Posts

Showing posts from August, 2020

ময়মনসিংহে সাংবাদিকদের উপর হামলা, বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের ক্ষোভ

Image
ডেস্ক নিউজ :  গতকাল সোমবার(৩১ আগষ্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে স্বঘোষিত আউটসোর্সিং পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে সংঘবদ্ধ দালাল সিন্ডিকেটের হামলার শিকার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের ময়মনসিংহ প্রতিনিধি সৈয়দ নোমান ও ক্যামেরা পার্সন মৈবাল দাস। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক মাসুদ রানা। তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার নিকট জোর দাবী জানান। 

ময়মনসিংহ হাসপাতালে সাংবাদিকদের উপর আজাইদ্যা সিন্ডিকেটের হামলা

Image
সাইদুর রহমান রিমন : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং এর মাধ্যমে শ্রমিক-কর্মচারী সরবরাহকারী দালালরা যেন গোটা হাসপাতালই গিলে খাচ্ছে। চিহ্নিত এ দালালরাই সেখানে রোগী ভর্ত্তি থেকে শুরু করে চিকিৎসা সেবা পাওয়া না পাওয়া, সরকারি ওষুধের দাম নির্ধারন থেকে শুরু করে ডাক্তার-কর্মকর্তাদেরও নিয়ন্ত্রক হয়ে উঠেছেন। স্বঘোষিত আউটসোর্সিং পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে সংঘবদ্ধ দালালদের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে সেখানে। স্থানীয় ভাবে আজাইদ্যার সিন্ডিকেট হিসেবেই সমধিক পরিচিত। সন্ত্রাসী, চাঁদাবাজ, বহু মামলার আসামি দুই ভাগিনা ও এক ভাতিজার মাধ্যমেই আবুল কালাম আজাদ মেডিকেল ক্যাম্পাস জুড়ে নিজের একচ্ছত্র খবরদারিত্ব চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে কেউ টু শব্দটি পর্যন্ত করতেও সাহস পায় না। এই আজাইদ্যা সিন্ডিকেটের মূল হোতা আবুল কালাম আজাদ ও তার সহযোগী সিফাতই গতকাল নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের ময়মনসিংহ প্রতিনিধি সৈয়দ নোমানের উপর হামলা চালান। তারা টিভি চ্যানেলটির ক্যামেরা পার্সন মৈবাল দাসের উপরও হামলে পড়েন। একপর্যায়ে উভয়কে হাসপাতালের ভেতরে তাদের টর্চার সেলে নেয়ার জন্যও জো...

প্রণব মুখার্জির মৃত্যুতে ২ সেপ্টেম্বর বাংলাদেশে জাতীয় শোক

Image
অনলাইন ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার (২সেপ্টেম্বর) বাংলাদেশে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এ সময় সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তথ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার ৮৪ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুর এক টুইট বার্তায় তার ছেলে অভিজিৎ মুখার্জি জানান, আমার পিতা কিছুক্ষণ আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। আরআর হাসপাতালের চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা থাকার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়ে উঠেনি। এদিকে সোমবার সকালেই ভারতের আর্মি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা অবনতির দিকে। গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। স্নায়ু ঘটিত সমস্যা দেখা দেওয়ায়, পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। জানা যায়, ফুসফুস ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি প্রণব মুখার্জি ছিলেন কোমায়। চিকিৎসকদ...

সাংবাদিক রাজনীতিবিদ ফেরদৌস আহমেদ কোরেশীর মৃত্যু

Image
নিজস্ব প্রতিনিধি : না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রথিতযশা সাংবাদিক, রাজনীতিবিদ ড. ফেরদৌস আহমেদ কোরেশী। সোমবার দুপুরে তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৬০-এর দশকের মেধাবী ছাত্রনেতা ড. কোরেশী তৎকালীন অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর তিনি ১৯৬১ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন। জাতীয়তাবাদী চেতনার বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ২০১৫ সালের ২১ অক্টোবর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন এই রাজনীতিক। দীর্ঘদিন চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করলেও মারা যাওয়ার আগ পর্যন্ত বাসায়ই কেটেছে তার জীবন। ৬ দফা ও ১১ দফাভিত্তিক ছাত্র ও গণআন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থানে ফেরদৌস আহমেদ কোরেশীর ভূমিকা ছিল অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তাঞ্চল থেকে মুক্তিযুদ্ধের মুখপাত্র হিসেবে দেশবাংলা পত্রিকা বের করেন ড. কোরেশী। ওই সময় থেকেই তিনি পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করলে ওই দলের প্রথম যুগ্ম মহাসচিবও ছিলেন ড. ...

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই

Image
অনলাইন ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। সোমবার ৮৪ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুর খবর জানিয়েছে এনডিটিভি। এক টুইট বার্তায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি জানান, আমার পিতা কিছুক্ষণ আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। আরআর হাসপাতালের চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা থাকার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়ে উঠেনি। এদিকে সোমাবার সকালেই ভারতের আর্মি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা অবনতির দিকে। গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায়, পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। জানা যায়, ফুসফুস ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি প্রণব মুখার্জি ছিলেন কোমায়। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ এবং কিডনির অকার্যকরিতার চিকিৎসা ঠিকঠাক চলছিল তার। ছিলেন ভেন্টিলেটর সাপোর্টে। তার শরীরে রক্ত সঞ্চালন স্থ...

৫টি আসনের উপনির্বাচনে অংশ নেবে বিএনপি

Image
অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের শূন্য হওয়া পাঁচটি উপনির্বাচনে অংশ নেবে বিএনপি। এছাড়া আগামীতে সব নির্বাচনে যাওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে দলটি। আজ রবিবার পাবনা-৪ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। বিএনপি নেতারা বলছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা প্রমাণ করতেই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে পাঁচটি আসনের উপনির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। অধিকাংশ নেতা নির্বাচনে যাওয়ার ব্যাপারে একমত হন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাবনা-৪ আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়। সোমবার দুপুর ২টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। সোমবার বিকেল ৫টা থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাবনা-৪ আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এদিকে রবিবার এক আলোচনা সভায় বিএনপির উপনির্বাচনে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, প্রশ্নবিদ্ধ ও হট্টগোল করার জন্য নয়, জনপ্রিয়তা য...

আবারও আদালতে গড়াল চিত্রনায়ক সালমান শাহ মৃত্যু রহস্য প্রতিবেদন

Image
নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়ক সালমান শাহ মৃত্যু রহস্য নিয়ে পিবিআই-এর তদন্ত প্রতিবেদনে নারাজি দিতে সময় চাইল পরিবার। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বার বার তদন্তে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। সিআইডি, বিচার বিভাগীয়, র‌্যাবের পর এবার পিবিআই-এর তদন্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছে সালমান শাহের পরিবার। হত্যা হলেও, বার বার এ মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে দাবি করে, আজ সোমবার  আদালতে নারাজি আবেদনের জন্য সময় চান সালমানের মায়ের আইনজীবী। ন্যায়বিচারের জন্য তারা আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানান। সালমানের মায়ের আইনজীবী আমার দেশের সংবাদ কে বলেন, 'পিবিআই আমাদের এভিডেন্সগুলো পর্যালোচনা করেনি। এজন্য আমরা মন করি সঠিক রিপোর্ট আসেনি। সালমানের মা এখনও ইংল্যান্ডে আছেন। আদালত একারণে আমাদের সময় দিয়েছেন। ' ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর এক বছর পর তার বাবা হত্যা মামলা দায়ের করেন।   এদিকে, পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ নিয়ে শুনানির জন্য ১১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

আজ পবিত্র আশুরা

Image
ডেস্ক নিউজ : আজ মহররমের ১০ তারিখ। পবিত্র আশুরা। আশুরা ইসলামের ইতিহাসে এক অসামান্য তাৎপর্যে উজ্জ্বল। মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠারও দিন। ৬১ হিজরি সালের এই দিনে মুসলমানদের প্রিয় নবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহিদ হন। পবিত্র আশুরার দিন মুসলিম জাহানের জন্য এ কারণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হূদয়বিদারক ও স্মরণীয়। কারবালার মর্মন্তুদ সকরুণ শোকগাথা এই দিবসকে গভীর কালো রেখায় উত্কীর্ণ করে রেখেছে। ইমাম হোসাইন (রা.) ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিলেন, সত্যের পতাকা সমুন্নত রাখার জন্য তিনি সপরিবারে জীবন দিয়ে শাহাদত বরণ করে স্মরণীয় হয়ে আছেন। এই আশুরা ইসলামের ইতিহাসে বিশাল জায়গা দখল করে আছে। মহান আল্লাহ তায়ালা এ দিনেই আরশ, কুরসি, লওহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং এ দিনেই আদম (আ.)কে সৃষ্টি করে তাকে বেহেশতে স্থান দিয়েছেন। পরবর্তী সময়ে শয়তানের প্ররোচনায় ভুলের কারণে এ দিনেই তাকে দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ প্রতিন...

