যারা যত বুদ্ধিমান তারা তত নিঃসঙ্গ
অনলাইন ডেস্ক: আপনার কি বন্ধু কম? এসব নিয়ে খুব চিন্তিত আপনি? তাহলে এ নিয়ে একদমই ভাববেন না। কারণ এক সমীক্ষায় দেখা গেছে যে, যারা যত বেশি বুদ্ধিমান তারা তত নিঃসঙ্গ। মূলত বুদ্ধিমানরা একা থাকতেই বেশি পছন্দ করেন। আর এই তথ্য পাওয়া গেছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের এর সমীক্ষায়।
প্রায় ১৫ হাজার ১৮ থেকে ২৮ বছরের মানুষকে নিয়ে এই গবেষণা চালানো হয়েছে। সমীক্ষায় উঠে আসে, যাঁরা বহু মানুষের সঙ্গ পছন্দ করেন না, তাঁরা খানিকটা হলেও বেশি বুদ্ধিমান। এঁরা একা থাকার মধ্যেই সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পান। এর পিছনে নানা কারণ থাকতে পারে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নিজেদের জীবনের লক্ষ্য জয় করতেই তাঁরা বেশিরভাগ সময় দেন ও তাই একা থাকতে পছন্দ করেন।

Comments
Post a Comment