Posts

Showing posts from January, 2020

‘রাওলাট আইনের মতোই কালো আইন সিএএ’, বললেন ঊর্মিলা

Image
ঊর্মিলা মাতণ্ডকর অনলাইন ডেস্ক : ১৯১৯ সালের ফেব্রুয়ারি। পরাধীন ভারতের কুখ্যাত রাওলাট আইন ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারতবাসীর। এ বার সেই আইনের সঙ্গেই নাগরিকত্ব সংশোধনী আইনের তুলনা টানলেন অভিনেত্রী এবং প্রদেশ কংগ্রেসের প্রাক্তন নেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। মহাত্মা গাঁধীর মৃত্যুবার্ষিকীতে পুণের গাঁধী ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এসে ঊর্মিলা বলেন, “মহাত্মা গাঁধীর আদর্শ এখনও বেঁচে রয়েছে। যারা সিএএকে সমর্থন করেন, সেই সব ব্যক্তিকে এবং তাঁদের নেতাদেরও রাজঘাটে (মহাত্মা গাঁধীর সমাধিস্থল) যেতে হবে। এবং তাঁকে উপযুক্ত সম্মান জানাতে হবে।” সিএএ-এর তীব্র নিন্দা করে ওই অনুষ্ঠানে ঊর্মিলা বলেন, “ইতিহাস রাওলাট আইন ভুলে যায়নি। সিএএ-ও সেই আইনের মতোই কালো আইন।” তাঁর মতে নাগরিকত্ব সংশোধনী আইন ‘ভারতীয়ত্ব’কেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কোনও অবস্থাতেই এই আইনকে যে তিনি সমর্থন করেন না, সে কথাও জানান ঊর্মিলা। গত বছর লোকসভা ভোটের ফল ঘোষণার কিছু মাস পর কংগ্রেস ছেড়েছিলেন ঊর্মিলা। তাঁর প্রধান অভিযোগ ছিল দলে কায়েমি স্বার্থ এবং ক্ষুদ্র দলদলির রাজনীতি প্রবল।

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

Image
কক্সবাজার প্রতিনিধি:  কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন  র‌্যাবের  তিন সদস্য। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের  মনতলিয়া পুরানপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।  নিহত ব্যক্তির নাম মো. আব্দুল নাসির (২৮)।  তিনি উখিয়া উপজেলার বালুখালী  আট নম্বর ক্যাম্পের (ইস্ট) বি-২৬ নম্বর ব্লকের মো. জাকেরের ছেলে। র‌্যাবের দাবি ঘটনাস্থল থেকে ৬৬ হাজার ৯১৫ পিস ইয়াবা, দুটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ,  দুটি খালি খোসা ও নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১৫ এর টেকনাফ সিপিসির কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে-মেরিনড্রাইভ হয়ে একটি ইয়াবার বড় চালান পাচার হবে। এ সংবাদের ভিত্তিতে গতকাল দিনগত রাতে মেরিন ড্রাইভ রোডে চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয় র‌্যাবের একটি দল। রাত দুইটার দিকে মাদকের চালান বহনকারী দলটি চেকপোস্টের কাছাকাছি আসামাত্রই র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি করে। এতে...

টাঙ্গাইলের ভূঞাপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Image
টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের ভূঞাপুরে কানাই মালো (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ফলদা এলাকার ঝিনাই নদীর পাড়ের একটি কদম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কানাই মালো ওই গ্রামের রবি মালোর ছেলে। তিনি টাঙ্গাইল শহরে ‘ফনিন্দ্র মিষ্টান্ন ভাণ্ডারে’ কাজ করতেন। জানা যায়, উপজেলার রবি মালোর ছেলে কানাই মালো গতকাল বৃহস্পতিবার সরস্বতী পূজা উপলক্ষে  বাড়িতে বেড়াতে আসে। পরে ওইদিন তার মাকে টাঙ্গাইল চলে যাচ্ছে বলে জানায়। শুক্রবার সকালে ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়সংলগ্ন ঝিনাই নদীর পাড়ের একটি কদম গাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই মো.শামছুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ধারণা করা হচ্ছে কানাই মালো আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনও অভিযোগ করা হয়নি।

ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন বিশ্বাস করি না: সিইসি

Image
অনলাইন ডেস্ক :  এ দেশে নির্বাচন কমিশনের প্রতি কখনও কোনও রাজনৈতিক দলের আস্থা ছিল এমন নজির নেই। সুতরাং যারা ক্ষমতায় আছেন তাদের বক্তব্য একরকম হবে। আবার যারা বিরোধী দলে তাদের বক্তব্য আরেক রকম হবে। এটিই দেশের পকিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আজ শুক্রবার দুপুরে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইভিএমসহ (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট আয়োজনে সচেষ্ট। আমরা পক্ষপাতদুষ্ট নির্বাচন করিনি, করবও না। কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা-অনাস্থা তাদের মানসিকতার ওপর নির্ভর করে। নূরুল হুদা আরও বলেন, সিটি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত মাঠে আছে, নিরাপত্তার দিক থেকে কোনও অসুবিধা হবে না। ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই কথা আমি বিশ্বাস করি না। তিনি বলেন, প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে ইভিএম বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা যে কোনও সাহায্য-সহযোগিতা করবেন। ভোটাররা তাদের ইচ্ছামতো ইভিএমে ভোট...

এসএসসি পরিক্ষার প্রবেশ পত্র না দেওয়ায় আশুলিয়ার টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুলে হামলা ভাঙচুর

Image
              আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের একটি শিক্ষা প্রতিষ্ঠানের দুটি শাখায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীরা প্রবেশপ্রত্র না পাওয়ায় এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (৩০জানুয়ারি)দুপুরেআশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের স্কুল শাখা ও কলেজ শাখায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের নিরাপত্তাকর্মীরা আব্দুল হক জানান, দুপুরে ১৫ থেকে ২০ জন যুবক মুখে মাস্ক পরে দেশিয় লাঠি নিয়ে প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল লতিফ জানান, এসএসসি পরীক্ষার্থীদের সময়মত প্রবেশপত্র না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে। গত ২১ জানুয়ারি পরীক্ষার্থীদের প্রবেশপত্র কেন্দ্র সচিবের কাছে আসলেও তা শিক্ষা প্রতিষ্ঠানে না দিয়ে আবার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসা: কামরুন্নাহার নিয়ে যান। তিনি নিজেই প্রবেশপত্র বিতরণের দায়িত্ব নেন। কিন্তু সময়মত প্রবেশপত্র বিতরণ না করায় শিক্ষার্থীরা আমার প্রতিষ্ঠানে হামলা চালায় ...

জানুন কেন বিখ্যাত ময়মনসিংহ বিভাগ

Image
শুভ বাসক জয়(ময়মনসিংহ প্রতিনিধি):  ময়মনসিংহ বেশ কিছু    জন্য জনপ্রিয়তা অর্জন করেন। ২০১০ খ্রিস্টাব্দে তাঁকে স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয়। হেমেন্দ্রমোহন বসু,তিনি বিংশ শতাব্দীর শুরুতে বিস্ময়কর যান্ত্রিক প্রগতির বিভিন্ন নিদর্শনকে এদেশ প্রবর্তন করেন।আব্দুল জব্বার,১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদ।আবুল মনসুর আহমেদ,তিনি বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক।আবুল কাসেম ফজলুল হক,বাংলাদেশের একজন প্রখ্যাত প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ। গোলাম সামদানী কোরায়শী,বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও অনুবাদক।এছাড়াও ময়মনসিংহ জেলা মৈমনসিংহ গীতিকা,মহুয়া, মলুয়া, দেওয়ানা মদীনা, চন্দ্রাবতী, কবিকঙ্ক, এর জন্য বিখ্যাত।ময়মনসিংহের মুক্তা-গাছার মন্ডা একটি বিখ্যাত খাবার।

কুমিল্লায় বাড়ি নির্মানে ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীকে কু’পিয়ে হত্যা

Image
কুমিল্লা প্রতিনিধিঃ  কুমিল্লা আদর্শ সদরের ১নং কালির বাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামে গৃহ নির্মাণে চাঁদা না দেয়ার প্রবাসী ৩ভাইকে কু’পিয়ে গুরুতর আহত করে স্থানীয় স’ন্ত্রা’সীরা। পরে হাসপাতালে নেয়ার পর মুক্তার হোসেন (৪৫) নামের একজন নি’হত হয়েছে বলে জানা গেছে। ছুটিতে দেশে আসা সৌদি আরব প্রবাসী আহত অপর ২ভাইয়ের অবস্থাও আশ’ঙ্কাজনক বলে জানা গেছে। নি’হত মুক্তার হোসেন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ঘটনাস্থলে নাজিরা বাজার ফাঁড়ি পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নিহ’তের বাড়ি আনন্দপুর ফরাজি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী সেকান্দর আলী, নিহ’তের পরিবারের সদস্য, সৌদি আরব প্রবাসী রিপন সহ স্থানীরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কালা বাহিনীর নেতৃত্বে ৭/৮ জন পূর্ব দেশীয় অ’স্ত্র নিয়ে অত’র্কিত হাম’লা করে। তারা আরো জানায় স্থানীয় কালা বাহিনীর প্রধান কালা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ভাবেপ্রবাসী মোক্তার হোসেনের পরিবারটির উপর নির্যাতন চালাচ্ছিলো। নানা ছুতোয় বিভিন্ন ভাবে পরিবারটির কাছে চাঁদা দাবী করে আসছিলো। এর আগে কালা বাহিনীকে একবার ৫০ হাজার টাকা চাঁদা দিয়েছিলো বলেও জানায় এলাকা...

আশুলিয়া রিপোটার্স ক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমন ও বনভোজন সম্পন্ন

Image
ইব্রাহিম খলিল উল্লাহ : আশুলিয়া রিপোটার্স ক্লাবের উদ্যোগে সভাপতি মো. শাহ আলম ও সাধারন সম্পাদক কামাল হোসেন এর নেতৃত্বে ৪দিন ব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমন ও বনভোজন উদযাপন করা হয়েছে। গত শনিবার( ২৫ জানুয়ারী) আশুলিয়ার নবীনগর অত্র সংগঠনের সহ-সভাপতি মাইনুল ইসলামের অভ্যার্থনায় শ্যামলী পরিবহনের একটি লাক্সারী কোচে সদস্যবৃন্দ কক্সবাজারের সমুদ্র সৈকত এর উদ্যেশে রওয়া হয়। পথে যাত্রা বিরতিতে  কুমিল্লার স্বনামধন্য নুরজাহান হোটেলে সদস্যদের নিয়ে  রাতের নৈশ ভোজনের আয়োজন করা হয়। সকালে কক্সবাজারের  স্বনামধন্যা হোটেল ধানসিড়িতে নাস্তা শেষে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা বিচে গিয়ে সকল সদস্যরা আনন্দ উল্লাসে মেতে উঠে এ সময় বিচের বালিতে অত্র সংগঠনের সদস্যদের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুপুরে সদস্যদের অংশ গ্রহনে কক্সবাজারের এতিয্যবাহী স্বনামধন্যা হোটেল ঝাউবনে সদস্যদের চাহিদা অনুযায়ী দুপুরের খাবার পরিবেশন করা হয়। বিকেলে সদস্যবৃন্দ যার যার মতো শপিং শেষে বিকেলে সমুদ্রের পাড়ে সূর্য অস্তকালিন দৃশ্য অবলোকন করে। রাতে কক্সবাজারের স্বনামধন্য হোটেল ধানসিড়িতে সকল সদস্যদের রাতের খাবারে...

তাবিথের নির্বাচনী প্রচারে হামলায় রিজভী আহত

Image
হামলায় আহত বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভীকে হাসপাতালে নেয়া হয়। ছবি অনলাইন সূত্রে প্রাপ্ত অনলাইন ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে শেষদিনের নির্বাচনী প্রচারে হামলার ঘটনা ঘটেছে। এতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কারওয়ানবাজার থেকে রিজভীর নেতৃত্বে ধানের শীষের স্লোগান দিয়ে মিছিল শুরু হয়ে কিছুদূর এগোলে হঠাৎ লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়। বিএনপির দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। হামলায় রিজভী পায়ে ও হাতে প্রচণ্ড আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। এ সময় তার পায়ে ও হাতে রক্ত ঝরছিল। পরে তাকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। রুহুল কবির রিজভী বলেন, আমরা নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পক্ষে ভোট এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি চেয়ে কর্মীদের নিয়ে মিছিল করছিলাম। এ সময়ে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। আমি কিছু বুঝে উঠার আগে হামলার মুখে রাস্তায় পড়ে যাই। পায়ে ও হাতে প্রচণ্ড আঘাত পেয়েছি। পরে কী হয়েছে কিছুই বুঝতে পারছি না। ইসলামী ব্যাংক হাসপাত...

আতিকুল ও তাপসকে নিয়ে তিলোত্তমা ঢাকা গড়তে চাই : এলজিইডি মন্ত্রী

Image
নিজস্ দুই সিটি নির্বাচনকে উদ্দেশ্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোন তাজুল ইসলাম বলেছেন, ৭১-এ পরাজিত স্বাধীনতাবিরোধী শক্তি এবং বঙ্গবন্ধুকে হত্যার সাথে যারা জড়িত ছিল তারাই বিভিন্ন সময়ে বাংলাদেশে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে এবং নির্বাচনকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। এবারও যতই অপচেষ্টা করুক না কেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার নির্বাচন সুষ্ঠু করার জন্য বদ্ধপরিকর। আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকার দুই সিটিতে দুজন প্রার্থী দেওয়া হয়েছে, আতিকুল ইসলাম ও ব্যারিস্টার তাপসকে। ঢাকার সিটি নির্বাচনে যে ক’জন প্রার্থী দাঁড়িয়েছে তাদের মধ্যে আতিকুল ইসলাম ও ব্যারিস্টার তাপস সর্বোত্তম। তারা দুজন ঢাকাকে উন্নত ঢাকা গড়ার যোগ্যতার মাপকাঠিতে সর্বোত্তম। মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের লক্ষ্যে ঢাকা উত্তরে মেয়র আনিসুল ইসলাম ও আতিকুল ইসলাম ঢাকা সিটির যথেষ্ট উন্নয়ন করেছেন। দক্ষিনেও যথেষ্ট উন্নয়ন হয়েছে। এ কারণে আমরা অবশ্যই আশা করতে পারি ঢাকার দুই সিটিতেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা জয়লাভ করবে। আতিকুল ইসলাম ও ব্যারিস্টার তাপস জয়লাভ করলে ঢাকা শহরের মানুষের আশা-আকাঙ্ক...

কিশোরগঞ্জে ফোন করে ডেকে নিয়ে পুলিশের সোর্স কে হত্যা

Image
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফোনে ডেকে নিয়ে পুলিশের সোর্স আবুল কাশেমকে (৫০) হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পৌর শহরের রেলস্টেশনসংলগ্ন রেলওয়ে কলোনি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এদিকে পরিবারের অভিযোগ, মাদক ব্যবসায়ীরা রাতে ফোনে ডেকে এনে তাকে হত্যা করে। নিহত আবুল কাশেম নরসিংদীর রায়পুরা থানার বেলাব এলাকার মৃত নাগর আলীর ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভৈরব শহরের আমলাপাড়া এলাকায় বসবাস করছিলেন। এলাকাবাসী জানান, কাশেম দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করছিলেন। পুলিশের সোর্স ছাড়াও তিনি মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। একটি মাদক মামলায় তার দুই বছরের সাজা হলে উচ্চ আদালতে আপিল করে তিনি জামিন পান। তারা আরও জানান, আবুল কাশেমের সঙ্গে শহরের পঞ্চবটি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রহিমা বেগমের অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। কাশেম প্রায় রাতে তার বাসায় থাকতেন। বুধবার রাত ৮টার দিকে রহিমা বেগম তাকে ফোনে বাসায় ডেকে নেন। এর পর সারা রাত বাসায় যাননি কাশেম। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর পায় পরিবার। তবে রহিমার বাসা থেকে একটু দূরে রেল কলোনিতে পুলিশ কাশেমের ...

গোপালগঞ্জে দু'দল গ্রামবাসী সংঘর্ষ, এসএসসি পরীক্ষার্থী নিহত

Image
গোপালগঞ্জ প্রতিনিধি:  এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০-২৫ জন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার বনগ্রাম পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে।  নিহত এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার (১৫) বলাকইড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও বনগ্রাম পুর্বপাড়ার আনোয়ার হাওলাদারের ছেলে। গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বনগ্রাম পুর্বপাড়ার মোল্লা বংশ ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তুচ্ছ ঘটনা নিয়ে আজ বৃহস্পতিবার সকালে প্রথমে কথা কাটাকাটি ও পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইট পাটকেল, রামদা, ছোরা, শুড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে।  এ সময় প্রতিপক্ষ শেখ বংশের লোকজন মোল্লা বংশের সমর্থক এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। সংঘর্ষ চলাকালীন ২০-২৫ জন আহত হয়েছে।  একাধিক প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন, সংঘর্ষে উভয়গ্রুপ একে অ...

সিটি নির্বাচন উপলক্ষে রাজধানীতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Image
নিউজ ডেস্ক:  ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ ভোর থেকে তাদের রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়। তারা আগামী পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটের আগে ও পরে মোট চারদিন দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে সব বাহিনী মিলে মোট ৫০ হাজারের মতো ফোর্স নিয়োজিত থাকবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হবে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনের প্রচারণার সময়। ১লা ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানান, বৃহস্পতিবার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে থাকবেন। প্রতিটি ওয়ার্ডের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দু’টি ওয়ার্ডের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকছেন। নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি নিয়োগে সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ কেন্দ্রে ১৬ জন করে ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ জন করে নিরাপ...

আযহারীকে নিয়ে সংসদে যা বললেন মমতাজ

Image
অনলাইন ডেস্কঃ ফেসবুক, ইউটিউব খুললে ওয়াজের নামে মিথ্যা আর অকথ্য গালাগালি ভরা, এগুলো সরকারের নজরে আসা দরকার বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এসময় ঘরে ঘরে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সাঈদীর জন্মের আহ্বান জানানোর বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন মমতাজ। বুধবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে সাধারণ আলোচনায় অংশ নিয়ে মমতাজ বেগম এসব কথা বলেন। এসময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সভাপতিত্ব করেন। মমতাজ বেগম বলেন, ধর্ম নিরপেক্ষ, অসাম্প্রদায়িক এই সরকারের পাশে শিল্পীরা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আমরা দেখেছি, আমরা আগের আমলগুলো ভুলে যাইনি। ২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় আসার পর সব শিল্পীদের গান-বাজনা মোটামুটি বন্ধই হয়ে গিয়েছিল। তারা প্রত্যেকটা আসরে, বাজারে, সিনেমা হলে, উদীচিতে, রমনার বটমূলে একসঙ্গে সিরিজ বোমা হামলা চালায় ৬৪ জেলায়। কোথায় বোমা না মেরেছে। প্রত্যেকটি শিল্পীদের আঘাত করা হয়েছে। কারণ শিল্পীরা অসাম্প্রদায়িক। তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, মানুষের কথা বলে, মানুষের পাশে মানুষকে দাঁড়ানোর কথা বলে। আর...

"আমি কোন দলের এজেন্ট বা প্রোডাক্ট নই"

Image
অনলাইন ডেস্ক: "আমি কোন দলের এজেন্ট বা প্রোডাক্ট নই"। এমন মন্তব্য করে বর্তমান সময়ের আলোচিত বক্তা ড. মিজানুর রহমান আজহারী বুধবার রাতে তার ফেসবুক পেজে একটি পোষ্ট দিয়েছেন। তার পোষ্টটি তুলে ধরা হলো - আমি কোন দলের এজেন্ট বা প্রোডাক্ট নই। আর কোন রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনও কাটেনি। মিথ্যাচার যেন এদেশে মহামারিতে রুপ নিয়েছে। আর সেটা যখন প্রকাশ্যে, গণমাধ্যমে, দেশের কোন উচ্চ পদস্থ দায়িত্বশীলের মুখ থেকে প্রকাশ পায়, তখন আফসোস আর হেদায়েতের দোয়া ছাড়া আর কিছুই করার থাকে না। নিজের চিন্তা আর মতের বিরুদ্ধে গেলেই এদেশে একটা স্বস্তা ট্যাগ লাগিয়ে দেয়া হয়। আর সেটা হল “জামাত শিবির”। এবার আপনি মুক্তিযোদ্ধার সন্তান হোন অথবা মনেপ্রাণে একজন প্রকৃত দেশপ্রেমিক হোন। দ্যাট ডাজেন্ট মেটার। ভিন্নমতকে দমনের এই অপকৌশল পুরো জাতির ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। একজন দা’ঈ ইলাল্লাহর কোন দল নাই। তিনি সকল দলের, সকল মানুষের। তাদেরকে দলীয়করণ না করে ব্যাপক ভাবে দ্বীনের খেদমতের সুযোগ করে দেওয়া উচিত। দেশের সব দলের মানুষ যেন তাদের দ্বারা আলোকিত হতে পারে সেটার পরিবেশ থাকা উচিত। আমি সরকার বিরোধী নই। আমি অন্...

১৬ই মার্চ ঢাকায় আসবেন মোদি

Image
ডেস্ক নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৬ মার্চ বাংলাদেশ সফরে আসবেন বলে খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে মোদির এই সম্ভাব্য বাংলাদেশ সফরের কথা জানিয়ে পত্রিকাটি বলেছে, মোদি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে বক্তৃতা দেবেন। সূত্রের খবর, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ত্রাসবাদ থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা চালাবেন তিনি।

সিটি নির্বাচনে কাল থেকে মাঠে থাকবে বিজিবি, আজ প্রচারণার শেষ দিন

Image
নিউজ ডেস্ক: আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল সকাল থেকেই ভোটারদের ও ভোট কেন্দ্রের নিরাপত্তা দিতে মাঠে থাকবে বিজিবি। এছাড়া আগামীকাল রাত ১২টার থেকে সব ধরনের প্রচার প্রচারণাও বন্ধ থাকবে। বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘আগামীকাল সকাল নয়টা থেকে বিজিবির সদস্যরা মাঠে থাকবেন। শুধু বিজিবি নয়, আগামীকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। ‘প্রতিটি ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইটি ওয়ার্ডের জন্য একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকছেন।” রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানান, আগামীকাল রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। এরপর যদি কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা চালান সেক্ষেত্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা তাদের সামারি ট্রায়াল করে ব্যবস্থা নেবেন।

২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে : প্রধানমন্ত্রী

Image
নিউজ ডেস্ক: উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বিশ্বের উন্নত রাষ্ট্রের কাতারে অবস্থান হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন, জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেটা বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। তা করতে পারলেই দেশ এগিয়ে যাবে। আমরা যদি এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি, তাহলে ২০২৪ সালে উন্নয়নশীন দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, এটা মাথায় রাখতে হবে, রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া কোনও দেশ বা জাতি উন্নতি করতে পারে না। সেটা বাংলাদেশের জন্য একেবারেই সত্য। জাতির পিতা দেশকে দারিদ্র্যমুক্ত ও উন্নত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। ১৯৭৩ থেকে ৭৮ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিলেন তিনি। আমরা ২১ বছর পর সরকার গঠন করে পঞ্চবার্ষিকী পরিকল্পনাও গ্রহণ করি, পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করি। ষষ্ঠ শেষ করে, সপ্তম পঞ্চবার্ষিকী...

আগামীকাল আশুলিয়া আসছেন আল্লামা শফি

Image
আশুলিয়া প্রতিনিধি : আগামীকাল বৃহস্পতিবার(৩০শে জানুয়ারী) ঢাকার আশুলিয়ায় আসছেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড ও হাইয়্যাতুল উলয়ার চেয়ারম্যান, দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারীর মুহতামিম আল্লামা শাহ্ আহমদ শফী। আশুলিয়া থানাধীন দক্ষিন ভাদাইল দারুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার উদ‍্যোগে এক ইসলামী মহাসম্মেনের আয়োজন করা হয়েছে। এদিন দুপুরের দিকে হেলিকপ্টার যোগে শাহ্ আহমদ শফী অত্র মাদরাসা ভবনের ছাদে নামবেন বলে জানা গেছে। এই ইসলামী মহাসম্মেলনে তিনি প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন উক্ত মাদ্রাসার চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন। এছাড়াও বয়ান করবেন ফরিদপুরি মাওলানা খালেদ সাইফুল্লাসহ দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ। সভাপতিত্ব করবেন আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন (দিলু)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদরাসা সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর থেকে চলবে রাত পর্যন্ত। দুপুরের পরেই আল্লামা শাহ্ আহমদ শফী হেলিকপ্টারযোগে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন। এ বিষয়ে আশুলিয়া থানার (ওসি) শেখ রেজাউল করিম দিপু বলেন, আল্লামা শাহ্ আহমদ শফীর উপস্থিতি ও ইসলামী মহাসম্মেলনকে কেন্দ্র করে ...

জেনে কিভাবে তেতুল খেয়ে লিভার ও হার্টকে সুস্থ্য রাখবেন

Image
অনলাইন ডেস্ক: আজকাল অনেকেই ফ্যাটি লিভারে ভুগছেন। লিভারে চর্বি জমে এই সমস্যার সৃষ্টি হয়। মুঠো ভরে ওষুধ খেয়ে এই সমস্যা দমিয়ে রাখেন সবাই। তবে প্রাকৃতিকভাবেও যে লিভার পরিষ্কার করা সম্ভব তা অনেকেরই অজনা। এজন্য দরকার স্বাস্থ্যকর ডায়েট মেনে চলা। আপনি জানেন কি? এই সমস্যার সমাধান রয়েছে তেঁতুলে। যেকোনো ধরনের লিভারের সমস্যা মোকাবিলায় প্রস্তুত রয়েছে তেঁতুল। এটি শরীর থেকে ক্ষতিকর সব পদার্থ বের করে দেয়। সেইসঙ্গে হজম প্রক্রিয়াও তরান্বিত করে। তেঁতুল লিভার সুরক্ষায় বেশ কার্যকর। এটি খারাপ কোলেস্টেরল ধ্বংস করে সুস্বাস্থ্য নিশ্চিত করে। লিভার সুস্থ রাখতে তেঁতুল যেভাবে ব্যবহার করবেন- দু" মুঠো খোসা ছাড়ানো পাকা তেঁতুল নিন, সঙ্গে এক লিটার পানি ও মধু। একটি ব্লেন্ডারে তেঁতুল ও পানি মিশিয়ে ভালো করে ব্লেড করুন। এরপর মিশ্রণটি ছেঁকে নিন। সঙ্গে সামান্য মধু মিশিয়ে পান করুন। এই পানীয়টি সারাদিন সংরক্ষণ করতে পারবেন। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই পানীয়টি পান করতে হবে। এবার জেনে নিন কেন আপনি এই তেঁতুল পানীয়টি প্রতিদিন পান করবেন? ১. তেঁতুলে থাকা ল্যাক্সেটিভ উপাদান কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে বেশ কার্যকর। ২. এই পানীয় শর...

মরলে এখানে একাই মরব, তবুও বাংলাদেশে এই ভাইরাস ছড়াতে দেব না

Image
চীন থেকে আটকে পড়া শিক্ষার্থীর ভিডিও কল থেকে প্রাপ্ত ছবি অনলাইন ডেস্ক : চীনের উহান অঞ্চল থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মারাত্মক রূপ ধারণ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন বলছে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। আর আক্রান্ত হয়েছেন ৪ হাজারের বেশি নাগরিক। এমন পরিস্থিতে সেখানে অবস্থান করা বাংলাদেশিরা দেশে ফিরতে উদগ্রিব। কিন্তু আপাতত দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চীনের ইয়াননান প্রদেশের কুনমিং সিটিতে অবস্থান করা বাংলাদেশি শিক্ষার্থী বর্ণ সিদ্দিকী। এক ভিডিও বার্তায় চীনের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে দেশে কেন ফিরবেন না তার কারণ জানান এই বাংলাদেশি শিক্ষার্থী। তিনি বলেন, এই মুর্হূতে দেশের স্বার্থে আমি আমার মাতৃভূমি বাংলাদেশে যাবো না। কারণ মধ্যে ভাইরাসটি বাসা বেঁধেছে তা বলা দুষ্কর। রোগটার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এটি শরীরে আসার পর থেকে ১৪ দিন অবস্থান করবে এবং কোনো লক্ষণও প্রকাশ করবে না। এখন চীনে হাজার হাজার বাংলাদেশি আছেন। আমরা জানি না এই রোগটা কার কাছে চলে এসেছে। এখান আমরা যদি দেশে ফিরে যাই তাহলে নিজের অজান্তেই কারো না কারো সঙ্গে এই ভাইরাস দেশে চলে যেতে পারে। ...

যারা যত বুদ্ধিমান তারা তত নিঃসঙ্গ

Image
অনলাইন ডেস্ক:  আপনার কি বন্ধু কম? এসব নিয়ে খুব চিন্তিত আপনি? তাহলে এ নিয়ে একদমই ভাববেন না। কারণ এক সমীক্ষায় দেখা গেছে যে, যারা যত বেশি বুদ্ধিমান তারা তত নিঃসঙ্গ। মূলত বুদ্ধিমানরা একা থাকতেই বেশি পছন্দ করেন। আর এই তথ্য পাওয়া গেছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের এর সমীক্ষায়। প্রায় ১৫ হাজার ১৮ থেকে ২৮ বছরের মানুষকে নিয়ে এই গবেষণা চালানো হয়েছে। সমীক্ষায় উঠে আসে, যাঁরা বহু মানুষের সঙ্গ পছন্দ করেন না, তাঁরা খানিকটা হলেও বেশি বুদ্ধিমান। এঁরা একা থাকার মধ্যেই সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পান। এর পিছনে নানা কারণ থাকতে পারে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নিজেদের জীবনের লক্ষ্য জয় করতেই তাঁরা বেশিরভাগ সময় দেন ও তাই একা থাকতে পছন্দ করেন।

