Posts

Showing posts from April, 2021

ধামরাইয়ে পদ্মা সেতু বানানো স্কুলছাত্রকে আর্থিক সহায়তা দিলেন মোঃ আরিফুল ইসলাম

Image
আবুল কালাম আযাদ,ধামরাই(ঢাকা)  : মাটি, বাঁশ ও সিমেন্ট দিয়ে পদ্মা সেতুর আদলে সেতু বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে ঢাকার ধামরাইয়ের দশম শ্রেণির ছাত্র সোহাগ। তার বানানো এই পদ্মা সেতু দেখেই আসল পদ্মা সেতু না দেখা অনেকেই স্বাদ মেটাচ্ছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মা সেতু দেখতে তার বাড়িতে মানুষের ভিড় জমে। সোহাগ ধামরাইয়ের সুতিপাড়া এলাকার কৃষক মোহাম্মদ সুলতান আলীর ছেলে। সে ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজে ব্যবসা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী। সরেজমিনে ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সোহাগ নিজ বাড়িতে অবিকল পদ্মা সেতুর আদলে একটি সেতু তৈরি করেছে। বাঁশ, সিমেন্ট, মাটি ও রঙ দিয়ে রূপ দিয়েছে চমৎকার একটি পদ্মা সেতুর। এটি যে কারও নজর কাড়বে। সেতুটি দেখতে শুধু গ্রামবাসীই নয়, দূর-দূরান্ত থেকে এসে ভিড় জমাচ্ছেন অনেকেই। শুরুতে বাবা-মা বকাঝকা ও প্রতিবেশীরা কটু কথা শুনালেও পদ্মা সেতুর রূপ দেখে এখন তারা খুশি। সোহাগের সঙ্গে কথা বলে জানা যায়, সে ২০২০ সালের নভেম্বর মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু করে। এর আগে ২০১৯ সালে একটি সেতু তৈরি করেছিল সে। তবে সেতুটি শুধু মাটি ও বাঁশ দিয়ে তৈরি করায় নির্মাণের কিছু দিন পরই ভ...

ধামরাইয়ে আমতা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফ হোসেন জনপ্রিয়তার শীর্ষে

Image
আবুল কালাম আযাদ, ধামরাই(ঢাকা): ঢাকার ধামরাইয়ে আমতা  ইউনিয়ন আওয়ামী লীগের মুজিব আদর্শের এক পরিশ্রমী আওয়ামী লীগের নেতা, তৃনমুল থেকে ওঠে আসা এক মুজিব সৈনিক। ধামরাই উপজেলা আওয়ালী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন।  বর্তমান তিনি আমতা ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী আমতার কৃতি সন্তান মোঃ আরিফ হোসেন । আমতা  ইউনিয়নের হাজার যুবকের ও সকল শ্রেনি পেশার জনগন এর নয়ন মনি, যিনি ইতিমধ্যে সকলের ভালবাসার অপর নাম মোঃ আরিফ হোসেন হিসেবে পরিচিতি পেয়েছে এবং আমতা ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনের ও সকল ওয়ার্ডের নেতাকর্মীর মন জয় করেছেন। তার মেধা,সততা ও পরিশ্রম দিয়ে উপজেলা আওয়ামী লীগের সকল নেতাদের বিশ্বাস ও আস্থা অর্জন করে আমতা  ইউনিয়ন আওয়ামী লীগের নেতার দায়িত্ব পালন করতেছেন। ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ মাননীয় সংসদ সদস্য ঢাকা-২০ এর আস্থা অর্জন করেছেন। ইতিমধ্যে সে তার এলাকার সকল শ্রেণির মানুষের আস্থা ভাজন নেতা হিসেবে পরিচিত লাভ করতেছেন।একাধিক স্থানীয় মানুষের সাথে আলাপকালে জানা যায়, মোঃ আরিফ হোসেন হলো সাদা মনের মানুষ ও সৎ চরিত্রের গুনে গুণান্বিত, তরুন উদয়ম...

