলাতক আসামী আব্দুল আলিম ওরফে গেদুরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, গেদুবাহিনীর প্রধান সন্ত্রাসী গেদুরাজ গ্রেপ্তারের সংবাদে এলাকায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা। মঙ্গলবার ভোর রাতে তিন টার দিকে গাজীপুরের কাশিমপুর থানাধীন হাজীমার্কেট এলাকা থেকে সন্ত্রাসী গেদুরাজকে গ্রেপ্তার করেন কাশিমপুর থানার উপ-পরিদর্শক(এসআই) সাইদুর রহমান সহ মাসুদ রানা। কাশিমপুর থানার চৌকস উপ-পরিদর্শক সাইদুর রহমান কাশিমপুর ও আশুলিয়া এলাকার রাতভর অভিযান চালিয়ে সন্ত্রাসী গেদুবাহিনীর প্রধান গেদুরাজ কে গ্রেফতার করেন ।এর গেদুরাজ সহ একাধিক সন্ত্রাসী সম্প্রতি চাঁদার দাবিতে সাবেক এক সেনা সার্জেন্টের বাড়ি-ঘর ভাংচুর করে। এই ঘটনায় প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ্য করে অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট নজরুল ইসলাম বাদী হয়ে কাশিমপুর থানায় একটি মামলা দায়ের তার নং ০৫/৬৫ ও সান সিটি কতৃপক্ষের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোকাদ্দেস বাদি হয়ে কাশিমপুর থানায় একটি আইসিটি মামলা করেন তার নং ১২/৭...

আজ ৩০ জুন করোনায় দেশে সর্বোচ্চ মৃত্যু ৬৪, আক্রান্ত ৩৬৮২

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৮৪৭ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ৩ হাজার ৬৮২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন এবং মোট সুস্থ ৫৯ হাজার ৬২৪ জন।

বড়িগঙ্গায় লঞ্চডুবির ১৩ ঘণ্টা পরেও এক যাত্রীকে জীবিত উদ্ধার

Image
নিজস্ব প্রতিবেদক : বড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর সুমন ব্যাপারী (৪৫) নামে একজনকে লঞ্চের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক আমার দেশের সংবাদ কে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা একটি অলৌকিক ঘটনা। আমরা ধারণা করছি, তিনি কোনো এয়ার টাইট রুমে অথবা কর্নারে আটকে ছিলেন। লঞ্চটি উঠানোর জন্য নাড়াচাড়া করলে ওই রুমে বাতাস ঢুকে এবং ওই বাতাসের সূত্র ধরে লোকটি বেরিয়ে আসেন। এ ঘটনায় ডুবুরিদের মনোবল আরও বেড়ে গেছে। জানা গেছে, সুমন ব্যাপারী (৩২) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার আবদুল্লাপুর গ্রামের ফয়জুল ব্যাপারীর ছেলে। ৮ ভাই-বোনের মধ্যে ফয়জুল সবার ছোট। তিনি সদরঘাটে ফেরি করে ফল বিক্রি করতেন। সোমবার সকালে অন্যদের সঙ্গে তিনিও মুন্সীগঞ্জের কাঠপট্টি ঘাট থেকে ওই লঞ্চে উঠে কর্মস্থলে যাচ্ছিলেন। উদ্ধারের পরপরই তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ক্যজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেয়া হয়। সেখানে কিছুক্ষণ তাকে অক্সিজেন দেয়ার পর আশঙ্কা কেটে গেলে মেডিসিন ওয়ার্ডের ইউনিট-৫ এর...

করোনা টেস্টের ফি প্রত্যাহারের দাবী জানালেন মান্না

Image
অনলাইন ডেস্ক : কোভিড-১৯ টেস্ট করাতে সরকারের ফি নির্ধারণ করার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি এই ফি অন্যায্য দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সোমবার বিকালে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। মান্না বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সব বিশেষজ্ঞ করোনা সংক্রমণ রোধে টেস্ট বৃদ্ধি করাকেই প্রধান উপায় বলছেন, সেখানে টেস্ট করাতে ফি ধার্যের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেয়া যায় না। এতে নিম্নআয়ের মানুষেরা উপসর্গ থাকার পরও করোনা পরীক্ষা করাতে পারবেন না। তাদের চিহ্নিত করে কোয়ারেন্টিন বা আইসোলেশন করা যাবে না। এতে সংক্রমণ দ্রুত বাড়তে থাকবে। উল্লেখ্য, করোনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করেছে সরকার। বুথে ২০০ টাকা আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ৫০০ টাকা।

বুড়িগঙ্গায় লঞ্চডুবির দ্বিতীয় দিনেও উদ্ধার অভিযান অব্যাহত

Image
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় দিনের অভিযানে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালে ৩৩ জনে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে বুড়িগঙ্গার শ্যামবাজার উল্টিগঞ্জ পয়েন্টে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। ওই ঘটনায় গতকালই ৮ জন নারী, ৩ জন শিশুসহ মোট ৩২ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়। লঞ্চডুবির ঘটনায় আজ সকালে ময়ূর-২ লঞ্চের মালিক ও মাস্টারসহ সাতজনের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যা মামলা হয়েছে। নৌপুলিশ সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল ইসলাম ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে বলে আমার দেশের সংবাদ কে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ শাহজামান। এদিকে ময়ূর-২ এর ধাক্কায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটি এয়ার লেপ্টিংয়ের মাধ্যমে পানির নিচ থেকে ওপরে তোলা হয়েছে। মঙ্গলবার সকালে লঞ্চটি উদ্ধারের পর সেটিকে এখন তীরে নেয়া হচ্ছে বলে জানা গেছে।

আজ ২৯জুন করোনায় আক্রান্ত ৪০১৪,মৃত্যু ৪৫

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫জন মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হলো ১৭৮৩ জন। একই সময় দেশে আরও ৪ হাজার ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।  সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে । এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮৩ জনে। ২৪ ঘণ্টায় ১৭৮৩৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ১৪ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে। বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার

Image
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ২ জন শিশু ৫ মহিলা ও ২৩ পুরুষ। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় এ লঞ্চডুবির ঘটনা ঘটে। সোমবার (২৯ জুন) বেলা সোয়া ১২টার দিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন আমার দেশের সংবাদ কে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ইতোমধ্যেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। এছাড়া নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালচ্ছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান আমার দেশের সংবাদ কে  বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন ওই লঞ্চে। এরমধ্যে নিখোঁজ হয়ে যান প্রায় ৭০ জন। তা থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এরইমধ্যে।

শাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ, ক্ষতিপূরণ দাবি

Image
বিনোদন ডেস্ক : নব্বই দশকের সাড়া জাগানো গান ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’। আহমেদ কায়সারের লেখা গানটির সুর করেছেন আশরাফ উদাস। এতে কণ্ঠ দেন সংগীতশিল্পী দিলরুবা খান। তুমুল জনপ্রিয় গানটি বিনা অনুমতিতে রিমেক করে শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় ব্যবহারের অভিযোগ ওঠেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে এ অভিযোগ দায়ের করেছেন দিলরুবা খান। মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করেন শাকিব খান। কিছু কথা পরিবর্তন করে গানটি সিনেমায় ব্যবহার করা হয়। এতে কণ্ঠ দেন অশোক সিং, আর ঠোঁট মেলান শাকিব খান ও বুবলী। এটি সিনেমায় ব্যবহারের আগে গীতিকার আহমেদ কায়সার, সুরকার আশরাফ উদাস ও কণ্ঠশিল্পী দিলরুবা খান; কারও কাছ থেকেই অনুমতি নেওয়া হয়নি। এ কারণেই শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছেন সংগীতশিল্পী দিলরুবা খান। এ বিষয়ে তিনি বলেন, আমাদের অনুমতি ছাড়াই সিনেমায় ব্যবহার করা হয়েছে এতে আমাদের মিউজিক ও গানের কিছু অংশ ব্যবহার করা হয়েছে। এরপর এটি মোবাইল অপারেটর রবি কাছে বিক্রি করা হয়েছে। সিনেমার প্রযোজক হিসেবে শাকিব খান এটি অন্যায় করেছেন দাবি করে দিলরুবা খান বলেন, ...

আজ ২৮ জুন দেশে করোনায় আক্রান্ত ৩৮০৯, মৃত্যু ৪৩

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যু বেড়ে দাঁড়ালো এক হাজার ৭৩৮ জন। একই সময়ে নতুন করে আরো তিন হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। রবিবার দুপুরে অনলাইনে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে জানানো হয়, শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ২৬ শতাংশ। এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪০৯ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন। বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিএনপিই ক্রসফায়ার শুরু করেছিল : তথ্যমন্ত্রী

Image
অনলাইন প্রতিবেদক : আজ শনিবার রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদের সাম্প্রতিক মন্তব্য 'ক্রসফায়ার-গুম-খুনে রাষ্ট্র অমানবিক হয়ে উঠছে'- এ বিষয়ে প্রশ্নের জবাবে গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতি বছর ৩১৭ জনের বেশি ক্রসফায়ারে, গুম হয়ে মৃত্যুবরণ করেছে। একই পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এ সংখ্যা ১৮৭। এটা ঠিক যে, অপরাধীরা অনেক সময় বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। আমাদের দল কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না।’ ‘আর প্রকৃত সত্য হলো, খুনের রাজনীতির মাধ্যমেই বিএনপির উত্থান‘- এমনটা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান নিজের ক্ষমতা নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করেছেন, তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যুক্ত। আর বিএনপি যখন খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতাসীন, তখনই ক্রসফায়ার চালু করে। অর্থাৎ খুনের রাজনীতির মাধ্যমেই যাদের উন্মেষ ও প্রতিষ্ঠা, যারা দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছিল, তারা ...

নাসিমকে নিয়ে 'কটূক্তি'; রাবি শিক্ষক জাহিদুর বহিষ্কার

Image
রাজশাহী প্রতিনিধি : প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  শনিবার সকালে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট  সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম। অধ্যাপক আবদুল আলীম জানান, সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মামলায় জেলে আছেন সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন সেলের পরামর্শ মতো সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।  সভায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সভাপতিত্ব করেন। এর আগে ফেসবুকে প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ফেসবুকে কটূক্তির অভিযোগে গত ১৭ জুন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে কাজী জাহিদকে গ্রেফতার করে পুলিশ।  তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

Image
দিনাজপুর প্রতিনিধি : এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ীতে সিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে পুলিশ ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের লক্ষণপুর পাঠকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম (৩০) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের লক্ষণপুর পাঠকপাড়া এলাকার আফজাল মন্ডলের ছেলে। তিনি পেশায় মুদি দোকানি। স্থানীয়রা ও পুলিশ জানায়, ফুলবাড়ীর শিবনগর ইউপির লক্ষণপুর পাঠকপাড়া এলাকার একটি স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রীকে কয়েকদিন পূর্বে তার বাবা মা’র অনুপস্থিতে বাড়িতে একা পেয়ে সিরাজুল ইসলাম ধর্ষণ করে কৌশলে ভিডিও ধারণ করে। ওই ভিডিও দেখিয়ে সিরাজুল ইসলাম দ্বিতীয়বার তাকে ধর্ষণ করে এবং তৃতীয়বার ধর্ষণ করতে গেলে ওই ছাত্রী বাঁধা দেয়। এতে সিরাজুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ধর্ষণের ভিডিও মোবাইলে প্রচার করে।  বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ওই ছাত্রী গতকাল শুক্রবার রাতে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ফুলবাড়ী থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার দিবাগত রাতে পাঠকপাড়ায় অভিযান চালিয়ে সিরাজুল...

আজ ২৭ জুন করোনায় আক্রান্ত ৩৫০৪,মৃত্যু ৩৪

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৬৯৫ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৫০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। শনিবার (২৭জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে জানানো হয়, মোট নমুনা পরীক্ষায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৬৯৫ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৫০৪ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৫ জন।সব মিলিয়ে সুস্থ ৫৪ হাজার ৩১৮ জন। বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

