সাভারে ৪০ কোটি টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
- Get link
- X
- Other Apps
সাভার প্রতিনিধি : সাভারে দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে লাখো মানুষের চলাচলের সুবিধার্থে একটি সড়কের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে ।
শুক্রবার(১৮ই ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে চাপাইন,দেওগা,টিটন,কৃষ্ণ পুর,জিনজিরা হয়ে সাভার ইউনিয়নের কলমা পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা ড্রেনসহ ৪০ কোটি টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন সাভার পৌর সভার মেয়র হাজী আব্দুল গণি, কাউন্সিলর আব্বাস আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীনুর বেগম,সাবেক সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সুলতানা রাজিয়া,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফজল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
রাস্তাটি দীর্ঘ প্রায় এক যুগ ধরে সংস্কারের আভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে এ এলাকার প্রায় লক্ষাধিক মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছিল। সিআরডিপি-২ প্রকল্পের আওতায় এ রাস্তা নির্মণ কাজ শুরু হওয়াতে এলাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment