Posts

Showing posts from December, 2019

উত্তর ও দক্ষিণ সিটিতে বিএনপির কাউন্সিলর প্রার্থী যারা

Image
অনলাইন ডেস্ক রিপোর্ট : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে দলটি। মঙ্গলবার ভোররাত চারটার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে চূড়ান্ত তালিকায় কয়েকটি ওয়ার্ডের প্রার্থী চূড়ান্ত করা হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (সাধরণ কাউন্সিলর) মাসুদ চৌধুরী, থানা বিএনপি নেতা খিলগাঁও ০২ মো. আবুল হোসেন থানা বিএনপি নেতা খিলগাঁও ০৩ মো. গোলাম হোসেন সভাপতি, সবুজবাগ থানা সবুজবাগ ০৪ মনোয়ার হোসেন মানু থানা বিএনপি নেতা সবুজবাগ ০৫ শামসুল হুদা সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মহানগর বিএনপি মুগদা ০৬ সামসুল হুদা (কাজল) সাধারণ সম্পাদক, মুগদা থানা বিএনপি মুগদা ০৭ আলমগীর হোসেন থানা বিএনপি নেতা মতিঝিল ০৮ (প্রার্থী চূড়ান্ত হয়নি) মো. হারুন অর রশীদ যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল ১০ মির্জা আসলাম আসিফ ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহানপুর ১১ ফজলে রুবাইয়াত (পাপ্পু) ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহানপুর ১২ আব্বাস উদ্দিন সরকার ওয়ার্ড বিএনপি নেতা পল্টন ১৩ আব্দুল আজিজ সাধারণ সম্পাদক, হাজারীবাগ থ...

বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমনের জন্মদিন আজ

Image
নিজস্ব প্রতিবেদকঃ   বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমনের ৫০তম জন্মদিন আজ।  দেশের প্রথম সারির জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চিপ-ইন- ক্রাইম রিপোটার এবং দৈনিক অন্যদিগন্ত পত্রিকার প্রধান সম্পাদক সাইদুর রহমান রিমন সাদামাটা চালচলনের অভ্যাস্থ।  এই মানুষটি অত্যান্ত শান্ত ও অমায়িক প্রকৃতির। তার অনুসন্ধানী অপরাধ মূলক সংবাদের ভক্ত দেশের গণ্ডি পেরিয়ে বহৃিবিশ্বে স্থান করে নিয়েছে।  গ্রাম থেকে শহরে তিনি একনামে পরিচিত। প্রচার বিমুখ মানুষটি সর্বদা নিজেকে আড়াল করতে ভালবাসেন।  দেশের নানা অনিয়ম দুর্ণীতির সংবাদ গুলো তার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সর্বদা তার নিউজ গুলো লিড নিউজ হিসেবে প্রকাশিত আশির দশক থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত হন তিনি দীর্ঘদিন কাজ করেছেন দৈনিক ইত্তেফাকে। সংবাদকর্মীদের কাছে অত্যান্ত প্রিয় একজন মানুষ সাইদুর রহমান রিমন। তিনি সেই ব্যাক্তি যার নিউজে সরকার প্রশাসন লড়ে চড়ে বসে। তার লিখনীর মাধ্যমে দুনীর্তিবাজদের চরিত্র স্পস্টভাবে ফুটে উঠে। অন্যায় অত্যাচার অবিচার আর দুর্ণীতর বিরুদ্ধে  তার রয়েছে অসংখ্য প্রতিবেদন।  নিজের জন্মদিন...

ইসলামিক ফাউন্ডেশন থেকে শামীম আফজালের বিদায়

Image
অনলাইন ডেস্ক: নানা নাটকীয়তা ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কয়েক মাস পর অবশেষে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) পদ থেকে বিদায় নিচ্ছেন শামীম মোহাম্মদ আফজাল। তার পরিবর্তে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার এক অফিস আদেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ পরিবর্তন আনে। আদেশে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে শেষ হবে। ইসলামিক ফান্ডেশনের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) জনাব মু. আ. হামিদ জমাদ্দারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা শামীম মোহাম্মদ আফজাল বিগত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। চাকরীর বয়স শেষে ২ দফায় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ...

শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ছাড়ছি না : মান্না

Image
অনলাইন ডেস্ক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমি যা শপথ নিব, তা করে ছাড়ব। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ছাড়ছি না। আজ থেকে গণতন্ত্র উদ্ধারের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে।’ সোমবার রাজধানীর মৎস্য ভবনের সামনে নাগরিক ঐক্য আয়োজিত ‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আজ থেকে আমরা গণতন্ত্র উদ্ধার আন্দোলনের ডাক দিয়েছি। এই আন্দোলনে আমরা জিতব এবং এই আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করব। এই আন্দোলন সবার। আজ থেকে লড়াই শুরু করেছি, এ লড়াই চলবে।’ এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, বর্তমান সরকার দেশ বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চায়। সারা বিশ্বে ভোট হয় দিনে, আর এখানে ভোট হয় রাতে। সারা পৃথিবীতে নির্বাচন হয় নির্বাচনের দিন, আর এখানে নির্বাচন হয় তার আগের দিন। এই সরকারকে বলব আপনাদের যেতে হবে, কিভাবে যাবেন আপনি সিদ্ধান্ত নেন।’ তিনি আরও বলেন, দেশের সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। পেঁয়াজ, তেল, আলু- সবকিছুর দাম বেড়েছে। মানুষ খেতে পারছে না, অথচ সরকারদলীয় নেতাকর্মীরা লন্ডন, আমেরিকায় বাড়...

কুমিল্লা ইউপি নির্বাচন পুনরায় চেয়ে মেম্বার প্রার্থীর সাংবাদিক সম্মেলন

Image
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে গলিয়ারা উত্তর ইউপি এলাকায় বিভিন্ন প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেউ নিহত হয়নি। এদিকে গলিয়ারা দক্ষিণ  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ডাঃ মামুনুর রশিদ এর কর্মীরা ভোট দিতে যাওয়ার পথে অপর মেম্বার প্রার্থী জিয়াউর রহমানের এলাকায় অবস্থিত শুভপুর স্কুল কেন্দ্রে যাওয়ার পথে আমার ভোটার সমর্থকদের উপর জিয়াউর রহমানের সমর্থিত কিছু এলাকা এবং বহিরাগত কর্মীরা মোরগ প্রতীকের সমর্থিত ভোটারদের উপর গুলি ও ককটেল ছুড়ে বলে জানান মেম্বারপ্রার্থী মামুনুর রশিদ। জিয়াউর রহমানের সমর্থিত কর্মীদের ছোড়া ককটেল ও গুলিতে গুরুতর আহত হন ভোট দিতে আসা ইউপি মেম্বার প্রার্থী মামুনুর রশিদের ৭ জন কর্মী সমর্থক এরে মধ্যে ৪ জনের অবস্হা গুরুত্বর তাদেরকে ঢাকা মেডিকেলে জরুরী পাঠানো হয়েছে বলে জানান। মেম্বার প্রার্থী মামুন সাংবাদিকদের জানান আমার সমর্থকরা আহত হবার কারনে আমি হাসপাতালে ছিলাম , আমার কর্মী এবং সমর্থক ভোটাররা  হামলার ভয়ে জীবনের ঝু...

বাম দলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, জোনায়েদ সাকি সহ ১৪জন আহত

Image
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিচার্জে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সোমবার দুপুরে রাজধানীর মৎস্য ভবন এলাকায় জোটের নেতা-কর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এ লাঠিচার্জ করে পুলিশ।    জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন অ্যাখ্যা দিয়ে কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছিল বাম গণতান্ত্রিক জোট। এ সময় মৎস্যভবন এলাকায় পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এ সময় জোটের নেতাকর্মীদের লাঠিপেটা করে। এ ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। জোনায়েদ সাকিসহ ঢামেক হাসপাতালে বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।  জোনের ডিসি সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, দুপুর ১টার দিকে বাম জোটের নেতারা ...

মেয়র পদে তাপসের মনোনয়নে আশুলিয়ায় বাদল শেখের মিষ্টি বিতরণ

Image
আশুলিয়া প্রতিনিধি: ঢাকা সিটি কপোরেশন দক্ষিণ অঞ্চলের আসন্ন নির্বাচনে মেয়র হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কে আ'লীগের প্রার্থী হিসেবে মনোনিত করায় মিষ্টি বিতরণ করেছে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ বাদল শেখ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় স্থানীয় জন সাধারণ ও যুবলীগের নেতাকর্মীদের মাঝে তিনি মিষ্টি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আজমাদ হোসেন, শিবলু রহমান, সাইফুল ইসলাম, পলাশ ও বাদশ মিয়া, আশিক শেখ, রবিউল ইসলামসহ অন্যন্য নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ সকল শাহাদাৎ বরনকারীদের রুহের মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা সিটি নির্বাচনে উত্তর ও দক্ষিণে আ.লীগের কাউন্সিলর প্রার্থী যারা

Image
 নিজস্ব প্রতিনিধি: ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দুই সিটিতে মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা করেছে ক্ষমতাসীন দলটি। রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মনোনীত কাউন্সিলর প্রার্থীরা হলেন- ওয়ার্ড অনুযায়ী তালিকা দেয়া হয়েছে- ১. মো. আফসার উদ্দিন ২. কদম আলী ৩. জিন্নাত আলী ৪. জামান মোস্তফা ৫. আব্দুর রউফ ৬. ৭. তোফাজ্জেল ৮. আবু কাসেম ৯. মুজিব সরোয়ার ১০. আবু তাহের ১১. আব্দুল মান্নান ১২. মুরাদ হোসেন ১৩. হারুনরি রশিদ ১৪. মইনদ্দিন ১৫. মতিউর রহমান ১৬. ইসহাক ১৭. জাকির ১৯. মফিজ ২০. জাহিদুর রহমান ২১. মাসুম ২২. লিয়াকত ২৩. সাখাওয়াত ২৪. সফিউল্লাহ ২৫. মন্জু ২৬. শামীম ২৭. ২৮. ফোরকান ২৯. রতন ৩০. হাসু ৩১. ডেইজি ৩২. হাসানুল ইসলাম ৩৩. হাসিব আহমেদ ৩৪. ৩৫. সরদার ৩৬. তৈমুর ৩৭. জাহাঙ্গীর ৩৮. সেলিম ৪০. নজরুল ৪১. মতিন ৪২. জাহাঙ্গীর ৪৩. শরিফুল ইসলাম ৪৪. শফিক ৪৫. জয়নাল ৪৬. ছাইদুর রহমান ৪৭. মোতালেব মিয়া ৪৮. মাসুদ ৫০. শাম...

ঢাকা সিটি নির্বাচনে উত্তরে আতিক তাবিথ দক্ষিণে তাপস ইসরাক

Image
ডেস্ক নিউজ:   আসন্ন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তর সিটিতে বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণে ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মনোনয়ন দিয়েছে দলটি। রবিবার (২৯শে ডিসেম্বর) দলের স্থানীয় সরকার নির্বাচন উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন বর্তমান মেয়র সাঈদ খোকন। উত্তরের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলামকেই বহাল রাখা হয়েছে। অপরদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। ঢাকা উত্তর সিটিতে দলটির মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল আর দক্ষিণে মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাত পৌনে সাতটার দিকে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। এর আগে প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।

বাবার সাথে চিরনিদ্রায় শায়িত দুই কন্যা

Image
নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মিন্টু ও তার দুই মেয়েকে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর কালচোঁ ইউপির পিরোজপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে বাবা সাইফুজ্জামান ও পরে দুই মেয়ে আশরা আনাম খান ও তাসমিন জামান খানের জানাজা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি ও প্রাইভেটকারের সংঘর্ষে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সাইফুজ্জামান মিন্টুর স্ত্রী কনিকা আক্তার ও ছেলে মন্টি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে। নিহতের ভাই অধ্যাপক মোস্তফা কামাল খান বলেন, আমাদের বাবা কৃষক ছিলেন। আমরা ছয় ভাই পাঁচ বোন। মিন্টু ভাই-বোনদের মাঝে দশম। আর কোনো পরিবারের সদস্যদের যেন এভাবে প্রাণ হারাতে না হয়। জানাজার আগে মিন্টু ও তার দুই মেয়েকে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা আওয়াম...

কুমিল্লা সদর দক্ষিণ ইউপি নির্বাচন পেছানোর দাবিতে-বিএনপির প্রার্থীদের সাংবাদিক সম্মেলন

Image
কুমিল্লা প্রতিনিধি: আগামী ৩০ডিসেম্বর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর ও দক্ষিণ গলিয়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপি প্রার্থীদের মাঝে নির্বাচন নিয়ে সংকোচ ,হতাশা দেখা দিয়েছে বলে জানা গেছে। গতকাল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার স্থানীয় একটি অডিটোরিয়ামে সদর দক্ষিণ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিনহাজ হোসেন শামিম, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন নির্বাচনের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সহিদুল ইসলাম ,মোঃ কামরুল হাসান মজুমদার। ৩০ ডিসেম্বর দুই ইউনিয়নের নির্বাচন বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বলেন-হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের কার্যক্রম অনেকদিন স্থগিত ছিল।যার ফলে নির্বাচনী প্রচার প্রচারণা এবং জনসম্মুখে কৌশলাদি বিনিময় সম্ভব হয় নি। স্থগিত থাকার পর গত ২৬ ডিসেম্বর সদর দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা আগামী ৩০ ডিসেম্বর গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষ...

এই ছবিটি আজ শুধুই স্মৃতি

Image
ছবিটির এই সুখি পরিবারের দুজন ব্যাতিত আর সবাই মৃত নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মর্মন্তিক  সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও তার দুই মেয়ে নিহতের ঘটনায় আহত  স্ত্রী কনিকা আক্তারের এই  কাছে এই ছবিটি আজ শুধু স্মৃতি। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া লরির ধাক্কায় দুটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই দুই শিশু মারা যায়। পরে মারা যায় স্বামী বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মো. সাইফুজ্জামান মিন্টু (৪৫)। তিনি চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। এ ছাড়া নিহত দুই মেয়ে হলো আতরা জামান খান (১৩), তাসনিম জামান খান (১১)।  স্ত্রী কণিকা আক্তার (৩৫) ও তাদের ১০ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, সাইফুজ্জামান তার স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে প্রাইভেটকারে ঢাকায় যাচ্ছিলেন। চট্টগ্রাম থেকে তাদের ঢাকার মিরপুরে যাওয়ার কথা ছিল। ওই প্রাইভেটকারটি ফৌজদারহাট বাইপা...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩,আহত ২

Image
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মর্মন্তিক  সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও ১০ বছর বয়সী এক ছেলে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া লরির ধাক্কায় দুটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই দুই শিশু মারা যায়। নিহতরা হলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মো. সাইফুজ্জামান মিন্টু (৪০)। তিনি চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। এ ছাড়া নিহত দুই মেয়ে হলো আতরা জামান খান (১৩), তাসনিম জামান খান (১১)। ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী কণিকা আক্তার (৩৫) ও তাদের ১০ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, সাইফুজ্জামান তার স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে প্রাইভেটকারে ঢাকায় যাচ্ছিলেন। চট্টগ্রাম থেকে তাদের ঢাকার মিরপুরে যাওয়ার কথা ছিল। ওই প্রাইভেটকারটি ফৌজদারহাট বাইপাস সড়কে এলে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি লরি তাদের প্রা...

ভেজাল খেজুর গুড়ের ভিড়ে কী করে চিনবেন খাঁটি কোনটা?

Image
জীবনধারা ডেস্ক : শীতে খেজুর গুড়ের চাহিদা সবার ঘরেই। বিভিন্ন পিঠা থেকে শুরু করে পায়েস, মিষ্টি থেকে নাড়ু সবকিছুতেই এই গুড়ের ব্যবহার বেশ জনপ্রিয়। তবে এই গুড়েও আজকাল মিশছে ভেজাল। বেশি মিষ্টি করার জন্য মেশানো হচ্ছে কৃত্রিম চিনি, কখওনো বা রং আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে কৃত্রিম রং। কেনার সময় সেসব ভেজাল মেশানো গুড়ই কিনে আনছেন হয়তো! তবে গুড়ে আদৌ কোনো ভেজাল আছে কি না তা সহজেই বোঝা যায় কিছু কৌশল মেনে চললেই। কেনার সময় সতর্ক থাকুন এসব উপায়ে- ১. কেনার সময় একটু গুড় ভেঙে নিয়ে চেখে দেখুন। নোনতা স্বাদ লাগলে বুঝবেন এই গুড় খাঁটি নয়। এতে কিছু ভেজাল মেশানো রয়েছে। ২. কেনার সময় গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম লাগে, বুঝবেন গুড়টি বেশ ভাল মানের। ধার কঠিন হলে সেই গুড় না কেনাই বুদ্ধিমানের কাজ। ৩. যদি গুড় একটু তেতো স্বাদের হয়, তবে বুঝতে হবে গুড়টি বহু ক্ষণ ধরে জ্বাল দেয়া হয়েছে। তাই একটু তিতকুটে স্বাদ নিয়েছে। স্বাদের দিক থেকে এমন গুড় খুব একটা সুখকর হবে না। ৪. গুড় যদি স্ফটিকের মতো তকতকে দেখতে হয়, তবে বুঝবেন, গুড়টি যে খেজুর রস দিয়ে তৈরি করা হয়েছিল তার স্বাদ খুব একটা মিষ্টি ছিল না। তাই গুড়...

নোয়াখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

Image
নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোখলেছুর রহমান সুবিল্লা (৩৯) নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার পূর্ব নাটেশ্বর ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামের বদ্ধ বাড়ির কাঁচা রাস্তার উপর এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, ৩ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা উদ্ধার করেছে পুলিশ। নিহত মোখলেছুর রহমান সুবিল্লা বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ইসহাক মিয়ার ছেলে। তিনি ১১ মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।  সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ জানান, পুলিশ রাত্রিকালীন রণপাহারা দেওয়ার সময় একটি ডাকাত দল পুলিশের মুখোমুখি হয়ে যায়। পরে প্রথমে পুলিশকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছুঁড়ে। পুলিশ পাল্টা ১৭ রাউন্ড গুলি চালালে ডাকাত সুবিল্লা ঘটনাস্থলে নিহত হন।।

১০০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

Image
:: আন্তর্জাতিক ডেস্ক :: কাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কি কারণে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা তা তাৎক্ষনিক জানা যায়নি। শুক্রবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। আলমাটি বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আরোহীদের মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। প্লেনটি দেশের সবচেয়ে বড় শহর আলমাটি থেকে রাজধানী নুরসুলতান যাচ্ছিল। এতে ৯৫ যাত্রী ও পাইলটসহ পাঁচ ক্রু ছিলেন। আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনটি উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। সেসময় এক নারীকে চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকতে শোনা যায়।

'দ্রুতই বড় ট্রফি জিতবে বাংলাদেশ'-

Image
 অনলাইন ডেস্কঃ নানাবিধ সমস্যায় বাংলাদেশের ক্রিকেট এখন জর্জরিত। মাঠের পারফর্মেন্সের অবস্থা খুবই খারাপ। বোর্ড-ক্রিকেটারদের সম্পর্ক সুবিধার নয়। সাকিব আল হাসান আছেন নিষেধাজ্ঞায়। দর্শকরাও এবার বিপিএল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্সে যেমন দৈন্যদশা, মাঠের বাইরে নানা বিতর্কে জেরবার দেশের ক্রিকেট। এর মাঝেও আশার আলো দেখতে পাচ্ছেন পাকিস্তানি অভিজ্ঞ অল-রাউন্ডার শোয়েব মালিক। দ্রুতই তিনি বাংলদেশের ঘরে ট্রফিও দেখতে পারছেন! আসলে কোনো দেশে খেলতে গিয়ে সেই দেশের ক্রিকেট সম্পর্কে ভালো কথাই বলে থাকেন সবাই। কারণ এটা ভদ্রতা। যে মানিসকা থেকেই হোক না কেন, বিপিএল খেলতে আসা শোয়েব মালিক আজ সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশ জাতীয় দলের দিকে যদি তাকান, এমনকি 'এ' দল ও অনূর্ধ্ব-১৯ দল, সবাই পারফর্ম করছে। তার মানে এই দেশের ক্রিকেট সঠিক পথেই আছে। আমি আশা করি, যেভাবে বাংলাদেশের ক্রিকেট এগোচ্ছে, শিগগিরই বাংলাদেশ বড় কোনো ট্রফি জয়ের স্বাদ পাবে।' চলতি বিপিএল মোটেও দর্শক পাচ্ছে না। ক্রিকেটারদের পারফর্মেন্স, সাকিবের নিষেধাজ্ঞা, বোর্ডের ওপর ক্ষোভ, টিকিটের দামসহ নানা কারণে দর্শকরা খেলা দেখতে মাঠে ...

রাজাকারদের তালিকা যাচাই-বাছাই না করেই প্রকাশ করে ভুল করেছি

Image
অনলাইন ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া রাজাকারদের তালিকা যাচাই-বাছাই না করেই প্রকাশ করে ভুল করেছি। তালিকা প্রত্যাহারও করে নিয়েছি। এবার আর ভুল হবে না। তাই বলে রাজাকারের তালিকা হবে না, তা নয়। রাজাকারের তালিকা হবেই হবে। শুক্রবার কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় একাত্তরের মুক্তিযুদ্ধে রাজাকার, আলবদর ও আলশামসের তালিকা প্রকাশ করে। ১০ সহস্রাধিক ব্যক্তির নাম উল্লেখ করে প্রকাশ করা প্রথম তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নামও ঢুকে পড়ে। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। পরে এ তালিকা স্থগিত করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জানুয়ারি মাসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইতিমধ্যে তালিকার কাজ সম্পন্ন হয়েছে। এখন সেই তালিকা আবার যাচাই করার কাজ চলছে। মুক্তিযোদ্ধাদের সরকারিভাবে পরিচয়পত্র দেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ২৬ মা...

বাড়ছে শীতের তীব্রতা, সারাদেশে বৃষ্টি হচ্ছে

Image
ডেস্ক নিউজ:  দেশের বিভিন্ন অঞ্চলসহ রাজধানীতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা/ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আকাশ থাকতে পারে মেঘলা। এ এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, আজও রাজধানীসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। গতকাল যেসব এলাকায় শৈত্যপ্রবাহ ছিল, সেসব এলাকায় তা আরও বিস্তৃত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যশোরে। এ ছাড়া গোপালগঞ্জে ১ মিলিমিটার, ফরিদপুর, মোংলা ও চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে।

ঢাকার মান ভাঙাতে মাঠে নামছে দিল্লি: আনন্দবাজার

Image
অনলাইন ডেস্ক নিউজ: ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী বাংলা গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো। নতুন নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে ভারত-বাংলাদেশের চলতি টানাপড়েনের আবহেই মার্চে ঢাকা সফরের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ২০২০ সালের ১৭ মার্চ থেকে শুরু হয়ে এক বছর বাংলাদেশে চলবে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান। মূল অনুষ্ঠান ঠিক কোন সময়ে রাখা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। মার্চ মাসেই তা হওয়ার সম্ভাবনা। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক অতীতে যে মন কষাকষি চলছিল তাতে ঘৃতাহুতি হয়েছে নতুন নাগরিকত্ব আইন পাস। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে এক বন্ধনীতে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার বার উল্লেখ, ফের ভারত থেকে শরণার্থী যাওয়ার আশঙ্কা, শেখ হাসিনার সাম্প্রতিক কলকাতা সফরে কেন্দ্রের কোনও প্রতিনিধির না থাকা— সব মিলিয়ে বাংলাদেশে ভারত-বিরোধিতা তীব্র হয়েছে। তার জেরে সম্প্রতি দু’জন বাংলাদেশের মন্ত্রী এবং একটি সরকারি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর বাতিল করে দিয়েছে ঢাকা। এই অবস্থায় প্রতিবেশীদের মধ্যে একমাত্র ভ...

মনোনয়ন সংগ্রহ করতে এসে অঝোরে কাঁদলেন মেয়র সাঈদ খোকন

Image
নিজস্ব প্রতিবেদকঃ   সাংবাদিকদের সামনে সাঈদ খোকন বলেছেন, 'প্রিয় ঢাকাবাসী, আপনাদের প্রিয় নেতা আমার পিতা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ। পিতার হাত ধরে রাজনীতিতে এসেছি, আজ আমার পিতা নেই, পিতা কে হারিয়েছি। পিতার অবর্তমানে আমার নেত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচ‌নে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসে অঝোরে কাঁদলেন মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে সাংবাদিকদের সামনে দোয়া প্রার্থনা করে অঝোরে কেঁদেছেন।  এ সময় তিনি বলেন, "আমার নেত্রী আমার জন্য যেটা ভালো মনে করবেন সেটাই করবেন।" জীবনের কঠিন সময় পার করছেন জানিয়ে দক্ষিণের মেয়র বলেন, 'এই সাড়ে চার বছর, ঢাকা শহরে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। ঢাকাবাসীর সুখে-দুঃখে, আপদে-বিপদে পাশে ছিলাম। আমার রাজনৈতিক জীবনে একটা কঠিন সময়, এই কঠিন সময়ে ঢাকাবাসীকে আমি আহ্বান জানাই, আমার জন্য একটু দোয়া করবেন। আমি যাতে কামিয়াব হই।’ বাকি কাজ শেষ করতে পারার জন্য দোয়া চেয়ে খোকন বলেন, 'আপনাদের সুখে-দুঃখে যেভাবে ছিলাম সে...

