নারায়ণগঞ্জে যুবলীগ নেতার গোডাউনে মজুতকৃত ১২০০বস্তা চাল জব্দ
- Get link
- X
- Other Apps
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি গোডাউন থেকে স্থানীয় যুবলীগ নেতার মজুত করা ১২শ’ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এছাড়া গোডাউনটি সিলগালা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে মদনপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার।
তিনি জানান, গোডাউনটিতে চাল মজুত করেছেন স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূইয়া। তিনি মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
ইউএনও বলেন, 'গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২শ’ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গোডাউনের লোকজন বলছে, এই চাল তারা ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে মজুত করেছে। মালিকের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনিও একই দাবি করেছেন। আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি। পরে কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে ভালো, তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment