Posts

Showing posts from March, 2021

কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবিলায় সরকারের ১৮ নির্দেশনা

Image
  অনলাইন ডেস্ক : কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবিলায় ১৮ দফা জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। অপ্রয়োজনীয় ঘোরাফেরা/আড্ডা বন্ধ করতে বলা হয়েছে এতে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। এতে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সব ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করার পাশাপাশি যানবাহনে যাত্রী সীমিত করা ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।  সোমবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব নির্দেশনা অনতিবিলম্বে সারাদেশে কার্যকর হবে এবং আপাতত অন্তত দুই সপ্তাহ বলবৎ থাকবে।  নির্দেশনায় যা আছে ১. সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণের এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ থাকবে। বিয়ে/জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে ২. মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে ৩. পর্যটন/বিনোদন কেন্দ্র/সিনেমা হল/থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে ৪. গণপরিবহনে স্বাস্থ্য...

ডিশ ব্যবসায়ীকে হত্যা করে সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেল দুবৃত্তরা

Image
  আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ইলিম সরকার নামে এক ডিশ ব্যবসায়ীর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায় হত্যাকারীরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। রোববার (২৮ মার্চ) সকাল ১০ টার দিকে আশুলিয়ার কাঠগড়ায় নিজ বাড়িতে হত্যাকান্ডের শিকার হয় ইলিম সরকার। নিহত ইলিম সরকার ওই এলাকার হাজী ফজল সরকারের ছোট ছেলে। তিনি প্রায় ৫ বছর ধরে নেট ও ডিসের ব্যবসা করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নিজের নির্মানাধীন ৫ তলা বাড়ির কাজ দেখতে যায় নিহতের স্ত্রী। এসময় বাড়িতে একাই ছিল ইলিম সরকার। বাড়িতে একা থাকার সুযোগে ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার স্ত্রী ঘরে ফিরে ইলিম সরকারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এসময় প্রতিবেশীরা এসে দেখেন তাকে কুপিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। যাওয়ার সময় বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় হত্যাকারীরা। পুলিশের প্রাথমিকভাবে ধারনা, নেট ও ডিশ ব্যবসা নিয়ে বা পরিবারিক কোন্দল নিয়েও ...

সাভারে হেফাজতের হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Image
সাভার প্রতিনিধি : সাভারে হেফাজতের হরতালের বিরুদ্ধে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা  ।  রবিবার সকালে হেমায়েতপুরে বিক্ষোভ মিছিল করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ভাকুর্তা এলাকায় বিক্ষোভ মিছিল করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, বলিয়ারপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। 

বাতিল করা হয়েছে এসএসসির টেস্ট পরীক্ষা, ১ এপ্রিল থেকে ফরম পূরণ শুরু

Image
নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাস মহামারীর কারণে এবারের এসএসসির টেস্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। রোববার (২১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ এপ্রিল ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণের শেষ তারিখ ৭ এপ্রিল। ফরম পূরণের কাজ চলবে অনলাইনে। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফরম পূরণ করা যাবে। টেস্ট পরীক্ষা প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এবার যে পরিস্থিতি, তাতে টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব না। তাই, যারা ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক, তারা ফরম পূরণ করে সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে, যখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, ৬০ দিন ক্লাস করতে হবে। ওই ৬০ দিন যা পড়ানো হবে, সেখান থেকে প্রশ্ন করা হবে। সে অনুযায়ী মূল্যায়ন করা হবে।’   উল্লেখ্য, এসএসসি-এইচএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা মাধ্যমে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মনোনীত করা হয়। তারপর ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। কিন্তু এবার করোনার কারণে টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

টিকা নেয়ার পরেও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান করোনায় আক্রান্ত

Image
  নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসের টিকা নেয়ার পরেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২০শে মার্চ শনিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি। ২১শে মার্চ রবিবার তার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে তিনি সাভারের তালবাগ এলাকায় নিজ বাড়িতে বিশ্রামে আছেন। দেশবাসীর কাছে তিনি তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। অন্যদিকে রবিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডা. এনামুর রহমান বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব কোয়ারেন্টাইনে রয়েছেন।

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Image
আশুলিয়া প্রতিনিধি :  আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং  বঙ্গবন্ধু ও বাংলাদেশের অভ্যুদয় বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আশুলিয়ার ডিইপিজেডের ওভারব্রিজ সংলগ্ন অত্র রিপোর্টার্স ক্লাবের সামনে সভাপতি  শাহ আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ আল শাহরিয়ার বাবুল খানের সঞ্চালনায়  এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের চেয়ারম্যান  মোঃ গোলাম কাদের।  আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক  মো:অারিফ হোসেন মাদরব , সাভার পৌরসভার  ১ নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ  এটিএন বাংলার প্রতিবেদক সিনিয়র সাংবাদিক শেখ আবুল বাশার। এ সময় আগত অতিথিদের স্বাগত বক্তব্য শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশের অভ্যুদয় বইটির মোড়ক উন্মোচন করা হয়, এবং কেক কেটে  অত্র সংগঠনটির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ।  এর আগে শনিবার সকালে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এক র‍্যালি অনুষ্ঠিত হয়। ক্লাবের সামনে থেকে শুরু হয়ে আশুলিয়ার বাইপাইল হ...

শাল্লার হামলা স্বাধীন মেম্বারের পরিকল্পনা ও নেতৃত্বে : পিবিআই

Image
অনলাইন ডেস্ক : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দাবি করেছে, ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম স্বাধীন মেম্বারের (৫০) পরিকল্পনা ও নেতৃত্বে এক থেকে দেড় হাজার মানুষ সেদিন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়েছে। হামলার ঘটনার দুদিন পরে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন মেম্বারকে গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ জামান এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন। গতকাল শুক্রবার গভীর রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। তিনি দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। স্থানীয় লোকজন স্বাধীন মেম্বারকে যুবলীগের নেতা হিসেবে উল্লেখ করলেও সংগঠনটির জেলা কমিটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।     সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার বলেন, ‘হামলার ঘটনার এজাহারনামীয় এক নম্বর আসামি অর্থাৎ মূল আসামির নাম হচ্ছে শহিদুল ইসলাম ওরফে স্বাধীন, উনি ইউনিয়নের মেম্বার। তাঁর নেতৃত্বে, তাঁর পরিকল্পনায় এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ লোক ওই এলাকায় আক্রমণ করে। এটা আমরা জানি এ...

ঘর ও গভীর নলকূপ দেওয়ার কথা বলে তিন কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেপ্তার

Image
সাভার প্রতিনিধি :  সাভারে ঘর ও গভীর নলকূপ দেওয়ার কথা বলে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আল আমিন নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে সাভারের গেন্ডা এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। তবে তার কয়েকজন সহযোগী পলাতক রয়েছে। পুলিশ বলছে, সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারী ঘর ও নলকূপ দেওয়ার কথা বলে বঙ্গবন্ধু পক্ষাঘাত ও পেশাজীবী পরিষদ (বিপিপিপি) সংস্থা খুলে কয়েকজন স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ সাধারণ মানুষকে ঘর দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উঠে আল আমিনের বিরুদ্ধে। পরে ভুক্তভোগীরা ঘর না পেয়ে সাভার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে প্রতারক আল আমিনের কিরুদ্ধে তদন্তে নামে প্রশাসন।  ঘটনার সত্যতা পেয়ে মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে আটক করে পুলিশ। প্রতারক আল আমিনকে আটক করায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তবে তার অন্যান্য সহযোগীরা পলাতক রয়েছে। আটক প্রতারকের বিরুদ্ধে সকালে সাভার মডেল থানায় মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সাভা...

গণমাধ্যমে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন,সাইফুল সিকদারের প্রতিবাদ

Image
  নিজস্ব প্রতিনিধি : গতকাল আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সাইফুল সিকদার কে জড়িয়ে কিছু অনলাইন গণমাধ্যমে নানা রকম মুখরোচক সংবাদ পরিেবশন করে। এ প্রসঙ্গে আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সাইফুল সিকদার জানান, একটি তুচ্ছ বিষয় নিয়ে আশুলিয়া থানার এক এস আই আমার সাথে দেখা করে বিষয়টি জানতে চায়,আমি এবং সে থানায় যাই। আমার কাছে বিষটি পুরোপরি অবহিত হবার পর আমি চলে আসি। আমাকে কেউ আটক বা গ্রেফতার এবং আমাকে থানার লকাপেও রাখেনি। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় কিছু গণমাধ্যমকর্মী সাংবাদিক ভাইয়েরা আমার নামে তৎক্ষণাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়তো বা কারো প্ররোচনায় আমাকে  চাদাঁবাজ সাজিয়ে আটক ও গ্রেফতার দেখিয়ে কিছু অনলাইন গণমাধ্যমে নানা রকম সংবাদ পরিবেশন করে। যা মোটেও সত্য নয়, এমন সংবাদ পরিবেশনে আমি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছি। আমি এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। আশাকরি সাংবাদিক ভাইয়েরা এর পর প্রকৃত ঘটনা জেনে বুঝে জনসাধারণের মাঝে সঠিক সংবাদ পরিবেশন করবেন।

সাভারে হিজড়া ও হকার্সদের সংঘর্ষ, আহত ১০

Image
  সাভার প্রতিনিধি : সাভার বাসষ্ট্যান্ডে হিজড়া সম্প্রদায় ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষেঅন্তত: ১০ জন আহত  হয়েছেন। এ ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত এক হিজড়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শহীদুল ইসলাম জানান আজ শনিবার দুপুর পৌনে ১২টার সময় নবীনগর হতে আমির হোসেন নামের একব্যক্তি বাসযোগে সাভার আসার পথে বাসের ভেতরে দুই হিজড়া তার কাছে সাহায্য হিসেবে ১০টাকা দাবী করেন। এ সময় তিনি ৫টাকা দিলে হিজড়াগন টাকা না নিয়ে তাকে প্রকাশ্য গোপনাঙ্গ দেখিয়ে বাজে ভাষায় গালাগাল দেয়। হিজড়াদের সাথে তার কথাকাটাকাটি এক পর্যায়ে বাস সাভার বাসষ্ট্যান্ডে পৌছলে হিজড়াগন তার সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে হিজড়াগন মোবাইল ফোনে তাদের সম্প্রদায়ের লোকজন খবর দিয়ে বাসষ্ট্যান্ডের পুরাতন ওভারব্রীজের পূর্বপাশে জড়ো করেন। এ সময় ১০/১২জন হিজড়া একত্রিত হয়ে তাদেরকে মারধর করার অভিযোগে ফুটপাতের এক হকারের দোকানে হামলা চালিয়ে দোকানের ছাড়নি (বড় ছাতা) উপড়ে ফেলে। এ সময় কয়েকজন হকার বাধা দিলে হিজড়াগন তাদের ওপর চড়াও হয়।  হিজড়াগন একজন হকারকে মারতে মারতে অলি কোম্পা...

সাতক্ষীরায় ক্লিনিক মার্কা সাংবাদিকতায় আনিসুররাই সর্বেসর্বা

Image
সাইদুর রাহমান রিমন : সাতক্ষীরায় সদর হাসপাতালের মুখেই যখন “চায়না বাংলা (সিবি) হাসপাতাল” নামের তথাকথিত ক্লিনিকটি গড়ে ওঠেছিল তখন সাতক্ষীরাবাসী কিছুটা স্বস্তির স্বপ্ন দেখছিলেন। চায়না নামটি দেখে ভাবছিলেন ‘সাধ্যের মধ্যেই সাধ পূরণ’ হবে তাদের। কম খরচে উন্নত চিকিৎসা সুবিধা হয়তো তাদের ভাগ্যে জুটবে। অথচ ভাগ্যের নির্মম পরিহাস হচ্ছে সেই চায়না বংলা (সিবি) হাসপাতালই এখন জেলার সেরা কশাইখানায় পরিনত হয়েছে। সেখানে রোগিদের গলাকাটা থেকে পকেট কাটা সবই চলে উচ্চ রেটে। সেখানে একবার রোগী ভর্তি করলে আর রেহাই নেই। সিবি হাসপাতালের বিল পরিশোধ করতে জায়গা, জমি, ভিটে বাড়ি সব খুইয়ে রাস্তায় বসতে হয়। সাতক্ষীরা শহরে সদর হাসপাতালের মুখেই গড়ে তোলা সিবি হাসপাতাল, এর মালিক আনিসুর রহমান। অল্প শিক্ষিত ভদ্রলোক সুপ্রভাত সাতক্ষীরা নামের একটি দৈনিক পত্রিকা প্রকাশ করে সাংবাদিকও বনে গেছেন। সেই পত্রিকা তারই ক্লিনিকের প্রত্যেক রোগিকে গলধঃকরণে বাধ্য করা হয়। এ পত্রিকা প্রকাশের পর থেকেই তিনি গলাকাটা বাণিজ্য খ্যাত ক্লিনিক ব্যবসা চালাতে পারছেন বাধাহীন ভাবে। উদ্বেগের ব্যাপার হলো আধা শিক্ষিত আনিসুর রহমানের না আছে ডাক্তারির অভিজ্ঞতা, না আছে সা...