আশুলিয়ায় জামিনে বেরিয়ে এসে বাদীকে জানে মারার হুমকী ও জমি দখলের পায়তারা

Image
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার আউক পাড়া মৌজায় ৪৫ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ দিন ভোগ দখল করে আসছে মাসুদ হাওলাদার নামে জনৈক ব্যাক্তি কিন্ত বেশকিছু দিন যাবৎ ঐ জমিনটি দখলের চেষ্টা চালাচ্ছে মর্তুজা গং রা।  জানাযায়, আব্দুল হালিম নামে জনৈক ব্যাক্তির নিকট থেকে ৪৫শতাংশ জমি ক্রয় করে মাসুদ হাওলাদার। দীর্ঘদিন সম্পতিটি ভোগ দখল করে আসছিলো।  ঐ জমিটি নিয়ে বিবাদী মর্তুজা গংদের নামে আদালতে দু"টি মামলা চলমান রয়েছে তার পরেও তারা আদালত কে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে বার বার আদালত অবমাননা করে যাচ্ছে । ঐ জমিতে মাসুদ হাওলাদারের নামে পল্লী বিদ্যুৎ এর ৪টি মিটার রয়েছে, তিন কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা দালান,  অটো রিকশার গ্যারেজ ও একটি গরু ছাগলের খামার ও তিন দিকে ইটের দেয়াল ঘেরা রয়েছে। আর উক্ত জমিটি রক্ষণাবেক্ষণ ও সেখানে বসবাস করছে মাসুদ হাওলাদার(৫০) তার মেয়ে হ্যাপি(২০) ও তার স্বামি মজনু(২৫) এবং সর্বক্ষনিকভাবে নিয়োজিত দারোয়ান আব্দুল হালিম (৭৫) । এ ব্যাপারে মাসুদ হাওলাদার জানান, দীর্ঘ এক বছরের অধিক সময় আমি এই জমিটি ক্রয় করেছি,  এতদিন যাবৎ আমি এই জমিটি ভোগ দখল করিয়া আসিতেছি কিন্তু গত দু"মাস আগে হঠাৎ করে ...

আশুলিয়ায় একতাবদ্ধ ফাউন্ডেশনের উদ্যােগে বৃক্ষ রোপন

Image
আশুলিয়া প্রতিনিধি : দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একতাবদ্ধ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে  ।  শুক্রবার বিকেল ৫ টায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল উত্তর পাড়া সাধু মার্কেট এলাকায় ফলজ বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে  কর্মসূচী সূচনা হয়।  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউপি আ.লীগের সহ-সভাপতি, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী আবু সাদেক ভূঁইয়া।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জল, ধামসোনা ইউপি কৃষকলীগের সভাপতি কিসমত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন হাজী আব্দুল কাদের, হজরত আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ।  এ সময় আরো উপস্থিত ছিলেন একতাবদ্ধ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস টিটু, সহ-সভাপতি আব্দুল খালেক মিযা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মনসুর আলী, সদস্য সাব্বির হোসেন সহ অত্র সংগঠনের অন্যানো সদস্যবৃন্দ ।   এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে আমন্ত্রিত অতিথিবৃন্দ একতাবদ্ধ ফাউন্ডেশন কে এ ধরণের মহতি উদ্যােগের জন্য ধন...

আজ ২৬ জুন দেশে করোনায় আক্রান্ত ৩৮৬৮, মৃত্যু ৪০

Image
  আমার দেশের সংবাদ ডেস্ক :  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩১ জন পুরুষ ও ৯ জন নারী এবং ১৪ জন ঢাকা বিভাগের ও বাকি ২৬ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৬৬১ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৮৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৮ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৮৬৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছ। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৬৬১ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬৩৮ জন। এখন পর্যন্ত...

আশুলিয়া থানা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

Image
আশুলিয়া প্রতিনিধি :  দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়া থানা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১১টায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাশবাড়ী এলাকার জান মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে  বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষকলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সাগরিুজ্জামান শাকীক ।  এছাড়াও উপস্থিত ছিলেন , আশুলিয়া থানা কৃষকলীগের সভাপতি মহসিন করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাই ,ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কিসমত আলী,সহ প্রমুখ নেতৃবৃন্দ।  জানাযায়, এ পর্যন্ত তারা  আশুলিয়ার বিভিন্ন ইউনিয়নে  আড়াইশো বনজ ও ফলজ বৃক্ষ রোপন করেছে কৃষকলীগের নেতৃবৃন্দ ।  

আজ ২৫ জুন দেশে করোনায় আক্রান্ত ৩৯৪৬, মৃত্যু ৩৯

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২ জন পুরুষ ও ৭ জন নারী এবং ১০ জন ঢাকা বিভাগের ও বাকি ২৯ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৬২১ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৯৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৮৬ টি নমুনা সংগ্রহ করা হয় এবং পূর্বে সংগৃহীত নমুনাসহ ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৬ লাখ ৭৮ হাজার ৪৪৩টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৯৪৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছ। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৬২১ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৮৩৯ জন।...

ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের বৃক্ষ রোপন ও নির্মল রঞ্জন গুহের সুস্থতা কামনা

Image
নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে  ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।  বুধবার সকাল ১১টায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গুমাইল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রসঙ্গে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।  এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জল, সহ সভাপতি আরিফ,আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি হাচান কবির ও সাধারন সম্পাদক আ:খালেক মোল্লা সহ প্রমুখ নেতৃবৃন্দ। জানাযায় এ পর্যন্ত তারা আড়াইশো বনজ ও ফলজ বৃক্ষ রোপন করেছে।   পরে উপস্থিত নেতৃবৃন্দ  করোনা ভাইরাসে আক্রান্ত সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ গ্রহন করেন।

দেশে নতুন করে দরিদ্র ১ কোটি ৬৪ লাখ: বিআইডিএস

Image
অনলাইন ডেস্ক : বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা (বিআইডিএস) মনে করে, করোনা ভাইরাস কোভিড-১৯-এর প্রভাবে দেশে ১ কোটি ৬৪ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের কাতারে যুক্ত হয়েছে। পাশাপাশি শহরের শ্রমিকের আয় কমেছে ৮০ শতাংশ এবং গ্রামীণ শ্রমিকের আয় কমেছে ১০ শতাংশ। বুধবার বিআইডিএস'র এক ওয়েবিনারে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে এই তথ্য তুলে ধরা হয়। ইন দ্য শ্যাডো অব কোভিড কোপিং, অ্যাডজাস্টমেন্ট, রেসপনসেস শীর্ষক বিআইডিএসের এই ক্রিটিক্যাল কনভারসেশন্স শীর্ষক এই ওয়েবিনারে বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষণা ফেলো বিনায়ক সেন জানান, কোভিড-১৯ এর প্রভাব কাটাতে স্বল্প বা দীর্ঘমেয়াদী আংশিক বা পূর্ণাঙ্গ লকডাউন অর্থনৈতিকভাবে টেকসই নয়। এতে যেমন দারিদ্র্যের হার বেড়েছে, অন্যদিকে কোভিডের আগেই যারা দরিদ্র ছিলেন, তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। বিনায়ন সেন আরো বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে এই ক্ষতি পূরণ করা যাবে না। বরাদ্দ বাড়িয়েও লাভ হবে না, কারণ এই ভাতা ও সহায়তা প্রদানের ক্ষেত্রে ভুল মানুষ বাছাই করার প্রবণতা আছে দেশে। ফলে যাদের দরকার, তাদের অনেকেই তালিকায় ঢুকতেই পারেন না। দেখা গেছে, সামাজিক নিরাপত্তার বিভিন্ন ভাতা বিতরণে অদ...

আজ ২৪ জুন করোনায় দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, শনাক্ত ৩৪৬২

Image
  আমার দেশের সংবাদ ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮ জন পুরুষ ও ৯ জন নারী এবং ১০ জন ঢাকা বিভাগের ও বাকি ২৭ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৫৮২ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৪৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে মোট ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৪৫ টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ হাজার ৪৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৬ লাখ ৬০ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৪৬২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছ। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২ হাজার ৬৬০ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৫৮২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৩১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ হা...

কাশিমপুরে সানসিটির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের জেরে প্রতিবাদ

Image
নিজস্ব প্রতিনিধি:  গাজীপুরের কাশিমপুর থানার আওতাধীন শ্রীপুর এলাকায় অবস্থিত  বেক্সিমকো লিঃ এর সানসিটি প্রজেক্টের নিজস্ব রাস্তাকে কেন্দ্র করে উক্ত প্রজেক্টর কর্তৃপক্ষকে নানা ভাবে হেয়প্রতিপন্ন করে গত ২১-০৬-২০২০ ইং তারিখে বাংলা টিভি ও সিএনএন বাংলা তে একটি মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন ও এক তরফা সংবাদ প্রকশ করা হয়েছে বলে বেক্সিমকো লিঃ এর সানসিটি প্রজেক্ট কর্তৃপক্ষ জানান। উল্লেখিত মিডিয়া দুটিতে প্রচারিত হয়।  এ বিষয়ে সানসিটি কর্তৃপক্ষ আমার দেশের সংবাদ কে জানান, বাংলা টিভি ও সিএনএন বাংলা টিভি  গত ২১ জুন ২০২০ তারিখে বেক্সিমকো লিঃ এর কর্তৃপক্ষকে দোষারোপ করে সততা যাচাই ব্যতিত এক তরফা ভাবে মিথ্যে বানোয়াট ও এক তরফা ভাবে নিউজ প্রচার করে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং সুনামধন্য কোম্পানীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে মালিক ও কর্তৃপক্ষের মানহানি করার চেষ্টা করা হয়েছে ।  এসময় সানসিটি কতৃপক্ষ  এধরণের মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা আরো জানান যে, সাম্প্রতিক সময়ে খান কলোনী এলাকায় বসবাসরত কয়েক ডজন মামলার ফেরারি আসামী ও শীর্ষ সন্ত্রাসী গেদুরাজ ও ত...

আজ ২৩ জুন দেশে করোনায় আক্রান্ত ৩৪১২,মৃত্যু ৪৩

Image
  আমার দেশের সংবাদ ডেস্ক :  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৮ জন পুরুষ ও ৫ জন নারী এবং ১৬ জন ঢাকা বিভাগের ও বাকিরা অন্যান্য বিভাগের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৫৪৫ জনের। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৪১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪১২ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৫৪৫ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৮০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫জন। বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বা...

বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত

Image
অনলাইন ডেস্ক : বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন কোভিড-১৯ রোগে আক্রান্ত। মঙ্গলবার বিএমএর কেন্দ্রীয় কার্যলয় থেকে সাবেক এই এমপির করোনায় আক্রান্তের কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এ সভাপতি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকার লালবাগ (ঢাকা-৭) আসনের সাবেক এমপি এবং স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর সোমবার রাতে তার শ্বাসকষ্ট হচ্ছিলো। পরে তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেয়া হয়। বর্তমানে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। তার ডায়াবেটিকস রয়েছে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

আমার ভেতরে মৃত্যুভয় ঢুকেছে : অ্যানি খান

Image
বিনোদন ডেস্ক : আপনি নাকী মিডিয়া ছাড়ছেন? আমার ভেতরে মৃত্যুভয় ঢুকেছে। আমি আল্লাহকে ভয় করি। ধর্ম এ সাংস্কৃতিক অঙ্গনে কাজ করা পারমিট করে না। মিডিয়ার কারও প্রতিই আমার কোনো অভিযোগ নেই। আমার নিজের বিশ্বাসের জায়গা থেকেই এ অঙ্গনের কাজ ছেড়ে দিয়েছি। আমার মনে হয়, আমি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। * যেহেতু পেশাদার অভিনেত্রী হিসেবেই কাজ করেছেন। এখন তাহলে কি উপার্জনের জন্য নতুন কোনো পেশায় যাচ্ছেন? ** মিডিয়ার উপার্জনের টাকা দিয়ে আমার সংসার চলেনি। আমরা পারিবারিকভাবে অর্থনৈতিক স্বাবলম্বী। আমাকে চালানোর মতো সামর্থ্য পরিবারের আছে। অন্য সাধারণ মেয়েদের মতোই আমি চলব এখন থেকে। চাকরি করার কোনো পরিকল্পনা কিংবা ইচ্ছা- কিছুই নেই। তবে কিছুদিন পর ব্যবসা প্রতিষ্ঠান খোলার ইচ্ছা আছে। * আপনি তো বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। সেগুলোতে কি আর অভিনয় করবেন না? ** সঞ্জিত সরকার, গোলাম সোহরাব দোদুল ও আল হারুনের পরিচালনায় তিনটি ধারাবাহিক নাটক এখন প্রচার হচ্ছে। আমি প্রত্যেককেই অনুরোধ করেছি আমাকে যেন বাদ দিয়ে দেয়া হয়। এ ছাড়া কয়েকটি প্রচারচলতি নাটকও আছে। যেগুলোতে হয়তো আমার চরিত্রের ইতি টানার জন্য অন্তত একদিন করে অভিনয় ক...

জরিমানা ছাড়া যানবাহনের লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়লো

Image
অনলাইন ডেস্ক : জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা যাবে জরিমানা ছাড়া লাইসেন্স নবায়ন। আজ সোমবার বাংলাদেশ রোডস ট্রান্সপোর্ট অথরিটি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে সরকার ৩০শে জুন পর্যন্ত জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা দিয়েছিল।

আশুলিয়ায় র‌্যাবের অভিযানে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, নিহত ১

Image
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার কবিরপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রায়হান সরকার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কবিরপুরে এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রায়হান সরকার (৩৫) চাঁদপুর জেলার উত্তর মতলব থানার আইয়ুব সরকারের ছেলে। র‌্যাবের দাবি, দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদক পরিবহন ও বিক্রি করে আসছিল রায়হান নামে ওই যুবক। কখনও পিকনিকের বাসে আবার কখনও কাভার্ডভ্যানের ভিতর মাদক পরিবহন করতো সে। সোমবার সকালে রায়হান আশুলিয়ার কবিরপুরে মোশারফ হোসেনের বাড়িতে অবস্থান করছে বলে নিশ্চিত হয় র‌্যাব। এরপর ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় রায়হান কক্ষের ভিতর থেকেই র‌্যাবকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী রায়হান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এতে র‌্যাবের নাছির ও মনির নামে র‌্যাবের দুই সদস্য পায়ে গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়ে আহত হয়েছেন। এসময় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, বন্দুকযুদ্...

আজ ২২ জুন দেশে করোনায় আক্রান্ত ৩৪৮০, মৃত্যু ৩৮

Image
ফাইল ছবি আমার দেশের সংবাদ ডেস্ক : করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৫০২ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৮০ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন। সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। দেশজুড়ে ৬২টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ২৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৫৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ২৭ হাজার ৭১৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৮০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৭৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৬ হাজার ৭৫৫ জন। ডা. নাসিমা সু...

কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনায় আক্রান্ত

Image
অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বন্যা নিজেই রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ১২ দিন আগে করোনার নমুনা পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ার কথা জানা যায়। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বন্যা। দু-তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো নমুনা নেওয়া হবে পরীক্ষার জন্য। এবারের রিপোর্ট ‘নেগেটিভ’ আসবে বলেই আশা করছেন এই শিল্পী। রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো আছে। রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর থেকে বাসাতেই আছি। এখন দ্বিতীয়বার টেস্টের পর বুঝতে পারব অগ্রগতি। ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন বন্যা। রবীন্দ্র সংগীতের জন্য দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি। সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বন্যা। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।

সাংবাদিক আবেদ খান সপরিবারে করোনায় আক্রান্ত

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : সাংবাদিক আবেদ খান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। আবেদ খান নিজেই গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। আক্রান্ত অন্যরা হলেন- আবেদ খানের স্ত্রী সানজিদা আক্তার, ছেলে আসাদ করিম খান প্রিয় ও ছেলের বউ ঊর্মি, আট বছরের নাতি ও এক গৃহকর্মী। তারা সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। আবেদ খান জানান, কোভিড-১৯ এর লক্ষণ দেখা দেওয়ায় পরিবারের সবার নমুনা পরীক্ষা করতে দেয়া হয়েছিল। শনিবার বিকেলে সবারই পজিটিভ এসেছে। ৭৫ বছর বয়সী আবেদ খান বর্তমানে দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।

অর্থমন্ত্রীর ২ ভাই করোনায় আক্রান্ত

Image
কুমিল্লা প্রতিনিধি : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দুই ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন- অর্থমন্ত্রীর বড়ভাই কুমিল্লা জেলার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ এবং ছোট ভাই জেলার সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার। আব্দুল হামিদের করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়াশীষ রায় এবং ছোট ভাই গোলাম সারোয়ারের পজেটিভের বিষয়টি তিনি নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এলাকার জনপ্রিয় এ রাজনৈতিক পরিবারের দুই সদস্যের করোনা আক্রান্তের খবরে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার সব মহল থেকে দুই ভাইয়ের দ্রুত আরোগ্য লাভে দোয়া কামনা করা হয়। দলীয় নেতাকর্মীরা জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই অর্থমন্ত্রীর নির্দেশনায় পরিবারের সব সদস্যসহ নেতাকর্মীরা এলাকার কর্মহীন অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করে আসছেন। পরিবারের সদস্যরা খাদ্য সামগ্রী নিয়ে জেলার সদর দক্ষিণ, লালমাই এবং নাঙ্গলকোট উপজেলার আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছেন। কোনো পরিবার যেন খাদ্য সংকটে না থাকে সে লক্ষ্যেই তারা কাজ করে...

