রান্না করার সময় ট্রাক চাপায় গৃহবধুর মৃত্যু


শেরপুর প্রতিনিধি:  শীতের সকালে নিজ ঘরে রান্নাকাজে ব্যস্ত ছিলেন কাজলী খাতুন (৪০) নামে এক গৃহবধূ। সেখানেই ট্রাক চাপায় প্রাণ গেল ওই নারীর। বুধবার সকাল সাতটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ররোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকাগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী কাজলী খাতুনের ঘরে প্রবেশ করে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রতন হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন।
শেরপুর থানা ওসি হুমায়ুন কবীর জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

Popular posts from this blog

নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত

বই মেলায় শান্তনু চৌধুরীর বড় মেজ ছোট ও মোবাইল জার্নালিজম

পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় সাভার থানায় ৬ জনের নামে মামলা