Posts

Showing posts from February, 2021

আশুলিয়ায় নিজ শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা আটক

Image
  নিজস্ব প্রতিনিধি : আশুলিয়ায় নিজ শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পাষণ্ড পিতা কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৫শে ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জরুরি সার্ভিস ৯৯৯ এ কল করলে আশুলিয়া থানা থানার এস আই নাসির ঘটনাস্থলে পৌছে পাষন্ড পিতা মতি মিয়া (৪৫) কে আটক করে । আটক মতি মিয়া জামালপুর জেলার সদর থানার তুলশীপুর গ্রামের হরমুজ আলীর ছেলে।  জানাযায়, সে আশুলিয়ার সাধুর মার্কেট এলাকার শামশুল আলমের নীতিবান টাওয়ারের তিন তলায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে স্ত্রী সন্তান সহ বসবাস করে আসছিলেন।  কিন্ত বেশ কিছু দিন যাবৎ তার ১১বছর বয়সী  মেয়ে তার পিতা মতি মিয়ার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষক চেষ্টা অভিযোগ তুলে যাচ্ছে।   এলাকাবাসী ঘটনাটি জানার পর  সাংবাদিক মাসুদ রানা কে অবহিত করলে তিনি ঘটনার সত্যতা যাচাই করে  তৎক্ষণাৎ জরুরি সার্ভিস ৯৯৯এ কল করে। এবং ঘটনাস্থলে আশুলিয়া থানার এসআই নাসির উপস্থিত হয়ে  পাষন্ড পিতা মতি মিয়া কে আটক করে।   এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক মতি মিয়াকে আজ শুক্রবার আদালতে পাঠানো হবে বলে জানান আশুলিয়া থানার এস আই না...

মোদি সবচেয়ে বড় দাঙ্গাবাজ: মমতা

Image
বিকাশ সূত্রধর (ভারত প্রতিনিধি) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি বলেছেন, ভারতের সবচেয়ে বড় দাঙ্গাবাজ হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হুগলি জেলায় এক জনসভায় এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এবারের নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তাই দল দুটি একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করছে। এদিন মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’কে রীতিমতো ধুয়ে দেন মমতা। তিনি বলেন, বাংলা শাসন করবে বাংলা, গুজরাট নয়। নিজের ভাতিজা তৃণমূল নেতা এবং এমপি অভিষেক ব্যানার্জিকে ‘তোলাবাজ’ বলে মন্তব্য করে ছিলেন বিজেপি নেতারা। এর জবাবেই বিজেপি নেতাদের এমন কঠোর ভাষায় আক্রমণ করেছেন মমতা। তিনি গেরুয়া পার্টির নেতাদের ‘দাঙ্গাবাজ’ বলে মন্তব্য করেন। নির্বাচনে তার দল জয়ী হবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন মমতা। তৃণমূলের সুপ্রিমো বলেছেন, মোদি বাংলার শাসন করতে পারবেন না। গুন্ডারা বাংলার শাসন করতে পারবে না। এই নির্বাচনী সভায় ক্রিকেটার মনোজ তিওয়ারি তৃণমূলে যোগ দেন। এসময় তিনি বলেন, বাংলার ম...

সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না দল : সেতু মন্ত্রী

Image
অনলাইন ডেস্ক :  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে দলীয় নজরদারি রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না দল। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি ও জঙ্গিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দলের ঐক্য বিনষ্ট করা যাবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে আছে। শত বাঁধা, ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ জনসেবা করে চলছে। জনগণ ভালোবেসে সরকার গঠনের যে সু্যোগ দিয়েছে, তার মর্যাদা রক্ষা করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র অনুসরণ করে ইউনিট কাউন্সিল সম্পন্ন করতে হবে। দলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে যেন দল সরকারি উন্নয়ন যেন প্রশ্ন বিদ্ধ না হয়। পাশাপাশি আন্তর্জাতিক কুচক্রী মহলকে নিয়ে দেশ বিরোধীরা যে ষড়যন্ত্র করছে তা ঐ...

আশুলিয়ার চিত্রশাইলে শরিফের অত্যাচরে এলাকাবাসী অতিষ্ঠ

Image
আশুলিয়া প্রতিনিধি :  আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকার ত্রাস শরিফের অত্যাচরে এলাকাবাসী অতিষ্ঠ । এলাকাবাসী তাকে চেনে একজন দু্র্দান্ত সন্ত্রাসী হিসেবে। মারামারি, রাহাজারি, চাদাঁবাজী, ডিস ব্যবসা নিয়ে কোন্দল, জবর দখল সহ তার বিরুদ্ধে যেন অভিযোগের শেষ নেই। শরিফ(৩০) এর তার হাত থেকে রেহাই পায়নি তার নিকট আত্মীয়রাও । আশুলিয়া থানায় তার নামে রয়েছে একাধিক মামলা। শরিফ গংদের নির্মম হামলায় আহত মারাত্মক সেলিনা আক্তার অভিযোগ আছে অত্র এলাকায় গজিয়ে উঠা কিশোরগ্যাংয়ের পৃষ্টপোষক শরিফ। অত্র এলাকায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। বেশীর ভাগ মানুষ জানায় সে এলাকার ত্রাস তার বিরুদ্ধে কথা বললে তার হাতে বা তার লোকজন দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ ক”জন এলাকাবাসি জানান শরিফ নাকি ঐ এলাকার যুবলীগ নেতা, কিন্তু কোন পদে আছে তা কেউ বলতে পারে না। তার রয়েছে নিজস্ব ক্যাডার বাহিনি কেউ তার বিরুদ্ধে কিছু বললে সে ও তার লোকজন দিয়ে তার উপর হামলা চালায়। অতি সম্প্রতি গত গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকায় শরিফ(৩০) ও তার লোকজন মিলে আপন খালা সেলিনা আক্...

লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ আর নেই

Image
নিজস্ব প্রতিনিধি : বিশিষ্ট লেখক, কলামিস্ট, গবেষক, বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। হাসপাতালে কাস্টমার সার্ভিস অফিসার ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আবুল মকসুদের ছেলে নাসিফ মাকসুক বলেন, ‘বাবা বাসায় অজ্ঞান হয়ে পড়ে যান। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’ সৈয়দ আবুল মকসুদ ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ আবুল মাহমুদ ও মা সালেহা বেগম।

মা‌নিকগ‌ঞ্জের বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নে বিকৃত শ‌হিদ মিনার

Image
  মোঃ জসীম উ‌দ্দিনঃ  মা‌নিকগ‌ঞ্জের দৌলতপুর উপ‌জেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নে ভাষা আ‌ন্দোল‌নের শহীদ মিনার বিকৃত ক‌রে স্থাপন করা হ‌য়ে‌ছে। এ‌তে শহীদ মিনা‌রের মূল তাৎপর্য সম‌ন্ধে বিভ্রান্ত হ‌চ্ছে শিক্ষার্থীরা।  স‌রেজ‌মি‌নে দেখা যায়, বিষ্ণপুর গ্রা‌মের বিষ্ণুপুর জিএম উচ্চ বিদ‌্যালয়, খলসী গ্রা‌মের খলসী আদর্শ উচ্চ বিদ‌্যাল‌য় এবং উত্তরআড়া গ্রা‌মের উত্তরআড়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়ে শহীদ মিনার থাক‌লেও সেগু‌লো জাতীয় শহীদ মিনা‌রের ডিজাইন‌ অনুসরন  ক‌রে নির্মান করা হয়‌নি। শহীদ মিনারগু‌লোতে তিন‌টি ক‌রে কলাম রাখা হ‌য়ে‌ছে এবং প্রত্যেকটা কলা‌মের মাথা সা‌ম‌নের দি‌কে বাকা‌নো। এছাড়া নেই সূ‌র্যের ম‌তো লাল বৃত্ত ও। অথচ কেন্দ্রীয় শহীদ‌ মিনা‌রের মাঝখা‌নের এক‌টি কলা‌মের মাথা বাকা‌নো থা‌কে। বাকী ৪‌টি কলামগু‌লো থা‌কে সোজা। যা মাতৃভাষা বাংলার সা‌থে আমা‌দের মা ও ছে‌লের সর্ম্পকে নি‌দের্শ ক‌রে।  খলসী গ্রা‌মের বিশ্ব‌বিদ‌্যালয় পড়ুয়া একজন ছাত্র মোঃ র‌ফিক এইসব শহীদ মিনার সং‌শোধনের দাবী জা‌নি‌য়ে ব‌লেন, এরকম শহীদ মিনার নির্মিত হলে একসময় ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের ভাষা আন্দোল...

