Posts

Showing posts from January, 2021

সাভারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

Image
নিজস্ব প্রতিনিধি : সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ।  শনিবার বেলা ৪ টার দিকে রাজধানী ঢাকার অতি নিকট আমিন বাজারের গ্রীন মফিজউদ্দিন টাওয়ারের ৪র্থ তলায় বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক সময়ের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক বান্ধব নেতা এবং বিশিষ্ট গুণীজন ব্যাক্তিত্ব রকিব আহমেদ । সংগঠনটির সাধারন সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর শিকদার । যুগ্ম সম্পাদক মহসিন খান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম , ধর্ম সম্পাদক কাজি মিজানুর রহমান । এছাড়াও সদস্য এমএ জাফর লিটন, মোঃ জেলহক হোসাইন, ইব্র্রাহিম, মোঃ কামাল হোসেন, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেনসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ  ।  এ সময় আলোচনা সভায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধে নিজেদের মাঝে ঐক্যতার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তাগন । 

নকলা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ভিক্ষুক কমিটির সভাপতি আব্দুল হালিম

Image
শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন ভিক্ষুক কমিটির সভাপতি আব্দুল হালিম। টাকা-পয়সা না থাকায় নিজেই মাইকিং করে প্রচারণা চালাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন পথে পথে। জানা যায়, আব্দুল হালিমের নিজের কোনো জায়গা নেই। শেরপুর ঢাকা মহাসড়কের পাশে ও নকলা শহরের প্রবেশমুখে একটি ব্রিজের নিচে ঝুপড়ি ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন। তিনি উপজেলা ভিক্ষুক সমিতির সভাপতিও ছিলেন। এবার জনসেবা করতে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এর আগেরবারও প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু ভুলের কারণে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তবে এবার প্রার্থিতা টিকে গেলেও তার পকেটে টাকা নেই। একারণে তার কোনো কর্মী না থাকায় নিজের মাইকিং নিজেই করছেন। প্রচারণা, লিফলেট বিলি ও পথে পথে দাঁড়িয়ে বক্তব্য দেয়াসহ দিনরাত চলছে নির্বাচনী প্রচারণা। ব্রিজের কাছেই একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করেছেন তিনি। তার স্ত্রী নিজেই চা তৈরি ও মুড়ি ভর্তা করে খাওয়াচ্ছেন ভোটারদের। এসব খরচও দিচ্ছেন স্থানীয় ভোটাররা। ব্রিজের নিচে থাকেন, তাই তিনি ব্রিজ মার্কাই চেয়ে নিয়েছেন। মার্কাটাও পেয়ে বেশ খুশি তিনি ও তার পরিবার। তাদের আশা নি...

সাভারে ৯ মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Image
  সাভার প্রতিনিধি :সাভারে মাদক সেবনের অভিযোগে নয় মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে সাভার উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরা নীপা তাদেরকে এ কারাদন্ড প্রদান করেন।  জানাযায়, সাভারের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা সেবন করে আসছিলেন নয় ব্যক্তি। পরে তাদেরকে গোপন সংবাদের ভিত্তিত্বে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলার পরিদর্শক নুসরাত জাহান ও উপ পরিদর্শক মনিরা বেগম। পরে তাদেরকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরার নীপার আদালতে হাজির করলে আদালত শুনানী শেষে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। এদের মধ্যে বাচ্চু মিয়া,স্বপন মিয়া,শুকুর আলী, হালিম মিয়া, কাইয়ুম ও শরিফুল ইসলামকে তিন মাস ও টুটুল মিয়া ও শরিফ মিয়া, শাহিন আলমেকে ছয় মাস করে কারাদন্ড প্রদান করা হয়। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের শীতবস্ত্র বিতরণ

