সাভারে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার



সাভার প্রতিনিধি :  সাভারে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুলাল(৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার(১৮ ডিসেম্বর) সকালে সাভারের আমিনবাজার বড়দেশী পশিচমপাড়া এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ বলছে গত এক মাস ধরে নিজ ভাড়া বাসায় ভয়ভীতি প্রদর্শন করে ওই শিশুকে ধর্ষণ করে আসছিলেন দুলাল নামের ওই ব্যক্তি। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে গতকাল রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী দুলালকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ সকালে অভিযান চালিয়ে তাকে আটক করে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ। আজ দুপুরে আটক ধর্ষণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম। আটক ধর্ষণকারীর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কুদ্দুপাড়া গ্রামে।

Comments

Popular posts from this blog

নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত

বই মেলায় শান্তনু চৌধুরীর বড় মেজ ছোট ও মোবাইল জার্নালিজম

পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় সাভার থানায় ৬ জনের নামে মামলা