Posts

Showing posts from November, 2019

খালেদা জিয়ার সাজা নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করছে : প্রধানমন্ত্রী

Image
ফাইল ছবি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেছেন, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজাকে অনেকে রাজনৈতিক রং মেশানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, ‘এটা কোনো রাজনৈতিক মামলা নয়… এটা সম্পূর্ণভাবে দুর্নীতির মামলা। তবে, অনেকেই এটাতে রাজনৈতিক রং মেশাতে চান। আমরা রাজনৈতিক কোনো উদ্দেশ্যে তার বিরুদ্ধে কোনো মামলা দেইনি।’ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এতিমের জন্য আসা টাকা তাদের না দিয়ে খালেদা জিয়ার নিজের অ্যাকাউন্টে জমা করা হয়েছে। তিনি বলেন, সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার এতিমের টাকা আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছিল। ‘সে মামলার রায়ে সাজা পেয়ে তিনি এখন জেলে আছেন।’ সম্প্রতি হাইকোর্টের সামনে বিএনপি নেতা-কর্মীদের বাস ভাঙচুরের ঘটনার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কোনো কারণ ছাড়াই তার...

আ'লীগের নেতৃত্বে ঢাকা উত্তরে বজলুর-কচি, দক্ষিণে মান্নাফি-হুমায়ুন

Image
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে এস এ মান্নান কচি দায়িত্ব পেয়েছেন। অপরদিকে দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হিসেবে হুমায়ুন কবির দায়িত্ব পেয়েছেন।শনিবার বিকালে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মহানগরের দুই অংশের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সম্মেলনের প্রধান অতিথি শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করা হয়। ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থা...

ডিআরইউ'র নির্বাচনে সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধাঃ সম্পাদক রিয়াজ চৌধুরী

Image
নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)'র সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রিয়াজ চৌধুরী। ডিআরইউ'র সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শেষে শনিবার রাতে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।   এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি নজরুল কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক হেলিমুল আলম বিপ্লব, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এইচ এম আখতার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এদের মধ্যে জিয়াউল হক সবুজ, রীতা নাহার, এইচ এম আখতার, খালিদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকারী সদস্য মইনুল আহসান, এস এম মিজান, আহমেদ মুশফিকা নাজনীন, কামরুজ্জামান বাবলু, ইমরান হাসান মজুমদার, ইমরাদ হোসেন ও সায়ীদ আব্দুল মালিক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

প্রশংসায় ভাসছেন বাংলাদেশে আসা সেই আমেরিকান ডাক্তার দম্পতি

Image
অনলাইন ডেস্ক: প্রশংসায় ভাসছেন বাংলাদেশে আসা সেই আমেরিকান ডাক্তার দম্পতি চাইলে নিউজিল্যান্ডে আরাম আয়েশের জীবন কাটাতে পারতেন ডা. এড্রিক বেকার। কিন্তু তা না করে বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য জীবনের একটি উল্লেখযোগ্য অংশ কাটিয়েছেন প্রত্যন্ত অঞ্চলে। টানা ৩২ বছর টাঙ্গাইল জেলার মধুপুরের কালিয়াকুড়ি গ্রামের দরিদ্র মানুষের চিকিৎসা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, তাদের জন্য গড়ে তুলেছিলেন হাসপাতালও। স্বদেশে আরাম-আয়েশের জীবন ত্যাগ করে মানবসেবায় তার এই অবদানে মুগ্ধ হয়ে সবাই তাকে ডাক্তার ভাই বলে ডাকতেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ২০১৫ সালে মারা যান ডা. এড্রিক বেকার। অবশ্য অসুস্থ হওয়ার পর অনেকেই তাকে ঢাকা নিয়ে উন্নত চিকিৎসা দিতে চেয়েছিলেন। তবে রাজি হননি গ্রামের মানুষের চিকিৎসায় জীবনের প্রায় অর্ধেক সময় ব্যয় করা এই ডাক্তার। নিজের তৈরি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এড্রিক বেকার। তবে, মৃত্যুর আগে নিজের একটা ইচ্ছার কথা বলে গিয়েছিলেন তিনি। চেয়েছিলেন এ দেশের কোনো ডাক্তার যেন গ্রামে এসে তার প্রতিষ্ঠিত এই হাসপাতালের হাল ধরেন। কিন্তু হানিফ সংকেতের ইত্যাদিতে প্রচারিত প্রতিবেদন অনুসারে- এ দেশের ...

