Posts

Showing posts from April, 2020

আজ মহান মে দিবস

Image
ডেস্ক রিপোর্ট :  আজ শুক্রবার (১ মে) মহান মে দিবস। কর্মক্ষেত্রে বঞ্চনার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অনন্য সংগ্রামের দিন। এবারের দিবসের এবারের প্রতিপাদ্য- ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়েআজ মহান মে দিবস  তুলি’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে শুক্রবার পালিত হবে মহান মে দিবস। তবে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে এ বছর সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণের ভয়াল থাবা আঘাত এনেছে। ফলে গভীর সংকটে পড়েছে শিল্প-প্রতিষ্ঠানসহ দেশের শ্রমজীবী মেহনতি মানুষ। এ পরিস্থিতিতে সরকার জনগণের পাশে থেকে ত্রাণকাজ পরিচালনাসহ সর্বাত্মক কার্যক্রম গ্রহণ করেছে। বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক এবং মালিক উভয়েই সু-সম্পর্ক বজায় র...

কক্সবাজারের টেকনাফে পঙ্গপালের অর্বিভাব

Image
অনলাইন ডেস্ক :  বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্প্রতি ঘাসফড়িঙয়ের মতো ছোট ছোট কিছু পোকা দেখা যাচ্ছে, যেগুলো উড়তে পারে না। এরকম শত শত পোকা দলবেঁধে স্থানীয় বাসিন্দাদের বসতভিটার গাছপালায় আক্রমণ চালিয়ে উজাড় করে ফেলছে বলে অভিযোগ পাওয়া গেছে। কালো রঙের ডোরাকাটা এই পোকাগুলো দেখতে অনেকটা পঙ্গপালের মতো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পতঙ্গ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন। পোকার আক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর কক্সবাজার থেকে কৃষি কর্মকর্তা এসে পোকাগুলোর নমুনা সংগ্রহ করে নিয়ে যান। তারা জানিয়েছেন এ ধরণের পোকা তারা আগে কখনও দেখেননি। পোকাগুলোর ছবি দেখে অধ্যাপক রুহুল আমিন ধারণা করছেন, এগুলো স্খিস্টোসার্কা গ্রেগারিয়া প্রজাতির পঙ্গপাল। যেগুলো বেশ বিধ্বংসী হয়ে থাকে। বাংলাদেশে লোকাস্টা মাইগ্রেটোরিয়া প্রজাতির পোকা রয়েছে। যেগুলো ঘাসফড়িঙয়ের মতো। আকারে বড় হলেও, খুব বেশি ক্ষতিকর নয়। নতুন ছোট প্রজাতির এই পোকাগুলো যদি পঙ্গপাল হয়ে থাকে এবং সেগুলো যদি এখনই নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে সামনে বড় ধরণের বিপর্যয়ের আশঙ্কা করছে...

কুষ্টিয়ায় বাসা ভাড়া দিত না পারায় অন্তঃসত্তা নারীকে পুড়িয়ে মারার চেষ্টা

Image
কুষ্টিয়া  সংবাদদাতা :  কুষ্টিয়ায় ৯ মাসের অন্তঃসত্তা এক নারীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এই দূর্যোগেও সময় মতো বাড়ি ভাড়া দিতে না পারার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ওই অন্তঃসত্ত্বা নারীকে। জুলেখা জেলার মিরপুরের বহলবাড়িয়া এলাকার মেহেদী হাসানের স্ত্রী। এদিকে, হত্যা প্রচেষ্টাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জান যায়, শহরের কমলাপুর এলাকায় নবীন প্রামানিক স্কুল সংলগ্ন বজলুল হকের বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থাকতো জুলেখা (৩৫) নামের ওই নারী। আজ সকালের দিকে জুলেখা তার বাড়ির বাইরে পাশের দুইজন মহিলার সাথে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ করেই বাড়ির মালিকের বড় পুত্র রোকনুজ্জামান রনি গর্ভবতী ওই মহিলার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। জুলেখার আত্মচিৎজহকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিসার জন্য তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রের্ফাড করা হয়। চিকিৎসক জানান, তার শরীরের প্রায় ৮০ শতাংশের বেশি জায়গা পুড়ে গেছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ হত্যার চেষ্টাকারী রনিকে আটক করে। এ ঘটনায় কু...

৩৮ তম বিসিএস এর চূড়ান্ত ফলফলের কত দেরী ?