কুমিল্লায় হোটেল নীল পদ্মে বছরের পর বছর ধরে চলছে দেহ ব্যবসা

Image
বিশেষ প্রতিনিধি (কুমিল্লা থেকে ফিরে):  কুমিল্লায় ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে রোডের জাগুরঝুলী এলাকায় গত কয়েক বছর যাবৎ আবাসিক বডিংয়ের নামে যৌন নারীদের দিয়ে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে হোটেল নীল পদ্ম,সরেজমিনে অনুসন্ধানে জানা যায় হোটেল টি কুমিল্লার জাগুর ঝুলী এলাকায় “কুমিল্লা হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট” এর দোতলা থাকলেও হোটেল টিতে কোন প্রকার সাইনবোর্ড ব্যবহার করা হয়নি,এই হোটেল টি দেহ ব্যবসার হোটেল নামেই পরিচিত,গত কয়েক বছরে হোটেলটি একাধিকবার র‌্যাব,পুলিশ প্রশাসন বন্ধ করার পরও কয়েকদিন পর পুনরায় হোটেল মালিক স্হানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বছরের পর বছর অবৈধ দেহ ব্যবসাসহ মাদক চালিয়ে যাচ্ছে,সরেজমিনে জানা যায় কুমিল্লার স্হানীয় থানার ও হাইওয়ে থানার কিছু অসাদু পুলিশের ছএ-ছায়ায় হোটেলটির মালিক আবাসিক বোডিং এর আড়ালে দেহ ব্যবসাসহ মাদকের আড্ডা খানা বানিয়ে রেখেছে হোটেলটিতে,সরেজমিনে ঝাগুর ঝুলীর আশপাশ এলাকার স্হানীয় লোকজনের সাথে কথা বললে তারা সাংবাদিকদের জানায় দীর্ঘ কয়েক বছর হোটেলটিতে দেহ ব্যবসা চালাচ্ছে ,এতে করে হোটেলটির আশপাশ এলাকার উঠতি বয়সের যুবক ছেলেরা বিপথে যাচ্ছে,হোটেলটিতে ...

কুতুববাগ দরবারের পীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Image
অনলাইন ডেস্ক:  কুতুববাগ দরবারের পীর জাকির শাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছে। চেক জালিয়াতি মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে বন্দরের এক ব্যবসায়ীর দায়েরকৃত মামলায় নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক-অঞ্চল) আদালত রোববার এ পরোয়ানা জারি করেন। পীর জাকির শাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী শহরের ধনাঢ্য ব্যবসায়ী মো. ফজর আলী। এদিকে পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়ায় গত দুইদিন ধরে শহর ও বন্দর এলাকায় তোলপাড় চলছে। মামলার বিবরণে জানা গেছে, পারস্পরিক সুসম্পর্কের সুবাদে এক সঙ্গে ব্যবসা করার লক্ষ্যে পীর জাকির শাহ ব্যবসায়ী মো. ফজর আলীকে ৮ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। ২০১৩ সালের ১১ই র্ফেরুয়ারি ব্যবসার উদ্দেশ্যে ৮ কোটি টাকা দেয়ার বিপরীতে ব্যবসায়ী মো. ফজর আলীর কাছ থেকে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা এবং ৬টি চেক গ্রহণ করেন জাকির শাহ। কিন্তু ব্যবসায়ী মো. ফজর আলী ৮ কোটি টাকার স্ট্যাম্প ও চেক দিলেও তার বিপরীতে বিভিন্ন সময়ে পীর জাকির শাহ তাকে ১ কোটি ৮০ লাখ টাকা প্রদান করে। পরবর্তীকালে পীর জাকির শাহ জানিয়ে দেন আর কোনো টাকা দ...

দুদকের মামলায় ডেসটিনির এমডি'র ৩ বছরের কারাদণ্ড

Image
নিউজ ডেস্ক:  সম্পদের তথ্য বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক শামীম আহাম্মদ এ রায় ঘোষণা করেন।এ সময় আসামি রফিকুল আমিন আদালতে উপস্থিত ছিলেন। ২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবং ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ২২ জনের বিরুদ্ধে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে কলাবাগান থানায় আলাদা দুটি মামলা করে দুদক। ওই বছরের ১১ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে থাকা অবস্থায় ওই দুই মামলায় রফিকুল আমিনের জ্ঞাত আয় বহির্ভূত ১৮ কোটি ২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদের হিসাব চেয়ে ২০১৬ সালের ১৬ জুন নোটিশ দেয় দুদক। নোটিশে সাতদিনের মধ্যে তাকে তথ্যবিবরণী জমা দিতে বলা হয়। কারাবন্দি রফিকুল আমীন বিবরণ...

বাংলাদেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি

Image
নিজস্ব প্রতিনিধি: চীনসহ বেশ কয়েকটি দেশে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস বাংলাদেশেএখনও আসেনি। বাংলাদেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যেখানে চীনারা থাকেন, সেখানে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চীন থেকে আসা নাগরিকদের দুই স্তরে মনিটরের ব্যবস্থা করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রী আপাতত চীনে অপ্রয়োজনীয় কাজে না যাওয়ার জন্য বাংলাদেশিদের অনুরোধ করেন। বলেন, এখনও এ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তবে জ্বর ও সর্দি কাশি হলে হাসপাতালে যাওয়ার অনুরোধ করেন তিনি। তিনি সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কোনো রোগী পাওয়া গেলে মন্ত্রণালয়কে জানাতে বলেন। জাহিদ মালেক বলেন, চীনের উহানে ৩০০ ছাত্রছাত্রী আছে, তারাও আক্রান্ত হয়নি, নিরাপদ আছে। সংবাদ সম্মেলনের আগে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পাকিস্তানে পারফিউম কারখানায় বিস্ফোরণ

Image
অনলাই ডেস্ক : পাকিস্তানে  একটি পারফিউম কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন আহত ও আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার কারখানাটির একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। কারখানাটি লাহোরের শাহদারা এলাকায় অবস্থিত। খবর দ্য ডন’র বিস্ফোরণের প্রভাবে কারখানায় আগুন লেগে যায়, ভবনের ছাদ ধ্বসে পড়লে কারখানার ভেতরে অবস্থানরত কর্মীরা প্রাণ হারান। আহত দুইজনের এক জনের অবস্থা আশংকাজনক। পুলিশ জানিয়েছে, মরদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় কারখানায় ১৫ জন কর্মী কাজ করছিলেন। কারখানাটিতে পারফিউম তৈরি হওয়ার ব্যাপারে কিছুই জানত না এলাকাবাসী। তারা ভেবেছিলেন এতে কাপড় তৈরি হয়। ওই এলাকার বেশিরভাগ ভবনই আগুন থেকে নিরাপত্তা কোড অনুসরণ করে তৈরি হয় নি।

আজাহারী জামায়াতের প্রোডাক্ট: ধর্ম প্রতিমন্ত্রী

Image
অনলাইন ডেস্ক নিউজ: জামালপুর- বর্তমান সময়ের আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজাহারীকে ‘জামায়াতের প্রোডাক্ট’ উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেছেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে অত্যন্ত সুক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছেন আজাহারীসহ কিছু বক্তা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জামালপুর শহরের গৌরীপুর কাচারি এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জামায়াতের অর্থে শিক্ষিত হয়ে কতিপয় আলেম কৌশলে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, বর্তমানে প্রকাশ্যে জামায়াতের রাজনীতির সুযোগ না থাকায় কৌশলে বিভিন্ন ওয়াজ মাহফিলে জামায়াতের পক্ষে কথাবার্তা বলছেন এসব বক্তা। তারা কোরআন হাদিসের যেসব ব্যাখ্যা দেন তার অধিকাংশই মিথ্যা এবং আজেবাজে কথা। প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্যগুলো সরকারের নজরে এসেছে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার। এসব বক্তাকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। ‘ইসলামের ভুল ব্যাখ্যাকারীদের বাংলাদে...

ভিক্ষুকের কাছে রেখে যাওয়া শিশুর দত্তক নিলেন কিশোরগঞ্জের ডিসি

Image
কিশোরগঞ্জ প্রতিনিধি: টয়লেটে যাওয়ার কথা বলে ভিক্ষুকের কাছে রেখে যাওয়া নবজাতককে দত্তক নিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। আদালতের মাধ্যমে তিনি শিশুটির অভিভাবকত্ব পেয়েছেন। গতকাল সোমবার কিশোরগঞ্জ ১ নম্বর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারী এ আদেশ দেন। আজ মঙ্গলবার বিকেলে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা এ তথ্য নিশ্চিত করেছেন। শিশুটি বর্তমানে ইউএনওর কাছেই রয়েছে। ইউএনও লুবনা ফারজানা বলেন, ‘নবজাতককে আমাদের ডিসি স্যার দত্তক নিয়েছেন। তবে তাকে নিতে স্যার আসবেন আগামী বৃহস্পতিবার। আমরা ওই দিনই স্যারের পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করব। এই কয়দিন আমার কাছে থাকবে নবজাতকটি।’ উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ এক নারী নবজাতক কোলে নিয়ে বাস থেকে নেমেছিলেন ভৈরবে। এরপর রাস্তায় বসে থাকা এক ভিক্ষুক নারীর কাছে শিশুকে দেন। টয়লেটে যাবার কথা বলে সেই নারী নবজাতক রেখে পালিয়ে যান। পিতামাতার পরিচয়হীন এ শিশুকে আপন করে নিয়েছেন উপজেলা প্রশাসন ও হাসপাতালে কর্মরতরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ঘটনা জানার পর থেকেই শিশুর চিকিৎস...

ছেলের দায়ের কেপে বাবার মৃত্যু

Image
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪২)। ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার একমাত্র ছেলে রাসেল রানার (২২) বিরুদ্ধে। সাইফুলের স্ত্রী জানিয়েছেন, রাসেল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সামান্য কারণে রেগে গিয়ে যে কাউকে মারধর করত। ভোর রাতের কোনো একসময় সে তার বাবাকে কুপিয়ে হত্যা করে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম জানান, রাসেল মাদকাসক্ত বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। ঘটনার পর থেকে সে পলাতক। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।