স্বামীর ছুরিকাঘাতে আহত গৃহবধূর মৃত্যু

Image
মৃত গৃহবধু টুম্পা অনলাইন ডেস্ক:  রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকায় স্বামীর ছুরিকাঘাতে আহত কানিজ ফাতেমা টুম্পা (২৫) নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে তার স্বামী সাফখাত হাসান রবিন প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করে। গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। টুম্পা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। টুম্পার ছোটোবোন আয়শা আক্তার জানান, তারা কুড়িল চৌরাস্তা এলাকায় বসবাস করে। ঐ এলাকার সাফখাত হাসান রবিনের সঙ্গে টুম্পার প্রেমের সম্পর্ক ছিল। দুই মাস আগে রবিন টুম্পাকে বিয়ে করেন। বিয়ের পর টুম্পা রবিনদের বাসায় থাকা শুরু করে। রবিন মাদকাসক্ত। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো।  গতকাল টুম্পাই বাবা-মাকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে। পরে তার খালা নাজমা তাকে আনতে যান। আনার পথে চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে পিছন থেকে টুম্পার পিঠে রবিন ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাতে ঢাকা মেডিক্যালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

১১ দফা দাবিতে সারাদেশে চলছে নৌ ধর্মঘট

Image
অনলাইন ডেস্ক: ১১ দফা দাবিতে সারা দেশে নৌ ধর্মঘট চলছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে নৌ ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। বরিশাল, সিরাজগঞ্জসহ নানা নৌযান ঘাটে রাত থেকে লাগাতার কর্মবিরতি চলছে। প্রথমে বৃহস্পতিবার রাতে কর্মবিরতির ডাক দেয়া হলেও চরমোনাই পীরের মাহফিলের কারণে তা স্থগিত করা হয়। নৌযান শ্রমিক ফেডারেশন বরিশালের নেতা আবুল হাসেম জানান, চরমোনাই মাহফিলে অনেক লঞ্চ ভাড়া হয়েছে, তাছাড়া লঞ্চের অনেক শ্রমিক সেখানকার মুরিদ। এ কারণে কর্মবিরতির সময় পরিবর্তন করা হয়। আমাদের ১১ দফা দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এদিকে শুক্রবার বিকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে অবস্থানরত নৌযান শ্রমিকরা বন্দর চত্বরে বিক্ষোভ মিছিল ও সংগঠনের কার্যালয়ে শ্রমিক সমাবেশ করে। সমাবেশে বক্তারা জানান, তাদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে- শ্রমিকদের বেতন বৃদ্ধি, খোরাকি ভাতা প্রদান, বাল্কহেডসহ সব নৌযানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী নৌযান শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের...

পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতার ২ দেহরক্ষী নিহত

Image
ছবি - সংগ্রহীত সাতক্ষীরা প্রতিনিধি:  সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ নেতার দুই দেহরক্ষী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মামুনুল ইসলাম দ্বীপ (২৫) ও সাইফুল ইসলাম (৩৮)। শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা শহরের কাছে কামালনগরের বাইপাস সড়কের ধার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দ্বীপ সাতক্ষীরা শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে ও সাইফুল ইসলাম কালিগঞ্জের ইজরপুর গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে। তারা দুজনই ছাত্রলীগকর্মী। নিহতরাজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী হিসাবে পরিচিত। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, গত ৩১ অক্টোবর কালিগঞ্জের পাওখালিতে গুলি করে দুই এজেন্টের কাছ থেকে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় দ্বীপ ও সাইফুলের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা হয়। তিনি জানান, বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা শহরের কাছে কামালনগরের বাইপাস সড়কের ধারে অন্য সহযোগীদের আটক করতে তাদের নিয়ে গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ...

আজ সাবেক মেয়র আনিসুল হকের ২য় মৃত্যু বার্ষিকী

Image
ডেস্ক নিউজ:  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান তিনি। সেখানে সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিস্কের রক্তনালির প্রদাহ) আক্রান্ত হলে ১৩ আগস্ট তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান জনপ্রিয় এ মেয়র। রাজনীতিতে কোনো দলে নাম না লেখানো আনিসুল হক ২০১৫ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ডিএনসিসির মেয়র নির্বাচিত হন। রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচিত ও প্রশংসিত হন তিনি। ২০১৫ সালের ডিসেম্বরে তেজগাঁও ট্রাক টার্মিনালের সামনের সড়ক দখলমুক্ত করতে গিয়ে তিনি বিক্ষুব্ধ চালকদের ক্ষোভের মুখে পড়েন। পরে তার নেতৃত্বে ডিএনসিসি ওই সড়ক দখলমুক্ত করে। শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত রাস্তা ও বিভিন্ন এলাকার পার্ক দখলমুক্ত করা এবং শহরের পথচারীদের জন্য আধুনিক টয়লেট নির্মাণ করেন তিনি। গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বিশেষ রঙের রিকশা এবং ‘ঢাকা চাকা’ নামে শীতাতপ নিয়ন্ত...

