আশুলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণ আটক ৬
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় পোশাক করাখানায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৮ বছর বয়সের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে বাড়ীর মালিকসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবারসকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তয়ৈবপুর এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।এর আগে সোমবার দিবাগত রাতে তয়ৈবপুর এলাকায় শান্তের বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরে রাতেই আশুলিয়া থানায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে অভিযোগ করেন ।
আটকরা হলো- আকবর হোসেন (২৩), বাড়ির মালিক শান্ত (২১), মাহিদ (২৩), ইমরান (২০), রবিন (২৪) ও আজিম উদ্দিন মোল্লা (২৩)।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানায়, সোমবার রাতে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানায়, সোমবার রাতে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ চলছে। এছাড়া ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Comments
Post a Comment