Posts

Showing posts from November, 2020

জঙ্গিবাদ মৌলবাদ ও সম্প্রদায়িকতার বিরুদ্ধে আশুলিয়া থানা যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল

Image
  ইব্রাহিম খলিলুল্লাহ (আশুলিয়া) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে জঙ্গিবাদ মৌলবাদ ও সম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল করেছে আশুলিয়া থানা যুবলীগ। সোমবার (৩০শে নভেম্বর) দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড়ের ট্রাফিক বক্সের সাথে মার্কেটের সামনে থেকে শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে যুবলীগ নেতৃবৃন্দ ।  এ সময় নবীনগর চন্দ্রা  মহাসড়কের বাইপাইল থেকে আশুলিয়া থানা প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে গণ মিছিলটি শেষ হয় । পরে নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার ও যুগ্ন-আহবায়ক মইনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে গণ-মিছিল ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (জিএস মিজান)। এ সময় আরো উপস্থিত ছিলেন,ধামসোনার যুবলীগের সভাপতি শামিম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল হোসন বকুল ভূঁইয়া, সাধাঃ সম্পাদক সানোয়ার হোসেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকার, সাধাঃ সম্পাদক সোহেল মোল্লা, আশুলিয়া থানা যুবলীগের ...

বঙ্গবন্ধুর প্রতি আশুলিয়া থানা আ.লীগ আহবায়ক কমিটির শ্রদ্ধা, মোনাজাত

Image
সাভার প্রতিনিধি :   গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নব গঠিত আশুলিয়া থানা আহবায়ক সদস্যবৃন্দসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান । রবিবার(২৯নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আশুলিয়া থানা আহবায়ক সদস্যবৃন্দসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। দোয়া ও মোনাজাতের জন্য এগিয়ে আসেন, বঙ্গবন্ধু কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম নওয়াব আলী। সে সময় প্রতিমন্ত্রী মোনাজাত পরিচালনায় নিজের আগ্ৰহের কথা জানালে সম্মতি দেন পেশ ইমাম নওয়াব আলী। এর আগে যথারীতি রবিবার সকালে জাতীয় স্মৃতিসৌধের সামনে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নবগঠিত আশুলিয়া আ.লীগের আহবায়ক কমিটির সদস্যরা দুটি বাসযোগে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হয়। পরে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তাঁর পরিবারের সকল শহীদদের রুহ...

হত্যার হুমকি দিয়ে শ্যালিকাকে ধর্ষণ, দুলাভাই আটক

Image
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর বাসন এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে শ্যালিকাকে গ্রাম থেকে নিয়ে এসে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাসন থানার কড্ডা খোয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী আকবর (৩৫) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মুখ্যপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে মেট্রোপলিটন বাসন থানার কড্ডা খোয়ারপাড়া এলাকায় বাসা ভাড়া থেকে গার্মেন্টে চাকরি করে। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গত তিন মাস আগে ভিকটিমকে (৩০) গার্মেন্টে চাকরি দেয়ার কথা বলে গ্রামের বাড়ি থেকে গাজীপুরে নিয়ে আসে তার দুলাভাই আলী আকবর। প্রথমে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। এরপর ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয় কিন্তু তাতে ভিকটিম রাজি না হওয়ায় তার প্রাণনাশের হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছে। একপর্যায়ে ভিকটিম নিরুপায় হয়ে র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়ে আইনগত সাহায্য কামনা করেন। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষক আলী আকবরকে গ্রেফতার করা হয়। তিনি আ...

মানিকগঞ্জের সিংগাইরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টা

Image
মিজানুর রহমান, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে এক সন্তানের জননী ও পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ এলিনাকে (৩০) গলা কেটে হত্যার চেষ্টা করেছে স্বামী মো. রাজিব হোসেন (৪০)। তাকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে সিংগাইর পৌর এলাকার কাশিমনগর গ্রামে মৃত আবদুল মালেকের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। রাজিব হোসেন সিংগাইর পৌর এলাকার গোলড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে এবং গৃহবধূ এলিনা একই এলাকার ইলিয়াস হোসেনের মেয়ে। প্রতিবেশী সূত্রে জানা যায়, রাজিব হোসেন তার স্ত্রী সন্তান নিয়ে উপজেলার সিংগাইর পৌর এলাকার কাশিমনগর গ্রামের মৃত আবদুল মালেকের বাড়ির দুইচালা ঘরের একটি রুম ভাড়া নিয়ে দেড় বছর যাবত বসবাস করে আসছিল। স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে ঝগড়া হলে শনিবার সন্ধ্যায় স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও মুখে বেশ কিছু আঘাত করে পালানোর সময় প্রতিবেশীরা এগিয়ে এসে রাজিবকে ঘরের মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। স্থানীয়রা গৃহবধূ এলিনাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎস...

মন্ত্রীর অনুকূলে বরাদ্দ পাওয়া গাড়ি ফেরত দিলেন ওবায়দুল কাদের

Image
অনলাইন ডেস্ক : মন্ত্রীর অনুকূলে পরিবহন পুল থেকে বরাদ্দ পাওয়া গাড়ি ফেরত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।  টয়োটা করোলা হাইব্রিড মডেলের (ঢাকা মেট্রো-ড- ১১-১৮০২) গাড়িটি মন্ত্রী ব্যবহার করতেন না। এজন্য পরিবহন পুলে ফেরত দেয়া হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে গাড়িটি পরিবহন পুলে ফেরত দেয়া হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু গণমাধ্যাম কে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পরিবহন পুল থেকে মন্ত্রীর অনুকূলে বরাদ্দ হওয়া বিএমডব্লিউ (ঢাকা মেট্রো-ড-১১-১৯৪৭) গাড়িটিও ফেরত দেন ওবায়দুল কাদের। এছাড়া, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প থেকে পদ্মা সেতু পরিদর্শনের জন্য বরাদ্দ দেয়া একটি জিপ (ঢাকা মেট্রো-ঘ -১৫-৮৩৪৮) গাড়িও প্রকল্পের কাজ শেষ পর্যায়ে উপনীত হওয়া মন্ত্রীর ইচ্ছে অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পের কাছে ফেরত দেয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু।

মূর্তি আর ভাস্কর্য এক নয় : ধর্ম প্রতিমন্ত্রী

Image
অনলাইন ডেস্ক : নতুন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়।  এটা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। যারা মূর্তি আর ভাস্কর্যকে এক করে দেখেন তারা ভুল করছেন। এটা তাদের বোঝার ভুল।  যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে বলেও জানিয়েছেন নবনিযুক্ত এ ধর্ম প্রতিমন্ত্রী। রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন গত সপ্তাহে শপথ নেয়া প্রতিমন্ত্রী ফরিদুল।  এ সময় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে হেফাজতের হুমকির মুখে পাল্টা সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ ও সহযোগী সংগঠন যুবলীগসহ সমাজের বিভিন্ন রাজনৈতিক সংগঠন মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলেছে। এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অনেকেই মূর্তি আর ভাস্কর্যের মধ্যকার পার্থক্য বুঝতে না পেরে আন্দোলন করছেন। এ নিয়ে তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হবে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছেন তাদের বিষয়ে আপনার বক্তব্য কী? সাংবাদিকদে...

'ধর্মপ্রাণ প্রধানমন্ত্রী যখন সরকার পরিচালনায়, তখন এ দেশে ইসলামবিরোধী কোনো কার্যক্রম হবে না'

Image
অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একজন ধর্মপ্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সরকার পরিচালনার দায়িত্বে, তখন এ দেশে ইসলামবিরোধী কোনো কার্যক্রম হবে না। ওবায়দুল কাদের আজ শনিবার সকালে তাঁর সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ের সময় এ কথা বলেন। ওবায়দুল কাদের ব্রিফিংয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহূত বিতর্কের সৃষ্টি করছে, তার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।’ এ সময় সেতুমন্ত্রী আরো বলেন, ‘ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ।’ ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে। স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশে ইসলাম সম্পর্কে গবেষণা, চর্চা এগিয়ে নিতে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন ইসলামিক ফাউন্ডেশন।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পবিত্র ইসলাম ধর্মের একজন নিবেদিত প্রাণ ও অনুসারী হিসেবে ইসলামের সঙ্গে জ্ঞানব...

ভূমিহীনদের ভূমি, গৃহহীনদের গৃহ দেবে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

Image
সাভার প্রতিনিধি :  মুজিব বর্ষ উপলক্ষে নতুন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট লক্ষ ৮২ হাজার ৩৩ টি পরিবারের তালিকা তৈরি করছেন, যাদর ভূমি নেই তাদেরকে ভূমি এবং গৃহ এবং যাদের ভূমি আছ তাদের কে গৃহ করে দেওয়া হবে বলে জানিয়ছেন দুর্যোগ ব্যবস্খাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুরর দক্ষিণপাড়া  এলাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভা ও দোয়া মহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সরকারর পক্ষ থেকে নতুন করে যাদের বাড়িতে স্বাস্থ্য সম্মত বাধরুম নাই তাদেরকে সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্য সম্মত বাধরুম করে দেওয়া হবে যাতে করে দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। পর প্রতিমন্ত্রী ওই এলাকায় সাভার পৌর সভার মেয়র আব্দুল গণির মাতা পিতার কবর জিয়ারত করেন। এ সময় সাভার পৌর সভার মেয়র আব্দুল গণি,পৌর সভার প্যানল মেয়র নজরুল ইসলাম মানিক, আশুলিয়া থানা আ.লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান সহ আওয়ামী লীগ এর সহ...

আশুলিয়া গলায় ফাঁস দিয়ে তরুনীর আত্মহত্যা

Image
ইব্রাহিম খলিলুল্লাহ, আশুলিয়া : আশুলিয়া ভাড়া বাসার নিজ কক্ষের দরজা আটকে শিমু আক্তার নামে এক তরুনী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে নিহতের পরিবার ও পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর ঈদগাহ মাঠ সংলগ্ন ভাড়া বাসা থেকে ওই তরুনীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিমু আক্তার শেরপুর জেলার সদর থানার বাকারকান্দা গ্রামের আজিজুল হকের মেয়ে। নিহতের বাবা আজিজুল হক বলেন, তিন মেয়ে স্ত্রীকে নিয়ে পূর্ব ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি। শিমু তার মেজ মেয়ে। স্ত্রী ও বড় মেয়ে গার্মেন্টকর্মী। আর তিনি একজন চা দোকানী। মেজ মেয়ে শিমু আগে পাশের এলাকায় একটি ছোট কারখানায় কাজ করতো। কিন্তু সময় মতো বেতন না পাওয়ায় চাকরি ছেড়ে দেয় সে। তবে ১ ডিসেম্বর থেকে আরেকটি গার্মেন্টে চাকরিতে যোগদান করার কথা ছিল। তিনি আরো বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় আজ সকালে তার স্ত্রী বাজারে যায়। আর বড় মেয়ে বাইরে বেড়াতে গিয়েছিল। সব ছোট মেয়ে পাশের ঘরে ঘুমাচ্ছিল। সকালে শিমুকে তার ঘরে টিভি দেখতে দেখে তিনিও বাইরে চলে যান। পরে ৯টার দিকে এসে শিমুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান তারা। এসময় অনেক ডাকাডাকি করলেও শিমু সাঁড়া দিচ্ছি...

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু দুই ছেলে ও স্ত্রীসহ করোনায় আক্রান্ত

Image
অনলাইন ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় বুলুসহ তাঁর সহধর্মিণী শামীমা বরকত লাকী, বড়ো ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান (সানিয়াত) ও ছোটো ছেলে মাহাথির মোহাম্মদ ইরকানের (সাবিত) করোনা পজিটিভ আসে। রাতে তাঁরা রাজধানীর পান্থপথে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হন। সেখানে ইউজিসি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ’র অধীনে বুলু পরিবারের চিকিৎসা চলছে। যুবদলের কেন্দ্রীয় চট্টগ্রাম বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন এসব তথ্য জানিয়েছেন। মনজুরুল আজিম সুমন বলেন, ‘হাসপাতালে ভর্তি হলেও বুলু পরিবারের সবাই এখনো ভালো আছেন। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের আর নেই

Image
নিজস্ব প্রতিবেদক : বরেণ্য অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ চার বছর ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলী যাকের মৃত্যুবরণ করেন। বরেণ্য অভিনেতা আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলী যাকেরের মালিকাধীন বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির পক্ষ থেকে এক খুদেবার্তায় আজ শুক্রবার পৌনে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এশিয়াটিক থ্রিসিক্সটির পক্ষ থেকে আরো বলা হয়েছে, শেষ শ্রদ্ধা জানানোর জন্য আলী যাকেরের মরদেহ আজ বেলা ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে নেওয়া হবে। এর আগে ১৯ নভেম্বর জানা গিয়েছিল, নানাবিধ সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা। তখন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর ২২ নভেম্বর সেখান থেকে বাসায় ফিরেছিলেন তিনি। অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জ...

ভুয়া অনলাইনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: তথ্যমন্ত্রী

Image
ফাইল ছবি অনলাইন ডেস্ক : শিগগিরই ভুয়া অনলাইনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনলাইন জার্নাল ‘রিপোর্টার্স ভয়েস’ উদ্বোধন ও ডিআরইউ সদস্য লেখক সম্মাননা ২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান ও ডিআরইউ সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী বক্তব্য দেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘২০০৯ সালে হাতেগোনা কয়েকটি অনলাইন ছিল। এখন অনলাইনের সংখ্যা অনেক। তবে সবগুলো অনেক ক্ষেত্রেই সহায়ক নয়। সেজন্য আমরা অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছি। আমাদের পরিকল্পনা আছে এ বছরের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রমটি যত দূর সম্ভব সম্পন্ন করা। একইসঙ্গে যেসব অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবর্তে ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হয়, যেসব অনলাইন গুজবের সঙ্গে যুক্ত, সমাজে অস্থিরতা তৈরি করে, সেগুলোর ব্যাপারে আমরা আগামী বছর থেকে আইনগত ব্যবস্থা...

৩রা ডিসেম্বর রাজাপুরে মরহুম দেলোয়ার মাস্টারের স্বরণ সভা

Image
  নিজস্ব প্রতিনিধি : আগামী ৩রা ডিসেম্বর  ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শিক্ষা অফিসে মাস্টার দেলোয়ার সিকদার স্বরণে শোক সভার আয়োজন করা হয়েছে।  উল্লেখ্য গত ২৩শে নভেম্বর মাস্টার দেলোয়ার সিকদার (৪৪) সকাল ৮ টা ৩০ মিঃ চিকিৎধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। পরে ঐ দিন রাত ৯ টায় মরহুমের নীজ বাড়ি আলগী বড় সিকদার বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন তার সম্পন্ন করা হয়। তিনি এক ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। ৩৩ নং আংগারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে তিনি কর্মরত ছিলেন।  ২০০৬ সালে তিনি চাকুরীর যোগদান করেন।  ৩০/১২ /১৯৭৬ইং সালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা আগলি গ্রামে তিনি জন্ম গ্রহন করেন । সাংবাদিক জাকির সিকদার তার ছোট ভাই।

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা আর নেই

Image
স্পোর্টস ডেস্ক :  আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এএফপির খবরে জানা গেছে, আর্জেন্টিনায় তিগ্রেতে নিজ বাসায় মারা যান ম্যারাডোনা। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। এই কিছুদিন আগে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আর্জেন্টাইন কিংবদন্তি গিয়েছিলেন অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে সেরে ওঠার নিরাময় কেন্দ্রে। এর পর বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। সেখানেই আজ মারা যান তিনি। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান তিনি প্রায় একাই। ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের লানুস শহরে জন্মগ্রহণ করেন ম্যারাডোনা। দক্ষিণ প্রান্তের শহর ভিয়া ফিওরিতোতে তাঁর বেড়ে ওঠা। তিন কন্যা সন্তানের পর তিনিই ছিলেন মা-বাবার প্রথম পুত্র সন্তান। শৈল্পিক ফুটবল দিয়ে কিশোর বয়সেই নজর কাড়েন ম্যারাডোনা। মাত্র আট বছর বয়সে যোগ দেন আর্জেন্টিনার যুব দলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ১৯৭৭ সালে আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পান ম্যারাডোনা। এরপর দেশের হয়ে চারটি বিশ্বকাপ আসরে অংশ নেন। তাঁর নেতৃত্বেই ১৯৮৬ সালে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জেত...

করোনায় দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনীরুজ্জামানের মৃত্যু

Image
  নিজস্ব প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে গত ৩১ অক্টোবর রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন খন্দকার মুনীরুজ্জামান। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনীরুজ্জামানের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। মুনীরুজ্জামানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন তিনি। এর আগে তিনি ছাত্র ও শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

মাস্ক না পরলে ৫ হাজার টাকা জরিমানা, কঠোর হচ্ছে সরকার

Image
  অনলাইন ডেস্ক : আসন্ন শীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। মাস্ক না পরলে জরিমানা হতে পারে পাঁচ হাজার টাকা পর্যন্ত। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সরকারের এ অবস্থানের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মাস্ক পরা নিশ্চিত করতে সারা দেশে আরো বেশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে সজাগ করে দিয়ে এ সংকট মোকাবিলায় বিভিন্ন দিক-নির্দেশনা দেন। বিশেষ করে মাস্ক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক ব্যবহারে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনাও দিয়েছেন। 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকেও বলেছেন, যেভাবেই হোক মানুষকে আরো বেশি বেশি করে প্রচার করো, ফোর্স করো, যেভাবেই হোক, মানুষ যেন মাস্ক ইউজ (ব্যবহা...