ড.এনামুর রহমান ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জামগড়া যুব সংঘ

Image
আশুলিয়া প্রতিনিধিঃ  আশুলিয়ায় ডা.এনামুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আশুলিয়ায় গাজিরচট এ এম উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় সাভার সদর ইউনিয়ন যুব সংঘকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জামগড়া যুব সংঘ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এ সময় খেলাটি দেখার জন্য স্কুল মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত হন।  এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, স্বর্নিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ধামসোনা ইউপি আ.লীগের সভাপতি লতিফ মন্ডল ও সাধারণ সম্পাদক মতিউর রহমান  সহ আরো অনেকে।

নামাজে সেজদারত অবস্থায় নারী মৃত্যু

Image
  প্রতিকি ছবি কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে চিকিৎসা সেবা নিতে আসা হোসনে আরা ( ৫৫ ) নামে এক নারী নামাজে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন । শুক্রবার দুপুরে কটিয়াদীতে শারমিন ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে । নিহত হোসনে আরা উপজেলা মুমুরদিয়া ইউনিয়নের ধনকীপাড়া গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী । হোসনে আরার ছোট ভাই রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক সংগ্রাম   জানান , আমার বড় বোন হোসনে আরা ২০১৪ সাল থেকে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তিনি প্রতিমাসে ডাক্তার দেখানোর জন্য কটিয়াদীতে শারমিন ডায়াগনস্টিক সেন্টারে আসতেন । আজও তিনি ডাক্তার দেখানোর জন্য এসে সিরিয়ালে নাম লেখান। ডাক্তার জুম্মার   নামাজ পড়তে মসজিদে চলে গেলে আমার বোন ডায়াগনস্টিক সেন্টারের এক কক্ষে নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। ডায়াগনস্টিক সেন্টারের লোকজন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । শারমিন ডায়াগনস্টিক সেন্টারে...

রবিবার স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী

Image
ফাইল ছবি অনলাইন ডেস্ক : তিন দিনের সরকারি সফরে স্পেনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫) এ যোগ দিতে রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি) ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রোববার সকালে মাদ্রিদের উদ্দেশে রওনা হবে। বিমানটির বিকাল ৫টা ৪০ মিনিটে (স্পেনের স্থানীয় সময়) মাদ্রিদ টোরেজন বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায় নিয়ে যাওয়া হবে। স্পেন সফরকালে প্রধা...

গণধোলাইয়ের শিকার সেই ৩ পুলিশ সদস্য রিমান্ডে

Image
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় গণধোলাইয়ের শিকার সেই ৩ পুলিশ সদস্য ও একজন সোর্সের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকাল ৫টার দিকে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার সকালে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে প্রেরণ করে। রিমান্ডকৃতরা হলেন- মির্জাপুর উপজেলার বাশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, রাসেল ও পুলিশের সোর্স হাসান। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে সখীপুর থানার এসআই আয়নুল হক বাদী হয়ে পুলিশের ওই ৩ সদস্য ও সোর্সসহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পলাতকরা হলেন- ওই ফাঁড়ির কনস্টেবল হালিম ও মোজাম্মেল এবং পুলিশের সোর্স রাজাবাড়ির আল আমীন। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পুলিশের সব নিয়ম কানুন উপেক্ষা করে অন্য উপজেলার প্রত্যন্ত এলাকায় সাদা পোশাকে এক এএসআই, চার কনস্টেবল ও দুই সোর্স সেখানে গিয়েছিল। এ ব্যাপারে ৫ পুলিশ সদস্য ও দুই সোর্সসহ ৭ জনের বিরুদ্...

