শেরে বাংলা সম্মাননা পেলেন মঞ্জুর হোসেন ঈসা

নিজস্ব প্রতিনিধি:
মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা একে ফজলুল হক স্মারক সম্মাননা পেলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিসস্টিটিউট মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদের উদ্যোগে "শেরে বাংলার ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা সভায় এ পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, শেরে বাংলার দৌহিত্র, সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের মাননীয় বিচারপতি নিজামুল হক নাসিম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভারসিটির ভিসি প্রফেসর ড. আ ন ম মেশকাতউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক আবদুল জলিল, ভিকারুন্নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ফওজিয়া রেজওয়ান, সংগঠনের সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আর কে রিপন প্রমুখ।

Comments

Popular posts from this blog

নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত

বই মেলায় শান্তনু চৌধুরীর বড় মেজ ছোট ও মোবাইল জার্নালিজম

পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় সাভার থানায় ৬ জনের নামে মামলা