সেপটিক ট্যাঙ্ক থেকে তরুণীকে বস্তাবন্দি লাশ উদ্ধার

Image
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে এক প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে গাজীপুর মহানগরের কোনাবাড়ী দেওয়ালীয়াবাড়ী এলাকার প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সেপটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ পেয়ে ভাড়াটিয়ারা বাড়ির মালিকের পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন এসে ট্যাঙ্ক খুলে ভেতরে একটি বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ বস্তাটিতে ওই তরুণীর গলাকাটা লাশ পায়। পরে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আনুমানিক ২৩ বছর বয়সী ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। অন্তত এক সপ্তাহ আগে গলাকেটে হত্যার পর ওই তরুণীকে বস্তাবন্দি করে সেপটিক ট্যাঙ্কে ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না বলেও জানান ওই কর্মকর্তা

হাতুড়ি দিয়ে সাবেক এমপির ছেলের মাথা থেঁতলে দিল আওয়ামী লীগ কর্মীরা

Image
নাটোর প্রতিনিধি : আগস্টের শোক দিবসের সভা ও একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিংড়ার সাবেক এমপি ইয়াকুব আলীর ছেলে আশিক ইকবালকে (৪৬) হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের রণবাঘা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল থেকে তিন হামলাকারীকে গণপিটুনি দিয়ে নন্দীগ্রাম থানায় দিয়েছেন স্থানীয় জনতা। আহত আওয়ামী লীগ নেতা আশিক ইকবালকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ আগস্ট সিংড়ায় ১৫ ও ২১ আগস্টে নিহত শহীদদের স্মরণসভার আয়োজন করেন সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক। সেই স্মরণসভায় সাবেক এমপিপুত্র আশিক ইকবালের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত হন। এ ঘটনায় সুকাশ ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় রণবাঘা মাছবাজারে আশিক ইকবালের ওপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় হমলাকারীরা তাকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে ...

আশুলিয়ায় শোকের মাসে চলছে শখের মেলা

Image
আশুলিয়া প্রতিনিধি : ১৯৭৫ সালে ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ফলে পুরো আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস । আর এই শোকের মাসেই আশুলিয়ার প্রভাবশালী একটি মহল শোখের মেলা নামে শখের মেলা বসিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। একদিকে শোকের মাস অন্য দিকে করোনায় বিপর্যস্ত সারাদেশের মানুষ। করোনার প্রাদুর্ভাবে সরকারী নির্দেশনায় সারা দেশের সকল বিনোদন কেন্দ্র বন্ধ থাকলেও আশুলিয়ায় প্রভাবশালীরা স্থানীয় প্রশাসন কে ম্যানেজ করে সরকারী সকল নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শোকাহত বাঙালি জাতির মনে কষ্টের দাগটেনে উচ্চঃস্বরে হিন্দি গান বাজিয়ে হাজার হাজার লোকের সমাগম ঘটিয়ে দেদারছে চালাচ্ছেন শখের মেলা। সরেজমিন গেলে দেখা যায়, আশুলিয়ায় জামগড়া বটতলা নামক এলাকার প্রভাত সিটির দেয়ালের ভিতর প্রায় শতাধিক দোকান যেমন, কসমেটিকস, ছোট বাচ্ছাদের খেলনা,মিষ্টির দোকান,নাগরদোলা,নৌকাদোলা সহ  বিনোদনের জন্য কোনো কিছুই বাদ নেই।  সবই আছে এই মেলায় ।হিন্দি গানের তালেতালে এলাকার বখাটে এবং উঠতি বয়সের ছেলেরা নেচে যাচ্ছে হেলেদুলে কেউবা আবার রকস্টাইলে।  একটু এগোতেই দক...

পুরুষ সেজে এক যুবতীর যত অপকর্ম

Image
নাটোর প্রতিনিধি : নাটোরে এক যুবতীর বিরুদ্ধে সহজ-সরল মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সমকামিতায় যুক্ত করাসহ এক স্কুলছাত্রীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা হত্যা মামলা দিতে গেলে নেয়নি নাটোর থানা পুলিশ। শনিবার দুপুরে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন নাটোর শহরের চৌধুরী বড়গাছা মহল্লার মৃত ওই স্কুলছাত্রীর বাবা। পরে প্রেসক্লাবের সামনে ওই স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে বলা হয়, নাটোর শহরের এক যুবতী তার বন্ধুদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করে নিজেকে রুপস ভাই বলে পরিচয় দেন। নিজেকে নাটোরের টিকটক অপু ভাই বলে জাহির করা ব্যক্তিটি আসলে একজন নারী। তার কাজ হলো নিজেকে সুদর্শন পুরুষ দাবি করে স্কুল-কলেজগামী ছাত্রীদের প্রেমের প্রস্তাব দেয়া।নিজেকে ধনীর সন্তান হিসেবে পরিচয় দিয়ে দরিদ্র পরিবারের মেয়েদের বিলাসী জীবনের স্বপ্ন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেন তিনি। এছাড়া কখনও বাংলাদেশ জুটমিল করপোরেশন বিজেএমসি’র অফিসার হিসেবেও পরিচয় দেন তিনি। তাতেও কোনো মেয়ে রাজি না হলে ওই যুবতী নিজের দুই হাত কেটে এবং বিষ খেয়ে প্রমা...

১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া : ওবায়দুল কাদের

Image
অনলাইন ডেস্ক  : করোনাভাইরাস মহামারির আগে বাসে ভাড়ার যে হার ছিল, আগামী ১ সেপ্টেম্বর থেকে সেই হারে ভাড়া নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৯ আগস্ট) জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ঢাকা সড়ক জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, “সামগ্রিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনা করে সরকার আগামী ১ সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।” এবিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।  কোভিড-১৯ এর বিস্তার রোধে ৬৬ দিনের লকডাউন শেষে গত ১ জুন থেকে শর্তসাপেক্ষে বাস চলাচল শুরু হয়। স্বাস্থ্যবিধি মানতে গিয়ে বাস মালিকদের ক্ষতি পোষাতে আন্তঃজেলা, দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ও মিনিবাসের ভাড়া তখন ৬০% বাড়ানো হয়। তবে ভাড়া বাড়লেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত বলে যাত্রীদের অসন্তোষ রয়েছে। তিনমাস পর আগের ভাড়ায় ফেরার ক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে বলে ওবায়দুল কাদের জানান। তিনি বলেন,“গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকেট বি...

“চোর চোর” চিৎকার শুনে দ্রুত নামতে গিয়ে পা পিছলে মৃত্যু

Image
অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তর শাহজাহানপুরে একটি ভবনের জানালা দিয়ে চুরি করা সময় চিৎকার শুনে দ্রুত নামতে গিয়ে চতুর্থ তলা থেকে পড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।  নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সকালে  তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।  স্থানীয়দের বরাত দিয়ে এসআই শহিদুল ইসলাম জানান, উত্তর শাহজাহানপুর এলাকায় একটি ছয়তলা ভবনে চতুর্থ তলায় ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ওই ব্যাক্তির জানালা দিয়ে চুরি করতে যায়। বাসার লোকজন তা টের পেয়ে “চোর চোর” বলে চিৎকার দেয়। এসময় দ্রুত নামতে গিয়ে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা  হয়েছে। 

সাভারে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Image
সাভার প্রতিনিধি : সাভারেএকটি নির্মাণাধীন বহুতলভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালড়ছেন আরও দুই নির্মাণ শ্রমিক। রাতে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের পাশেআমবাগান এলাকায় জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের উচ্চ মানসহকারী কর্মকর্তা আমিন উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ভবনে কাজ করা নির্মাণ শ্রমিকরা জানায়,রাতেআম বাগান এলাকায় বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের উচ্চ মান সহকারী কর্মকর্তা আমিন উদ্দিনের মালিকানাধীন নির্মাণাধীন ছয় তলা ভবনের তিন তলায় ঝুকিপূর্ণ ভাবে সেফটি ছাড়াই বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন।  কাজ করার সময় নির্মাণাধীন ওই ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি বিদ্যুৎএর তারে একটি রড লেগে যায়। এ সময় রডটি ধরে থাকা নির্মাণ শ্রমিক মুসা খান,আবুল কালাম আজাদ ও সোলেমান কালু বিদ্যুৎপৃষ্টহয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ভবনে কাজ করা অন্য নির্মাণ শ্রমিকরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যালকলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে নির্মাণ শ্রমিক মুসা খানের মৃত্যু হয়। এ সময় হাসপাতালের বার্ন অ্...

কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Image
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজ শনিবার পানির বোতল নিয়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।  শিশু দুইটি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের বেপারী বাড়ির প্রবাসী খোকন ও তার ভাই মাহবুবের ছেলে। খোকনের ছেলের নাম জিয়াদ (৯) এবং মাহবুবের ছেলে সায়েদ (৭)।  নোয়াগাঁও এলাকার ইউপি সদস্য সাইফুল ইসলাম আমার দেশের সংবাদ কে জানান , পানির বোতল নিয়ে পুকুর পাড়ে খেলতে যায় শিশু দুইটি। তাদের একজনের মা শিশু দুইটিকে পাহারা দিচ্ছিলেন। তারা খেলতে দেখে তিনি অন্য একটি কাজে চলে যান। এসে দেখেন তারা নেই।  তখন আশপাশে খোঁজ কারার পর পুকুরের পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পরও একজন অন্যজনের হাত ধরা অবস্থায় ছিলো। শিশু দুইটির মৃত্যুর ঘটনায় ওই বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।   

লাগামহীন হতে পারে বাংলাদেশের করোনা পরিস্থিতি: ল্যানসেট

Image
অনলাইন ডেস্ক  : বাংলাদেশ করোনা পরিস্থিতি লাগামহীন হয়ে যেতে পারে বলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাস্থ্যবিষয়ক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত একটি প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে । বাংলাদেশের কয়েকজন বিশেষজ্ঞকে উদ্ধৃত করে অস্ট্রেলিয়ার পুরস্কারপ্রাপ্ত দক্ষিণ এশিয়ান বিষয়ক লেখিকা সোফি কাজিন্স তার প্রতিবেদনে বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বাজে অবস্থা এখনও আসেনি। ল্যানসেটের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, একদিকে বর্ষা। অন্যদিকে ডেঙ্গু। এর মধ্যে আবার করোনা। এমন পরিস্থিতিতে বাংলাদেশজুড়ে লাগামহীনভাবে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। ল্যানসেটের প্রতিবেদনে করোনা পরীক্ষার জন্য সরকার যে ফি নির্ধারণ করেছে বাংলাদেশের বিশেষজ্ঞদের বরাত দিয়ে এই প্রতিবেদনে তার সমালোচনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফি নির্ধারণের পর পরীক্ষার হার কমে প্রতিদিন ১ হাজার মানুষে ০.৮ জনে দাঁড়িয়েছে। আগস্টে প্রতি এক হাজার মানুষে ০.৬ হারে টেস্ট হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এমিনেন্সের প্রধান শামীম তালুকদার দ্য ল্যানসেটকে বলেন, এই মহামারি বাংলাদেশের ‘অনৈতিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে’ উন্মোচিত করেছে। তালুকদার ...

তদন্ত কমিটি ও তদন্ত কর্মকর্তাঃ জটিলতার বেড়াজাল 'সাগর-রুনির' পথেই মেজর সিনহা হত্যা মামলা?

Image
সাইদুর রহমান রিমন : কক্সবাজার মেরিন ড্রাইভওয়ের শামলাপুরে সংঘটিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলাটি কী 'সাগর-রুনির' মতো দুর্ভাগ্যজনক মামলায় পরিনত হতে যাচ্ছে? আলোচিত এ হত্যাকান্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলে দফায় দফায় সময় প্রার্থনা এবং মামলা তদন্তকারী র্যাব কর্মকর্তা একমাসেও হত্যার মোটিভ না পাওয়ায় এমন প্রশ্নই দেখা দিয়েছে জনমনে। অনেকেই বলেছেন, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনির নৃশংস হত্যাকান্ডের মামলাতেও অভিন্ন স্টাইলে সময়ক্ষেপণ হয়েছে। আলামত বিনষ্ট ও মোটিভ না পাওয়ার অজুহাতে গত আট বছরেও মামলাটির চুড়ান্ত কোনো প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। শামলাপুর চেকপোস্টে মাত্র দেড় মিনিট সময়ে সদা সতেজ দারুণ্যদীপ্ত মেজর সিনহার জীবন প্রদীপ নিভিয়ে দেয়া হলো-অথচ এক মাসেও ঘটনার মোটিভ পর্যন্ত জানা গেল না। তাছাড়া এ হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে তদন্ত কমিটি গঠন করতেই মামলার তদন্ত পারস্পারিক চাপের মুখে পড়ে, ঝুলেও যায়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা তাকিয়ে আছেন তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে, অন্যদিকে তদন্ত কমিটির চোখ সরকারের দিকে। তদন্...

সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের শোক

Image
ডেস্ক নিউজ : একুশে পদকপ্রাপ্ত  খ্যাতিমান কথা সাহিত্যিক-সাংবাদিক রাহাত খান আর নেই ( ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজিউন) শুক্রবার(২৮শে আগষ্ট) রাত সাড়ে ৮টায় তিনি তাঁর ইস্কাটন গার্ডেনের বাসভবনর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তিনি দীর্ঘদিন ধরে নানা শারিরিক জটিলতায় ভুগছিলেন  ছিলেন। আজ শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা শেষে তার  শেষ ইচ্ছে অনুযায়ী তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।  সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা । তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত  পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সাংবাদিক রাহাত খান আর নেই

Image
অনলাইন ডেস্ক : খ্যাতিমান কথা সাহিত্যিক-সাংবাদিক রাহাত খান আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহের  রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০বছর। আজ শুক্রবার  রাত সাড়ে ৮টা নাগাদ তিনি তাঁর ইস্কাটন গার্ডেনের বাসায় মৃত্যুবরণ করেন  । তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেন। গত ২০ জুলাই রাহাত খানকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন বাসায় খাট থেকে নামতে গিয়ে কোমরে ব্যথা পান তিনি। এরপর চিকিৎসকের পরামর্শে এক্স-রে করা হলে পাঁজরে গভীর ক্ষত ধরা পড়ে। এর পাশাপাশি তার শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে বারডেম হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।  পরে ডায়বেটিকসসহ নানা রকম বার্ধক্যজনিত রোগ থাকার কারণে তার সার্জারি করা সম্ভব হয়নি বলে জানান  রাহাত খানের স্ত্রী অপর্ণা খান। ২৯ জুলাই তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে বাসায় শয্যাশায়ী ছিলেন তিনি।  "শুক্রবার রাত সাড়ে ৮টায় বাসাতেই তিনি তার  শেষ নিঃশ্বাস ত্য করেন রাহাত খান। উনার শেষ ইচ্ছা ছিল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা।  দীর্ঘদি...

