আশুলিয়ার ইয়ারপুরের ইউপি সদস্য রজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় হামলা, মারধর ও চাঁদাবাজির অভিযোগে এক ব্যবসায়ী বাদী হয়ে ইয়ারপুর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য রাজন ভূইয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে । ২৯ মে (রবিবার) রাতে ভুক্তভোগি হাবিবুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে লিখিত এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন- ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য রাজন ভূঁঈয়া (২৩) ও তার ছোটো ভাই রাকিব ভূঈয়া (২৪), জাহিদ ভূঈয়া (২৫), মোঃ শামীম (২৫), মোঃ শরীফ (২৫), মো: হৃদয় (২২) ও মোঃ অনিক (২০)। আহত ও ভুক্তভোগীরা হলেন-ঘোষবাগ জাকির হোসেন ভূঁঈয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান (২৬) এবং জামাল ভূঈয়ার ছেলে জাহিদ ভূঈয়া (২৫)। অভিযোগ সূত্রেঃ দীর্ঘ ১০ বছর হল ভূঈয়া ইন্টারনেট সার্ভিস নামে, হাবিবুর রহমান ও জাহিদ ভূঈয়া পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় ইন্টারনেটের ব্যবসা করে আসছে। কিন্তু,গত ইউপি নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে রাজন ভূঁইয়া ও তার ছোটো ভাই রাকিব তাদের ব্যবসা দখল নিতে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিল। গত রবিবার রাজন ভূঈয়ার নির্দেশে রাকিব ও তার ১০-১২ জনের একটি বাহিনী পূর্ব নরসিংহপুর মো...