Posts

Showing posts from October, 2021

আজ থেকে ১২-১৭ বয়সি শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু

Image
  দেশে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে আজ।  সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, প্রথম দিন উদ্বোধনের পর দিন থেকে রাজধানীর অন্য কেন্দ্রগুলোতেও শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে।  প্রতিদিন একটি কক্ষে ২০০  শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। মতিঝিল ও রমনা এলাকার শিক্ষার্থীরা এই টিকা কেন্দ্রে টিকা নেবে। শিশুদের টিকা দেওয়ার জন্য প্রথমে ১২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় চারটি বাতিল করা হয়েছে। ফলে আজ থেকে ৮টি কেন্দ্রে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। এই কেন্দ্রগুলো হলো— হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল। ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের কো...

ওয়ার্ড কমিটিতে নানা অনিয়মের প্রতিবাদে ইয়ারপুর ইউপি আ.লীগের মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Image
আশুলিয়া প্রতিনিধিঃ আশুলিয়া ইয়ারপুর ইউপি  আ.লীগের   প্রতিবাদে  মিছিল  ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।    বৃহস্পতিবার  বিকেল ৪ টায় আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের নরসিংহপুরে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ানের নেতৃত্বে আ.লীগের নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিবাদ মিছিল ও   সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান সাংবাদিকদের  বলেন, অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান সাহেদ ও আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক ফারুক হাসান তুহিনের উপস্থিতে এবং তাদের লিখিত সাক্ষরে  ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের ১ থেকে ৯ টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়   এবং একদিনে ও একই মঞ্চে ৯টি কমিটি ঘোষণা করা হয় যা আমি সভাপতি থাকা অবস্থায় আমাকে না জানিয়ে এবং গঠন তন্ত্র লংঘন করে ওয়ার্ড   কমিটি গুলোতে  বিএনপির  নেতাকরর্মীদের  অর্থের বিনিময়ে পদ বানিজ্য করা হয় যা অত্র ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীরা কিছুতেই মেনে নিতে পারে না যার ফলশ্রুতিতে আজকে আমাদের প্রতিবাদ মি...

প্রবীণ আইনজীবী আবদুল বাসেত মজুমদার আর নেই

Image
নিজস্ব প্রতিনিধি ঃ প্রবীণ আইনজীবী আবদুল বাসেত মজুমদার (৮৪) আর নেই  বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গরিবের আইনজীবী হিসেবে পরিচিত আবদুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। এর আগে ৩০ সেপ্টেম্বর আবদুল বাসেত মজুমদারকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।  শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার এ তথ্য জানিয়ে বাসেত মজুমদারের ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা বলেছিলেন— রোববার বাবাকে আইসিইউতে নেওয়া হয়। এর মধ্যে হার্টঅ্যাটাক করায় ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এর আগে হাসপাতালে ভর্তি করানোর পর গত ৬ অক্টোবর সাঈদ আহমেদ রাজা জানিয়েছিলেন, সর্বশেষ উনার পেছনের মেরুদণ্ডের হাড়ের একটি ডিস্ক ডিসপ্লেসমেন্ট হয়ে যায়।  প্রায় দুই-আড়াই মাস থেকে উনি খুবই অসুস্থ।  তার পর সর্বশেষ ১০-১২ দিন ধরে উনার খাওয়া-দাওয়া বন্ধ ছিল। প্রায় ...

মোবাইল ফোনে ডেকে এনে গৃহবধূকে গণধর্ষণ,আটক ২

Image
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে মোবাইল ফোনে ডেকে এনে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাতে গণধর্ষণের শিকার ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।  গ্রেফতারকৃতরা হলেন- চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ি গ্রামের মৃত সোলায়মানের ছেলে কৌহিদুল ইসলাম (৪০) ও বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল উত্তরপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৪৫)। থানা সূত্রে জানা যায়, মোবাইল ফোনে কৌহিদুলের সঙ্গে সদর ইউনিয়নের উত্তর পুষণা গ্রামের ওই গৃহবধূর পরিচয় হয়। সোমবার দুপুরে তাকে ফোনের মাধ্যমে ডেকে এনে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে সময়ক্ষেপণ করে। রাতে তাকে কৌশলে বাহাগিলী স্টিল ব্রিজসংলগ্ন কৌহিদুলের টিনের ঘরের ভিতরে নিয়ে যায়। সেখানে ওই গৃহবধূকে দুই আসামি পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকারে স্থানীয়রা ওই দুইজনকে আটক করলে পুলিশের টহল দল ভিকটিমসহ তাদের থানায় নিয়ে যায়। পরে ভিকটিম নিজে বাদী হয়ে রাতেই আটক দুইজনের বিরুদ্ধে থানায় গণধর্ষণের মামলা করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মক...

পার্বতীপুর মডেল থানার জানালার গ্রিল ভেঙে পালাল আসামি

Image
  দিনাজপুর প্রতিনিধি : দিনদুপুরে পার্বতীপুর মডেল থানা হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়েছে ওয়ারেন্টের এক আসামি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ডিউটি অফিসার কেবিএম শাহারিয়ার ও পুলিশ কনস্টেবল সাবিনা ইয়াছমিনকে তাৎক্ষণিক দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, একটি ওয়ারেন্টভুক্ত মামলার আসামি মোকারুল ইসলামকে (৩২) রাত ১২টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে রাতেই আসামি মোকারুল ইসলামকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজতখানার জানালার তিনটি গ্রিল ভেঙে কৌশলে পালিয়ে যায় আসামি। পার্বতীপুর মডেল থানার ওসি মো. ইমাম জাফর জানান, থানা হাজতে ছিল আসামি। পুলিশের অগোচরে হাজতখানার পাশের দরজার তালা ভেঙে স্টোর রুমে প্রবেশ করে। পরে স্টোর রুমের গ্রিল কেটে প...

সাভারে মরহুম আতাউল্লাহ মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

Image
  মাসুদ রানা :  সাভারের বিরুলিয়া  মরহুম আতাউল্লাহ মেম্বার স্মৃতি  ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৩শে অক্টোবর) বিকেলে সাভার  বিরুলিয়া কাকাবো স্কুল মাঠে মরহুম আতাউল্লাহ মেম্বার স্মৃতি স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিরুলিয়া কাকাবো মরহুম আতাউল্লাহ মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার আয়োজক বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,সংসদ সদস্য ঢাকা -১৬ জনাব মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  সাভার  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম  সহ আরো অনেক। মরহুম আতাউল্লাহ মেম্বার স্মৃতি  ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় কাকাবো মাঠ সেনা ক্রীড়াচক্র বনাম ব্যারিস্টার মনির হোসেন ক্রীড়া চক্রের   মধ্যকার প্রতিযোগিতা পূর্ণ খেলায়  ৪-৫ গোলে বিজয় অর্জন করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা খেলায় অ...

আশুলিয়ার ইয়ারপুর ইউপি আ.লীগের নবগঠিত ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের আনন্দ মিছিল

Image
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার  ইয়ারপুর ইউপি আ.লীগের নবগঠিত ওয়ার্ড কমিটির উদ্যােগে আনন্দ মিছিল  ইয়ারপুর ইউপি আ.লীগের নবগঠিত ওয়ার্ড কমিটির উদ্যােগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে আশুলিয়া  ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত ওয়ার্ড কমিটির আয়োজনে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় আশুলিয়ার জামগড়া আব্বাস শপিং মার্কেটের সামনে থেকে মিছিলটি জিরাবো বাসস্ট্যান্ড হয়ে আবার আব্বাস শপিং মার্কেটে আসে । এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান,ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাস্টার। আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সুমন আহমেদ ভূঁইয়া,ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মোশাররফ হোসেন মুসা, আশুলিয়া থানা স্বেচ্...

কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেলেন রেজাউল করিম রাসেল

Image
  হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি     :      আগামী ২৮নভেম্বর গাজীপুরের কালিয়াকৈরে  পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের  সাধারন  সম্পাদক রেজাউল করিম রাসেল। এ খবর ছড়িয়ে পড়লে পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায়, বাজার, সপিংমল ও চায়ের দোকানে  মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেছেন পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার সীমানার নানা জটিলতার কারণে ১০ বছর বন্ধ ছিল পৌর নির্বাচন। সকল জটিলতা নিরসন করে গত ১৪ অক্টোবর সারাদেশের মতো ৩য় ধাপে ঘোষনা করা হয়েছে কালিয়াকৈর পৌরসভার নির্বাচন। কালিয়াকৈর পৌরসভার নির্বাচন হবে এমন সংবাদ ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। এরি মধ্যে নৌকা পেতে নেতাদের কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু হয়। পৌর নির্বাচনে প্রায় ১ ডজন  আওয়ামী নেতারা নৌকা প্রতীক পেতে মরিয়া  হয়ে লাগে।  আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার(২১নভেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়াম...