ধামরাইয়ে কুশুরা ইউপি নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সারোয়ার হোসেন বাবু

Image
আবুল কালাম আযাদ : আসন্ন ধামরাইয়ের কুশুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তারুণ্যের প্রতীক তরুণ সমাজসেবক সারোয়ার হোসেন বাবু ৷ এলাকার সাধারণ ভোটাররা জানান ৪নং ওয়ার্ডের হতদরিদ্র অবহেলিত মানুষের বন্ধু সারোয়ার হোসেন বাবু কে ৪নং ওয়ার্ডের মেম্বার হিসাবে দেখতে চায়। তিনি সার্বক্ষনিক আমাদের পাশে ছিলেন ৷ সারোয়ার হোসেন বাবু জানান জনগণের জোর দাবির প্রেক্ষিতে এলাকার উন্নয়নের কথা চিন্তা করে নির্বাচনে মেম্বার প্রার্থী হিসাবে নির্বাচন করছি। এলাকার একজন যোগ্য প্রার্থী হিসাবে উন্নয়নের লক্ষ্যে নির্বাচন করে জনগনের ভোটে জয়যুক্ত হলে ৪নং ওয়ার্ড থেকে সন্ত্রাস মাদক ইভটিজিং জঙ্গিবাদ নির্মুল করে ৪নং ওয়ার্ডকে মডেল এলাকা হিসাবে রুপান্তরিত করবো।

ভুয়া র‍্যাবের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা

Image
  নিজস্ব প্রতিবেদক: সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক দেশেরপত্রের গাজীপুর জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমানের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ এপ্রিল ২০২০) দুপুরে চান্দনা স্কুল এন্ড কলেজের সামনে হামলা ও হুমকি প্রদান করেন গাছা থানার বাসিন্দা পুলিশ সদস্য রাশিদুল ইসলামের স্ত্রী মোছা. রিনা আক্তার (৩০)। সাংবাদিক আশিকুর রহমান জানান, গত ২১ মার্চ সাঙ্গপাঙ্গ নিয়ে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার টাঙ্গাইল মিষ্টিমুখ নামক খাবার হোটেলে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে যান রিনা আক্তার। এসময় স্থানীয় জনগণের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবরপেয়ে বাসন থানা পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বাসন থানায় ১৭০/৪১৯/৪২০/৩৮৫/১০৯ ধারায় মামলা (মামলা নং-৩৬) করে তাকে চালান করে দেয়। এ ঘটনায় দৈনিক দেশেরপত্রের অনলাইন ভার্সনে ‍‍“চাঁদাবাজিকালে পুলিশের স্ত্রী আটক” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। যা ওসময় অন্যান্য পত্রিকাতেও প্রকাশ হয়েছিল। তিনি আরও জানান, সংবাদ প্রকাশের জেরে রিনা আক্তার জামিনে বেরিয়ে এসে সাঙ্গপাঙ্গ নিয়ে তার উপর নজরদারি করতে থাকে। এদিকে পেশাগত দায়িত্বপালনকালে ২৬ এপ্রিল দুপুর দেড়টার দিকে...

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের সর্বোচ্চ মৃত্যু

Image
অনলাইন ডেস্ক :  দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১১২ জনের। এটি দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল করোনায় ১০১ জন করে মারা যান। আর ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।  গত চব্বিশ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭১ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।  প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন

Image
নিজস্ব প্রতিনিধি : চলমান লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার সন্ধ্যা নাগাদ লকডাউন বাড়ানোর প্রজ্ঞাপন হতে পারে। প্রতিমন্ত্রী আরো বলেন, কারিগরি কমিটি গতকাল রোববার বৈঠক করে লকডাউন আরো ১ সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে। আমরা আজ ভার্চুয়াল বৈঠক করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে চলমান লকডাউন ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত  বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজই এ সিদ্ধান্তের সামারি (সারসংক্ষেপ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানান তিনি। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারা দেশে আরও এক সপ্তাহ  সর্বাত্মক লকডাউন বাড়ানোর চিন্তাভাবনা করছে। জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করছে। ১৪ এপ্রিল থেকে চলমান প্রথম দফার সর্বাত্মক লকডাউন শেষ হচ্ছে ২১ এপ্রিল। 