আশুলিয়ায় শোকাবহ আগষ্ট উপলক্ষে মুসল্লিদের মাঝে খাবার বিতরণ

Image
আশুলিয়া প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় শোকাবহ আগষ্ট উপলক্ষে প্রতি সপ্তাহের ন্যায় মুসল্লিদের মাঝে খাদ্য বিতরণ করেছেন যুবলীগ নেতা হাজী মোশাররফ হোসেন খাঁন। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের জন্য বিশেষ দোয়া করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে জুম্মার নামাজের পর আশুলিয়ার দোশাইদ স্কুল অ্যান্ড কলেজ জামে মসজিদসহ দুটি মসজিদের মুসল্লিদের মাঝে এই খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে যুবলীগ নেতা হাজী মোশাররফ হোসেন খাঁন বলেন, যার জন্য আমরা স্বাধীন ভুখন্ডে স্বাধীনভাবে কথা বলতে পারছি, মাথা উঁচু করে বেঁচে আছি, যার  ঋণ আমরা কোন কালেও শোধ করতে পারবো না, তাকেই কিছু বিপথগামী হায়েনারা হত্যা করেছে। তাদের পরিবারের যাকে পেয়েছে তাকেই হত্যা করা হয়েছে। এ ধরনের ঘৃণ্য ইতিহাস বাংলার ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। মুলত তাদের আত্মার মাগফেরাত কামনায় আগস্ট মাসের প্রতি শুক্রবার বিশেষ দোয়া ও মুনাজাতসহ মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করে থাকি। জুম্মার নামাজ শেষে প্রায় ৫ শতাধিক মুসল্লিদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

কার স্বার্থে বহাল এসপি? একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে সিনহা হত্যার তদন্ত!!

Image
সাইদুর রহমান রিমন : এসপি মাসুদের নানা কৌশলী খবরদারিত্বে মেজর সিনহা হত্যার তদন্ত কী একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে? র্যাব কর্মকর্তাদের ছোটাছুটি, অক্লান্ত পরিশ্রম, গোয়েন্দা ইউনিটের অব্যাহত তথ্য সহায়তা সত্তেও তদন্ত ক্ষেত্রে দৃশ্যমান সাফল্য দেখতে পাচ্ছেন না দেশবাসী। ‌'অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে' শব্দের মধ্যেই র্যাবের প্রেসব্রিফিং সীমাবদ্ধ থাকায় হতাশ হয়ে পড়ছেন মামলা সংশ্লিষ্টরা। অন্যদিকে হত্যাকান্ডের ২৮ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান সাক্ষী সিফাতের বক্তব্য রেকর্ড করতে পারেননি র্যাবের তদন্ত কর্মকর্তা। অথচ তার বক্তব্য ছাড়াই আসামিদের দুই দফা রিমান্ড শেষ হয়েছে, তৃতীয় দফায় আরো তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে প্রদীপ-লিয়াকত-নন্দ দুলালকে। ফলে 'হত্যাকান্ড হয়েছে' এইমর্মে যাবতীয় তথ্য প্রমাণ জোগাড় করা গেছে কিন্তু 'কেন এ হত্যাকান্ড' সেই মোটিভ সম্পর্কে এখনো তদন্ত কর্মকর্তারা অন্ধকারে।   র্যাবের তদন্ত সংশ্লিষ্টরা সরাসরি স্বীকার না করলেও একাধিক সূত্রে জানা যায়, তদন্ত কর্মকান্ডের সকল পয়েন্টে  কক্সবাজারের অভিযুক্ত পুলিশ সুপার এবিএম মাসুদের নগ্ন হস্তক্ষেপ দেখতে পাচ্ছেন। তার বাড়তি প্...

পুলিশ হাতুড়ি দিয়ে মাথায় আঘাত, পানির বদলে প্রসাব ও চোখে মরিচের গুড়া দিয়েছিল’

Image
অনলাইন ডেস্ক : বহিস্কৃত ওসি প্রদীপের রোশানলের শিকার নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার মাথাগোঁজার ঠাঁই নেই। প্রদীপের দেয়া ৬ টি মামলা চালাতে গিয়ে ভিটেবাড়ি বিক্রি করে নি:স্ব হয়ে পড়েছেন তার পরিবার। দীর্ঘ ১১ মাস পর কারামুক্ত হয়ে আপাতত কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফরিদুল মোস্তফা। তবে চিকিৎসা শেষে কোথায় গিয়ে উঠবেন তা নিয়ে এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কারামুক্ত এই সাংবাদিক। জেল থেকে শুন্য হাতে বেরিয়ে তিন সন্তান-স্ত্রী নিয়ে ফরিদ মোস্তফার চোখে মুখে হতাশার ছাপ। কোথায় থাকবেন?  কিভাবে সংসার চালাবেন তা নিয়ে চরম টেনশনের কথা জানান তিনি। শুক্রবার সাংবাদিক ফরিদ মোস্তফা মোবাইলে বলেন,  মহান আল্লাহ কাউকে না কাউকে উচিলা হিসেবে প্রেরণ করেন। আমার জন্য আপনারা যা করেছেন তা কালের স্বাক্ষী হয়ে থাকবে। আমি কতটা অসুস্থ তা ভাষায় বোঝাতে পারবোনা। শারীরিক মানুষিক চতুর্মূখী অসুস্থতা, অভাব অনটন ও টেনশন আমাকে ঘিরে ধরেছে। ফরিদুল মোস্তফা বলেন, পুলিশ আমাকে দেয়াল ভাঙ্গা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেছিল। পানির বদলে প্রসাব দিয়েছিল। চোখে মরিচের গুড়া দিয়েছিল। রাতে মেরিন ড্রাইভে গাড়িতে বেঁধে ঝুলানো হয়েছিল। তিন দিন...

চিরকাল কেউ ক্ষমতায় থাকে না, চোখের পলকে বাংলাদেশে ১৫ আগস্ট ঘটে গেছে : কাদের

Image
ফাইল ফটো অনলাইন ডেস্ক : ক্ষমতার দাপট না দেখানোর জন্য দলীয় কর্মীদের সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,  ‘চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। চোখের পলকে বাংলাদেশে ১৫ আগস্ট ঘটে গেছে। হঠাৎ করে ২১ আগস্ট। দল ক্ষমতায় আছে, এখন যে যেখানে আছেন ক্ষমতার দাপট দেখাবেন না। যখন ক্ষমতায় থাকবেন না, প্রতিপক্ষ প্রতিশোধ নেবে।’ সরকারি বার্তা সংস্থা বাসস বলছে, আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভায় তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। সরকারি দলের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা দল করেন তারা মনে রাখবেন যে দলে যদি ঐক্যকে গুরুত্ব না দেন, নিজেদের মধ্যে কলহ-কোন্দল থাকে তাহলে দুঃসময়ে প্রতিপক্ষ কোন্দলের ওপর আঘাত হানবে। এ দেশে কখন কী ঘটে বলা যায় না।চিরজীবন আমরা ক্ষমতায় থাকব; এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন না, আমরাও ভাবি না।’ ওবায়দুল কাদের বলেন, ‘হত্যা হত্যাকে ডেক...

টারান্টের যাবজ্জীবন কারাদণ্ডে স্বজন হারানো বাংলাদেশিদের মিশ্র প্রতিক্রিয়া

Image
ক্রাইস্টচার্চ হামলায় বেঁচে যাওয়া বাংলাদেশি ফরিদ উদ্দীন হুইলচেয়ারে বসা অনলাইন ডেস্ক : গত বছরের মার্চে নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের দু'টি মসজিদে বন্দুক হামলা চালানো ব্রেন্টন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঐ হামলার ভুক্তভোগী বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা। গত বছরের ১৫ই মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দু'টি মসজিদে বন্দুক হামলা চালান ২৯ বছর বয়সী ব্রেন্টন টারান্ট, যেই হামলায় নিউজিল্যান্ড প্রবাসী ৫ জন বাংলাদেশি নাগরিক সহ ৫১ জন মারা যান, আহত হন আরো অনেকে। ঐ ঘটনায় ব্রেন্টন টারান্টকে নিউজিল্যান্ডের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে। তবে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেয়া হলেও সেদেশের আইনে মৃত্যুদণ্ডের বিধান না থাকায় কেউ কেউ কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। যেরকম বলছিলেন বাংলাদেশের নাগরিক বাবুল। তার স্ত্রী আফসানা আক্তার রিতু হামলার দিন একটি মসজিদের ভেতর ছিলেন। তবে তিনি বেঁচে যান। মি. বাবুল বলেন, "একটা মানুষ ৫১ জনকে ঠান্ডা মাথায় হত্যা করার পরও কীভাবে বেঁচে থাকার সুযোগ পায়? আমরা এই রায়ে কিছুটা মনক্ষুণ্ণ।" ত...