কালিয়াকৈরে ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদ জনপ্রিয়তায় শীর্ষে

Image
  হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৩নং বোয়ালী ইউনিয়নের ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীরা পাড়া-মহল্লায়, চা-দোকানসহ বিভিন্ন স্থানে তাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ওই ইউনিয়নে একাধিক চেয়ারম্যান প্রার্থী হলেও জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহম্মেদ। তাই এবার নৌকার প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয়রা। এলাকাবাসী ও তার সমর্থকদের সূত্রে জানা গেছে, ফরিদ আহম্মেদ দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে ৩নং বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন বর্ষীয়ান এই নেতা। তিনি স্থানীয় কাপাসিয়াচালা গ্রামের মৃত কবি রজব আলী মাস্টারের ছেলে। তিনি সবার সুখে-দুঃখের সঙ্গি সাথী হিসেবে সুনাম কুড়িয়েছেন। তাই এলাকারবাসীও তাকে এবার ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে চান। একারণে সূখী সমৃদ্ধশালী আধুনিক উন্নয়নশীল মডেল ইউনিয়ন হিসেবে গড়ার প্রত্যয় নিয়ে তিনি নৌকার প্রার্থী হতে চান ফরিদ। মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্...

ইয়ারপুর ইউপি আ.লীগের উদ্যোগে শান্তি, সম্প্রীতি র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

Image
  নিজস্ব প্রতিনিধি  :   সাম্প্রদায়িকতা,মৌলবাদ,নৈরাজ্য,   সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি, সম্প্রীতি র‍্যালী ও সমাবেশে করেছে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের নরসিংহপুরে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এ সময় আরো উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ। আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক  কমিটির সদস্য দেওয়ান লিয়াকত,  সাভার উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমত আলী দেওয়ান,  ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলী দেওয়ান,  ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাইফুল ইসলাম হিকু,ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকার, ইয়ারপুর ইউনিয়ন আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ইউপি সদস্য আবু তাহের মৃধা, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য বকুল হোসেন সরকার,  ইয়ারপুর ইউনিয়ন ছাএলীগের সাবেক সভাপতি মোঃশহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শহিদুল...

ফেসবুকে বিভ্রান্তিমূলক পোষ্টের বিরুদ্ধে প্রতিবাদ

Image
নিজস্ব প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ দৈনিক আশুলিয়ার বার্তা নামে একটি আইডি থেকে সোহেল  মাদবর(৩৮) নামে জনৈক ব্যাক্তির  বিরুদ্ধে একটি বিভ্রান্তিমূলক পোষ্ট দেয়া হয়েছে। পোষ্টটির ফলে তিনি  সমাজিকভাবে মান-সম্মানে বিনষ্ট হচ্ছে, সোহেল মাদবর বিষয়টির জোর প্রতিবাদ জানিয়েছন। তিনি পোষ্টটি মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন, উদেশ্যমূলক, মানহানিকর বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, একটি কুচক্রি মহল আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে ফেসবুকের একটি ফেক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।  সোহেল মাদবর আরো জানান, বেশ কিছুদিন আগে আসন্ন আশুলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী   ঢাকা জেলা উওর এর সভাপতি ইমতিয়াজ দেওয়ান কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই শিরোনামে আমার ব্যাক্তিগত আইডি থেকে পোষ্ট দেই। বিষয়টি নিয়ে সম্ভাবত অপর চেয়ারম্যানপ্রার্থীদের সমার্থকেরা সহজভাবে নিতে পারেনি তারা ফেসবুক কে হাতিয়ার করে " দৈনিক আশুলিয়ার বার্তা " নামে একটি ফেক আইডি থেকে আমাকে জড়িয়ে গত ১৩.১০.২১ইং তারিখে মিথ্যা বিভ্রান্তিকর অপপ্রচার মূলক পোষ্ট দেয়। জানাযায় সোহেল মাদব...

কালিয়াকৈরে দুটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Image
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ও মৌচাক এলাকায় পৃথক দুটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। নানা অনিয়মের অভিযোগে মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে দুটি হাসপাতালে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতাল ও মৌচাক পপুলার হাসপাতাল নামে দুটি হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা করা হয়েছে। ওই দুটি হাসপাতালে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার দুপুরে ওই দুটি হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্ত তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে সফিপুর এলাকায় তানহা হেলথ কেয়ার হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় মুল্য তালিকা ও দক্ষ ফার্মাসিষ্ট না থাকায় ওই হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ মামুনুল হকের নেতৃত্বে মৌচাক এলাকায় পপুলার হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসময় নার্সদের ...

কালিয়াকৈরে ভাইস-চেয়ারম্যানের ঘর উপহার পেয়ে গৃহহীন অসহায় গৃহবধূর মুখে আনন্দের হাসি

Image
  হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি  :    গাজীপুরের কালিয়াকৈরে নিজ অর্থায়নে গৃহহীন এক গৃহবধূকে একটি আধাপাকা ঘর উপহার দিয়ে ওই গৃহবধুর মুখে হাসি ফুটিয়ে প্রশংসায় ভাসছেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম আজাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে রোববার দুপুরে ওই গৃহবধূকে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়। ঘর পাওয়া অসহায় গৃহবধূ হলেন, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার রুবেল হাওলাদারের স্ত্রী ইয়ানুর আক্তার (২৫)। এলাকাবাসী ও অসহায় গৃহবধূর পরিবার সুত্রে জানা গেছে, ইয়ানুর আক্তার জীবিকার খোঁজে দীর্ঘদিন আগে তার স্বামী-সন্তান নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। তারা উপজেলার ঠাকুরপাড়া এলাকায় তাদের মামা মোহাম্মদ আলীর বাড়িতে ছোট্ট একটি কুড়ে ঘরে বসবাস করে। তার স্বামী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করে সাড়ে তিন শতাংশ জমি কিনলেও ঘর করার সামর্থ্য তাদের একে বারেই ছিল না। তাই বাধ্য হয়েই তাকে তার স্বামী রুবেল, দুই শিশু মেয়ে নুসরাত জাহান মরিয়ম (৪) ও ইসরাত জাহান নুছাইরাকে (২) নিয়ে মামার ওই কুড়ে ঘরে থাকতে হতো। শীতের দিনে প্...

দলের দুঃসময়ের কান্ডারী আশুলিযার ধামসোনা ইউপি চেয়ারম্যান পদপ্রাথী হাজী আবু তাহের

Image
নিজস্ব প্রতিনিধি : সাভার আশুলিয়ায় যখন বিএনপির দুর্গ হিসেবে শক্তঘাটি ছিলো যখন আ.লীগের নাম নেয়ার মত কেউ ছিলো না ঠিক সেই সময় থেকে এ অঞ্চলে গুটি কয়েক আওয়ামীলীগ নেতৃবৃন্দের মাঝে অন্যতম ছিলেন উপজেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী আবু তাহের । ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন শুনতে বাশেঁর লাঠি হাতে নিয়ে হাজির হন তিনি। বঙ্গবন্ধুর সেই ভাষণ শুনেই তার আদর্শে অনুপ্রানিত হয়ে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হন তিনি । সেই থেকে অদ্যবদী তিনি আওয়ামী রাজনীতির ধারক বাহক হিসেবে কাজ করে চলেছেন। বিগত দিনে রাজপথের প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনের সারিতে উপস্থিত থেকে আন্দোলন সংগ্রাম কে বেগবান করেছেন । ১৯৮৪ইং সালে তিনি বিএ পাশ করেন।   ১৯৭৫ইং থেকে ১৯৭৮ইং সাল পর্যন্ত তিনি ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ছিলেন, ১৯৭৯ইং থেকে ১৯৮২ ইং সাল পর্যন্ত ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য পরে ১৯৯০ইং থেকে ২০০০ইং সাল পর্যন্ত ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত হন, ২০০১ইং থেকে ২০১৪ ইং সাল পযন্ত ঢাকা জেলা উত্তর কৃষকলীগের সহ-সভাপতি সর্বশেষ ২০১৫...

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

Image
  নিজস্ব প্রতিবেদকঃ  দীর্ঘ ১৮মাস পর যেন প্রাণ ফিরে পেল আশুলিয়া রিপোর্টার্স ক্লাব। করোনা মহামারি সহ নানা জটিলতার কারণে দীর্ঘদিনের জরাজীর্ণতা কে ঝেড়ে মুছে যেন এক নতুন উদ্যেমে নবীন প্রবীণদের মখুর কলতানে আবারো প্রাণউচ্ছোল হলো সংগঠনটি। শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার ডিইপিজেড এ অবস্থিত আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে মাসিক সাধারণ সভা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবারো সরব হলো অত্র অঞ্চলের ঐতিয্যবাহী সংগঠনটি ।  সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আল শাহরিয়ার বাবুল খান  এর সঞ্চালনায় এ সময় আরো  উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিনিয়র সদস্য মাসুদ রানা, ভারপ্রাপ্ত সহ সভাপতি নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ ওবায়দুল হক রিপন, দপ্তর সম্পাদক মোঃ শরীফ উল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নুর আলম সিদ্দিকী মানু, সমাজ কল্যান সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক,  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুব আলম মানিক, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ মন্জিলা আশা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য, আব্দুর রশিদ, মনির হোসেন।  সিনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,...