করোনায় অভিনেতা এস এম মহসীনের মৃত্যু

Image
অভিনেতা এস এম মহসীন অনলাইন ডেস্ক :  কোভিড-১৯ আক্রান্ত হয়ে এবার না ফেরার দেশে চলে গেছেন প্রবীণ অভিনেতা এস এম মহসীন। রোববার সকাল সাড়ে ৯ টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না...রাজিউন)। করোনা তার ফুসফুসে সংক্রমিত হয়ে পড়েছিল মারাত্মকভাবে। বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন। ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু জানান, আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন একুশে পদকজয়ী এস এম মহসীন। ৭৩ বছর বয়সী গুনী এই অভিনেতা সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফিরেন গত ২ এপ্রিল। এরপর তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে পরিবারের সদস্যরা প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে পরবর্তীতে ইমপালসে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে এই অভিনেতাকে নেওয়া হয় বারডেম হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থেকেই না ফেরার দেশে পাড়ি জমান এস এম মহসীন। উল্লেখ্য, এস এম মহসীন বাংলাদেশের একজন বর্ষীয়ান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। বাংলা নাটকের জনপ্রিয় মুখ তিনি। চার দশক ধরে তিনি...

কালব চেয়ারম্যান জোনাস ঢাকীর দূর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চরমে

Image
নিজস্ব প্রতিনিধি : কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন অব  বাংলাদেশ (কালব) এর চেয়ারম্যান জোনাস ঢাকীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।  এসব অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে খোলা চিঠি দিয়েছেন (কালবের) ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।   জানা গেছে, বিগত ২৮-১২-২০১৯ খ্রীঃ তারিখে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ(কালব) নির্বাচনে জোনাস ঢাকী পুনরায় জয়লাভ করে  ০১-০১-২০২০ খ্রীঃ তারিখে দায়িত্ব গ্রহণের পরে কার্যক্রম পরিচালনায় প্রাক্তন সেক্রেটারি এমদাদ হোসেন মালেক ও বর্তমান চেয়ারম্যান মি. জোনাস ঢাকী  বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচার ও ষড়যন্ত্রের কারণে  প্রতিষ্ঠানের স্বার্থে সঠিকভাবে কার্যক্রম পরিচালনায় নানা প্রকার বাঁধার সম্মুখিন হতে হচ্ছে এবং কাল্ব ক্ষতিগ্রস্থ হচ্ছে। চেয়ারম্যানের স্বেচ্ছারিতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কালবের সদস্য সমিতির প্রতি আহবান জানিয়ে খোলা চিঠি দিয়েছেন বর্তমান বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারী।   জানাগেছে, ২৮-১২-২০১৯ তারিখে নির্বাচনের পূর্বে চেয়ারম্যান মি. জোনাস ঢাকী ও প্রাক্তন সেক্রেটার...

এসএসসির ফরম পূরণ স্থগিত

Image
অনলাইন ডেস্ক : করোনার সংক্রমণ মোকাবেলায় সরকারের ঘোষিত কঠোর বিধি নিষেধের কারণে সারা দেশে এসএসসির ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। তবে বিলম্ব ফি ছাড়া নতুন করে ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে। গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ চলার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। এ কারণে এসএসসির ফরম পূরণও স্থগিত রাখা হয়। সোমবার আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘লকডাউনের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। বর্তমানে মহামারি একটি জাতীয় সমস্যা, তাই লকডাউন শেষে ফরম পূরণের সময় বাড়ানো হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।’ সময় বাড়ানো নিয়ে তিনি জানান, অধিকাংশের ফরম পূরণ হয়ে গেছে। তবে যারা বাকি রয়েছে তাদের সুবিধার্থে লকডাউন শেষে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে। যেহেতু এসএসসি পরীক্ষার সময় এখনো নির্ধারণ হয়নি, সেহেতু প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে।