আশুলিয়ায় মালিক পক্ষের হামলায় শ্রমিকনেতা সরোয়ার আহত
অনলাইন ডেস্ক: আশুলিয়ায় শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেন এর উপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় নেতা মোঃ সরোয়ার হোসেন গুরত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইট এ্যাংগেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়। এ সময় হামলার শিকার হন আরও তিন জন, তাদের মধ্যে মামুন নামে একজনের অবস্থাও গুরুতর। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার ক্যাথে এপ্যারেল্স নামক একটি পোশাক কারখানার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত অন্য দুইজন হলেন, শ্রমিক নেতা নাইম ও হাশমত। এ ব্যাপারে শ্রমিক নেতা সারোয়ার হোসেন বলেন, আশুলিয়ার সরকার মার্কেট এলাকার ক্যাথে এপ্যারেল্স তিনমাস আগে শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয়। পরে তাদের সাথে বিজিএমইএ এর একটি বৈঠক হয়। সেই বৈঠকে মঙ্গলবার (৩১ মার্চ) শ্রমিকদের পাওনাদি পরিশোধের জন্য নির্দেশ দেয় বিজিএমইএ। সেই সময় মোতাবেক শ্রমিকরা কারখানায় গেলে মালিক পক্ষের কাউকে না পেরে আমাদেরকে জানায়, পরে আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কারখানার সামনে গেলে মালিক পক্ষের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী আমাদের উপর অতর্কিত...