Image
নিজস্ব প্রতিনিধি : ২০ জুন ২০১৭সালে সার্কুলার হওয়া ৩৮ তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ করতে পারেনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ইতোমধ্যে পেরিয়ে গিয়েছে প্রায় তিন বছর। চাকরিপ্রার্থী তরুণরা এ নিয়ে গভীর ক্ষোভ ও হতাশায় ডুবে আছেন। এই দীর্ঘ সময়ে ফলাফল না পেয়ে অধিকাংশ বেকার  চাকুরীপ্রার্থী মানবেতর  জীবনযাপন করছেন। গত ২০ জুন ২০১৭ সালে ৩৮ তম বিসিএস এর সার্কুলার দেয় পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৯ ডিসেম্বর, ২০১৭।লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ০৮-১৩ আগস্ট ২০১৮। দুই জন পরীক্ষক এমনকি ক্ষেত্রবিশেষে ৩য় পরিক্ষকের মূল্যায়ন শেষে প্রায় সাড়ে দশ মাস পর ১ জুলাই ২০১৯ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।এরপর ভাইভা শুরু হয় ২৯ জুলাই ২০১৯ যা চলে প্রায় ছয় মাস ধরে। ৯ ফেব্রুয়ারী ২০১৯ ভাইভা শেষ হয়।প্রায় ২ বছর ১০ মাস পার হয়ে গেলেও এখনও চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় নি। ৩৮ তম বিসিএস পরীক্ষার্থী অনেকেরই বয়স শেষ। অধিকাংশ প্রার্থী বেকার হওয়ায় তারা ও তাদের পরিবারের সদস্যরা এখান থেকে একটি চাকুরির আশায় পথ চেয়ে আছেন। প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, এত দীর্ঘ সময়ে একটি বিসিএস এর ফলাফল না পেয়ে তারা হতাশ। এভাবে আশ...

করোনায় কোনো শ্রমিকের কিছু হলে সব দায়িত্ব আমরা নেব: রুবানা হক

Image
ডেস্ক নিউজ :  ঈদের আগেই সব তৈরি পোশাক কারখানা খুলে দেয়ার পরিকল্পনা করছে বিজিএমইএ৷ তারা বলছে, করোনায় কোনো শ্রমিকের কিছু হলে তার সব দায়দায়িত্ব মালিকরা নেবেন৷ যদিও এখনো তিনশ কারখানার শ্রমিকরা বেতন পাননি৷ বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরশাদ জামাল দিপু জানিয়েছেন,‘ঈদের আগেই সব তৈরি পোশাক কারখানা খুলে যাবে।’ আর তৈরি পোশাক মালিকদের এই সংগঠনটির প্রেসিডেন্ট রুবানা হক বলেছেন,‘করোনায় কোনো শ্রমিকের কিছু হলে সব দায়িত্ব আমরা নেব৷’ কত কারখানা খুলেছে বিজিএমইএ জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা, গাজীপুর, সাভার , আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৮৯০টি কারখানা চালু হয়েছে৷ শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন৷ মোট শ্রমিকদের ৪২ ভাগ কাজে যোগ দিতে পেরেছেন৷ আরশাদ জামাল দিপু বলেন,‘আমরা ফেস বাই ফেস পোশাক কারখানা খুলে দেব৷ বাইরের জেলাগুলো থেকে যেহেতু যাবাহন চলাচল বন্ধ আছে তাই সেখান থেকে শ্রমিকদের আসতে নিষেধ করছি৷ তবে ৭ তারিখের পরে এই সমস্যা থাকবে না বলে মনে হয়৷ ঈদের আগে অবশ্যই সব পোশাক কারখানা খুলে যাবে৷’ বিজিএমইএ যে কারাখানাগুলোর হিসেব দিচ্ছে সেগুলো আসলে সরাসরি পোশাক রপ্তানি করে৷  বিজিএমইএ যে কারাখানাগুলোর হি...

দেশের ক্লান্তিলগ্নে জীবনের ঝুঁকিতে নিরলসভাবে সেবা দিচ্ছে সাংবাদিক চিকিৎসক আইনশৃঙ্খলা বাহিনী

Image
মাইনুল ইসলাম : সারা বিশ্বের মানুষের মাঝে এখন একটাই আতঙ্কের বিষয় করোনা মহামারি আর এই করোনা মহামারিকে মোকাবেলা করতে সারা বিশ্বকে আজ হিমসিম খেতে হচ্ছে। করোনার ভয়াবহতা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তেমনি করে স্থবির করে রেখেছে সকল কর্মকাণ্ডকে আর এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিগুলোতে তবে আমাদের কারোই জানা নেই এই করোনা নামক অদৃশ্য মহামারির যুদ্ধের ভয়াবহতা কোথায় গিয়ে থামবে। জাতি আজ অসহায় এর নেই কোন সুস্পষ্ট প্রতিকার আল্লাহ্ই আমাদের ভরসা তিনিই একমাত্র বাচা মরার মালিক। তবে অদৃশ্য করোনা নামক মহামারি যে কতটা তীব্র ও ভংয়াকর রুপ ধারন করতে পারে এট হয়ত আমরা কেউই আছ করতে পারছিনা। সেজন্য আমাদের বর্তমান প্রচলিত স্বাস্থ্যবিধি নিয়মিত মেনে চলা এবং এর প্রভাব বিস্তারকে রোধ করতে আমাদের সকলকে ঘরে থাকা ও বাহিরে বের না হওয়া। আজ আমাদের পরিবার পরিজন নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা ঘরে থাকা ঘরের বাহিরে না যাওয়া এবং আল্লাহ্কে ডাকা ছাড়া আমাদের এই অদৃশ্য শক্তির মোকাবেলা করার বিকল্প পথ আর নেই। বাংলাদেশে করোনা মহামারি মোকাবেলায় ও দেশের ক্লান্তিলগ্নে সরকার নিরমলসভাবে কাজ করছে এবং সরকারের সর্বোচ্চ চেষ্টায় দেশের মানুষের সেবায় চব্বি...

নারায়ণগঞ্জে যুবলীগ নেতার গোডাউনে মজুতকৃত ১২০০বস্তা চাল জব্দ

Image
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি গোডাউন থেকে স্থানীয় যুবলীগ নেতার মজুত করা ১২শ’ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এছাড়া গোডাউনটি সিলগালা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে মদনপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার। তিনি জানান, গোডাউনটিতে চাল মজুত করেছেন স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূইয়া। তিনি মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ইউএনও বলেন, 'গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২শ’ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গোডাউনের লোকজন বলছে, এই চাল তারা ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে মজুত করেছে। মালিকের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনিও একই দাবি করেছেন। আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি। পরে কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে ভালো, তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে সরকারের ওষুধ প্রশাসন

Image
এম এইচ রাজু :  গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার ‘জি র‍্যাপিড ডট ব্লট’ কিট পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ওষুধ প্রশাসন থেকে চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে তা জানানো হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআর,বির যে কোন একটিতে পরীক্ষা করার কথা বলেছে।’ অধিদপ্তর ইতোমধ্যে বিএসএমএমইউর উপাচার্যকেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে বলেও জানান ডা. জাফরুল্লাহ। গণস্বাস্থ্যের করোনা কিট পরীক্ষা নিয়ে গত কয়েকদিনের বিতর্কের পর এটিকে একটি ‍উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ‘কিট পরীক্ষার অংশ হিসেবে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) ৫০ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হয়। গণস্বাস্থ্য কেন্দ্র ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে।’ ‘বিএমআরসির একটি বড় কমিটি আছে। কমিটির সদস্যরা বৈঠক করে এই আবেদন বিষয়ে সিদ্ধান্ত দিবেন। মৌখিকভাবে তাদের সঙ্গে ...

করোনায় দেশে গত ২৪ঘন্টায় আক্রান্ত ৫৬৪, মুত্যু ৫

Image
অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৫ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫৬৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জনে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে ২৯ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৪ হাজার ৯৬৫টি পরীক্ষা হয়েছে। এতে আরো ৫৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জনে।

করোনায় বরগুনাতে পুলিশের এস আই খালেকের মৃত্যু

Image
বরগুনা প্রতিনিধি :  করোনাভাইরাসে (কভিড-১৯) মৃত্যু হয়েছে ঢাকারমিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত পুলিশের এসআই এবং মসজিদের ইমাম আব্দুল খালেকের (৩৬)। তাঁর বাড়ী বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। আজিম উদ্দিন মৃধার ছেলে আব্দুল খালেক জানা গেছে, আব্দুল খালেক আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর রাতে ঢাকা আরামবাগ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানা গেছে  শান্ত, বিনয়ী, দায়িত্বপরায়ন ও কর্তব্য পালনে নিরলস, নিরাহংকার,  সদা হাস্যোজ্জ্বল স্বভাবের পুলিশ কর্মকর্তা আব্দুল খালেক স্ত্রী, ১ ছেলে ও  ২ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করছেন।  পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় বেলা ১১টায় জানাজা শেষে বেতাগীর উদ্দেশে রওনা দিবেন এবং নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে।

দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন গুদামে অগ্নিকাণ্ড, ৩৮ জনের মৃত্যু

Image
আন্তর্জাতিক  ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ইনছন শহরে একটি নির্মাণাধীন গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ কর্মী ছিলেন। যাদের মধ্যে অনেকেরই এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের। ভবনটির বেজমেন্টে থাকা দাহ্যপদার্থের বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইনছন শহরে ওই নির্মাণাধীন গুদামে স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চাং সিয়ে কিয়ুন।

করোনা ভাইরাসের প্রার্দুভাবে দেশের ৫টি পরিবর্তন

Image
মোঃ উজ্জ্বল :  মহামারী করোনা ভাইরাসের কারনে দেশে চলছে ক্লান্তিলগ্ন। এই দূর্যোগে দেশ ৫ টি পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। ১.দৈনন্দিন জীবনে পরিবর্তন।  লকডাউনের কারণে  প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত  শিশু কিশোররা,বন্ধ রয়েছে স্কুল কলেজ। অনেক শিশু এমন ও রয়েছে বাড়িতে থাকতে থাকতে তারা বিরক্তিকর ও হাপিয়ে যাচ্ছে। অধিকাংশ পরিবার বলছে,তাদের ছোট্ট সন্তানটি প্রত্যেক দিন মা বাবা কে বলছে কোন দিন স্কুল খুলবে। অনেকই অফিসের কাজ বাসায় বসে করতে হচ্ছে। তবে জীবন যাত্রার পরিবর্তনটি আরো প্রকট হচ্ছে  যখন ভাইরাসের সংক্রমণ দমনে সর্তকতামূলক পদক্ষেপ গুলো নেয়া হচ্ছে। ২.পরিবেশগত পরিবর্তন।  বিশ্বের অনেক দপশেই লক ডাউনের কারণে মানুষ ঘরে  অবস্থান করছে এবং কলকারখানা বন্ধ থাকায় কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের মাত্রা কমে গেছে।  স্যাটালাইট ইমেজেও দেখানো হয়েছিল যে,চীনে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের মাত্রা উল্লেখযোগ্য হার কমে গেছে। নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশলী ইকবাল হাবিব বলেন,পরিবেশ পরিবর্তনের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে বায়ুদূষণ নগরীতে অস্বাভাবিক ভাবে কমেছে। সমুদ্রের কিনারা গুলোতে ডলফিন লু...

না ফেরার দেশে বলিউড অভিনেতা ঋষি কাপুর

Image
অনলাইন ডেস্ক নিউজ :  বলিউড অভিনেতা ঋষি কাপুর আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। গুরুতর অসুস্থ হলে বুধবার (২৯ এপ্রিল) ভোরে তাকে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। নিউ ইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের চিকিত্সা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে ভারতে ফেরেন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা। কিছুদিন আগে দিল্লিতে দূষণের জন্য ফুসফুসে সংক্রমণ হওয়ায়, মুম্বাইয়ের এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঋষি কাপুরকে। সেসময় দিল্লিতে শুটিং করছিলেন ঋষি।

পুলিশের মানবিকতা বিষয়ক প্রতিবেদন : টক অব দি কান্ট্রি

Image
         সাইদুর রহমান রিমন :  পুলিশের মানবিকতার একগুচ্ছ প্রতিবেদন নিয়ে প্রকাশিত রকমারী পাতাটি ছিল আজ আলোচনার শীর্ষে। গত রাতে অনলাইনে আপলোড হওয়ার পর থেকেই প্রশাসন, পুলিশ, সাধারণ নাগরিক থেকে শুরু করে সর্বস্তরের পাঠক সমাজে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে প্রতিবেদনটি। দুপুরের মধ্যেই তা যেন টক অব দি সিটি ছাড়িয়ে টক অব দি কান্ট্রিতে পরিনত হয়। বরাবরই ঘুষ-দুর্নীতি, অপরাধ-অপকর্ম, বখড়াবাজি, জুলুমবাজির হাজারো অভিযোগে অভিযুক্ত পুলিশ বাহিনী হঠাত করেই করোনা কবলিত জাতীয় দুর্যোগে আমূল বদলে গেছে। সর্বত্রই দায়-দায়িত্ববোধ সম্পন্ন মানবিকতায় পুলিশ দ্রুতই জনসাধারণের কাছাকাছি পৌঁছেছে, জয় করেছে অগণিত মানুষের হৃদয়। যুগ যুগ ধরে এমন পুলিশই কাম্য ছিল দেশবাসীর। দুষ্টের দমন, শিষ্টের লালন, সর্বত্র ন্যায্যতা প্রতিষ্ঠা সর্বোপরি  পুলিশকে অসহায় মানুষের ভরসাস্থল বানাতে সব সরকারই নানারকম কর্মসূচি নিয়েছে, খরচ করেছে হাজার হাজার কোটি টাকা। কিন্তু সরকারগুলো ক্ষমতায় টিকে থাকতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের উপর জুলুম-নির্যাতন চালাতে এই পুলিশ বাহিনীকেই পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে। ক্ষমতাসীনরা দলব...

এপ্রিলে গার্মন্টসে কাজ না করা শ্রমিকরা বেতনের ৬০ শতাংশ পাবে

Image
অনলাইন ডেস্ক : যে সব গার্মেন্টসে এপ্রিল মাসে কাজ হয়নি বা বন্ধ ছিলো সেসব কারখানার শ্রমিকরা মোট বেতনের ৬০ শতাংশ পাবে। আর যারা কাজ করেছে তারা পুরো বেতন পাবে। এছাড়া কোনো কারখানা লে অফ ঘোষণা করা হবে না। মে মাসে কোনো কারখানায় শ্রমিক ছাঁটাই হবে না। আজ বুধবার সচিবালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে এক সভা শেষে এ কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এ সময় ঢাকার বাইরে থাকা শ্রমিকদের রাজধানীমুখী না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের পাওনা অর্থ তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

সদ্য প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের ছেলে আবিরের প্রাণছোঁয়া স্ট্যাটাস

Image
ছবির ইনসেটে সাংবাদিক খোকনের ছেলে আবির সাইদুর রহমান রিমন :   সদ্য প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের ছেলে আ প্রাণছোঁয়া হৃদয় বিদারক ফেসবুক স্ট্যাটাস পাঠক তথা দেশবাসীর জন্য তুলে ধরা হলো। 'আমরা এখন আরো বেশি কঠিন সময়ের মুখোমুখি হয়ে গেলাম' আমি ও আমার পরিবার এর কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো কোনো বাজে স্বপ্ন দেখলাম । কিন্তু এইটা যে আসলেই বাস্তবেই হয়ে গেলো আমরা এখনো বিশ্বাসই করতে পারছি না। আমার কাছে এখনো মনে হচ্ছে যেন একটা বাজে স্বপ্ন দেখে হয়তো ঘুমটা ভাঙলো। আমার বাবা একজন অত্যন্ত সৎ,নিষ্ঠাবান,পরিশ্রমী একজন বেক্তি ছিলেন।যিনি সারাটি জীবনে হয়তো নিজের কথা কখনো ভাবেননি। আমাদের জন্যই সারাটা জীবন উৎসর্গ করে গেলেন।এই করোনা সংকটময় দিনেও তিনি ঝুঁকি নিয়ে প্রতিটা দিন অফিসে গেছেন, বাসায় ফিরেছেন। আমি এই নিয়ে আমার বন্ধুদেরও বলেছিলাম যে আমরা খুব ভয়ে আছি। কারণ আমার আব্বু আর আপু দুই জন চাকুরীজীবি পরিবারে এবং তারা প্রতিদিনই অফিস এর গাড়ি দিয়েই অফিসে আসা যাওয়া করেছেন। আমার বাবা ৩-৪ দিন ধরে কাশি হচ্ছিলো পরিমানটা দিন দিন বেড়েই চলছিল। আমার তখনই সন্দেহ হচ্ছিলো। আমি বাবা কে বললাম আপনার করোনা হয়নি তো? সে হেসে বলল...

