উত্তর ও দক্ষিণ সিটিতে বিএনপির কাউন্সিলর প্রার্থী যারা
অনলাইন ডেস্ক রিপোর্ট : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে দলটি। মঙ্গলবার ভোররাত চারটার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে চূড়ান্ত তালিকায় কয়েকটি ওয়ার্ডের প্রার্থী চূড়ান্ত করা হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (সাধরণ কাউন্সিলর) মাসুদ চৌধুরী, থানা বিএনপি নেতা খিলগাঁও ০২ মো. আবুল হোসেন থানা বিএনপি নেতা খিলগাঁও ০৩ মো. গোলাম হোসেন সভাপতি, সবুজবাগ থানা সবুজবাগ ০৪ মনোয়ার হোসেন মানু থানা বিএনপি নেতা সবুজবাগ ০৫ শামসুল হুদা সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মহানগর বিএনপি মুগদা ০৬ সামসুল হুদা (কাজল) সাধারণ সম্পাদক, মুগদা থানা বিএনপি মুগদা ০৭ আলমগীর হোসেন থানা বিএনপি নেতা মতিঝিল ০৮ (প্রার্থী চূড়ান্ত হয়নি) মো. হারুন অর রশীদ যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল ১০ মির্জা আসলাম আসিফ ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহানপুর ১১ ফজলে রুবাইয়াত (পাপ্পু) ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহানপুর ১২ আব্বাস উদ্দিন সরকার ওয়ার্ড বিএনপি নেতা পল্টন ১৩ আব্দুল আজিজ সাধারণ সম্পাদক, হাজারীবাগ থ...