বিদ্যুতে সবসময় ভর্তুকি দেয়া সম্ভব নয় - প্রধানমন্ত্রী

Image
অনলাইন ডেস্ক : বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেশি হওয়ার কারণে এখনো সরকার ভর্তুকি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলেও সব সময় এই ভর্তুকি দেয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার এবং বিদ্যুৎ অপচয় না করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "বিদ্যুৎ উৎপাদনে খরচ যা হয়, তার চেয়ে কম টাকায় আমরা গ্রাহককে সরবরাহ করি। তাই আমি গ্রাহকদের অনুরোধ করবো আপনারা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মিতব্যয়ী হবেন, অহেতুক বিদ্যুৎ অপচয় করবেন না। এটা আমার বিশেষ অনুরোধ। ভর্তুকি সবসময় দেয়া সম্ভব না।" ২০২১ সালের মধ্যে বাংলাদেশের শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেয়ার আশা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, "ইতিমধ্যে আমরা ৯৭ ভাগ জনগণকে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। আমরা আশা করি ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে পারবো।" বর্তমানে বিদ্যুত উৎপাদনে বাংলাদেশ সরকার যে ভর্তুকি দিচ্ছে, এই ভর্তুকির সুবিধা যে সবসময় দেয়া হবে না এরকম মন্তব্য এর আগেও করেছিলেন প্রধা...

জাতীয় কবি মহারাজনীতিক ছিলেন : মোমিন মেহেদী

Image
ডেস্ক নিউজ : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মহারাজনীতিক ছিলেন। আজ যদি তিনি বেঁচে থাকতেন সারাবিশ্বে সমাদৃত হতো তাঁর রাজনৈতিক দর্শন, সফল হতেন রাজপথেও। তাঁর সততা ও সৃজনশীলতার রাজনীতি তারুণ্যের শক্তি হিসেবে ব্যাপক কর্মস্পৃহা তৈরি করছে। কেননা, নজরুল কেবল কবি নন, তিনি মহারাজনীতিক হিসেবে ব্যাপক কাজ করেছেন।  ২৭ আগস্ট সকাল ১০ টায় নতুনধারা বাংলাদেশ এনডিবির কার্যালয়ে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাজনীতিকদের জন্য নজরুলের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা’য় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রাজেন্দ্র চন্দ্র, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রি, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি লিটা দত্ত, কাজী নিলীমা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় কবিকে নিবেদিত কবিতা পাঠে অংশ নেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি, জাতীয় সাংস্কৃতিকধারা, জাতীয় তথ্যধারা, অনলাইন প্রেস ইউনিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সাউন্ডবাংলা’র নেতৃবৃন্দ।

আগমী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি

Image
অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো এক মাস বাড়ানো হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। আগের ঘোষণা অনুযায়ী, এই ছুটির মেয়াদ ছিল ৩১ আগস্ট পর্যন্ত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর ঘোষণা দেওয়া হলো। দেশে করোনা প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ রাখা শুরু হয়। টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধই আছে। ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও মহামারির কারণে স্থগিত হয়ে আছে। এবারের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষাও নেবে না সরকার।

শেখ হাসিনা একজন মানবিক প্রধানমন্ত্রী

Image
শাবান মাহমুদ : করোনা দুর্যোগে বদলে গেছে বিশ্ব পরিস্থিতি। উন্নত বিশ্বেও রাষ্ট্রনায়করা রীতিমতো হিমশিম খাচ্ছেন পরিস্থিতি মোকাবিলায়। গত এক শতকে বিশ্ববাসী এমন দুর্যোগ আর দেখেনি। করোনায় আক্রান্ত কয়েক লাখ মানুষ জীবন হারিয়েছে মাত্র কয়েক মাসের ব্যবধানে। স্বজন হারানোর বেদনায় শোকার্ত সারা পৃথিবী। বিশ্বব্যাপী থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। জীবনের আনন্দ প্রায় নির্বাসিত। এক অজানা আতঙ্ক গ্রাস করছে মানব জীবনকে। চারদিকে অস্থিরতা। জীবনের কোলাহল প্রায় থেমে গেছে। স্বাভাবিক কর্মজীবনে চরম স্থবিরতা। বিশ্বের অনেক প্রভাবশালী রাষ্ট্রনায়কও রীতিমতো ক্লান্ত, পরিশ্রান্ত। প্রশ্ন ওঠা স্বাভাবিক, আমাদের প্রধানমন্ত্রী ভবিষ্যৎ সামলাবেন কীভাবে? বাংলাদেশের ১৭ কোটি মানুষকে করোনা থেকে নিরাপদে রাখার পাশাপাশি এ দুর্যোগ মোকাবিলায় তিনি কতটুকু সফল হবেন? অসহায় ও অসচ্ছল মানুষদের কতটুকু খাদ্য নিরাপত্তা দিতে পারবেন তিনি? বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনায়করাই যেখানে প্রকৃতির কাছে আত্মসমর্পণ করছেন তখন শেখ হাসিনা কতটুকু সাহস জোগাবেন দেশবাসীকে। এমন অসংখ্য প্রশ্নের জবাবে বঙ্গবন্ধুকন্যা তাঁর অসীম সাহসিকতা আর মানবিকতা দিয়েই জয় করছেন সবকিছু।...