আজ ২১জুন দেশে করোনায় মৃত্যু ৩৯, আক্রান্ত ৩৫৩১

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে নতুন করে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৪৬৪ জন। আর নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৩১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৩০৬ জনে। রবিবার দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৪ জন সুস্থ হয়েছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন। আর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি।

কামাল লোহানীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ও দুঃখ প্রকাশ

Image
ডেস্ক নিউজ : একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, আমরা একজন প্রগতিশীল ব্যক্তিত্ব এবং অসাম্প্রদায়িক চেতনার অসাধারণ যোদ্ধাকে হারালাম। শনিবার সকাল সোয়া ১০টার দিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করোনা আক্রান্ত কামাল লোহানী। তিনি অন্যান্য শারীরিক জটিলতায়ও ভুগছিলেন। প্রধানমন্ত্রী বলেন, কামাল লোহানী বাঙালির ভাষা আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। একজন আদর্শবান ও গুণী মানুষ হিসেবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা এবং দেশের সংস্কৃতি বিকাশের আন্দোলনে পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। একুশে পদক পাওয়া প্রগতিশীল রাজনীতি, সাংবাদিকতা ও সংস্কৃতির প্রেরণা কামাল লোহানী কামাল লোহানীর প্রকৃত নাম আবু নাইম মো...

না ফেরার দেশে চলে গেলেন কামাল লোহানী

Image
অনলাইন ডেস্ক : সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) সকালে ১০টায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের প‌রিচালক অধ্যাপক ডা. ফারুক আহমদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ১০টায় মারা গে‌ছেন কামাল লোহানী।

করোনা ভাইরাসে আক্রান্ত মাশরাফি

Image
অনলাইন ডেস্ক : বাংলাদেশে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এবার মরণ ব্যাধি এই ভাইরাসে আক্রান্ত হলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। সুস্থতার জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন তিনি। বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার শুরু থেকেই নিজ এলাকা নড়াইল-২ আসনের জনগণের পাশে ছিলেন তিনি। সম্প্রতি তার দেহে করোনার উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষায় পজিটিভ আসে। শুক্রবার তার দেহে ১০১ ডিগ্রি জ্বর থাকলেও শনিবার তা ৯৯ এ নেমে এসেছে। করোনা পজিটিভ হওয়ার পরপরই তিনি তার নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। এ বিষয়ে মাশরাফী জানিয়েছেন, জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ নেই। এমনিতে অ্যাজমার সমস্যা থাকলেও শ্বাস কষ্ট অনুভব করছেন না তিনি। দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নড়াইল এক্সপ্রেস। নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। জানা গেছে কয়েকদিন জ্বর থাকায় বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। এরপর গতকাল শুক্রবার রিপোর্ট হাতে পান ম্যাশ। তার রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ। এর আগে ১৫ জুন করোনা পজিটিভ হন মাশরাফীর শাশুড়ি হোসনেয়ারা সিরাজ। মাশরাফীর ব্যক্তি...

আজ ২০ জুন দেশে করোনায় আক্রান্ত ৩২৪০, মৃত্যু ৩৭

Image
আমার দেশের সংবাদ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮ হাজার ৭৭৫ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৫ জনে। শনিবার (২০ জুন) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৯৫ হাজার ৫৭৯টি। অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৪৩ হাজার ৯৯৩ জন সুস্থ হলেন। বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ০৯ শতাংশ। এখন পর্যন্ত শনাক্ত রোগীদের মধ্যে সুস্থতা...

করোনায় আক্রান্ত কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি বদি

Image
নিজস্ব প্রতিনিধি (কক্সবাজার) : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। বিষয়টি নিশ্চিত করেন আবদুর রহমান বদির প্রেস সচিব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সাবেক এমপি বদির। পাঁচ-ছয়দিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (১৮ জুন) সাবেক এমপি বদিকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বর্তমানে ঢাকার পথে রয়েছেন। ওনার শারীরিক অবস্থা ভালো এবং সুস্থ আছেন। হেলাল উদ্দিন বলেন, অসুস্থবোধ করায় বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজে নমুনা দেন তিনি এবং তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আকতার। এর মধ্যে স্বামী সাবেক সাংসদ বদির করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বিএমএ কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান। তবে ওনার স্ত্রীর করোনা নেগেটিভ এলেও শরীরে টাইফয়েড ধরা পড়েছে। বর্তমানে কক্সবাজা...

আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগের উদ্যােগে বৃক্ষরোপন

Image
নিজস্ব প্রতিনিধি : জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। শুক্রবার বিকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা একটি আমগাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সৃজনশীল সাংবাদিকতার প্রাণকেন্দ্র আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল্লাহ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে নানা প্রজাতির বিভিন্ন ফলদ, বনজ এবং কাঠ গাছ রোপণ করা হয়। প্রসঙ্গত, করোনা সংক্রমনের ভিতরেও এই বর্ষায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নির্দেশক্রমে দেশব্যাপী এই জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়া থানা স...