মানিকগঞ্জের সিংগাইরে বিদেশী পিস্তলসহ গ্রেফতার-৪


সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সিংগাইর উপজেলার চর নয়াবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার পারিল বলধারা গ্রামের বাসের মিয়ার ছেলে আজাদ(৩৫), চারিগ্রাম উত্তর জাইল্যা গ্রামের জিন্নত আলীর ছেলে মঞ্জুর হোসেন(৩০), চর নয়াবাড়ি গ্রামের ইমান আলীর ছেলে কামরুল হাসান(৩২)  ও চারিগ্রাম এলাকার রহমত আলীর ছেলে ফরশেদ আলম(৩৫)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানাগেছে, আটককৃতদের নয়াবাড়ি এলাকার আক্কাস আলীর বাড়ির পাশের সড়ক থেকে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Comments

Popular posts from this blog

নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত

বই মেলায় শান্তনু চৌধুরীর বড় মেজ ছোট ও মোবাইল জার্নালিজম

পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় সাভার থানায় ৬ জনের নামে মামলা