আশুলিয়ায় আ.লীগের নবগঠিত আহবায়ক কমিটিকে গণসংবর্ধনা

Image
মাসুদ রানা :  বাংলাদেশ আওয়ামী লীগের আশুলিয়া থানার নবগঠিত আহ্বায়ক কমিটিকে উৎসবমুখর পরিবেশে গণসংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা। ২৩ শে নভেম্বর সোমবার বিকেলে আশুলিয়ার নবীনগরে অবস্থিত পর্যটন কেন্দ্রের সামনে ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করে নেয় দলের নেতাকর্মীরা । নব গঠিত আশুলিয়া থানা আওয়ামীলীগ কমিটির আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম-আহ্বায়ক ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে সমাবেত হয় শত শত আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ওবায়দুল কাদের ভাই কে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আশুলিয়া থানা আহবায়ক কমিটি করার জন্য তার ধারবাহিকতায় আমাদের ঢাকা জেলা আ.লীগের সভাপতি বেনজির ভাই ও সাধারণ সম্পাদক মাহবুবুর ভাইয়ের অনুমোদনে আশুলিয়া থানা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আমি আশা করি আশুলিয়া কমিটি একটি সুসংগঠিত কমিটি হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করবে, তাদের যে কোন প্রয়োজনে আমি এবং আমরা তাদের পাশে আছি। অনুষ্ঠান...

সাভারে সড়ক দুর্ঘটনায় ঔষধ বিক্রয় প্রতিনিধি নিহত

Image
  সাভার প্রতিনিধি : সাভারের ঢাকা  আরিচা মহাসড়কের হেমায়েতপুরের আলমনগর এলাকায় সোহেল রানা নামের (৩৮) এক ঔষধ বিক্রয় প্রতিনিধি মোটর সাইকেল চালক গাড়ি চাপায় নিহত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে এই দুর্ঘনাটি ঘটে। ওই ব্যক্তি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।  সাভার হাইওয়ে পুলিশ জানায়, সকালে সাভার থেকে মোটরসাইকেল যোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকার ইউনিমেট ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি সোহেল রানা মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পরে তিনি ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌছালে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।  পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।  বিষয়টি নিশিচত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা জানান, এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শাহজাদপুরে র‌্যাবের অভিযানে চার জঙ্গীর আত্মসমর্পন

Image
এম,এ, জাফর লিটন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের উকিলপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। ওই বাড়ি থেকে চারজন বেরিয়ে এসে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করা চারজন হচ্ছে কিরণ, শামীম ওরফে  হামিম, কাঞ্চন, আমিরুল ইসলাম শান্ত ।  তারা সবাই জমিয়াতুল মুজাহিদীন জেএমবি সদস্য। এখানে ২০/২৫দিন পূর্বে তাবলীগ জামায়াতের কাজ করার কথা বলে বাসা ভাড়া নিয়েছিল। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব। সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ওই ঘরে প্রবেশ করেছে। র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, ‘জঙ্গি আস্তানা’ আমরা ওই বাড়িটি অভিযান চালাচ্ছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরও টিম কাজ করছে। ঢাকা থেকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট এসেছে। গত  বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনগত রাতে রাজশাহী থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার জ...

রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই ডাম্পিং

Image
  অনলাইন ডেস্ক : রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই তা ডাম্পিং করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।  বৃহস্পতিবার বিকালে ডিএমপির সদর দফতরে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের এ নির্দেশ দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন- ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতারা। ডিএমপিপ্রধান বলেন, রাস্তায় চাদাঁবাজি করলে গ্রেফতার করতে হবে। রাস্তায় কোনো প্রকার চাঁদা ওঠানো যাবে না। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ ওঠানো যাবে। চালকদেরকে আইন মানার ক্ষেত্রে সচেতন করার কথাও বলেছেন তিনি। সভায় চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিএ’র সীমাবদ্ধতা ও জটিলতা উল্লেখ করে বিষয়টি সুনজরে দেখার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান মালিক সমিতির নেতারা। এ সময় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মালিকদের সহযোগিতা কামনা করেন।

পৌর সভার নির্বাচনের তফসিল সোমবারের মধ্যে, ভোট ইভিএমে

Image
অনলাইন ডেস্ক : প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রোববার বা সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।  তিনি জানান, প্রথম ধাপের ভোট হবে ২৭ থেকে ২৯ ডিসেম্বর। তবে বিষয়টি কমিশনের অনুমোদনের ওপর নির্ভর করছে।  বৃহস্পতিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। ইসি সূত্রে জানা গেছে, কমিশনে সম্ভাব্য দুটি তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণার অনুমোদন সংক্রান্ত ফাইল তোলা হয়েছে। ১৭ নভেম্বর বা ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তাব দেয়া হয়েছে। ইতোমধ্যে ১৭ নভেম্বর পার হয়ে যাওয়ায় ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণার বিষয়টি অনুমোদন হতে পারে।   নির্বাচনের বিষরে ইসির সিনিয়র সচিব বলেন, আগামী রোব বা সোমবার তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোট হতে পারে ২৭ থেকে ২৯ ডিসেম্বর। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে। তিনি আরও জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে ডিসেম্বরে সিদ্ধান্ত নেয়া হবে।

দক্ষিণ এশিয়ায় ‘সবচেয়ে বেশি’ ঘুষের ঝুঁকি বাংলাদেশে

Image
  অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক ঘুষবিরোধী ব্যবসায়িক সংগঠন ট্রেস চলতি বছর ঘুষ লেনদেনের ঝুঁকি নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ১৯৪টি দেশ নিয়ে এ জরিপ চালানো হয়। যেসব দেশে ঘুষের ঝুঁকি বেশি, তালিকায় সেসব দেশের পয়েন্টও বেশি। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬৬ নম্বরে। এর আগের বছর ছিল ১৭৮তম অবস্থানে। সূচকে উন্নতি হলেও দক্ষিণ এশিয়ার মধ্যে ঝুঁকির শীর্ষেই থাকছে বাংলাদেশ। প্রত্যেক দেশের ঘুষের ঝুঁকি পরিমাপ করা হয়েছে চারটি ক্ষেত্র বিবেচনায়: সুযোগ, প্রতিবন্ধকতা, স্বচ্ছতা ও তদারকি। দক্ষিণ এশিয়ার ভেতর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান, ৪৮ নম্বরে। তারপর ভারত ৭৭। মালদ্বীপের অবস্থান ৮৫তম, শ্রীলঙ্কা ৮৭, নেপাল ১০৭, চীন ১২৬, পাকিস্তান ১৫৩ এবং আফগানিস্তান ১৭১ নম্বরে।  গত বছরের তালিকায় ২০০ দেশ থাকলেও এবার দেখা গেছে ১৯৪টি। সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হচ্ছে উত্তর কোরিয়ায়। তালিকা অনুযায়ী, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ডে ঘুষের কারবার সবচেয়ে কম।

বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিকের সব ফি নির্ধারণ করে দেবে সরকার

Image
  অনলাইন ডেস্ক : দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা ফি, টেস্ট ফিসহ অন্যান্য ফি সরকার নির্ধারণ করে দেবে।  এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোকে ক্যাটাগরিভুক্ত করে দেয়া হবে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কিছুদিনের মধ্যেই একটি কমিটি গঠন করবে। এই কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। বুধবার সচিবালয়ে এক সভা শেষে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  এর আগে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বাস্থ্যসেবা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে। জাহিদ মালেক বলেন, সামনে কোভিড মোকাবেলার জন্য যেন প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকগুলো প্রস্তুতি গ্রহণ করে। তারা আমাদের সঙ্গে যেভাবে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়েছেন, একই ধরনের সেবা দিতে তাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা আরও বলেছি, স্বাস্থ্যসেবার মান আরও বাড়াতে হবে। যাদের লাইসেন্স নবায়ন করা নেই তাদের তা নবায়ন করতে হবে, বিশেষ করে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের। যদি লাইসেন্স নবায়ন না থাকে, সরকারের নিয়ম-নীতির ভায়োলে...

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

Image
অনলাইন ডেস্ক :  বর্তমানে দেশে করোনার প্রকোপ কিছুটা কমে এলেও আসন্ন শীতে এটি বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  করোনার দ্বিতীয় ঢেউ ও শীতকালে সংক্রমণ বৃদ্ধির যে আশঙ্কা করা হচ্ছে তা মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান সরকারপ্রধান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিশেষজ্ঞদের অভিমতের উদ্ধৃতি দিয়ে তিনি একথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। দিদারুল আলমের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের দূরদর্শী নেতৃত্ব, সমোচিত সিদ্ধান্ত এবং দক্ষ ব্যবস্থাপনায় এখন পর্যন্ত কোভিড-১৯ বিশ্ব মহামারীকে সফলভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে। এ মুহূর্তে বাংলাদেশে কোভিড-১৯ এর প্রকোপ কিছুটা কমে এলেও তা আসন্ন শীতকালে আবার বেড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞগণ অভিমত ব্যক্ত করেছেন। ইতোমধ্যে ইউরোপ ও আমেরিকাতে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ ও শীতকালে সংক্রমণ বৃদ্ধির যে আশঙ্কা করা হচ্ছে- তা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, আসন্ন শীত মৌসুমে করোনা যেন বাড়তে না পারে সেজন্য...

সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডবাসীর সাথে কাউন্সিলর সেলিমের মত বিনিময় সভা

Image
সাভার প্রতিনিধিঃ    আসন্ন সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৮ই নভেম্বর) দুপুরে সাভার পৌর সভার ৮নং ওয়ার্ডের যুব সমাজের সাথে বর্তমান কাউন্সিল ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম মিয়া তার নিজ বাস ভবনের পাশে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৪ই নভেম্বর এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় সভ সম্পূর্ণ হয়েছে।এসময় এলাকার প্রায় ২ সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।            মতবিনিময় সভায় হাজী সেলিম মিয়া বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মেনে সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গনির নেতৃত্বে এবং আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বিগত দিনে সাভার পৌর সভার প্রতিটি ওয়ার্ডের ন্যায় ৮নং ওয়ার্ডেও  ব্যাপক উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়েছে। তিনি আরো বলেন আমি আপনাদের পাশে বিগত দিনে যেভাবে ছিলাম ঠিক সেভাবেই ভবিষ্যতে পাশে থাকবো।৮নং ওয়ার্ড রাজাশন এলাকাকে সন্ত্রাস ও মাদক মুক্ত এলাকা গড়তে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।আমার যোগ্যতা ও কর্মক্ষমতা বিবেচনা করে বিগত দিনের ...

করোনাভাইরাসে আক্রান্ত ড.আসিফ নজরুল

Image
অনলাইন ডেস্ক : নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলামিস্ট ড. আসিফ নজরুল। আজ মঙ্গলবার আসিফ নজরুল নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এ কথা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক লিখেছেন, ‘শনিবার থেকে জ্বর ছিল। গতকাল সোমবার টেস্ট করে জানলাম আমার করোনা পজিটিভ। আমার জন্য দোয়া করবেন। ইনশা আল্লাহ ভালো হয়ে যাব।’

সাভার হবে আধুনিক এবং বিশ্বমানের পৌরসভা : জিএস মিজান

Image
নিজস্ব প্রতিনিধি : সাভার বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি রাজধানী শহর ঢাকা হতে প্রায় ২৪ কিলোমিটার উত্তরে অবস্থিত বাংলাদেশের অন্যতম বড় শহর এবং ঢাকা মেগাসিটির অন্তর্ভুক্ত এলাকা। সাভার বাংলাদেশের অন্যতম ঘনবসতিপূর্ন উপজেলাগুলোর মধ্যে একটি। ১৪.০৮ বর্গ কিমি আয়তন  নিয়ে ১৯৯১ সালের ১৪ই ডিসেম্বর ৯টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত হয় সাভার পৌরসভা।  যার সর্বশেষ পরিসংখ্যান মতে জনসংখ্যা ২,৫০,৫৬২ জন। আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। পৌরসভার নির্বাচন কে ঘিরে চলছে নানা জল্পনাকল্পনা, রাজনৈতিক যোগ্যতার মাপকাঠিতে কে এগিয়ে কে পাচ্ছেন ক্ষমতাসীন দলের মনোনায়ন তা নিয়ে যেন আগ্রহের শেষ নেই কৌতুহলী সাভার পৌরবাসীর মাঝে । পাড়া মহল্লার চায়ের দোকান গুলোতে এনিয়ে চলছে নানা গুঞ্জন।  সাভারের পৌরবাসী এখন অপেক্ষায় প্রহর গুণছে কে পাচ্ছেন আ.লীগের দলীয় টিকেট, কে হচ্ছেন আগামীদিনে তাদের নগরপিতা ।  গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে সাভার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনায়ন প্রত্যাশী, এক সময়ের তুখোড় ছাত্রলীগ নেতা, বর্তামানে ঢাকা জেলা যুবলীগের স...

সাকিব আল হাসানকে ‘কুপিয়ে হত্যার’ হুমকিদাতা গ্রেফতার

Image
  অনলাইন ডেস্ক :  বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ‘কুপিয়ে হত্যার’ হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৯-এর এএসপি কামরুজ্জামান ও সুনামগঞ্জ র‌্যাব কমান্ডার ফয়সাল আহমেদ গ্রেফতারের নিশ্চিত করেছেন। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৬ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও লাইভে এসে সাকিবকে হুমকি দেন মহসিন। পরে ওইদিন সকালে আরেকবার লাইভে এসে দুঃখপ্রকাশ করে সাকিবকে কালিপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বলেন। সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিনের বাড়ি ঘেরাও করে র‌্যাব ও পুলিশ। তখন তাকে পাওয়া যায়নি। এদিকে এ ঘটনায় সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানায় মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ। মহসিন তালুকদার (২৫) সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া এলাকার আজাদ বক্সের ছেলে।  তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar’ থেকে এই লাই...

সাভারের গার্মেন্টস কর্মীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগে আটক-২

Image
সাভার প্রতিনিধি :  সাভারের হেমায়েতপুরে নতুন পাড়া এলাকায় এক গার্মেন্টস কর্মীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগে দুই জনকে আটক করেছে সাভার থানা পুলিশ।  গলায় ফাঁস দেয়া অবস্থায়  নিহত মাজাহারুল ( ২৭ ) লাশ উদ্ধার করে। তার দেশের বাড়ি ঠাকুরগাঁও । নিহত ওই গার্মেন্টস শ্রমিক নতুনপাড়া এলাকার আলেয়া এ্যাপারেলন্স লিমিটেডে কর্মরত ছিলো বলে জানায়ায় । আটককৃতরা হলো মোহাম্মদ সলিম (৫৫) ও তাহার স্ত্রী নবিতা খাতুন (৪৫) পলাশবাড়ী, সমীরনগর, ঠাকুরগাঁও । আটককৃত সলিম ও তাহার স্ত্রী নবিতা খাতুন সাভারের হেমায়েতপুর ,নতুনপাড়া এলাকায় ওহাব মিয়ার বাড়ির ভাড়া টিয়া । গার্মেন্টস কর্মীদের কাছে মাসিক ভাত খাওনোর ব্যবসা করতো বলে জানা যায়। এ বিষয়ে জানতে চাইলে আসামি সলিম বলেন ৪ মাস আগে আমি মাজারুলের ছোট বোন মৌসুমি কে মাসিক হিসেবে খাবার খাওতাম, কিন্তু তাহার ছোট বোন আমার খাবারের মোট ১৪০০০ টাকা না দিয়ে চলে যায়, পরবর্তীতে আমরা এক মাধ্যম দিয়ে জানতে পারি মাজাহারুল নামে তার একটি বড় ভাই আছে, আমরা তাঁর কাছে যাই এবং টাকা দাবী করি, মাজারুল আমাদের থেকে বেশ কিছুদিন সময় নিলেও টাকা পরিশোধ করতে পারেনি, আজ তারিখ ছিল টাকা দেয়ার তাই তাকে আল...

আজ মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যু বার্ষিকী

Image
  কাদের গণি চৌধুরী :  আজ ১৭ নভেম্বর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যু বার্ষিকী। তিনি ছিলেন সত্যিকার অর্থে একজন কিংবদন্তী নেতা। সাধারন মানুষের কাছে যিনি পরিচিত ছিলেন মজলুম জননেতা হিসাবে। তার সারাজীবন পর্যালোচনা করলে পঞ্চাশ ও ষাটের দশকে তার সম্পর্কে বলা  'এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্যাতিত মানুষের নেতা মওলানা ভাসানী' কথাটির সত্যতা ফুটে উঠে। অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে তার ছিল আপসহীন সংগ্রাম। এই সংগ্রাম ছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। ছিল পাকিস্তানের স্বেরচারী শাসকদের বিরুদ্ধে। তেমনি ভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে।   বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাৎকালীন সরকারের যাবতীয় কালা কানুন, গনতন্ত্রবিরোধী কার্যকলাপ ও জুলুমের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল সোচ্চার। এই  বিল্পবী মহাপুরুষ কখনো আপোষ করেননি ক্ষমতা আর অর্থের সাথে এবং ক্ষমা করেননি কোন স্বৈরশাসককে। ভাসানী জীবনের সমস্ত সময়ই ব্যয় করেছেন গনমানুষের অধিকার আদায়ের সংগ্রামে। ১৯৪৭ সালের বিভাগ-পূর্ব সময়ে আসামে লাইনপ্রথা-বাঙাল খেদাওবিরোধী আন্দোলন থেকে ১৯৭৬ সালের ফারাক্কা অভিমুখে লংমার্চ আন্দোলনে সক্রিয় অংশগ্রহ...

একনেকে ৭৫০৫ কোটি খরচে ৫ প্রকল্পের অনুমোদন

Image
  অনলাইন ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সাত হাজার ৫০৫ কোটি ২৯ লাখ টাকা খরচে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে সরকার দেবে সাত হাজার ৪২৬ কোটি ৬১ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৮ কোটি ৬৮ লাখ টাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং সংশ্লিষ্ট মন্ত্রী/সচিবরা একনেক সভায় অংশ নেন। একনেক সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন। পরিকল্পনা বিভাগের সচিবের তথ্যমতে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে চারটিই স্থানীয় সরকার বিভাগ/স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এবং একটি পানিসম্পদ মন্ত্রণালয়ের। আর প্রকল্পগুলোর মধ্যে তিনটি প্রকল্প নতুন এবং দুটির সংশোধিত। অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরে সচিব জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘যমুনা নদীর ডানতীরের ভাঙন হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী ও সাঘাটা উপজেলাধীন গোবিন্দি এবং হলদিয়া এলাকা রক্ষা’ প...