Posts

Showing posts from September, 2020

রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ড

Image
অনলাইন ডেস্ক : বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ ৬ জনের মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় দেয়। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় এ মামলার প্রাপ্তবয়স্ক ৯ আসামিকে। উল্লেখ্য, রিফাত হত্যা মামলায় ২৪ জনকে আসামি করে দুটি ভাগে গত বছরের ১ সেপ্টেম্বর চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। ২ জুলাই মামলার প্রধান আসামি নয়ন বন্ড সন্ত্রাসীর গুলিতে নিহত হন।

চাদাঁবাজীর অভিযোগে সাভারের বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সুজন গ্রেপ্তার

Image
সাভার প্রতিনিধি : সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সুজন কে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।  সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম চেয়ারম্যান সুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় জনৈক আশরাফুল ইসলাম বাড়ি করতে গেলে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। শেষে নিরুপায় হয়ে আশরাফুল ইসলাম চেয়ারম্যান সুজনকে আজ ২৯ সেপ্টেম্বর এক লক্ষ টাকা দিলেও সুজন তা মানতে নারাজ। আরও চার লক্ষ টাকার জন্য আশরাফুল ইসলামকে চাপ দিতে থাকে চেয়ারম্যান সুজন। অবশেষে আজ সন্ধ্যার পরে সাভার মডেল থানায় বাদী হয়ে আশরাফুল ইসলাম মামলা দায়ের করলে চাঁদাবাজির অভিযোগে পুলিশ চেয়ারম্যান সাইদুর রহমান সুজন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বিএনপির রাজনীতিতে চরম দুঃসময় চলছে: কাদের

Image
অনলাইন ডেস্ক :   দেশ দুঃসময় পার করছে না, বিএনপির রাজনীতিতে চরম দুঃসময় চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘দেশ দুঃসময় পার করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যে ভাবে বিএনপি জনবিচ্ছিন্ন হচ্ছে, বিভিন্ন নির্বাচন ও উপনির্বাচনে ভরাডুবি হচ্ছে এবং জনগণ প্রত্যাখান করছে- তা তাদের জন্য চরম দুঃসময় বটে। দেশ দুঃসময় পার করছে না, বিএনপির রাজনীতিতে চরম দুঃসময় চলছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা এবং শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থ বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। করোনার সম্ভব্য দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় সরকার সচেষ্টা রয়েছে জানিয়ে তিনি বলেন, শ্রষ্টার অপার কৃপা ও সরকারের অবিরাম প্রচেষ্টায় সংক্রমন এখনও অনেকটা নিয়ন্ত্রণে। কিন্তু বি...

ফেসবুকে বিকৃত ছবি দিয়ে অপপ্রচার, শাহাদাত হোসেন খানের প্রতিবাদ

Image
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার গাজীরচট এলাকার এতিহ্যবাহী খানঁ পরিবারের সন্তান, আ.লীগের দুর্দিনের কান্ডারী পরিশ্রমী একনিষ্ঠ রাজনীতিবিদ গরিব দুঃখি ও মেহনতি মানুষের পরম বন্ধু। আস্থার প্রতীক সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খানঁ। সম্প্রতি একটি মহল তার ছবিকে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়ে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানঁ এই প্রতিবেদককে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণীত হয়ে ছাত্র জীবন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কখনো দলের আদর্শ থেকে বিচ্যুতি হয়নি জড়াইনি কোনো অনৈতিক কাজে। দীর্ঘদিন ধরে দল ও এলাকার মেহনতি মানুষের জন্য কাজ করেছি। বিপদ-আপদে সব সময় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর পাশে ছিলাম। সেবার পরিধি বাড়াতে উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছি। কিন্তু সম্প্রতি আমাকে জড়িয়ে একটি কুচক্রী মহল সম্পাদনকৃত একটি বিকৃত ছবি যা মোটেই আমার নয়, ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমার সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রকৃতপক্ষে ঐ ভুয়া ছবির ঘটনা সম্পূর্ণ  মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত । এমন মিথ্যা ব...

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন

Image
অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে পিত্রালয়ে। ’৫৪-র নির্বাচনের পর শেখ হাসিনা বাবা-মার সঙ্গে ঢাকায় চলে আসেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। বর্তমানে শুধু জাতীয় নেতাই নন, তিনি আজ তৃতীয় বিশ্বের একজন বিচক্ষণ বিশ্বনেতা হিসেবে অবতীর্ণ হয়েছেন নতুন ভূমিকায়। যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার, পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, ডিজিটাল বাংলাদেশ নির্মাণসহ জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরপর তিনবার এবং এ পর্যন্ত চারবার প্রধানমন্ত্রী হওয়ার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। নিজের বলিষ্ঠ নেতৃ...

সাভারে নীলা হত্যাকান্ড : দশ লাখে ছাড়া পেলো সাকিব-জয়! কিশোর গ্যাংয়ের আখড়া অক্ষত?

Image
সাইদুর রহমান রিমন : দশম শ্রেণীর ছাত্রী নীলা রায়কে তারই ভাইয়ের রিকসা থেকে নামিয়ে নিয়ে নৃশংস হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সাভার। বাদ-প্রতিবাদ, ঘৃণা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। অন্যসব ঘটনার মতো নীলা রায়ের নৃশংস হত্যাকান্ডটি ঘিরেও যথারীতি পুলিশের রহস্যময় ভূমিকা সরকার বিরোধী জনমত সৃষ্টিতে সহায়ক হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তি পর্যায়ের অপরাধের ঘানি সরকারের উপর চাপিয়ে চলছে ক্ষোভ-বিক্ষোভ।   নৃশংস এ হত্যাকান্ডের পরও প্রধান আসামি মিজানুর রহমান এবং তার ইন্ধনদাতা কিশোর গ্যাং লিডার সাকিব ও সহযোগী জয় স্থানীয় আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম সিরুর বাড়িতেই অবস্থান করছিল। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে র্যাব মাঠে নামে এবং কয়েক ঘন্টার মধ্যেই তারা মিজানের বাবা মাকে গ্রেফতারে সক্ষম হয়।  এরপর টানা চার পাঁচ দিনেও পুলিশের আর কোনো তৎপরতা দেখতে পাননি সাধারণ মানুষজন।  ফলে সকল শ্রেণীর মানুষের মধ্যে বাদ-প্রতিবাদ, ক্ষোভের সৃষ্টি হয়।, ছড়িয়ে পড়ে তা সর্বত্র। ফলে রাজধানীসহ সারাদেশেই প্রতিবাদ মিছিল, মানববন্ধনসহ বিক্ষোভ প্রদর্শনের ঘটনা ঘটে, সবাই পুলিশি নির্লিপ্ততার জন্য সরকারকে দায়ী ...

বেপরোয়া বাউন্ডারী বাহিনী ‘মাত্র দুই কোটি টাকা’ চাঁদা দাবি

Image
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা ও তুরাগ জুড়ে অভিনব বাউন্ডারী বাহিনীর আবির্ভাব ঘটেছে। তাদের বেপরোয়া কর্মকান্ডের কাছে সাধারণ বাড়ি ও জমি মালিকরা রীতিমত জিম্মি হয়ে পড়েছেন। সংঘবদ্ধ চক্রটি যে কারোর খালি জায়গা পেলেই তাতে ইট বালুর বাউন্ডারী নির্মাণ করেই লাখ লাখ টাকার বিল দাবি করে বসেন। সে বিল আদায় না হওয়া পর্যন্ত গোটা জমি তাদের দখলে নেয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে জরিমানাসহ মোটা অঙ্কের চাহিদা পূরণ করার মাধ্যমেই জমি মালিকরা তাদের জায়গায় পা রাখতে পারেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিননব এ চাঁদাবাজির ঘটনায় চক্রটি কোটি কোটি টাকার ধান্ধাবাজি ফেঁদে বসেছে।   উত্তরায় এসব চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত কফিল মেম্বারের ছেলে সেলিম মিয়ার অভিনব প্রতারণায় দিশেহারা সেলিম মোল্লা নামের স্থানীয় এক ব্যবসায়ী। চেকে সহি স্বাক্ষর তারিখ জালিয়াতি, ভুয়া গায়েবি কাজের বিল, ১৫/২০ জন অস্ত্রধারীদের দিয়ে মারধরসহ হত্যার হুমকি বা মিথ্যা মামলা কোনটিই বাদ রাখেননি সেলিম মোল্লার বাড়ি দুটি দখলের জন্য। সর্বশেষ সেলিম মিয়া অস্ত্রধারী বাহিনীর মাধ্যমে সমাঝোতার প্রস্তাব দিয়ে ‘মাত্র দুই কোটি টাকা’ চেয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী সেলিম মোল্...

ধর্ষণকারীরা যে দলেরই হোক, বিচার হবে : ওবায়দুল কাদের

Image
ফাইল ছবি অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সিলেট এমসি কলেজের হোস্টেলে তরুণী ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীরা যে দলেরই হোক, তাদের বিচারের আওতায় আনা হবে। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নির্দেশ।’ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সভায় আজ রোববার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের নিজের বাসভবন থেকে অনলাইনে এ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন। ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অপরাধ করে কেউ পার পায়নি। তাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হয়েছে। সিলেটের এমসি কলেজের হোস্টেলে তরুণী ধর্ষণের ঘটনায়ও প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে, এ ঘটনায় কেউ যাতে ছাড় না পায়। অপরাধীরা যে দলেরই হোক, বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হবে।’ এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তারা সমালোচনা করার জন্যই নির্বাচনে অংশ নেয়। নি...

পা‌নি উন্নয়ন বো‌র্ডের বালি ভ‌র্তি জিও ব্যাগে রক্ষা পেল সরকারী আশ্রায়ন প্রকল্প

Image
  মা‌নিকগ‌ঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের দৌলতপু‌রের লাউতারা এলাকার পুরাতন ধ‌লেশ্বরী নদী তীর ঘে‌ষে সরকারী অর্থায়‌নে স্থা‌পিত লাউতারা আশ্রয়ন প্রকল্প নদী ভাঙ্গ‌নে হুম‌কি মু‌খে প‌ড়লে   পা‌নি উন্নয়ন বো‌র্ড কর্তৃক বালি ভ‌র্তি জিও ব্যাগ ফেলায় রক্ষা পাচ্ছে সরকারী আশ্রায়ন প্রকল্প। এতে স্ব‌স্তি পায় বসবাসরত অন্তত ২৫ টি গৃহহীন প‌রিবার।  জানা যায়, গত চার বছর পূ‌র্বে সরকারী অর্থায়‌নে নিমার্ণ করা হয় এ আশ্রায়ন প্রকল্প। এ‌তে ২৫ টি প‌রিবার স্বাচ্ছ‌ন্দে বসবাস করতে থা‌কে।  ই‌তিপূ‌র্বে পা‌নি উন্নয়ন বো‌র্ডের মাধ্য‌মে তিনটি ধা‌পে মোট ত্রিশ লক্ষ টাকা ব্য‌য়ে বা‌লি ভ‌র্তি জিও ব্যাগ ফে‌লে নদী ভাঙ্গন রোধ ক‌রে রক্ষা করা হয় এ আশ্রায়ন প্রকল্প।  সম্প্র‌তি  নদী‌তে পা‌নি বৃদ্ধির ফ‌লে পুনরায় নদী ভাঙ্গন শুরু হলে নদী গ‌র্ভে বি‌লিন হওয়ার আশংকায় প‌ড়ে এ আশ্রায়ন প্রকল্প‌টি। এ‌তে শংঙ্কায় দিন কাটা‌তে থা‌কে আশ্রায়ন প্রক‌ল্পে বসবাসরত গৃহহীন প‌রিবারগু‌লো।   ২৬ সে‌প্টেম্বর তা‌রিখ হ‌তে পা‌নি উন্নয়ন বো‌র্ড কর্তৃক ২০ লক্ষ টাকা ব্য‌য়ে এ আশ্রায়ন প্রক‌ল্পের ভাঙ্গন অং‌শে বা‌লি ভ‌র্তি জিও ব...

স্কুলছাত্রী নীলা রায়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশিচত করা হবে - ত্রাণ প্রতিমন্ত্রী

Image
সাভার প্রতিনিধি : সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশিচত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় নীলা রায় হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে সাভার নাগরিক কমিটি আয়োজিত এক মানববন্ধন কর্মসুচীতে যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন,সকল হত্যাকান্ডেই সরকারের জন্য বিব্রত হত্যাকারীদের কোন ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন দেশের বিভিন্ন স্থানে মানুষ হত্যা করে ঘাতকরা সাভার ও আশুলিয়া নিরপদ ভেবে এখানে ফেলে যায়। এসময় তিনি ব্যাংক কলোনী এলাকার এক কিশোর গ্যাংয়ের বাবা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুকে দ্রুত বহিস্কারের জন্য নির্দেশ দেন। এদিকে নীলা রায় হত্যাকারী ঘাতক কিশোর গ্যাংস সদস্য মিজানুর রহমান মিজানকে আজ দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশিচত করা হবে জানিয়ে দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসময় ঢাকা জ...

সাভারে স্কুল ছাত্রী নীলা রায়ের হত্যাকারী মিজানুর দুই সহযোগীসহ গ্রেফতার

Image
  ছবিতে নিহত স্কুলছাত্রী নীলা রায় ও হত্যাকারী মিজানুর সাভার প্রতিনিধি : সম্প্রতি সাভারে বহুল আলোচিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভাইয়ের কাছ থেকে অসুস্থ নীলা রায়কে (১৪) ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমান(২০) কে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার রাত ১০ টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়ীয়া এলাকার কর্ণেল ব্রিক ফিল্ডের ভেতর থেকে মিজান ও তার দুই সহযোগী সাকিব (২০) এবং জয়কে (২১) গ্রেফতার করে পুলিশ। তাদের কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। নীলা হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মিজানের সহযোগী আটক দুইজনের বাড়ী সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকায়। শনিবার সকালে মিজানুর রহমান মিজানকে আদালতে প্রেরণ করা হবে। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নির্মল কুমার দাস গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা ৭টারদিকে শ্বাসকষ্ট দেখা দিলে নীলাকে নিয়ে তার ভাই অলক রায় রিকশায় হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় অস্ত্রের মুখে নীলাকে টেনে হিঁচড়ে রিকশা থেকে নামিয়ে পালপাড়া এলাকায় নিয়ে যায় মিজা...

সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুম থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

Image
ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামি মো. আলী হোসেন।  কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে ছয় বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনার ১৮ দিন পর আসামি মো. আলী হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন আজ দুপুরে জেলা শহরের চরশোলাকিয়া গাছ বাজার এলাকা থেকে আসামি মো. আলী হোসেনকে গ্রেপ্তার করে। আসামিকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। ওসি জানান, কাদিরজঙ্গল ইউনিয়নের ওই শিশুটি প্রতিদিনের মতো গত ৬ সেপ্টেম্বর রাতে নিজেদের মা-বাবার সঙ্গে একই বিছানায় ঘুমিয়ে ছিল। গভীর রাতে আলী হোসেন বাড়ির সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে তুলে নিয়ে যায়। পরে শিশুটিকে বাড়ির পাশের ফসলি মাঠে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যান। শিশুটির চিৎকার শুনে গ্রামের এক নারী ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরদিন ৭ সেপ্টেম্বর সোমবার শিশুটিকে কিশোরগঞ্জ ২...

অশ্লীল ছবি-ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

Image
অনলাইন ডেস্ক : অনলাইনে প্রেমের সম্পর্ক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তানজিমুল ইসলাম রিয়ন (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সাইবার পুলিশ বগুড়া ইউনিটের প্রধান পুলিশ পরিদর্শক এমরান হোসেন তুহিন বিষয়টি বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দুপচাঁচিয়া উপজেলার চৌধুরীপাড়া তিনমাথা মোড় এলাকা থেকে রিয়নকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তানজিমুল ইসলাম রিয়নের বাড়ি নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়ায়। তিনি দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজের বিবিএস প্রথম বর্ষের ছাত্র। পুলিশ পরিদর্শক এমরান হোসেন তুহিন জানান, আসামি রিয়ন প্রেমের অভিনয় করে কমপক্ষে ২০ জন স্কুলছাত্রী ও দুয়েকজন গৃহবধূকে ভিডিও কলে কথা বলার সময় অশ্লীল ছবি ধারণ করেন এবং ব্ল্যাকমেইল করে টাকা-পয়সা হাতিয়ে নেন। ক্ষতিগ্রস্ত একজন অভিভাবক তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার ...

সাভারে স্কুলছাত্রী নীলা হত্যা মামলায় মিজানের বাবা-মা রিমান্ডে

Image
সাভার প্রতিনিধি: সাভারে স্কুলছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীর (২০) বাবা ও মাকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন দিয়েছেন ঢাকার একটি আদালত। শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এই রিমান্ড আদেশ দেন।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আনোয়ারুল কবির বাবুল।রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুর রহমান (৬০) ও তার স্ত্রী নাজমুন নাহার সিদ্দিকী (৫০)। এর আগে বিকালে আসামিদের আদালতে হাজির করে তাদের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার এসআই নির্মল চন্দ্র ঘোষ। অপরদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আবদুর রহমান ও তার স্ত্রী সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নীলা হত্যাকাণ্ডের পরই প্রধান আসামি তাদের ছেলে মিজানুর রহমানসহ আত্মগোপনে চলে যান তারা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গেল বৃহস্পতিবার দিবাগত রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম থেকে আবদুর ...

‘আমরা আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে একটি শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের অপেক্ষায় রয়েছি’

Image
প্রধানমন্ত্রীর ফাইল ছবি অনলাইন ডেস্ক :   প্রধানমন্ত্রী   শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের অভিন্ন লক্ষ্য অর্জনে ডিজিটাল সহযোগিতায় বিশ্বব্যাপী অংশীদারিত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, ‘আমরা আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে একটি শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের অপেক্ষায় রয়েছি।’ বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে ‘ডিজিটাল সহযোগিতা : ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ্যাকশন টুডে’ শীর্ষক উচ্চপর্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পূর্বে ধারণকৃত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কোভিড-১৯ মহামারি ডিজিটাল পরিষেবার শক্তিকে উন্মোচিত করেছে এবং ডিজিটাল বিভাজনকেও প্রকাশ করেছে। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যারই ইন্টারনেটে ন্যূনতম প্রবেশগম্যতা নেই। সেই শূন্যতা পূরণ করতে হবে। বাংলাদেশে তার সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প নির্ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ডিজিটালাইজেশনের জন্য সরকারের চাপের কারণেই বাংলাদেশ ইন্টারনেট প্রযুক্তিতে একটি ব্যাপক পরিবর্তন প্রত্যক্ষ করেছে। দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০৩ দশম...

আশুলিয়ার একজন সফল উদ্যােক্তা আমানউল্লাহ

Image
আল নাফিউল আলম(লিক্সন) : কারিগরি প্রশিক্ষণ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করা একজন সফল উদ্যোক্তার গল্প গল্পটি নাটকীয় মনে হলেও আসলে এটি বাস্তবের প্রতিচ্ছবি।  শেখ হাসিনার সরকারের প্রথম মেয়াদ কালে স্বপ্নবাজ এক তরুণের সফলতার সিঁড়িতে প্রথম পা রাখা। আর সেই সিঁড়ি তৈরির কারিগর ছিলেন  আওয়ামী লীগেরই এক পরিবার । যারা শুধু ভালোবাসাই দেননি, পথই দেখিয়েছিলেন  দিয়েছিলেন অর্থের যোগান।  হ্যাঁ এবার যাকে নিয়ে কথা বলছি সেই সফল উদ্যোক্তার নাম আমান উল্লাহ আমান। আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী দীঘির   পাড় গ্রামে তার  জন্ম ।    গাজীপুরের চন্দ্রায় নিজের ব্যবসায়ীক প্রতিষ্ঠান উদ্বোধনকালে ডিআইজি হাবিব ও এসপি শামসুন্ননাহারের সাথে আমানউল্লাহ।  মধ্যবিত্ত ঘরের ছেলে আমান স্কুলের গন্ডি পেরিয়ে  ১৯৯৮ সালে সবেমাত্র কলেজে পা রাখল। তখন থেকে তার মনে হয়েছে লেখাপড়ার পাশাপাশি সে তার সময়গুলোকে কাজে লাগাতে পারে নিজেকে স্বাবলম্বী করতে পারে । কিন্তু ঠিক কি করবে লক্ষস্থির  করতে পারছিল না। সে সময়  সাভার কলেজের পাশেই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার অফিস ছিলো। নিজ...

আবু তাহের মৃধা কে সাধারণ সম্পাদক পদে পেতে চায় ইয়ারপুর ইউপি আ.লীগ নেতৃবৃন্দ

Image
আশুলিয়া প্রতিনিধি : রাজধানী ঢাকার অতি সন্নিকটে শিল্পাঞ্চলখ্যাত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন। যেখানে বর্তমান সরকারের দলীও অবস্থান বেশ নড়বড়ে যার প্রধান কারণ সাংগঠনিক দুর্বলতা আর সঠিক নেতৃত্বের অভাব।  বিগত দিনে ইয়ারপুর ইউনিয়নে আ.লীগের দলীয় কার্যক্রম তেমন একটা চোখে পড়েনি কিন্তু ব্যাতিক্রম ছিল ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার, ইয়ারপুর ইউনিয়ন আ.লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক, এতিহ্যবাহী মৃধা পরিবারের সন্তান আবু তাহের মৃধা। অাওয়ামীলীগের দলীয় যেকোন অনুষ্ঠান নিজ অর্থে সুচারু রুপে সম্পন্ন করেছেন তিনি।  অত্র ইউনিয়ন সহ গোটা সাভার উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে তিনি চেনামুখ। দীর্ঘদিন যাবৎ আ.লীগের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন তিনি। সঠিকভাবে নেতৃত্ব দিয়ে দলের নেতাকর্মীদের কাছে তিনি আস্থার প্রতিক হয়ে উঠেছেন। ইউপি সদস্য হিসেবে তিনি যেমন জনপ্রিয়। তেমনিভাবে রাজনীতির এই পিচ্ছিল মাঠেও ন্যায়নীতি আর দৃঢ়তার সাথে  আ.লীগ নেতাকর্মী ও সমর্থকদের ভালবাসায় রয়েছেন পছন্দের শীর্ষে।  বিগত দিনে দলের দুঃসময়ের কান্ডারী হয়ে কাজ করেছেন নিরবে।  করোনার প...

নোবেল পুরস্কারের অর্থ ১০ লাখ ক্রৌন বাড়ছে

Image
অনলাইন ডেস্ক : নোবেল পুরস্কার বিজয়ীরা গত বছরের তুলনায় এ বছর বাড়তি এক মিলিয়ন ক্রৌন (এক লাখ ১০ হাজার ডলার) বেশি পাবেন বলে জানিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন। এর ফলে এ বছর নোবেল বিজয়ীরা ১০ মিলিয়ন ক্রৌন পাবেন (এক কোটি ক্রৌন)। সুইডেনের দৈনিক ডাগেন ইন্ডুস্ট্রিকে এ তথ্য দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল ৩ কোটি ১০ লাখ ক্রৌন রেখে গিয়েছিলেন এ সম্মানা প্রধানের জন্য। যা আজকের বাজারে প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান। শত বছরেরও বেশি সময় ধরে নোবেল পুরস্কার বিশ্বের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে এলেও সময়ে সময়ে এ পুরস্কারের অর্থমূল্য পরিবর্তিত হয়েছে। শুরুর দিকে বিজয়ীদের দেড় লাখ ক্রৌন দেওয়া হত, পরে বাড়তে বাড়তে ১৯৮১ সালে তা ১০ লাখ ক্রৌনে দাঁড়ায়। পরের দুই দশক এ অর্থমূল্য হু হু করে বাড়ে। ২০০০ সালে প্রতিটি পুরস্কারের অর্থমূল্য দাঁড়ায় ৯০ লাখ ক্রৌনে; পরের বছর বেড়ে হয় এক কোটি ক্রৌন। ২০১২ সালে পুরস্কারটির অর্থমূল্য হয় ৮০ লাখ ক্রৌন; ২০১৭ সালে বাড়িয়ে করা হয় ৯০ লাখ ক্রৌন। এ বছর থেকে ফের...

করোনায় ভারতের রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাদির মৃত্যু

Image
অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাদি (৬৫) মারা গেছেন। রাজধানী দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, আজ বুধবার তাঁর মৃত্যু হয় বলে এইমসের পক্ষ থেকে জানানো হয়। আঙ্গাদির মৃত্যুতে টুইট করে শোকবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্নাটকের বেলগাম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে ২০০৪ সালে প্রথম লোকসভায় পা রাখেন সুরেশ অঙ্গাদি। এর পরের তিনটি সাধারণ নির্বাচনেও (২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে) ওই আসন থেকে জয়ী হন তিনি। বর্তমান মোদি মন্ত্রিসভায় রেল প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন সুরেশ অঙ্গাদি। কর্নাটকে বিজেপির ভিত শক্ত করার ক্ষেত্রে সুরেশ অঙ্গাদির যথেষ্ট ভূমিকা ছিল। দলীয় সংগঠনের পাশাপাশি মন্ত্রী হিসেবেও তিনি দক্ষতার ছাপ রেখে গেছেন। রাজনৈতিক গণ্ডির বাইরে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার এক সহজাত ক্ষমতা ছিল তাঁর মধ্যে। গত ১১ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অঙ্গাদি নিজেই। তিনি লেখেন, ‘আমি আজ কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি। ফলাফল পজিটিভ এসেছে। চিকিৎ...

ইলিশের উন্নয়নে ২৪৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

Image
অনলাইন ডেস্ক : ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনাসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পাঁচ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৬৬ কোটি ১৩ লাখ টাকা। এর পুরো অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় পাঁচ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন। তিনি জানান, একনেকে অনুমোদিত পাঁচ প্রকল্পের মধ্যে চারটি নতুন প্রকল্প এবং একটি সংশোধিত প্রকল্প রয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের বাস্তবায়ন খরচ ধরা হয়েছে ২৪৬ কোটি ২৮ লাখ টাকা। ‘ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করার পাশাপাশি ইলিশ ধরা নিষিদ্ধকালীন জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পটি বাস্তবায়ন করা হবে’, যোগ করেন ...

আবারো লকডাউনের কথা ভাবছে না সরকার

Image
অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের অর্থনীতি সচল রাখতে আর লকডাউনের কথা ভাবছে না সরকার। এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, অর্থনীতি সচল রাখতে পুনরায় লকডাউনের কথা সরকার ভাবছে না। এ ছাড়া করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মন্ত্রণালয়গুলোকে নিজস্ব পরিকল্পনা সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সচিব বলেন, করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে ব্যাপক সচেতনতা চালানো হবে। স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে হবে। বিমানবন্দরে মানুষের প্রবেশ ও বের হওয়ার বিষয়ে মনিটরিং বাড়ানো হবে। বিমানবন্দরগুলোতে আগমন ও বহির্গমনে নজরদারির দায়িত্বে সেনাবাহিনী  থাকবে।

আশুলিয়ায় সোহাগ বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী সোহাগ আটক

Image
গ্রেপ্তারকৃত সোহাগ আশুলিয়া প্রতিনিধি : শিল্পাঞ্চলখ্যাত আশুলিয়ার  সোহাগ বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী সোহাগকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চাড়াল পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জানা যায়, গত রবিবার রাতে সোহাগ বাহিনীর প্রধান সোহাগের নির্দেশে দলের সেকেন্ড ইন কমান্ড রিপনের নেতৃত্বে এলাকায় একক রামরাজত্ব কায়েম করতে নূর আলম নামের এক পোশাক শ্রমিককে পায়ে গুলি করে এবং আরো চাঁরজন পোশাক শ্রমিককে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে যাওয়ার সময় এলাকাবসীর মাঝে আতঙ্ক সৃষ্টি করতে একটি পোশাক কারখানায় ভাংচুর চালায় এবং ফাকা কয়েক রাউন্ড গুলি ছুড়ে।  এলাকায় ক্ষমতার জানান দিতে সোহাগ তাঁর দলবল নিয়ে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটায় বলে এলাকাবাসী জানিয়েছে। সূত্রে জানায়,সোহাগ দীর্ঘদিন যাবত এক জনপ্রতিনিধির ছত্রছায়ায় থেকে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজী, জমি দখল, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল সে।  তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে।  সোহাগ গাজীরচট চারাল পাড়ার হরমুজের ছেলে।    আশুলিয়া থানার উপ-পরিদর্শক ( এসআই) ফজর আলি সোহাগ কে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাক শ্...

গ্রেফতারের কিছুক্ষণ পরেই ভিপি নুরকে ছেড়ে দেয়া হয়েছে : ডিবি

Image
অনলাইন ডেস্ক : গ্রেফতারের কিছুক্ষণ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে ছেড়ে দেয়া হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে মিছিল বের করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য ভবন এলাকায় গেলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে নুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর নুরকে শাহবাগ থানা থেকে ডিভি কার্যালয়ে নেয়া হয়। এর কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেয়া হয়। নুরসহ ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানায় ঢাবি ছাত্রীর করা ধর্ষণের মামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এদিকে ছাত্র পরিষদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত পাঁচজন পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের ...

সাভারে ত্রাণ প্রতিমন্ত্রীর মাতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

Image
সাভার প্রতিনিধি : সাভারে  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মা শিরিয়া খানমের আত্মার মাগফেরাত কামনায়  দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর (২০ সেপ্টেম্বর) দুপুরে এর  এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদে ত্রাণ প্রতিমন্ত্রীর মাতার আত্মার  মাগফিরাত কামনা করে সাভার আশুলিয়া থেকে   আগত কয়েক হাজার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মাানুষ দোয়া মাহফিলে শরীক হন। এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ সাভার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাংবাদিিক জাহিদুর রহমান জাহিদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও স্থানীয় সংবাদকর্মী বৃন্দ । উল্লেখ্য, শিরিয়া খানম ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায়...

সাংবাদিক স্বাধীনের দেহ থেতলে দেয়া হয়েছে! ভেঙ্গেছে পাজরের হাড় !! এখন তার জানটাও যায় যায়...

Image
সাইদুর রহমান রিমন : গুলশান-বনানী এলাকায় সংবাদকর্মিরা বারবার কেন আক্রান্ত হচ্ছেন? কেন তরুণ সংবাদকর্মি স্বাধীনকে দুর্বৃত্তরা প্রাণে মেরে ফেলতে মরিয়া হয়ে উঠেছে? সেদিকে নজর ফেলতেই নেপথ্যের নানা কাহিনী বেরিয়ে আসতে শুরু করেছে। তারুণ্যদীপ্ত স্বাধীন কোনো কিছু না বুঝেই বনানীর আন্ডার ওয়ার্ল্ডের স্বঘোষিত গডফাদারের ডেরায় থাবা বসিয়েছে। কাউন্সিলর পরিচয়ধারী ওই দুর্ধর্ষ অপরাধীর কোটি টাকার নির্ঝঞ্জাট চাঁদাবাজিতে বাধ সেধেছেন তিনি। সেসব নিয়ে রিপোর্ট করায় প্রশাসনিক নজরদারি বিশেষ করে র্যাবের তৎপরতা শুরু হয়েছে; ফলে রিকসার টোকেন বাণিজ্য কেন্দ্রীক লাখ লাখ টাকা আদায়ে অচলাবস্থা দেখা দিয়েছে।   গত দুই মাস ধরেই নিশ্চিত আয়ে বাধা পড়ায় বেজায় ক্ষেপেছেন গডফাদার।  ফলে যা হবার তাই হয়েছে। গডফাদারের আঙ্গুলী হেলনেই সব অপরাধীরা জোট বেধে হামলে পড়েছে, তাতে সাংবাদিক স্বাধীনের প্রায় কুপোকাত হবার দশা। সন্ত্রাসীদের দফায় দফায় আক্রমণ আর নির্যাতনের যাঁতাকলে পিস্ট স্বাধীনের দেহের বহুস্থান থেতলে গেছে, ভেঙ্গে গেছে পাজরের হাড়। এবার তার যেন জানটাও যায় যায়..... যা ঘটে গেছে  অপরাধ বিচিত্রা ম্যাগাজিনে গুলশান-বনানীসহ কড়াইল ...