চলে গেলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান

Image
  মাসুদ রানা :  বার বার মিথ্যা মৃত্যুর সংবাদ গুলোকে এবার সত্যি করে  চলে গেলেন দেশের বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। রক্তে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিলো। কিন্তু হাসপাতালে থাকতে না চাওয়ায় শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গেলো বছরের ৩০ এপ্রিল তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। এটিএম শামসুজ্জামানের ছোট ভাই রতন জামান জানান, শনিবার বাদ জোহর এটিএম শামসুজ্জামানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার শেষ ইচ্ছা অনুযায়ী নারিন্দার পীর সাহেব তার গোসলের প্রক্রিয়া সম্পন্ন করবেন। এরপর বাদ আসর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনী ও ...

সেনাপ্রধানকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা

Image
অনলাইন ডেস্ক :  সেনাপ্রধানকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।  তিনি বলেছেন, ‘কেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করা হচ্ছে। কারণ এ সেনাপ্রধানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন, সেনাপ্রধানকে হেয় করা মানে মননীয় প্রধানমন্ত্রীকে হেয় করা।  আপনাদেরকে এ জিনিসটা বুঝতে হবে।’ মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আর্মি অ্যাভিয়েশন গ্রুপে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আল জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে এ কথা বলেন সেনাপ্রধান।  সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠান, যেটা জাতির গর্ব, দেশের গর্ব, এই প্রতিষ্ঠানকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। সেনাবাহিনী একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল বাহিনী, আগের  চেয়ে অনেক বেশি সুসংহত। সেনাবাহিনীর ‘চেইন অব কমান্ড’ অত্যন্ত কার্যকরী এবং সেনাবাহিনীর প্রতিটি সদস্য ঘৃণাভরে এ ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করছে।’ আল জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘আমাদের চেইন অব কমান্ডে যারা আছেন, তাদের সবাই এ ব্যাপারে সতর্ক আছি। সেনাবাহিনীতে এ ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আ...

সাভারের ধামসোনাবাসী পাচ্ছে নতুন পৌরসভা : ত্রাণ প্রতিমন্ত্রী

Image
  সাভার প্রতিনিধি : সরকারি স্থাপনা, বিপুল সংখ্যক জনসংখ্যা, শিল্পের গুরুত্ব বিবেচনায় সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পৌরসভায় রূপান্তরিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।  মঙ্গলবার দুপুরে আশুলিয়া প্রেসক্লাবে ঢাকাপোস্ট ডটকম নামে একটি অনলাইন নিউজ পোর্টালের  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আশুলিয়া একটি ঘনবসতিপূর্ণ শহর হিসেবে গড়ে উঠেছে। এখানে প্রচুর শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক সরকারি স্থাপনাও এখানে আছে। এই কারণে এই অঞ্চলের লোকজনের নাগরিক সুবিধা বৃদ্ধির জন্যে এটাকে পৌরসভায় রূপান্তর করা দরকার। এটা অনেক দিন ধরেই দাবি উঠছিল। সেই অনুযায়ী ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম উদ্যোগ নিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রালয়ে তিনি আবেদন দিয়েছেন। আবেদন দেওয়া মাত্রই এটার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এটার ফলাফল আমরা পাব, পৌরসভা হিসেবে দেখতে পাব।’  আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরু...

আশুলিয়ায় ব্যারিস্টার সুমন ও ব্যারিস্টার মনির ফুটবল দলের মধ্যেকার ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

Image
মাসুদ রানা : আশুলিয়ার গাজীরচট এলাকায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও ব্যারিস্টার মনির ফুটবল ক্লাবের মধ্যেকার ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ই ফেব্রুয়ারি) বিকালে আশুলিয়ার গাজীরচট এম এম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ এলাকায় ফেসবুকে জনপ্রিয় ব্যাক্তিত্ব  ব্যারিস্টার সুমনের  ফুটবল একাডেমি ও আশুলিয়ার ঐতিহ্যবাহী মিয়া পরিবারের সন্তান ব্যারিস্টার মনির হোসেনের  ফুটবল ক্লাবের মধ্যেকার ফুটবল প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহদাত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়া, আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য সুমন আহম্মেদ ভূঁইয়া, এম এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক মুন্সী।  এ সময় ২-০ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী জয় লাভ করে।  পরে উপস্থিত অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন।  অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ মাদক ছেড়ে ফুটবলের প্রতি অনুরাগী হতে তরুণ ও যুবকদের আহবাণ জানান।