শাষক নয় ধামসোনাবাসীর সেবক হতে চান চেয়ারম্যান পদে আ.লীগের মনােনায়ন প্রার্থী হাজী সানাউল্লাহ

Image
নিজস্ব প্রতিনিধি :   ধামসোনা ইউনিয়নবাসীর শাষক নয় সেবক হতে চাই বলে জানিয়েছেন চেয়ারম্যান পদ-প্রার্থী সানাউল্লা সানা । আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী যুবলীগের ঢাকা জেলা উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক, আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ সানাউল্লাহ সানা। ২০২১ সালের মধ্যেই সারাদেশের সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সারাদেশের  তৃণমূল পর্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় নির্বাচন হলো স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচন-কে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন ও নানা রঙ্গের পোস্টার সাটিয়ে আগাম নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা। প্রতিটি গ্রাম-গঞ্জ,পাড়া-মহল্লা ও বিভিন্ন  হাট-বাজার কিংবা চায়ের দোকান গুলোতে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা।  তার-ই ধারাবাহিকতায় সাভার উপজেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে...

মাদকাসক্ত সন্তানদের হামলায় গুরুতর আহত মা, ছেলে তানভীর গ্রেফতার

Image
নিজস্ব প্রতিনিধি : রাজধানী ঢাকার মোহাম্মাদপুর থানার ২/২ লালমাটিয়া নিবাসি নার্গিস বেগমকে তার মাদকাসক্ত সন্তানরা সংঘবদ্ধ হয়ে মেরে গুরুতর ভাবে আহত করেছে। এ ব্যপারে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ছেলে তানভীর আহমেদ সোহেলকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা কর্তৃপক্ষ। থানায় এ সংক্রন্ত একটি মামলা করেছেন নার্গিস বেগম। মামলায় তানভীর আহমেদ সোহেল ও নেয়না আহমেদ শান্তা, তাদের বাসার কার্মচারি জেনেভাক্যাম্প নিবাসি মঈনুদ্দিন, বাড়ির ভড়াটিয়া উবার (হোন্ডা) চালক জামিরুল ইসলাম জামিল ও জনৈক জসিমকে আসামী করা হয়। জানা গেছে, গত কাল ১৫ অক্টোবর ২০২১, সকাল আনুমানিক ১০টার দিকে নার্গিস বেগম তার নিজ বাড়ির দোতলায় নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘নার্গিস মেকওভার’ নামক বিউটি পার্লারে বসে ছিলেন। এসময় তার ছেলে তানভীর ও মেয়ে নেয়না উল্লেখিতদের নিয়ে অতর্কিত ভাবে নার্গিস বেগমের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় তার আর্ত চিৎকারে আসপাশের লোকজন ছুটে আসলে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে। নার্গিস বেগম জানান, আসামীরা তাকে হামড়ি, দোকানের শাটারের তালা ও লাঠি দিয়ে এলো পাথারি ভাবে মারধর করতে থাকে। তাতে তার মাথা ফেটে যায় এবং পিঠসহ শরীরের বিভিন্ন স...

আজ ইউপি নির্বাচনে আ.লীগের মনোনায়ন প্রত্যাশীদের কাছে ফরম সংগ্রহ শুরু

Image
নিজস্ব প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ  আজ শনিবার (১৬ অক্টোবর) থেকে শুরু হবে।  শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ নির্বাচন কমিশন ঘোষিত বিভিন্ন পর্যায়ের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা) পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করেছে।  বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক ৩/এ, ধানমণ্ডি আ/এ, ধানমণ্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং উক্ত ঠিকানায় জমা প্রদান করতে হবে। সংশ্লিষ্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান ...

মাগুরায় ইউপি নির্বাচনের প্রার্থিতা নিয়ে সংঘর্ষ, নিহত ৪

Image
  মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দলাদলির ঘটনায় প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের দক্ষিণ জগদল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের সাহাবাজ মোল্যার ছেলে সবুর মোল্যা, কবির হোসেন, চাচাতো ভাই রহমান মোল্যা এবং ইমরান। এলাকাবাসী জানায়, এই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বার নজরুল হোসেন। কিন্তু দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণার পর এই ওয়ার্ড থেকে সৈয়দ আলি নামে অপর একজন মেম্বার প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। এ ঘটনার পর থেকেই গত কয়েকদিন ধরে এলাকায় নজরুল মেম্বার এবং সৈয়দ আলি সমর্থিতদের মধ্যে বাদ বিবাদ চলছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার ৪টার দিকে নজরুল মেম্বার সমর্থিতরা সৈয়দ আলি সমর্থিতদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হলে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়। হামলায় আহত অন্যান্যদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. রফিকুল আহসান।

নায়ক উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি আর নেই

Image
বিনোদন ডেস্ক : ঢালিউডের একসময়কার জনপ্রিয় নায়ক উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি আর নেই।  বুধবার দিবাগত রাত ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  তার বয়স ছিল ৫২ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বৃহস্পতিবার সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, নায়ক উজ্জ্বলের স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দুই সপ্তাহে আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরিনা। অবস্থার অবনতি হওয়ায় লাইফসাপোর্টে নেওয়া হয়েছিল তাকে।  সেখানে তিনি মারা যান। আরও জানা গেছে, মেরিনা আশরাফের কিডনি রোগ ছিল। সম্প্রতি তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। সে কারণে তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়েছিল। বাদ আসর গুলশান জামে মসজিদে উজ্জ্বলের স্ত্রীর জানাজার পর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Image
অনলাইন ডেস্ক : কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার রাতে গণমাধ্যমকে তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনা.... আমার মনে হয় কেউ ‘সাবোটেজ’ করে করেছে কিনা, এটা দেখার বিষয়।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবে ঘটনা ঘটানোর সাহস ....বিশ্বাস হচ্ছে না। তারপরেও দেখা যাক... সবকিছু এখন কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। উদ্ধার করব প্রকৃত ঘটনা কী?’ তিনি বলেন, ‘প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

সারা দেশে বিজিবি মোতায়েন

Image
নিজস্ব প্রতিনিধি :  হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলা প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সীগঞ্জসহ ২২ জেলায় প্রয়োজনীয়সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে। মন্দির ও এর আশপাশে টহল দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে বিজিবি দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। সারা দেশে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে, এমন প্রশ্নে বিজিবির এ কর্মকর্তা বলেন, চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয়সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যানপদপ্রার্থী সানাউল্লা সানা

Image
আশুলিয়া প্রতিনিধি :  আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বেশকয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আশুলিয়া থানা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য চেয়ারম্যানপদপ্রার্থী সানাউল্লা সানা । বুধবার রাতে ধামসোন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুন্ডা এলাকার দুটি এবং ৮নং ওয়ার্ডের বাশঁবাড়ী এলাকার ১টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।  এসময় তিনি পুজা দিতে আসা দর্শনার্থী , পূজা মন্ডপে নিরাপত্তার সেবায় নিয়োজিত আইনশৃংক্ষলা রক্ষাকারী বাহিনী ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং কুন্ডা এলাকার মাঝিপাড়া মন্দিরের পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের দশ হাজার টাকা প্রদান করেন । এ সময় ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যানপদপ্রার্থী সানাউল্লা সানা সাংবাদিকদের জানান,  সারদীয় দুর্গাপুজা আমাদের দেশের হিন্দু সম্প্রদয়ের সর্ববৃহৎ উৎসব , আর তাই হিন্দু ভাই বোনেরা যাতে র্নির্ভিগ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সেলক্ষে ধামসোনা ইউনিয়নের প্রতিটি পুজা মন্ডপ পরিদর্শন করছি।  তিনি আরো জানান, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত, দল বিরোধী দলে থাকার সময় প্রতিটি আন্দোলন সংগ্রামে সম্মুখ স...

বাড্ডায় ২০ কেজি গাঁজা ও ৯'শ পিচ ইয়াবাসহ ২ জন গ্রেফতার

Image
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে বিপুল গাঁজা ও নেশাদ্রব্যসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।  গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে- জামাল হোসেন ও নাহিদুল ইসলাম। বাড্ডার পশ্চিম মেরুল মেইন রোড থেকে তাদেরকে ২০ কেজি গাঁজা ও ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।  বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বাড্ডা থানা এলাকায় কিউআরটি ডিউটিতে থাকা একটি দল সংবাদ পায় যে, দুজন মাদক ব্যবসায়ী গাঁজা ও ইয়াবা বিক্রির জন্য পশ্চিম মেরুল মেইন রোডে একটি দোকানের সামনে অবস্থান করছে।  এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।  অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুজনকে পালানোর সময় গ্রেফতার করা হয়।   গ্রেফতার জামাল ও নাহিদুল কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।  বাড্ডা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  

কালিয়াকৈরে মুজিব শতবর্ষ উপলক্ষে আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক বিতরণ