বরখাস্তকৃত ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

Image
অনলাইন ডেস্ক : সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার আসামি ও টেকনাফ থানার সাবেক (বরখাস্ত) ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের প্রায় ৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ নিয়েছে আদালত। রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুল আলম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন। গত ২৩ আগস্ট দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন বাদি হয়ে ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে ৪ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৭৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা দায়ের করেন। এসব অর্থের মধ্যে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা ওসি প্রদীপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন। আর ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার অবৈধ সম্পদের তথ্য গোপন করেছেন। গত ১৪ সেপ্টেম্বর দুদকের আবেদনের প্রেক্ষিতে প্রদীপের উপস্থিতিতে শুনানির পর এই মামলায় প্রদীপকে গ্রেফতার দেখানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগন দায়রা জজ শেখ আশফাকুল আলম। এরপর রবিবার দুদক অবৈধভাবে অর্জিত তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের জন্য আদালতে আবেদন করেন। একই দিন প্রদীপের পক্ষে জামিন, স্বাস্থ্যপরীক্ষা ও কারাগারে তার সাথে আইনজীবীর সাক্ষাতের বিষয়ে ৩টি পৃথক ...

ছিনতাই করতে গিয়ে ধরা খেল দুই পুলিশ

Image
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ছিনতাইয়ের অভিযোগে আজ শনিবার পুলিশের এক কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে জিএমপির বাসন থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উড়িয়াবাড়ি এলাকার আমিনুল ইসলাম (২৫) ও জামালপুর সদরের ভাটিগজারিয়া আকন্দবাড়ি এলাকার ইমরুল হাসান (২৬)। এদের মধ্যে ইমরুল হাসান গাজীপুর মহানগর পুলিশের অধীন কাশিমপুর কারা কমপ্লেক্স পুলিশ ক্যাম্পের কনস্টেবল বলে নিশ্চিত করেছেন ওই ক্যাম্পের দায়িত্ব ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। জিএমপির বাসন থানার এসআই মোশারফ হোসেন মামলার বরাত দিয়ে জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দুই বন্ধুসহ রাজমিস্ত্রির শ্রমিক রেজাউল ইসলাম চান্দনা চৌরাস্তা থেকে হেঁটে কোনাবাড়ীর পল্লীবিদ্যুৎ এলাকায় যাচ্ছিলেন। পথে রাত ৩টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় পৌঁছালে আমিনুল ও ইমরুল ওই তিনজনের পথরোধ করেন। আমিনুল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন কেড়ে নিতে চান। রেজাউল দিতে অস্বীকার করলে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে রাত সা...

আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে চলবে হাটহাজারী মাদ্রাসার

Image
ডেস্ক নিউজ : আল্লামা আহমদ শফির ইন্তেকালের একদিন পর শনিবার হাটহাজারী মাদ্রাসার মজলিসে সুরার বৈঠকে সর্বসম্মতিক্রমে মাদ্রাসাটির সিনিয়র শিক্ষক ও হেফাজাতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শাইখুল হাদীস ও নাযেমে তালিমাত বা শিক্ষা সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া মাদ্রাসা পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা গঠন করা হয়েছে। তারা হলেন মুফতি আবদুস সালাম, মাওলানা শেখ আহমদ সাহেব ও মাওলানা ইয়াহইয়া। সিদ্ধান্তের ক্ষেত্রে ৩ জনে মিলেই সিদ্ধান্ত নিবেন, একজন বা দুইজনের কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না । এছাড়া হেফাজাতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী জানিয়েছেন, আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলামের পরবর্তী আমির কে হবেন তা কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ করা হবে। হাটহাজারী মাদ্রাসার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলেও জানান তিনি। জুনায়েদ বাবুনগরী বলেন, আল্লামা শাহ আহমদ শফির মতো তো আর মানুষ পাওয়া যাবে না। আমার দায়িত্ব হলো এখন কাউন্সিল ডাকা। কাউন্সিল যে সিদ্ধান্ত নেবে ওটাই হবে।'