অপহৃতদের উদ্ধার করতে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ


আশুলিয়া প্রতিনিধিঃ আশুলিয়ায় অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছে ৪ পুলিশ সদস্য।
এ সময় হামলার সাথে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেন জমিদার(৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকায় আটককৃত দেলোয়ার জমিদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ব্যপারে অপহৃত কিশোরীর ভগ্নিপতি মনির বলেন, আমার শ্যালিকাকে বরিশাল থেকে অপহরণ করে নিয়ে এসে জামগড়ার দেলোয়ার জমিদারের বাড়িতে আটকে রাখে। আমরা বিষয়টি জানতে পেরে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে সেখানে গেলে স্থানীয় দেলোয়ার জমিদারের লোকজন আমাদের সাথের দুইজনকে আটকে রাখে।
আমরা ৯৯৯ এ ফোন করে সাহায্য চাইলে তাদের কথা মত আমরা আশুলিয়া থানায় যাই। সেখান থেকে পুলিশ ওই বাড়িতে গেলে তারা আমাদেরসহ পুলিশের ওপর হামলা করে। পুলিশের অপর একটি টিম ঘটনাস্থল থেকে পুলিশসহ আমাদের উদ্ধার করে।
 হামলার শিকার পুলিশের ব্যপারে জানতে চেয়ে আশুলিয়া থানা ডিউটি অফিসারের কাছে দু"দফায় মুঠোফেনে যোগাযোগ করা হলেও তিনি কোন তথ্য দিতে পারেননি এবং পরে আবারো যোগাযোগ করতে বলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশের অফিসার-ইনচার্জ রিজাউল হক দীপু বলেন, এঘটনায় দেলোয়ার জমিদারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Comments

Popular posts from this blog

নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত

বই মেলায় শান্তনু চৌধুরীর বড় মেজ ছোট ও মোবাইল জার্নালিজম

পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় সাভার থানায় ৬ জনের নামে মামলা