সারাদেশে চলমান তাপ প্রবাহ আরো বাড়তে পারে


অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া তাপ প্রবাহ অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ফরিদপুর, সীতাকুন্ড, রাঙামাটি ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ থেকে বিস্তার লাভ করতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দেশের অন্যত্র রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ৭২ ঘন্টায় দেশে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Comments

Popular posts from this blog

নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত

বই মেলায় শান্তনু চৌধুরীর বড় মেজ ছোট ও মোবাইল জার্নালিজম

পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় সাভার থানায় ৬ জনের নামে মামলা