ত্রিপল মোড়ানো ট্রাকে করে শত শত গার্মেন্টসকর্মী ঢাকা আসছে

Image
ডেস্ক নিউজ :  ট্রাকে করে অভিনব পদ্ধতিতে রংপুরের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঢাকায় যাচ্ছে।গার্মেন্ট কারখানা খুলে দেওয়ায় রাজধানী ঢাকায় প্রতিদিনই রংপুরের বিভিন্ন এলাকা থেকে যাচ্ছে শত শত মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় তারা যে যেভাবে পারছেন ঢাকায় যাচ্ছে। ট্রাকের ভেতরে ৩০-৪০ জন নারী-পুরুষ বসিয়ে দিয়ে চারদিকে ত্রিপল দিয়ে শক্ত রশি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হবে ভেতরে পণ্য রয়েছে। এভাবেই রংপুর থেকে শত শত মানুষ ঢাকায় যাচ্ছে।ট্রাকে করে ঢাকায় যাওয়া বেশিরভাগই গার্মেন্ট শ্রমিক। তারা গাজীপুর, চন্দ্রা, সাভার, আশুলিয়ার বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে পোশাক শ্রমিক সহ বিভিন্ন পেশায় কাজ করে। জেলার মিঠাপুকুরের পায়রাবন্দ এলাকায় আজ সকালে গিয়ে দেখা যায়, রংপুর-ঢাকা মহাসড়কে শতাধিক নারী-পুরুষ জটলা করে দাঁড়িয়ে আছে। তারা সবাই গার্মেন্ট কারখানায় কাজ করে। তাদের বাড়ি রংপুরের তারাগঞ্জ, কাউনিয়া, বদরগঞ্জ, গঙ্গাচড়া উপজেলাসহ কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে। সবাই ঢাকায় যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায়। করোনা পরিস্থিতির লকডাউনের কারণে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় তারা অপেক্ষা করছেন পণ্যবাহী ট্রাক বা অন্য যানবাহন...

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪১, মুত্যু ৮

Image
ফাইল ছবি অনলাইন ডেস্ক :  দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৮ জন মৃত্যুবরণ করেছেন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৪১ জন। এ নিয়ে করোনাভাইরাসে মৃত্যু ১৬৩ ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরো চার হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরো ৬৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ১০৩ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৮ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে। গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

শত শত গার্মেন্টসকর্মী ঢাকায় ফিরছে

Image
অনলাইন ডেস্ক :  শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট দিয়ে ফেরিতে করে পদ্মা পার হচ্ছে শত শত গার্মেন্টসকর্মী। বুধবার সকাল থেকে এসব যাত্রীকে কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরিতে করে শিমুলিয়া ঘাটে এসে ঢাকার উদ্দেশে বিকল্প যানবাহনে যেতে দেখা গেছে। সকালে সরেজমিনে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, শত শত যাত্রী দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় যাচ্ছে। এসব যাত্রীর অধিকাংশই গার্মেন্টস কর্মী। তারা দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকা থেকে বিকল্প যানবাহনে করে কাঁঠালবাড়ি ঘাটে আসছে। সেখান থেকে ফেরিতে করে শত শত যাত্রী পদ্মা পারি দিয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আসছে। করোনার কারণে যাত্রীবাহি পরিবহন বা বাস বন্ধ থাকায় এসব যাত্রী বিকল্প যানবাহনে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গন্তবে ছুটছে। এসব যানবাহনের মধ্যে রয়েছে, অটোরিকশা, ইয়েলো ক্যাব, রেন্ট এ কার, মাইক্রোবাস, ও পিকাপভ্যানসহ নানা ধরনের যানবাহন। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবির জানান, সকালে থেকেই ফেরিতে করে শত শত লোক আসছে শিমুলিয়া ঘাটে। তাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী। মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই হিলাল উদ্দিন জানান, বুধবার সকাল থেকেই শত শত গার্মেন...

জনপ্রিয় বলিউড অভিনেতা ইরফান খান আর নেই

Image
অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা ইরফান খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোলন ইনফেকশনের কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। ২০১৮ সালের ৫ মার্চ টুইটারের নিজের গুরুতর অসুস্থতার কথা জানান ইরফান খান। এরপর ১৬ মার্চ তিনি আরেকটি বিবৃতিতে জানান, তার নিউরোএনডোক্রিন টিউমার ধরা পড়েছে। তিনি দীর্ঘদিন লন্ডনে চিকিৎসাও নিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে তার সম্পর্কে কিছু শোনা যায়নি। ২০১৯ সালে শারিরীক অবস্থার উন্নতি হলে তিনি 'আংরেজি মিডিয়াম' ছবির কাজ শুরু করেন। রাজস্থান ও লন্ডনে ছবিটির শুটিং হয়েছিল। অসুস্থতাকে হারিয়ে দিয়ে দেশে ফিরেছিলেন ইরফান খান। চলতি বছরের মার্চে 'আংরেজি মিডিয়াম' ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে ছবির প্রচারণায় থাকতে পারেননি তিনি। ছবির ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানেও তিনি ছিলেন না। অনুষ্ঠানে তার একটি রেকর্ডেড বার্তা প্রকাশ করা হয়েছিল। তাতে ইরফান খানকে বলতে শোনা গিয়েছিল, শরীরে অনাকাঙ্ক্ষিত অতি...

তোমার পথ ধরে আমরাও আসছি, অন্তহীন সময়ের জন্য......রিমন

Image
সাইদুর রহমান রিমন : সহকর্মি হুমায়ুন কবীর খোকনের সাংবাদিকতায় যাত্রা শুরু হয়েছিল ১৯৯৯ সালে, দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে। ওই সময়ে ভার্সিটিতে অধ্যায়নরত হালকা গড়নের হুমায়ুন কবীর কাপড়ের একটি সাইড ব্যাগ ব্যবহার করতেন, যথেষ্ঠ পরিশ্রমীও ছিলেন। পায়ে হেটেই অবিরাম ছুটে বেড়াতে দেখা যেতো তাকে। শুরুতে শিক্ষা বিষয়ে নানা প্রতিবেদন করলেও পরবর্তীতে জেনারেল বিটে বেশ তৎপর ছিলেন তিনি। একপর্যায়ে মানবজমিন হয়ে আমাদের সময়ে যোগদান করেন হুমায়ুন কবীর খোকন। অহমিকামুক্ত হুমায়ুন কবীরকে বরাবরই দেখেছি তার সংবাদ ঘ্রাণ শুকতে পারা নাকটি ছিল খুবই সক্রিয়। যে কোনো ঘটনাতেই একাধিক এ্যঙ্গেল থেকে সংবাদ তৈরির দারুণ দক্ষতা ছিল তার। হঠাৎ করেই তার তারুণ্যতায় ভারিক্কি ভাব দেখতে পাই, কথাবার্তাও বলতেন ধীরলয়ে। হুমায়ুন কবীরের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো বহুদিন পর পর। দেখা হলে কথাবার্তা আচরণে তা বোঝার কোনো উপায় ছিল না। মুখোমুখি হলেই হাত বাড়িয়ে করমর্দন করেই কাছে টেনে বুকে বুক মেলাতেন, প্রশ্ন ছুঁড়ে দিতেন : 'চলছে তো ভালই তাতো দেখতেই পাচ্ছি-কিন্তু আপনি আছেন কেমন সেইটা বলেন? আজ থেকে সেই অধিকারে কথা বলার মতো বন্ধুজন হুমায়ুন কবীরকে আর দেখত...

সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন শোকাহত

Image
ডেস্ক নিউজ : জ্বর গলাব্যাথা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যেই মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে চিকিৎসকদের সন্দেহ। ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে মঙ্গলবার রাত সোয়া ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। সাংবাদিক হুমায়ুন কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন।  সংগঠনের সভাপতি মাইনুল ইসলাম ও সাধার সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন,সাংবাদিক হুমায়ুন কবির একজন দায়িত্বশীল ও নিষ্টাবান সাংবাদিক ছিলেন তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।  

সাংবাদিক হুমায়ুন কবির খোকন আর নেই

Image
নিজস্ব প্রতিনিধি: জ্বর গলাব্যাথা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যেই মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে চিকিৎসকদের সন্দেহ। ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে মঙ্গলবার রাত সোয়া ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ গণমাধ্যমকে বলেন, রাত সোয়া ৯টার দিকে খোকন ভাইকে নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময়ই উনার অবস্থা আশঙ্কাজনক ছিল। ‘আমাদের ডাক্তাররা চেষ্টা করার মধ্যেই সোয়া ১০টার দিকে তিনি মারা যান।’ চিকিৎসকরা জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার অ্যাজমারও সমস্যা ছিলো। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলেও তা পরীক্ষা করা হয়নি বলে জানা গেছে। সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবিব রহমান, তার করোনাভাইরাসের উপসর্গ ছিল। পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছিল। তিনি জানান, আজ রাতেই আইইডিসিআরের ব্যবস্থপনায় তার দাফন হওয়ার কথা রয়েছে। হাবিব রহমান বলেন, গত ১৫ দিন ধরে বাসা থেকেই অফিস করছিলেন হুমায়ুন কবির খোকন। আজ (মঙ্গলবার) সকালে শ্বাসকষ্ট ও মাথাব্যথা বৃদ্ধি পায়। এরপর শারী...

লক্ষীপুরের রামগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

Image
লক্ষ্মীপুর প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার কৃষকদের পাশে দাঁড়ালো রামগঞ্জ  উপজেলা ছাত্রদল ও লামচর ইউনিয়ন ছাত্রদল  । ধান কাটার শ্রমিক না পাওয়ায় উপজেলার গরীব ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিচ্ছেন তারা। ২৮ এপ্রিল উপজেলার  দক্ষিন কালিকাপুর  পশ্চিম বিলের ৫ জন কৃষকের ধান কাটার মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন তারা। ধান কাটতে আসা উপজেলা ছাত্রদল সহ সভাপতি আতিকুর রহমান মাসুদ “বলেন এটা কঠিন  কোনও কাজ নয়। আমরা আদর্শিক রাজনীতি আর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালোবাসার প্রতীক সোনার বাংলার ধান আজ নষ্ট হচ্ছে কেবল শ্রমিক না পাওয়ার কারণে। ধানের শীষের প্রতি আন্তরিক ভালোবাসা ফসলের জমিতে শ্রম দিতে আসতে বাধ্য করেছে”। লামচর ইউনিয়ন  ছাত্রদল সভাপতি মুরাদ হোসেন নিপু বলেন, “করোনা পরিস্থিতিতে জাতি এক ধরনের ক্রান্তিকাল পার করছে। এমন সংকটেই যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমাদের রাজনীতি অর্থহীন। ইতিমধ্যে আমরা সাধারন মানুষের সচেতনতার জন্য এবং খাদ্যদ্রব্য এর সংকট কাটানোর জন্য দেশনায়েক  তারেক রহমানের পক্ষ্যে ইউনিয়ন বি এন পি এর সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মামুনের সার্বিক...

দেশের সবচেয়ে লম্বা ব্যক্তি জিন্নাত আলী আর নেই।

Image
নিজস্ব প্রতিনিধি :  বাংলাদেশের সবচেয়ে লম্বা ব্যক্তি কক্সবাজারের রামুর বাসিন্দা মোঃ জিন্নাত আলী( ৩০)আর নেই। সোমবার (২৭ ই এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বড় ভাই জানান,শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নত আলী। এ কারণে সে অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে উঠেছেন। সম্প্রতি মস্তিষ্ক টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আনা হয়। হাসপাতালে নিউরো  সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে গতকাল সকাল ৮ টার দিকে (চমেক)হাসপাতালে অধ্যাপক ড.নোমান খালেদ চোধুরী বলেছেন,নিউরো সার্জারিতে যখন আনা হয় তখন তিনি অজ্ঞান ছিলেন। ওনার পরিস্থিতি এতই জটিল যে,তার আর জ্ঞান ফেরার সম্ভবনা নেই। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট আছেন। ওনার মস্তিষ্কের টিউমার আছে এবং সেটা খুবই বড়। এই মুহূর্তে টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ ডিভিকাল্ট এবং কোন সম্ভাবনা নেই বললেই চলে। প্রসঙ্গত,প্রায় দেড় বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন জিন্নাত আলী। সে সময় জিন্নাতের চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন...

মানবতাকে এ কোন র্বরতায় ফিরিয়ে দিচ্ছে করোনা?

Image
সাইদুর রহমান রিমন : গোপালগঞ্জে স্বাস্থকর্মি জেসমিনের উপর হোম কোয়ারেন্টাইনের নামে নির্মমতা চালানোর খবর প্রকাশ হতেই প্রত্যন্ত এলাকা থেকে আরো নানারকম বর্বরতা চালানোর খবর বেরিয়ে আসতে শুরু করেছে। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নির্দেশে এলাকাবাসী একটি নির্জন স্থানে পুকুরের মধ্যে তালপাতা দিয়ে ঝুপড়ি ঘর তৈরি করে জেসমিনকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব‌্যবস্থা করেন। প্রায় এক সপ্তাহ ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেখানেই অবস্থান করতে বাধ্য হন তিনি। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লগন্ডা গ্রামের এ ঘটনা সামাজিক যোগযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর প্রশাসনিক উদ্যোগে জেসমিন নিজ বাড়িতে ফিরতে পেরেছেন। এরমধ্যেই নেত্রকোণার প্রত্যন্ত হাওড় এলাকা সীমাহীন নির্মমতার নতুন খবর পেরিয়ে এলো। খবরটি জানা গেল নেত্রকোণার অত্যন্ত পরিশ্রমী রির্টোর আলপনা বেগমের কল্যাণে। ঢাকা লকডাউন ঝক্কিতে উপার্জনহীন কর্মজীবীরা বাঁচার তাগিদে পরিবার পরিজন নিয়ে নিজ গ্রামে ফিরতেই তারা ভয়ঙ্কর বর্বরতার মুখে পড়েন। গ্রামের প্রভাবশালী একটি মহল ঢাকা থেকে গ্রামে ফেরা সব মানুষকে গণহারে করোনা রোগী ঘোষণা দিয়ে তাদেরকে গ্রাম ছাড়তে বাধ্য করেন। এসব না...