মহাসড়কে যাত্রীদের জিম্মি করে তিনগুন ভাড়া আদায়, জরিমানা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের সামনেই যাত্রীদের কাছ থেকে গলাকাটা ভাড়া আদায় করা হচ্ছে। দ্বিগুন ও তিনগুন বেশি ভাড়া আদায়ের অভিযোগে শনিবার বিকেলে একটি টিকিট কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বেশকিছু যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের টাকা ফেরত দেওয়া হয়। এলাকাবাসী, পরিবহন শ্রমিক-যাত্রী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আর মাত্র দুদিন পরই ঈদুল ফিতর। নাড়ীর টানে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। গত দুদিন যাত্রীদের চাপ লক্ষ্য করা না গেলেও শনিবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। এর মধ্যে উত্তরবঙ্গের গেইটওয়ে উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সবচেয়ে বেশি ভীড় ছিল যাত্রীদের। সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন-তিনগুন ভাড়া বেশি আদায় করে নিচ্ছেন পরিবহন টিকিট কাউন্টার ব্যবসায়ীরা। অথচ ঘরমুখো মানুষের নিরাপত্তাসহ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যেন না নেওয়া হয়, সেজন্য চন্দ্রা ত্রিমোড়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সর্বক্ষণিক তদারকি টিম রয়েছে। কিন্তু যানবাহনের তুলনায় যাত্রী বেশি থাকার সুযোগে হ...