অপহৃতদের উদ্ধার করতে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ

Image
আশুলিয়া প্রতিনিধিঃ আশুলিয়ায় অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে ৪ পুলিশ সদস্য। এ সময় হামলার সাথে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেন জমিদার(৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকায় আটককৃত দেলোয়ার জমিদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যপারে অপহৃত কিশোরীর ভগ্নিপতি মনির বলেন, আমার শ্যালিকাকে বরিশাল থেকে অপহরণ করে নিয়ে এসে জামগড়ার দেলোয়ার জমিদারের বাড়িতে আটকে রাখে। আমরা বিষয়টি জানতে পেরে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে সেখানে গেলে স্থানীয় দেলোয়ার জমিদারের লোকজন আমাদের সাথের দুইজনকে আটকে রাখে। আমরা ৯৯৯ এ ফোন করে সাহায্য চাইলে তাদের কথা মত আমরা আশুলিয়া থানায় যাই। সেখান থেকে পুলিশ ওই বাড়িতে গেলে তারা আমাদেরসহ পুলিশের ওপর হামলা করে। পুলিশের অপর একটি টিম ঘটনাস্থল থেকে পুলিশসহ আমাদের উদ্ধার করে।  হামলার শিকার পুলিশের ব্যপারে জানতে চেয়ে আশুলিয়া থানা ডিউটি অফিসারের কাছে দু"দফায় মুঠোফেনে যোগাযোগ করা হলেও তিনি কোন তথ্য দিতে পারেননি এবং পরে আবারো যোগাযোগ করতে বলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ...

ধামরাইয়ে পাঁচ ইটভাটাকে ৬০ লাখ টাকা জরিমানা

Image
ফাইল ছবি ধামরাই প্রতিনিধি:  ঢাকার ধামরাইয়ে অবৈধ ভাবে গড়ে উঠা পাঁচ ইটভাটাকে ৬০ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ধামরাইয়ে ডাউটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম। এসময় পাঁচ ইট ভাটাকে জরিমানা করা হয় ও তাদের চুল্লী ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। মাকসুদুল ইসলাম জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। সম্প্রতি হাইকোর্ট থেকে একটি নির্দেশও দেওয়া হয়েছে। সেখানে আগামী ১৫ দিনের মধ্যে সকল অবৈধ ইট ভাটা বন্ধ করে দিতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই অভিযান। অভিযানে বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সরিফুল ইসলাম বলেন, আজ ধামরাইয়ের ডাউটিয়া এলাকার ইউ এস এ ব্রিকস্ কে ১২ লাখ, হালিমা ব্রিকস্ কে ১২ লাখ, ডাউটিয়া ব্রিকস্ কে ১২ লাখ, আজিজ ব্রিকস্ কে ১২ লাখ ও সান ব্রিকস্ কে ১২ লাখ করে মোট ৬০ লাখ টাকা জরিমানা করা হয়৷ এর মধ্যে চারটি ইটভাটা থেকে নগদ ৪৮ লাখ টাকা আদায় করা হয়ে। আর হালিমা নামের একটি ইটভাটার টাকা জন্য ইট ভাটার মালিক সময় নিয়েছে। সময় অনুযায়ী ট...

এসএটিভি থেকে হেড অব নিউজ ফয়সালকে বের করে দিলো বিক্ষুব্ধরা

Image
                 অনলাইন ডেস্ক: শতাধিক গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করার চক্রান্তসহ প্রথম ধাপে ১০ জনকে ছাঁটায়ের জের ধরে হেড অব নিউজ মাহমুদ আল ফয়সালকে এসএ টেলিভিশন কার্যালয় থেকে বের করে দেয়া হয়েছে। বুধবার রাত পোনে ১০টার দিকে টেলিভিশনটির সবগুলো বিভাগের বিক্ষুব্ধ কর্মীরা তাকে এসএটিভি কার্যালয় ছেড়ে যেতে বাধ্য করেন। এসময় তারা হেড অব নিউজ ফয়সালের কয়েকজন সহযোগির বিরুদ্ধেও শ্লোগান দেন। সেসময় এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বিক্ষুব্ধ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তবে তিনি বিষয়টির তাৎক্ষণিক সমাধান না করে বৃহস্পতিবার সাংবাদিক নেতাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। অবশ্য ক’দিন আগ থেকেই প্রতিষ্ঠানটির কর্মীরা ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তিনি তাদের সময় দেননি। এরইমধ্যে বুধবার সন্ধ্যায় সালাহউদ্দিন আহমেদ তার গুলশানের বাসভবনে সিওও খ ম হারুন, হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল এবং ভারপ্রাপ্ত হেড অব প্রোগ্রাম আশরাফ-উজ-জামান এবং প্রোডিউসার কামরুজ্জামান (রঞ্জু)সহ কয়েকজনকে নিয়ে রুদ্ধদার বৈঠকে বসেন। সেখা...

সাভার উপজেলা আ.লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলাকে তাহের মৃধার ফুলেল শুভেচ্ছা

Image
নিজস্ব প্রতিনিধি: পরপর তিনবার সাভার উপজেলা আ.লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় মিসেস হাসিনা দৌলাকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা  জ্ঞাপন করেন ইয়ারপুর ইউনিয়ন  পরিষদের ৬নং ওয়ার্ডের সফল মেম্বার এবং ইয়ারপুর ইউপি আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের মৃধা।  বৃহস্পতিবার সন্ধায় আশুলিয়ার কুটুরিয়ায় সাভার উপজেলা আ.লীগের সভাপতি হাসিনা দৌলার নিজস্ব বাস ভবনে আ.লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে টানা তৃতীয় বারের  সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান।  এ সময় আবু তাহের মৃধা আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য গত ১৫ই নভেম্বর সাভার উপজেলা আ.লীগের কাউন্সিলে টানা তৃতীয় বারের মতো হাসিনা দৌলা সভাপতি নির্বাচিত হন। 

কেন মস্তিষ্কের রোগ হয়, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি?

Image
অনলাইন ডেস্ক: পারকিনসন মস্তিষ্কের এক বিশেষ রোগ। মরণব্যাধি রোগগুলোর মধ্যে পারকিনসন একটি। অ্যালজেইমার রোগের পর এটি দ্বিতীয় সর্বাধিক নিউরো ডিজেনারেটিভ রোগ।একটি সমীক্ষা অনুযায়ী, সমগ্র বিশ্বে মোট জনসংখ্যার ১০ মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে। মারা গেছেন কয়েক হাজার মানুষ। পারকিনসন রোগ কী? পারকিনসন রোগ এক প্রকার নিউরো ডিজেনারেটিভ বা স্নায়ুর অধঃপতনজনিত রোগ। নিউরো ডিজেনারেটিভ মানে নিউরনের অধঃপতন বা মৃত্যু। এই রোগ সম্পূর্ণ নিরাময়ের কোনো সঠিক প্রক্রিয়া নেই। এই রোগের লক্ষণ- ১. হাত, পা, মাথা এবং মুখের থুতনি ও চোয়াল কেঁপে ওঠা। ২. শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। ৩. হাত-পা ও শরীরের মাংসপেশি শক্ত হয়ে যাওয়া। ৪. হাঁটাচলা ক্রমশ ধীরগতি হয় এবং জড়তা দেখা দেয়। ৫. গলার স্বরের পরিবর্তন লক্ষ্য করা যায়। ৬. স্মৃতিশক্তি কমতে থাকে। ভুলে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে বাড়তে থাকে। ৭. কোষ্ঠকাঠিন্য বা চামড়ার নানাবিধ সমস্যা দেখা দেয়। ৮. ঘ্রাণশক্তি হারিয়ে ফেলে। ৯. কখনও ঘুম বেশি হওয়া বা একেবারে ঘুম না হওয়ার লক্ষণ দেখা দেয়। ১০. যৌন ক্ষমতা হারিয়ে ফেলা। ১১. খাবার গিলতে সমস্যা ও অনিয়ন্ত্রিত মূত্রত্যাগ। এর ...

শুটিংয়ের মাঝেই অভিনেতা মৃত্যু

Image
অনলাইন ডেস্ক: শুটিংয়ের মাঝেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় এক অভিনেতা। এ অভিনেতার নাম গডফ্রে গাও। তাইওয়ানিজ-কানাডিয়ান এই অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। বুধবার চাইনিজ রিয়েলিটি শো ‘চেজ মি’র শুটিংয়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতলে নেয়ার পর পরই তিনি মারা যান। শোটির অন্য এক অভিনেতার বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে খেলছিলেন তিনি। আর এ সময়ই হৃদরোগে আক্রান্ত হন। চীনের ঝেজিয়াং টিভি কর্তৃপক্ষ জানায়, বুধবার মধ্যরাত পর্যন্ত গডফ্রে গাও চ্যালেনটির জনপ্রিয় রিয়েলিটি শো ‘চেজ মি’র শুটিং করছিলেন। অন্য আরেকজনের বিপক্ষে চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের পারদর্শিতা দেখাচ্ছিলেন। একপর্যায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে স্টেজেই ঢলে পড়েন গাও। তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হন চিকিৎসকরা। হৃৎযন্ত্র আর সচল করা যায়নি তার। গাওয়ের সাবেক ব্যবস্থাপক ও ঘনিষ্ঠ বন্ধু অ্যান্ড্রু ওউই সংবাদমাধ্যমকে বলেন, গাওয়ের এমন মৃত্যুতে আমরা বাকরুদ্ধ। একেবারেই ভেঙে পড়েছি আমি। তার সঙ্গে আমি শুধু কাজই করতাম না, তিনি আমার খুব ভালো একজন বন্ধু ছিলেন। তার অনুপস্থিতি আমাদের শিল্পতে বেশ প্রভাব ফেলবে। গাওয়ের বাবা-...