ঐক্যফ্রন্টের বৈঠক ডেকেছে আজ বিকাল ৪টায় মতিঝিলে ঐক্যফ্রন্টে

Image
ডেস্ক নিউজ: জাতীয় ঐক্যফ্রন্ট স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে। আজ বিকাল ৪টায় মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে সভাপতিত্ব করবেন ড. কামাল হোসেন। বৈঠকে ৩০ ডিসেম্বরের কর্মসূচি ও সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় অং সান সূ-চির দলের শীর্ষ কর্মকর্তা নিহত

Image
!  অনলাইন ডেস্ক: মিয়ানমারের রাখাইন অঞ্চলের বিদ্রোহীরা অং সান সু চির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ কর্মকর্তা ও বুচিডং এনএলডির চেয়ারম্যান ইয়ে থেইনকে হত্যা করেছে। সেনা পাহারায় গত সোমবার বন্দিদের কারাগারে নেয়ার পথে বিদ্রোহীদের হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করছে আরাকান আর্মি (রাখাইন অঞ্চলের বিদ্রোহী গ্রুপ)। খবর রয়টার্স ও স্ট্রেইট টাইমসের। তবে স্থানীয় নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এক বিবৃতিতে আরাকান আর্মি বলছে, একটি বড় বিস্ফোরণে কয়েকজন বন্দি মারা গেছেন। নিহতদের মধ্যে এনএলডি বুচিডংয়ের চেয়ারম্যান ইয়ে থেইনও রয়েছেন। তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ইয়ে থেইনকে গত ১১ ডিসেম্বর বন্দি করা হয়েছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়। এর আগে গত বছর আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাখাইন অঞ্চলের হাজারো মানুষ এলাকাছাড়া হতে শুরু করে। এদিকে আরাকান বিদ্রোহীরা বলছে, রোহিঙ্গা বিদ্রোহীদের সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই। ২০১৭ সালে কথিত রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেনাবাহিনী অভিযান শুরু করে বলে জান...

সূর্যগ্রহণের সময় যা করবেন না

Image
অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার আংশিক সূর্য গ্রহণ হবে। বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বেলা ২টা ৫মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। এটি চলতি বছরের তৃতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ হবে। ভারত, দুবাই, কুয়েত সিটি, করাচি, জাকার্তা, কুয়ালালামপুর, দাভাও আর সাইপ্যান থেকেও দেখা যাবে এই গ্রহণ। খালি চোখে এই গ্রহণ দেখতে বারণ করেছে নাসা। চোখে কয়েক সেকেন্ডের জন্য সূর্য গ্রহণ দেখলেও তা রেটিনার ওপর প্রভাব ফেলে। যার কারণে একটা চোখে দৃষ্টিশক্তিও হারাতে পারে মানুষ। পেরিস্কোপে, টেলিস্কোপ, সানগ্লাস বা দূরবীন, কোনও কিছুর সাহায্যে গ্রহণ দেখার সময় সূর্যের দিকে সরাসরি তাকাতে বারণ করা হয়েছে। গ্রহণের সময় সূর্য রশ্মি অত্যন্ত সংবেদনশীল থাকে যা চোখে প্রভাব ফেলতে পারে। সানগ্লাস বা ঘষা কাঁচ দিয়েও এই গ্রহণ দেখতে বারণ করেছে নাসা। কারণ এইগুলো নিরাপদ না। আয়ুর্বেদ শাস্ত্র সূর্যগ্রহণ চলাকালীন খাবার খেতে বারণ করেছে। একমাত্র বৃদ্ধ, অসুস্থ ও গর্ভবতী মহিলারা হালকা খাবার নিতে পারবেন বলে বলা আছে। কিছু মানুষ মনে করেন, গর্ভবতী মহিলার গর্ভে থাকা বাচ্চার জন্য সূর্যগ্রহণ অত্যন্ত বিপদজনক। তাই সে সব মহিলাদের গ্রহণ চলাকালীন ঘরের বাইরে যাওয়ার অনুম...

রান্না করার সময় ট্রাক চাপায় গৃহবধুর মৃত্যু

Image
শেরপুর প্রতিনিধি:  শীতের সকালে নিজ ঘরে রান্নাকাজে ব্যস্ত ছিলেন কাজলী খাতুন (৪০) নামে এক গৃহবধূ। সেখানেই ট্রাক চাপায় প্রাণ গেল ওই নারীর। বুধবার সকাল সাতটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ররোয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকাগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী কাজলী খাতুনের ঘরে প্রবেশ করে। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রতন হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন। শেরপুর থানা ওসি হুমায়ুন কবীর জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় ৬.২ ডিগ্রি সে.সি.

Image
অনলাইন ডেস্ক: দেশ জুড়ে চলছে শীতের দাপট। কনকনে ঠান্ডায় ছন্দপতন জনজীবনে। দেশের সবচেয়ে নিম্নে তাপমাত্রা রয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.২ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে রয়েছে ৭.৭, রাজশাহীতে ৮.৭ ও চুয়াডাঙ্গায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ঘন কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। ব্যহত হচ্ছে নৌরুটের ফেরি চলাচল। সূর্যের তেজ কম থাকায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। এ সময় বিশেষ করে শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি সর্তকতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকরা।

শুভ বড়দিন আজ

Image
ডেস্ক রির্পোট:  আজ খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিষ্টধর্মালম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টি-কর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরায় আগমন ঘটে। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন। আজ সরকারি ছুটির দিন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সবধর্মের মানুষ নিজ নিজ ধর্ম, আচার ও অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছেন। বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। জাতির পিতা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন উল্লেখ করে তিনি একটি সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আ...

মা বাবাকে কুপিয়ে হত্যা করলো পাষন্ড ছেলে

Image
যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা ও মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। নিহতরা হলেন- বাবা মহিরউদ্দিন (৬৫) ও মা আয়না বেগম (৫৫)। বুধবার দুপুর ১২টার দিকে চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে মিলনকে আটক করেছে পুলিশ। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা-মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে মিলন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মিলনকে আটক করা হয়েছে। ছেলে মাদকাসক্ত নয়, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। স্থানীয়রা জানান, নিহতদের বাড়ি গ্রামের অন্য বাড়িগুলো থেকে একটু দূরে ফাঁকা জায়গায় অবস্থিত। দুপুর ১২টার দিকে ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা বাড়িতে গিয়ে মহিরউদ্দিন ও আয়না বেগমকে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। একই সময়ে তাদের বড় ছেলে মিলনকে পালিয়ে যেতে দেখে স্থানীয়রা তার পিছু নেন। দুপুর ১টার দিকে গ্রাম থেকে তিন-চার কিলোমিটার দূরের একটি মাঠের মধ্য থেকে ছেলেকে আটক করেছে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থ...

নেত্রকোনায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Image
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের উৎরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের উৎরাইল বাজার এলাকায় একটি বালুবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী সেলিমা খাতুন (৪০) নিহত হন। এ ঘটনায় একই উপজেলার শিমুলতলী গ্রামের মৃত ঈমাম আলীর ছেলে আবদুল কুদ্দুস (৪৫) ও একই উপজেলার ইদ্রপুর গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে নুরু মিয়া (৪০) গুরুতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাককে আটক করা গেলেও ড্রাইভার পালিয়ে গেছে।

একনেকে ৪ হাজার ৬১১ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

Image
অনলাইন ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৪ হাজার ৬১১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে খরচ হবে ৪ হাজার ৩৬৬ কোটি ১২ লাখ টাকা। আর বাদবাকি ২৪৫ কোটি ৫০ লাখ টাকা দেবে সিলেট সিটি কর্পোরেশন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর পরিকল্পনা কমিশনে এনইসির মিলনায়তনে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। একনেকে অনুমোদিত ৯ প্রকল্প হলো– নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে 'নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ' প্রকল্প এবং 'মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা' প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 'সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ' প্রকল্প; বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের 'ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন (২য় সংশোধিত)' প্রকল্প; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্...

মাদ্রাসার এতিম শিশুদের মাঝে সাভার উপজেলা চেয়ারম্যানের কম্বল বিতরণ

Image
সাভার প্রতিনিধি: ১৫০ জন মাদ্রাসার এতিম শীতার্ত শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের আড়াপাড়া এলাকার ওয়াসিল উদ্দিন আহমদনগর মাদ্রাসার এতিমদের  মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময়  মঞ্জুরুল আলম রাজীব বলেন, প্রতিবারের তুলনায় সারাদেশের ন্যায় সাভারেও এবার শীতের তীব্রতা বেশি। এই শীতে কোন এতিম শিশু যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে এতিমদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তাছাড়া এই এতিমখানার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। এই এতিমখানা ৪ তলায় রুপান্তরিত করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরেনর সহযোগিতা করা হবে। এছাড়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য ২১ বান্ডিল টিন দেওয়ার ঘোষণা দেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা

সাভারে খ্রিস্টান বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণলংকার লুট

Image
  সাভার প্রতিনিধি: সাভারের দেওগাঁও এলাকায়  এক খ্রিস্টান বাড়িত দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখ জিম্মি করে হাত বেধে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এঘটনায় খ্রিস্টানদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার ভাের রাতে সাভার সদর ইউনিয়নর দেওগাঁও খ্রিষ্টান পাড়া এলাকার ক্যানেট কস্তার বাড়িতে এ দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ওই পরিবারর সদস্যরা জানায়, ভাের রাতে ক্যানেট কস্তার একতলা বাড়ির কেচিগেইটের তালা ভেঙ্গে ১৫/২০ সদস্যোর একদল ডাকাত প্রবেশ করে বাড়ির মালিক ক্যানেট কস্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত বেধে মারধর করে আলমারি ভেঙ্গে নগদ এক লক্ষ ত্রিশ হাজার টাকা ৮ টি আইফান,একটি আইপট ও ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে ডাকাতরা ক্যানট কস্তার বােন অনিমা (৪২) তার স্বামী  সুমন (৫০) ও ক্যানট কস্তার ছেলে কিয়ণকে (৫) পিটিয় আহত করে পালিয় যায়। এঘটনায় ওই এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীদর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি হওয়ার খবর পেয়ে দুপুর ওই বাড়ি পরিদর্শন করছন র‌্যাব পুলিশ ও সাভার সদর ইউনিয়ন প...