Image
  হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়াল হোসেন রুবেল সরকারের নির্দেশনায় ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে মুজিব শতবর্ষ উপলক্ষে ছাত্র/ছাত্রীদের মাঝে মাস্ক বিতরন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা শাখা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি  শাকিল হাসানের পক্ষ থেকে গোসাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন এবং করোনা ভাইরাস প্রতিরোধে ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরন করা হয়। বৃক্ষ রোপন ও মাস্ক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কে.এম ইব্রাহিম খালেদ। এসময় উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য জুলেখা খাতুনসহ গোসাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকা বৃন্দ। 

কালিয়াকৈরে ভুমি অফিস-বন বিভাগের লোকজনের উপর হামলা, আহত- ১২

Image
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে সরকারী বনের জমি জবর-দখল করে ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিতে গিয়ে বার বার হামলার শিকার হচ্ছেন ভুমি অফিস ও বন বিভাগের লোকজন। এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। ছিনিয়ে নেওয়া হয়েছে টাকা, দুটি পরিচয়পত্র, দুটি ল্যাবটব ও ১টি ক্যামেরা। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে বন বিভাগ ও সাংবাদিকদের পক্ষ থেকে ১টি বন মামলা, উপজেলা নির্বাহী কার্যালয় ও থানায় পৃথক ৩টি অভিযোগ দায়ের করা হয়েছে।  এলাকাবাসী, ভুমি অফিস ও বন অফিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গেসুরটেক এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। মৌচাক বিট অফিসের আওতায় ওই এলাকায় বনবিভাগের প্রায় ১০ একরের বেশি বনের জমি রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকার বেশি। কিন্তু দিন দিন ওই জমিতে নির্মাণ করা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। স্থানীয় ইয়াছিন, শাহিন, মানিক, আঃ বারেক, আমির মুন্সি, হামিদ মোল্লা, ময়নাল, সিরাজ, শাহ আলম, জাকির, নাছির, ডেইজি আক্তারসহ ১৪/১৫ জনের একটি ভুমিদস্যূ সিন্ডিকেট দল তৈরি করে। পরে তারা...

সাভারের বনগাঁও ইউনিয়নে আ.লীগের নতুন ওয়ার্ড কমিটি ঘোষণা

Image
সাভার প্রতিনিধি ; তৃণমুলে দলীয় নেতাকর্মীদের আরও সু-সংগঠিত করার লক্ষ্যে সাভারের বনগাঁও ইউনিয়নের অন্তরগর্ত নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। সকালে বনগাঁও ইউনিয়নের হাংগাইল এলাকায় এ নতুন কমিটি ঘোষনা করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। পরে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন কমিটি ঘোষনা কালে এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দলের জন্য নিবেদিত প্রাণ আশুলিয়া থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হযরত আলী

Image
আশুলিয়া প্রতিনিধি : আওয়ামীলীগের যে অঙ্গ সংগঠনটির নামে নেই টেন্ডার বানিজ্য,নেই জুট ব্যবসা, নেই ফুটপাত দখল করে বা পরিবহন থেকে চাদাবাজির অভিযোগ অথবা এ সংগঠনের নেতাকর্মীদের নামে নেই কোন দুর্নীতির অভিযোগ সেই দলটির নাম বাংলাদেশ কৃষকলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া বাংলাদেশ কৃষকলীগ । যে দলের সাথে সম্পর্ক রয়েছে তৃণমূলের প্রান্তিক কৃষককের সাথে ।  আশুলিয়া থানা কৃষকলীগের সভাপতি বর্তমান ঢাকা জেলা উত্তর কৃষকলীগের আহবায়ক মহসিন করিমের হাত ধরে কৃষকলীগের রাজনীতিতে প্রবেশ করেন মোঃ হযরত আলী ।সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজে পড়াশোনা করার সময় ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন তিনি ।  সে সময় রাজপথের পথের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন লড়াকু সৈনিক । ছাত্রজীবন শেষে প্রবেশ করেন কর্ম জীবনে,সেখানে মেধাশ্রম আর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ব্যবসায়ী,একজন রাজনীতিবীদ,একজন সমাজ সেবক ও সর্বপরি দলীয় নেতাকর্মীদের কাছে একজন নিবেদিত মানুষ হিসেবে । সাভার আশুলিয়ায়  কৃষকলীগের প্রতিটি অনুষ্ঠানে তার সরব উপস্থিতি প্রমান করে তিনি দলের জন্য কতটা নিবেদিত। বঙ্গবন্ধু শেখ ...

কোনও ধরনের বিভ্রান্তি ছড়াবেন না: তথ্যমন্ত্রী

Image
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের আকাশ উন্মুক্ত, সরকার কোনও চ্যানেল বন্ধ করেনি। করতেও বলেনি। সারাবিশ্বের বিভিন্ন দেশে ক্লিন ফিডে চ্যানেল সম্প্রচারিত হয়। বাংলাদেশেও এটি করতে হবে। এটি আইন। আমরা সেই আইন কার্যকর করেছি মাত্র। কাজেই এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনও সুযোগ নেই। এ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াবে, সরকারকে বিব্রত করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ সোমবার (৪ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য সচিব মকবুল হোসেন, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মোজাম্মেল বাবু, কাজী জাহিদুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে সব ক্যাবল অপারেটিং সিস্টেমকে শতভাগ ডিজিটালাইজ হয়ে সম্প্রচার করতে হবে।’ আইপি টিভি সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘শতশত আইপি টিভির প্রয়োজন নেই। ব্যাঙের ছাতার মতো এদের কার্যক্রম পরিচালিত হতে দেওয়া হবে না। আইপি টিভিকে অবশ্যই সরকারের...

কালিয়াকৈরে ক্ষমতার দাপটে খাদ্য গুদামের নিরাপত্তা সেড-প্রাচীর ভেঙ্গে দিল কাউন্সিলর

Image
  গাজীপুর প্রতিনিধি  :  গাজীপুরের কালিয়াকৈরে সোমবার সকালে ক্ষমতার দাপটে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা খাদ্য গুদামের নিরাপত্তা সেড ও সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় পৌর কাউন্সিলর ফারুক হোসেনের  বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ উপেক্ষা করে খাদ্য গুদামের নিরাপত্তা সেড ও সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী ও অরক্ষিত রয়েছে খাদ্য গুদামটি।  এলাকাবাসী, খাদ্য গুদাম ও পৌরসভা সূত্রে জানা গেছে, গত মে মাসে কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় সরকারি উপজেলা খাদ্য গুদামের নিরাপত্তা সেড, সীমানা প্রাচীর ও পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। যার ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১৪ লাখ টাকার বেশি। নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিম্নমানের সামগ্রী দিয়ে ওই উন্নয়ন কাজ আংশিক শেষ হলেও কাউন্সিলরের বাধার কারনে প্রাচীরের বাকী কাজ শেষ না করেই পালিয়ে যায় ওই কাজের ঠিকাদার। এর মধ্যেই নিরাপত্তা সেড ও সীমানা প্রাচীরে হানা দেন কালিয়াকৈর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন। তিনি পৌরসভার পক্ষ থেকে ৬ ফুট...

আশুলিয়ায় প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ

Image
আশুলিয়া প্রতিনিধি : মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আশুলিয়ায় হত দরিদ্র অসহায় নারী-শিশু ও প্রতিবন্ধী ৫০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছেন ডিজেবল ডেবেলপমেন্ট অর্গানাইজেশন ফর লোকাল এ্যাডভান্সমেন্ট (ডি-দোলা) নামের একটি বে-সরকারি সংস্থা । গত কয়েক বছর যাবত নারী-শিশু ও প্রতিবন্ধীদের খাদ্য সহায়তাসহ সাবলম্বী করার লক্ষে কাজ করে যাচ্ছেন সংস্থাটি। তারই ধারাবাহিকতায়  শনিবার দুপুরে পলাশবাড়ি কাঠালতলা নামক এলাকায় সংস্থার কার্যালয় প্রাঙ্গণে এই ছাগল বিতরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   দেখা যায়, বে-বরকারী সংস্থা ডি-দোলা থেকে দেয়া ছাগল নিতে শারীরিক প্রতিবন্ধী ৯বছর বয়সের শিশু ছেলে রিফাতকে সাথে নিয়ে এসেছেন তাঁর মা রোজিনা, কথা হয় তাঁর সাথে। রোজিনা জানান,এখান থেকে ঈদে সেমাই,চিনি,,চাউলু,ডাউল, গোস্ত দেওয়া হয়, করোনাকালীন সময়সহ যে কোনো সংকটে এই সংস্থা থেকে যথেষ্ট খাদ্য সহায়তাও পাচ্ছেন তাঁরা । রোজিনা আরো জানান, এখান থেকে যদি সাহায্য সহযোগিতা না করতো  তাহলে ছেলেকে নিয়ে রাস্তায় ভিক্ষা ছাড়া উপায় থাকতো না। একই কথা বললেন দৃষ্টি প্রতিবন্ধী ইদ্রস আলি ৪৫ ও বৃদ্ধ মমতা বেগম ৬০।...