সাবেক রেলপথ মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও ইউপি চেয়ারম্যান তকমা লাগিয়ে ভূমিহীন থেকে কোটিপতি মোশারেফ
নিজস্ব প্রতিনিধি : গত ১ যুগের আগেও যার মাথা গোজার ঠাঁই ছিলোনা ভূমিহীন দারিদ্রতার গ্রাসে যার নুন আনতে পান্তা পুরাতো,তিন বেলা খাবারের অভাবে বর্তমান কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ এর মা ইউনিয়ন ভিজিডি কার্ডের মাধ্যমে ইউনিয়ন হতে চাল সংগ্রহ করতো এবং এলাকার কাশিনগর বাজারের ধান-মারাই মেইলে কাজ করে সাংসারিক চাহিদা পূরন করতো,জানা যায় এই মোশারেফ বিয়ে করার পরও বেকার ছিলেন এবং তার স্ত্রী সে সময়ে একটি স্বাস্থ্য-বিষয়ক এনজিও (পুষ্টিতে)মাঠ কর্মী হিসেবে কাজ করতেন, অভাবে অনাটনের সংসারে সেই সময়ে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে প্রবাসে যাওয়ারও পরিকল্পনা করেন মোশারেফ,আর সেই মোশারেফ সাবেক রেলপথ মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তকমা লাগিয়ে বর্তমানে সে বিলাস বহুল বাড়ী,গাড়ী,ও কোটি টাকার মালিক। সরেজমিনে অনুসন্ধানে জানা যায় এই মোশারেফ হোসেন ছাএ জীবনে জামাত শিবির এর একনিষ্ঠ সক্রিয় কর্মী ছিলেন,এবং ৮০ থেকে ৯০ দশকে চৌদ্দগ্রাম থানা শিবিরের জনপ্রিয় কর্মী এবং কাশিনগর ইউনিয়ন শিবিরের সাথী হিসেবে দায়িত্ব পালন করেন,তৎকালীন জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের অন...