Image
  লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে ৯৩ গ্রামপুলিশকে শীতবস্ত্র (জ্যাকেট) দিয়েছে থানা পুলিশ। সোমবার দুপুরে থানা ভবন চত্বরে জনপ্রতি একটি করে শীতবস্ত্র দেয়া হয়েছে। এ সময় গ্রামপুলিশদের উদ্দেশে বিভিন্ন আইন সম্পর্কে, তাদের করণীয় ও কর্তব্য পালনে বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (রায়পুর ও রামগঞ্জ সার্কেল) স্পীনা রানী প্রামাণিক, ওসি আবদুল জলিল, ওসি (তদন্ত) শিপন বড়ুয়া, এসআই অসীম চন্দ্র সুত্রধর প্রমুখ। গ্রামপুলিশ দফাদার আবদুল মান্নান বলেন, এই শীতের মধ্যে রাত জেগে ডাকাতি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ দমনে গ্রাম পাহারা দেয়া খুব কষ্টকর। মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি। এতে পরিবার ও প্রশাসনও চিন্তিত থাকে। জ্যাকেটটি পেয়ে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারব ইনশাআল্লাহ। রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, কনকনে এই শীতে গ্রামপুলিশদের দায়িত্ব পালন করা কষ্টকর। তারা যেন মানুষের নিরাপত্তায় গ্রাম পাহারায় আরো বেশি সচেষ্ট হন, সেই জন্য তাদের ৯৩ জনকে জ্যাকেট দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে তারাও আমাদের সাথে ভূমিকা রাখেন।

ওবায়দুল কাদেরের রক্তচক্ষুকে আমি ভয় করি না: কাদের মির্জা

Image
  অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার চতুর্থবারের মতো নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের আমাদের রক্তচক্ষু দেখাচ্ছেন। আমাদের কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করতে দিচ্ছেন না। আমি কোনো রক্তচক্ষুকে ভয় করি না। সোমবার সন্ধ্যার পর বসুরহাট রূপালী চত্বরে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি ফয়সাল প্রমুখ। ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে কাদের মির্জা বলেন, নোয়াখালীতে টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য, প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে লুটপাট চলছে। কেউ কি দেখার নেই? ওবায়দুল কাদের সাহেব আপনি কি হতে চান? আপনি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, আপনার এলাকার ত্যাগী কর...

আশুলিয়ায় মাদ্রাসায় ছাত্রী ধর্ষণের শিকার, অধ্যক্ষ গ্রেপ্তার

Image
ইব্রাহিম খলিলুল্লাহ (আশুলিয়া): আশুলিয়ায় ১২ বছরের মাদ্রসার ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ তৌহিদ বিন আজহারকে মিরপুর থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। বৃহস্পতিবার রাতে মিরপুরের কাফরুল এলাকা থেকে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সকালে আশুলিয়ায় থানায় মামলা দায়ের করা হয়। ভুক্তভোগীর পরিবার জানান, আশুলিয়ার খেজুরবাগান চাঁনগাও এলাকার হুরে জান্নাত মহিলা মাদরাসা ও নুরে মদিনা মাদরাসার আবাসিক ছাত্রী ছিলেন ভুক্তভোগী। গত কয়েকদিন আগে চা বানানোর কথা বলে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে মাদ্রাসার অধ্যক্ষ। এছাড়া বিষয়টি অন্য কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি দেখায়। তবে ভুক্তভোগী ছাত্রী মাদ্রাসা থেকে বের হতে পারছিলো না। পরে তার এক সহপাঠীর মাধ্যমে চিরকুট লিখে পরিবারের কাছে পাঠালে বিষয়টি ফাঁস হয়।  এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আল মামুন কবির জানান, ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত অধ্যক্ষ মিরপুরে আত্মগোপন করে।পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভ...

এসএসসি ব্যাচ ১৯৮৬ইং এর ১ম বর্ষপূর্তি উদযাপিত

Image
মাসুদ রানা :  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের গ্রুপ পেইজের মাধ্যামে এসএসসি ব্যাচ ১৯৮৬ইং এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে। শুক্রবার(২২শে জানুয়ারী) মিরপুরের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন দিয়াবাড়ীতে প্রিয়াঙ্গন রির্সোটে এসএসসি ব্যাচ ১৯৮৬ইং ফেসবুক গ্রুপ পেইজের এডমিন ও অনুষ্ঠানের আয়োজক আশরাফুল হক সোহেলের আয়োজনে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের পৃষ্টপোষক ও প্রধান অতিথি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন  মোল্লাহ।  এসময় সারাদেশ দেশ থেকে প্রায় দু"হাজার এসএসসি ১৯৮৬ ব্যাচের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উল্লেখ্য ইভেন্টের মধ্যে ছিল এসএসসি ১৯৮৬ সালে অংশ নেয়া কাপল জুটিদের পরিচিতি সভা, কবিতা আবৃতি, কৌতুক পরিবেশন ও সাংস্কৃতিক পরিবেশনা।   এ সময় আর্গনাজাররা তাদের আগামীদিনের বিভিন্ন পরিকল্পনার বিষয়ে সদস্যদের মাঝে বিস্তারিত তুলে ধরেন। জানাযায়, মানবিকতা ও নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষে গত বছর এই দিনে ফেসবুকের গ্রুপ পেইজ "এসএসসি ব্যাচ ১৯৮৬ইং" গঠন করা হয়।  অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি ঢাকা ১৬এর সাংসদ আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও...

করোনায় সাংবাদিক আফজালের মৃত্যু, বিডিএসএফ এর শোক

Image
  নিজস্ব প্রতিনিধি :  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চ্যানেল নাইনের সাবেক রিপোর্টার ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) গবেষণা সহযোগী মুহাম্মদ আফজালুর রহমান (আফজাল মুহাম্মদ) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত ১ জানুয়ারি আফজালুর রহমানের করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। পরে তাঁর অবস্থার অবনতি হলে ৩ জানুয়ারি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১০ জানুয়ারি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশ বিডিএসএফ এর ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর সিকদার  ও সাধারণ সম্পাদক মাসুদ রানা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।  এবং শোকাহত পরিবারের সদস্য ও সহকর্মিদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 

শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীত বস্ত্র বিতরণ

Image
আশুলিয়া প্রতিনিধি :  আশুলিয়ায় সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ২০১৯-২০ উপলক্ষে প্রায় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র ও খাদ্য দ্রব্য   বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ৯ পদাতিক ডিভিশনের তত্বাবধানে ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারী আটিলারির আয়োজনে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক অসহায় ও শীতার্ত গরীব এবং দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বর্তমানে দেশে করোনা ভাইরাস সংক্রমণ চলমান পরিস্থিতিতে অসহায়, দু:স্থ, গরীব ও নিম্ন আয়ের মানুষকে শীতবস্ত্র বিতরণ ও ত্রাণ সহায়তা কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে সাড়া ফেলেছে বলে প্রতীয়মান। এসময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসজি, জি কমান্ডার ৯ আটিলারি ব্রিগেড, ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন মো: জায়েদীদ হাসান আবির, ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারী আটবলারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাতের দুর্ব্যবহারের বিচার চাইলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

Image
অনলাইন ডেস্ক : ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের দুর্ব্যবহারের বিষয়ে অভিযোগ তুলে বিচার চেয়েছেন কুষ্টিয়ার সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ওই এসপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরকেও অভিযোগপত্রের একটি অনুলিপি পাঠানো হয়েছে। এছাড়াও একই ঘটনায় আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের আইজির দফতরেও আবেদনটির অনুলিপি পাঠানো হয়েছে। এসপির বিরুদ্ধে অভিযোগ তুলে আবেদনে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান বলেছেন, ‘কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে ১৪ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি পর্যন্ত প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হই। এরপরে ১৬ জানুয়ারি আমার দায়িত্বপালন অবস্থায় সকাল ১০টায় ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবস্থানকালে জনৈক ভোটারের অভিযোগের ভিত্তিতে ভোটকেন্দ্রে প্রবেশ করি। সেখানে কতিপয় ব্যক্তিকে ভোটকেন্দ্রের বুথের ভিতর লম্বা বেঞ্চে পোলিং এজেন্টদের সঙ্গে বসে থাকতে...

আজ শহিদ আসাদ দিবস

Image
  ছবি : ২০ জানুয়ারি ১৯৬৯ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুলেটবিদ্ধ রক্তমাখা শহিদ আসাদুজ্জামান আসাদের লাশ। রফিউর রাব্বি : আজ শহিদ আসাদ দিবস। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি স্বৈরাচারী আইয়ুব বিরোধী গণ আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়কে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ।  ১৯৪২ সালে নরসিংদী জেলায় আসাদের জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাষ্টার্স করছিলেন। আসাদ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা হল শাখার সভাপতি ছিলেন। তিনি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ অনুসারী। ১৯৬৯ এর ১৭ ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিদ্ধান্ত হয় ১১ দফা দাবীতে এবং পুলিশ ও ই. পি. আর. বাহিনী কর্তৃক ছাত্র-জনতার উপর বর্বর নির্যাতন ও বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা লঙ্ঘনের প্রতিবাদে ২০ জানুয়ারি পূর্ণ হরতাল পালন করা হবে। হরতালের অংশ হিসেবে পূর্ব পাকিস্তানের সকল স্কুল, কলেজে ধর্মঘট পালিত হয়। গভর্নর মোনায়েম খান ২০ জানুয়ারি ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করে। পাকিস্তান পুলিশ থেকে বলা হয় শহ...

পুলিশ কে পিটিয়ে হাসপাতালে পাঠালো দুই যুবক

Image
রাজশাহী প্রতিনিধি : তল্লাশিচৌকিতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়া নিয়ে কথা–কাটাকাটি থেকে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মোটরসাইকেলের আরোহী দুই যুবক আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে নগরের রাজপাড়া থানার বহরমপুর এলাকার ঐতিহ্য চত্বরে এ ঘটনা ঘটান বলে জানিয়েছে পুলিশ। আহত অবস্থায় বিপুল ভট্টাচার্য (৩২) নামের ওই সার্জেন্টকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী যুবকদের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস। এদিকে বেলা আড়াইটার দিকে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সার্জেন্ট বিপুলকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। তিনি সেখানে বলেন, দ্রুত ওই দুই যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, বহরমপুর ঐতিহ্য চত্বরে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনের কাগজ যাচাই–বাছাই করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য। এ সময় তিনি দুই যুবককে থামিয়ে তাঁদের মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। এ নিয়ে প্রথমে বিপুলের সঙ্গে ওই দুই যুবকে...

আজ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী

Image
  অনলাইন ডেস্ক : মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তিনি বগুড়ার গাবতলী উপজেলায় নিভৃত পল্লী বাগবাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দূরদর্শীসম্পন্ন জনপ্রিয় রাষ্ট্রনায়ক, অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসী ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক হিসেবে জিয়াউর রহমান ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন। ১৯৮১ সালে কতিপয় বিপথগামী সামরিক কর্মকর্তার হাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিকভাবে শহীদ হন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তাঁর মাতা-পিতা তখন আদর করে কমল নামে ডাকতেন। তাঁর ছেলেবেলা কেটেছে কলকাতায়। তাঁর বাবা মনসুর রহমান তৎকালীন কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। কলকাতার হেয়ার স্কুলে শহীদ জিয়া ৭ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় পরিবারের সঙ্গে শিশু জিয়া করাচি চলে যান। সেখানে কেটেছে তাঁর স্কুল ও কলেজ জীবন। করাচির স্কুল-কলেজে অধ্যয়নকালে শহীদ জিয়া একজন ভাল হকি খেলোয়াড় ছিলেন। স্কুলে তিনি ইংরেজ...

সাভারে র‌্যাবের অভিযানে ২ হাজার ১০পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক

Image
  সাভার প্রতিনিধি : সাভারে র‌্যাব ৪ এর অভিযানে দুই হাজার পিস  ইয়াবা ট্যাবলেট সহ নুরুল ইসলাম নুরু ওরফে নুরা পাগলা (৫৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানাযায়, সোমবার ( ১৮ জানুয়ারি) রাত ১ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার। এর আগে রাত সাড়ে ১০ টার দিকে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর (বেঁদে পল্লি) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। নুরা গাগলা সাভারের পোড়াবাড়ি বেঁদেপাড়া এলাকার মৃত খাদানের ছেলে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ওই এলাকায় সিপিসি-২, র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।  এসময় আটককৃত ব্যাক্তির দেহ তল্লাশি করে ২ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  এ সময় জব্দ করা হয় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। সিপিসি-২, র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার জানান, আটক নুরা পাগলা বিভিন্ন এলাকা থেকে ইয়া...

বিশিষ্ট অভিনেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই

Image
  নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশনে বহুল সম্প্রচারিত ‘সংশপ্তক’ ধারাবাহিক নাটকে ‘মালু’ চরিত্রে অভিনয় করা অভিনেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ৬টা ৪৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আজ সকাল ৯টার দিকে আমার দেশের সংবাদ কে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ডিউটি ম্যানেজার সানাউল করিম। তিনি বলেন, ‘সবশেষ তিনি আইসিইউতে ছিলেন। নিউমোনিয়ার লক্ষণ ছিল, তবে করোনা নেগেটিভ ছিলেন।’ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন মুজিবুর রহমান দিলু। মুজিবুর রহমান দিলু ছিলেন টেলিভিশন ও মঞ্চ অভিনেতা, পরিচালক, থিয়েটারকর্মী এবং নাট্যকার। ঢাকা ড্রামা থিয়েটার গ্রুপের মালিক দিলু ছোটদের সংগঠন টুনটুনি’র সমন্বয়কারী ছিলেন। এ ছাড়া তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন। ২০০৫ সালে গুলেনবারি সিনড্রোমে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কোমায় ছিলেন দিলু।

করোনা ভাইরাসে সেক্স সম্পর্কে আপনার কি কি জানা প্রয়োজন

Image
  ছবিটি প্রতিকী অনলাইন ডেস্ক :  করোনাভাইরাস এবং সেক্স: আপনার কী কী জানা প্রয়োজন এখন সেক্স করলে আমি কি করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়বো? আপনার মনে হয়তো এই প্রশ্ন জাগছে, কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। এ নিয়ে ভুল ধারণা ভাঙতে, বিশ্বের একটি বড় গণমাধ্যম দু'জন বিশেষজ্ঞের কাছে কিছু প্রশ্ন রেখেছিল। এই বিশেষজ্ঞদের একজন ডা. অ্যালেক্স জর্জ। তিনি ব্রিটেনের একটি বড় হাসপাতালের চিকিৎসক। অন্যজন অ্যালিক্স ফক্স, যৌন-সম্পর্ক নিয়ে লেখালেখি করেন। অ্যালিক্স ফক্স এবং ডা: অ্যালেক্স জর্জ করোনাভাইরাসের মহামারি চলাকালীন সেক্স কি নিরাপদ? ডা. অ্যালেক্স জর্জ: আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন এবং দুজন যদি একই সাথে একই বাড়িতে এবং একই পরিচিত গন্ডির ভেতর থাকেন, তাহলে উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো কারণ নেই। তবে দুজনের মধ্যে একজনের শরীরে যদি করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা যায়, তাহলে সাথে সাথে দূরত্ব তৈরি করতে হবে। যার শরীরে উপসর্গ, তাকে বাড়িতেই 'আইসোলেশনে' চলে যেতে হবে। অ্যালিক্স ফক্স: এটা ভেবে নেয়া ঠিক হবে না যে আপনার শরীরে অল্পস্বল্প উপসর্গ থাকলে তাতে আপনার সঙ্গীর কিছু হবে না। উপসর্গ দেখা দিলেই...

কাঠ বার্নিশের রং-চিনি-আটায় তৈরি হচ্ছে 'খাঁটি' খেজুর গুড়

Image
  অনলাইন ডেস্ক : শরীয়তপুরের গোসাইরহাটে চিনি, আটা, ক্ষতিকর রং ও কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে খেজুর গুড়। আর এসব নকল গুড়ই উচ্চদামে বিক্রি হচ্ছে খাঁটি গুড়ের লেবেল লাগিয়ে। গুড় তৈরির সঙ্গে সরাসরি জড়িত গোসাইরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের দাসেরজঞ্জল মৌজার সামসুদ্দিন মাদবরের ছেলে শহিদুল ইসলাম মাদবর। শনিবার দুপুরে দাসেরজঞ্জল গ্রামের সহিদুলের বাড়িতে গিয়ে ভেজাল গুড় তৈরির দৃশ্য দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম মাদবর মৌসুমের শুরুতে থেকেই আটা, চিনি, কাঠের বার্নিশে ব্যবহৃত এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে ভেজাল খেজুর গুড় তৈরি করে আসল খেজুর গুড় হিসেবে অধিক মূল্যে বাজারে বিক্রি করেন। এতে সাধারণ মানুষ প্রতারিতসহ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।  তারা আরও জানান, সহিদুল গোসাইরহাটের দাসেরজঙ্গল বাজারের একজন গুড় ব্যবসায়ী। এভাবে তিনি শত শত কেজি ভেজাল গুড় উৎপাদন করে খুচরা ও পাইকারি বাজারে বিক্রি করছেন। ভেজাল গুড় প্রস্তুতকারী শহিদুল ইসলাম মাদবর বলেন, রাজশাহী থেকে খেঁজুর গুড় আনেন তিনি। পরে তা আগুনে জালিয়ে খেঁজুরের ছোট ছোট পাটালি গুড় তৈরি করেন। এতে মিষ্টিতে ব্যবহৃত রং ব্যবহার করেন তিনি। এছাড়া ...

সিলেটে ইয়াবা বিক্রির করার সময় নারীসহ এক এসআইকে আটক

Image
  সিলেট প্রতিনিধি :  সিলেট নগরীতে ইয়াবা বিক্রির করার সময় নারীসহ এক এসআইকে আটক করা হয়েছে। সোমবার বিকালে নগরীর সুবিদবাজার এলাকা থেকে নারীসহ এসআই রুকন উদ্দিন ভুঁইয়াকে আটক করেছে এসএমপির কোতোয়ালি থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা ও নগদ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের কোতোয়ালি থানার ওসির বরাত দিয়ে যুগান্তরকে এতথ্য নিশ্চিত করেছেন। আটক মো. রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) বর্তমানে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন লালাবাজারে কর্মরত আছেন। এর আগে ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া থেকে জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অপরাধে ইয়াবা ও তার কথিত স্ত্রীসহ রোকনকে আটক করে র‌্যাব-৯।

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু করোনাভাইরাসে আক্রান্ত

Image
  নিজস্ব প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার কোনো জটিলতা নেই। জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হাসানুল হক ইনুর গানম্যান কোভিড পজিটিভ হলে তিনি গত মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের কোভিড বুথে পরীক্ষা করান। দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। তিনি ডাক্তারের পরামর্শে নিশ্চিত হবার জন্য একইদিন একটি বেসরকারি হাসপাতালে কোভিডের দ্বিতীয় টেস্ট করান। দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকরা তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার পরীক্ষা করার পরামর্শ দেন।’ আব্দুল্লাহিল কাইয়ূম বলেন, ‘তিনি (ইনু) ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে গত শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন শনিবার (১৬ জানুয়ারি) তৃতীয়বার কোভিড টেস্ট হয়। ওইদিন রাতে তার তৃতীয় টেস্টের ফলাফল পজিটিভ আসে।’ হাসানুল হক ইনু এখন বাংলাদেশ স্পেশালাই...

সাভারে পৌরসভার মেয়র পদে মেয়র আব্দুল গণি সহ কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

Image
  সাভার প্রতিনিধি : সাভার পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি পুনরায় বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৫৬ হাজার ৮০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা সাবেক মেয়র আলহাজ¦ রেফাতউল্লাহ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৩০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোশারফ হোসেন হাত পাখা প্রতীকে পেয়েছেন ৯৯৪ ভোট।  রবিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সাভার সরকারি কলেজ অবস্থিত অস্থায়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর আগে প্রাথমিকভাবে শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মুনির হোসাইন।   সাভার পৌরসভায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্রে ভোটার ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠলেও সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির হার ছিলো কম। সাভার পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী আলহাজ্ব মো: রেফাতউল্লাহ শনিবার রাতে এ নির্বাচনের ফলাফল প্...

সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে বিডিএসএফ এর শোক

Image
নিজস্ব প্রতিনিধি : দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই। শুক্রবার সকাল ৯টার দিকে হিলালীর শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন হিলালী। তিনি ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, আজ জাতীয় প্রেসক্লাবে ডিএসইসির বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁওয়ের বাসা থেকে বের হচ্ছিলেন হিলালী। এমন সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হিলালীর প্রথম জানাজা তার কর্মস্থল ভোরের কাগজ ভবনে, এর পর জাতীয় প্রেসক্লাবে হবে। সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে দাফন করা হবে। হিলালীর স্ত্রী, একমাত্র মেয়ে সামারা হিলালী রেখে গেছেন।  সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশ বিডিএসএফ এর ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর সিকদার  ও সাধারণ সম্পাদক মাসুদ রানা গভীর শোক প্রকাশ এবং পরিবার...

সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

Image
  সাভার প্রতিনিধি: সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায়  এক যুবক নিহত ও ২০ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় বাসচাপায় রিয়াজুল নিহত হন। জানাযায় নিহত যুবকের নাম রিয়াজুল ইসলাম (২৪), সে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নছোপা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি আশুলিয়ার চক্রবর্তী মোল্লা কলোনিতে ভাড়া  থেকে একটি পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।  একই সড়কে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসির) সামনে একটি বাস অপর একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে ২০ জন আহত হন। বাস দুটিকে থানায নিয়ে যান সাভার হাইওয়ে পুলিশ । এছাড়াও আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিয়াজুলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাসটিকে চিহ্নিত করতে চেষ্টা চলছে। তবে বিপিএটিসির সামনে দুর্ঘটনাকবলিত বাস দু’টি জব্দ করা হয়েছে।

সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই, বিডিএসএফ এর শোক

Image
ডেস্ক নিউজ : বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) আর নেই। আজ সোমবার সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে সমস্যা বাড়লে সেখান থেকে গত ১০ ডিসেম্বর তাঁকে মহাখালীর  ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। বাংলাদেশ সাংবাদিক ফেডারেশ বিডিএসএফ এর ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর সিকদার  ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তাঁর  মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারের সদস্য ও সহকর্মিদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

ফের বিয়ে করেছেন হাবিব ওয়াহিদ

Image
  বিনোদন ডেস্ক : জনপ্রিয় সুরকার, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন। তাঁর স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। করোনা মহামারির কারণে ঘটা করে বিয়ের আয়োজন হয়নি। এক ফেসবুক স্ট্যাটাসে মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এসব তথ্য জানিয়েছেন এই সংগীত তারকা। তবে এর বাইরে বিস্তারিত কোনো তথ্য জানাননি হাবিব। এ প্রসঙ্গে কথা বলতে মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। গণমাধ্যমের খবর, এটা হাবিবের তৃতীয় বিয়ে। ২০০৩ সালে রেডিও জকি লুবায়নাকে প্রথম বিয়ে করেন তিনি। সে বছরই তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০১১ সালে রেহান চৌধুরীকে বিয়ে করেন। সেই ঘরে তাঁর এক সন্তান রয়েছে, নাম আলীম ওয়াহিদ। তবে ২০১৭ সালে সেই সম্পর্কের ইতি টানেন হাবিব। এরপর ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। ২০০৩ সালে লন্ডনে ছাত্রাবস্থায় প্রথম লোকসংগীতের রিমিক্স অ্যালবাম ‘কৃষ্ণ’ প্রকাশ করেন হাবিব। তবে ২০০৪ সালে ‘মায়া’ অ্যালবামে হাবিব নতুন আশার সঞ্চার ঘটিয়েছিলেন। ভিন্ন ধারার কথা ও সুরের গান নিয়ে তিনি রাতারাতি জনপ্রিয়তা পান। এরপর আর পেছ...

সাভারে মেয়র গণির পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ

Image
  সাভার প্রতিনিধি : সাভারে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র গণির পক্ষে নৌকা মার্কার জন্য ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে আ.লীগ নেতৃবৃন্দ।  সোমবার বিকেল ৪টার দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ড থেকে কর্ণপাড়া, কাতলাপুর মক্তির মোড় সাভার থানাস্ট্যান্ড প্রদক্ষিণ করে ঢাকা আরিচা মহাসড়কের  পাকিজার সামনে এসে শেষ হয়।  এ সময় উপস্থিত ছিলেন, সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম খাঁন, আমিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আ.লীগনেতা রাকিব অাহমেদ, ঢাকা জেলা আ.লীগের সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন দয়াল, আ.লীগনেতা কাইয়ূম খান ঝন্টু,যুবলীগ নেতা কিয়াম উদ্দিন,শামীম মোল্লা মেম্বার, মির্জা ফজল মেম্বার,মোঃ মাসুম মেম্বার,আলফাজুদ্দিন মেম্বার ও মোঃ শমসের আলী সহ প্রায় ১থেকে দেড় হাজার আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  তারা গণ সংযোগ ও লিফলেট বিতরণে অংশ গ্রহণ করে। এ সময় নেতৃবৃন্দ সাভারের পৌরসভা নির্বাচনে আ.লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব আব্দুল গণির পক্ষে পাড়া মহল্লায় চায়ের দোকানে, বাজার হাটে উপস্থিত এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন। এবং উপস্থিত ভোটারদের নৌকার পক্ষে দেশের সার...

সাভারে নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার - ৪

Image
সাভার প্রতিনিধি : সাভারে বাড়ির মালিকের সহায়তায় নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ের আরও দুই ধর্ষক পলাতক রয়েছেন। শুক্রবার (৮ জানুয়ারি) সকালে পৌর এলাকার আনন্দপুর মহল্লার রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার আনন্দপুর মহল্লার বি-২২ নম্বর বাড়ির মালিক মৃত আব্দুল আলিমের ছেলে মো. রুবেল আহম্মেদ (৪০), তার বাড়ির কেয়ারটেকার মো. ফিরোজ তালুকদার (৩৬), প্রতিবেশী ফ্লাটের ভাড়াটিয়া মো. সুমন হোসেন (২৪) ও তার স্ত্রী নিলুফা আক্তার (২১)। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী শ্রমিক গত পাঁচ মাস ধরে মো. রুবেল আহম্মেদের মালিকানাধীন ফ্লাটে বসবাস করছেন। সেই সুবাদে বাড়ির মালিকের পরিচিত অজ্ঞাত দুই ব্যক্তি তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে অজ্ঞাত ওই দুই ব্যক্তি বাড়ির মালিক রুবেল আহম্মেদ ও কেয়ারটেকার ফিরোজ তালুকদারে সহায়তায় বাড়িতে প্রবেশ করে আবারও কুপ্রস্তাব দেয়। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীর নিজ ভাড়া কক্ষে ঢুকে ...

সাভারে বাসের চাপায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

Image
  মাসুদ রানা : সাভারে বাসের চাপায় এক কলেজ ছাত্র মর্মান্তিক মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলার গেন্ডা বাসষ্ট্যান্ড এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রের নাম মোঃ কাউছার বিন হাসান (২৩)। সে আশুলিয়ার ভাদাইল এলাকার সুরুজ মিয়ার ছেলে এবং স্থানীয় ডিইপিজেডের বেপজা স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলো। সে ২০২০ সনে এইচ এস সি পরিক্ষায় সরকার ঘোষিত অটো পাস করে। তিন ভাই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।  নিহতের পরিবার সূত্রে জানাযায়,  বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে কাউছার বিন হাসান নিজ মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৩৮-৫৪১৫) চালিয়ে রাজধানীর মিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে সে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় পৌছলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি (ঢাকা মেট্রো-ব-১৩-১৬০২) বাস তাকে চাপা দেয়। এসময় দুর্ঘটনাস্থলেই মারা যায় কাউছার। পরে স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং ঘাতক বাসটিকে তাদের হেফাজতে নেয়। এ ব্যপারে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাহারুল জানান, নি...

আশুলিয়ার ভাদাইলে আত্মগোপনে থাকা কে এই প্রতারক আজিজুর ?

Image
কি নাম এই প্রতারকের শাহজাহান না আজিজুর  আশুলিয়া প্রতিনিধি :  আশুলিয়ায় মাদ্রাসা শিক্ষকের ছদ্মবেশে এক  প্রতারকের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে । অত্র এলাকাবাসী  জানতে চায়  ঐ প্রতারকের নাম কি আজিজুর না শাহজাহান ?  যদিও  জাতীয় পরিচয় পত্র মোতাবেক ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বিলখেরুয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহজাহান (৩৮) । কিন্তু  তার পরিচয় গোপন করে বর্তমানে আজিজুর রহমান নাম ধারণ করে  আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল দক্ষিণ পাড়ার শিরু মার্কেট এলাকায় বসবাস শুরু করে এ সময় সুন্নতি লেবাসধারী এলাকার মুরব্বীয়ানদের সাথে তার সখ্যতা গড়ে উঠে এক পর্যয়ে পরিচয় হয় এলাকার বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালামের সাথে এবং তার প্রতিষ্ঠিত বাগে জান্নাত দারুস সালাম নুরানী হাফিজিয়া ও দাখিল মাদ্রাসায় তাকে শিক্ষক পদে একটি চাকুরি দেয়ার জন্য অনুরোধ করে ঐ প্রতারক আজিজুর ,  এলাকায় নতুন এসেছে সহ নানা অনুনয় বিননয় করতে থাকেন এসময়  আব্দুস সালাম তার সুন্নতি লেবাস ও  মার্জিত ব্যবহার দেখে তাকে তার মাদ্রাসায় চাকুরী দেন ।  জাতীয় পরিচয় পত্রে নাম মোঃ শাহজাহান ...