সাভারের রাজ ফুলবাড়িয়ায় ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

Image
সাভার প্রতিনিধি : সাভারের রাজ ফুলবাড়িয়ায় বাংলাদেশ ইসলামি ব্যাংক লি: এর এজেন্ট ব্যাংকিং এর নতুন শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।   মঙ্গলবার বেলা ১০ টার দিকে রাজ ফুলবাড়িয়া বাজারের কাইয়ুম সুপার মার্কেটে এ নতুন শাখাটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামি ব্যাংক লি: এর এ্যাক্সিকিউটিভ ভাইস্ প্রেসিডেন্ট ও ঢাকা উত্তরের জোন প্রধান আমিনুর রহমান। বাংলাদেশ ইসলামি ব্যাংকের হেমায়েতপুর শাখার সহকারি ভাইস্ প্রেসিডেন্ট ও শাখা প্রধান  মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও হেমায়েতপুর শাখার সিনিয়র অফিসার আতিকুর রহমানের সঞ্চালনায় শুভ উদ্ভোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেঁতুলঝোড়া ইউপির সাবেক মেম্বার শ্রী জগদীস চন্দ্র তুলসি, সমাজ সেবক শাহিনুর রহমান রতন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে প্রবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে মূল পর্বে গিয়ে অতিথিদের বক্তব্য শেষে দুপুরের ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। 

আ ফ ম বাহাউদ্দিন নাসিম কে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের ফুলেল শুভেচ্ছা

Image
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামীলীগের ২১তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মলনে আ ফ ম বাহাউদ্দিন নাসিম যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হওয়ায়  ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল। এ সময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শিকদার। উল্লেখ্য , আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম ১৯৬১ সালের ১১ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ফরিদপুর জেলার মাদারীপুরে জন্মগ্রহণ করেন। আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট (বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮১ সালে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি হন। দীর্ঘদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারীও ছিলেন তিনি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। গত ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি দলের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ লাভ করেন

নামেই খেজুরের গুড়, তৈরি হয় নানা মিশ্রণে

Image
ডেস্ক রিপোর্ট : বাঙালির কাছে পিঠাপুলি তৈরির অন্যতম উপকরণ খজুর গুড়ে এখন মেশানো হচ্ছে নোংরা চিনি। এসব চিনি মেশানো ভেজাল গুড় এখন রাজশাহীসহ এর আশপাশের জেলাগুলোর সর্বত্র হাটবাজারে সয়লাব। জেলার বাঘা, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট, বাকঁড়া, মীরগঞ্জ, কাকড়ামাঁরী, পরানপুর, চারঘাট বাজার দিড়িপাড়া চারটি উপজেলায় উৎপাদিত হচ্ছে সুমিষ্টি এ ভেজাল গুড়। মৌসুমের শুরতেই জেলার বিভিন্ন হাট বাজারে উঠতে শুরু করেছে খেজুর গুড়। অবাধে তৈরি ভেজাল গুড় এক শ্রেণির অর্থলোভী চাষিরা খেজুর রসের সঙ্গে চিনি মিশিয়ে গুড় তৈরি করে বাজারজাত করছেন। তবে শীতের শুরুতেই নবান্নের আমেজ এখন শহর থেকে প্রতিটি গ্রামের বাড়িতে চলছে নতুন ধানের আটায় পিঠা-পুলির উৎসব। এতে পেটের পীড়াজনিত নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের ওই ভেজাল গুড় দিয়ে কোনো খাদ্য তৈরি করে খাওয়ালে লিভার ক্যান্সারের মতো ভয়াবহ মারাত্মক জটিল রোগ হতে পারে। রাজশাহীর বাঘায় ভেজাল খেজুর গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে চিনি গলিয়ে খেজুর গুড় তৈরির সময় কারখানা মালিক মোস্তফা হোসেনকে আটক করা হয়। রাজশাহীর বাঘায় ভেজাল খেজুর গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে চিনি গলিয়ে খেজুর গুড় তৈরির সময়...

নোয়াখালীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Image
নোয়াখালী প্রতিনিধিঃ  নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি মনির উদ্দিন ওরফে কসাই মনির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাত ২টার দিকে চাটখিল উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত মনির উদ্দিন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় ১৬টি মামলা রয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মনিরকে রবিবার গ্রেফতার করা হয়।পরে তার দেয়া তথ্যমতে, অস্ত্র ও মাদক উদ্ধারে রাতে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকার গনি মিয়ার বাড়িতে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় নিজ বাহিনীর বন্দুকের গুলিতে মনির উদ্দিন নিহত হন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড গুলি, ছোরা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। তিনি আরও জানান, নিহত মনিরের বিরুদ্ধে ১৬ মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিপি নুরের ওপর হামলাকারীরা এই সময়ের রাজাকার: ইমরান এইচ সরকার

Image
অনলাইন ডেস্ক:  ডাকসু ভিপি নুরের ওপর হামলাকারীরা এই সময়ের রাজাকার বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। ডাকসু কার্যালয়ে ভিপি নুরুল হক নুরসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। রোববার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে একটি স্ট্যাটাস দেন ইমরান এইচ সরকার। ওই স্ট্যাটাসের গণজাগরণ মঞ্চের এ নেতা লেখেন, ‘ডাকসু ভিপি নুর ও সাধারন শিক্ষার্থী পরিষদের আহবায়ক হাসান আল মামুনসহ ছাত্রদের ওপর নারকীয় সন্ত্রাসী হামলাকারীদের চিনে রাখুন। হামলাকারী সন্ত্রাসীদের ব্যানার যাই হোক না কেন এরাই এই সময়ের রাজাকার, আল বদর, আল-শামস’। তিনি বলেন, ‘মুক্ত-স্বাধীন, সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে এসব অপশক্তির বিচার একদিন হবেই।’ প্রসঙ্গত, রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।হ প্রত্যক্ষদর্শীরা জ...