প্রতিপক্ষের ষড়যন্ত্রে অপপ্রচার চালানো হচ্ছে' - সাংবাদ সম্মেলনে এরশাদ গ্রুপের চেয়ারম্যান

Image
নিজস্ব প্রতিবেদক: প্রতিপক্ষের হিংসায় ব্যবসায়ীকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন এরশাদ গ্রুপের চেয়াম্যান আলহাজ্ব এরশাদ আলী। শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।  সংবাদ সম্মেলনে তিনি একটি বেসরকারী ব্যাংকের এক ঊধ্বতন কর্মকতার রোষানলের শিকার বলে অভিযোগ করেছেন।  তিনি বলেন, ওই কর্মকর্তা গুলশানস্থ এলাকায় প্রায় ৭ কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট আমার কাছে বিক্রি করার পরও সেটি হস্তান্তর না করে দীর্ঘদিন ধরে বেআইনী ভাবে  জোরপূরবক নিজে ভোগদখল করছে। ফ্ল্যাটটি বুঝে পেতে আইনের দারস্থ হয়ে তার বিরুদ্ধে মামলা করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে আমি ও আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। আমার ব্যবসায়ীক প্রতিপক্ষকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে চক্রান্তমূলকভাবে উস্কে দেয়। অথচ প্রকৃত সত্য হলো, আমি কোনো ব্যাংক এর টাকা লোপাট করিনি। বরং ব্যাংক থেকে যে লোন নিয়েছি তার বিপরীতে ব্যাংকের কাছে আমার স্থাবর অস্থাবর সকল সম্পদ দায়বদ্ধ আছে। একই ভাবে আমার সব ব্যাংকের হিসাব পূনঃতফসিল করতে সর্বোচ্ছ চেষ্টা করছি।  স...

হত্যার বিচার চাওয়ায় ব্যবসায়ীকে মারধর করেছ গ্যাং লিডারের ভাই

Image
  সাভার প্রতিনিধি : সাভারে আলোচিত কিশোর গ্যাং কতৃক নীলা রায় নামে দশম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে হত্যার ঘটনায় বিচার চেয়ে মানববন্ধনে অংশ নেয়ায় প্রান্ত সাহা (২৬) নামে এক ব্যবসায়ীকে মারধর ও প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং লিডার শাকিব হোসেনের বড় ভাই শাকিল হোসেনের বিরুদ্ধে। বিষয়টি জানিয়ে ভুক্তভোগী ওই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মারধরের শিকার ওই ব্যবসায়ীর নাম প্রান্ত সাহা সাভার পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার শিশির সাহার ছেলে। অন্যদিকে অভিযুক্ত শাকিল হোসেন সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম শিরুর বড় ছেলে ও নিলা রায় হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত শাকিব হোসেনের বড় ভাই। লিখিত অভিযোগ থেকে জানা যায়, ব্যবসায়ী প্রান্ত সাহা বৃহস্পতিবার বিকেলে দরকারী কাজে পৌর এলাকার কাজী মোকমাপাড়া জামে মসজিদের সামনে অবস্থান করছিলো। এসময় পূর্ব শত্রুতার জের ধরে এলাকার বখাটে ও কিশোর গ্যাং সদস্যদের ইন্ধনদাতা শাকিল হোসেনসহ অজ্ঞাত পরিচয় ২/৩ জন যুবক ওই ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা হামলা চালিয়ে এলোপাথারি মারধর ...

সাভারে রোহান হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Image
  সাভার প্রতিনিধি: সাভারে কিশোর গ্যাংয়ের হাতে খুন হওয়া স্কুল শিক্ষার্থী রোহান হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিকে মানববন্ধ করেছে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীরা। বুধবার দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় আয়োজিত মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, নারী ও শিুশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন পাঁচ শতাধিক লোকজন।  মানববন্ধন চলাচকালে বিভিন্ন ফাঁসির দাবিসহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো প্রেসক্লাব এলাকা। এসময় সাভার থানা রোডর বঙ্গবন্ধু চত্বর থেকে সাভার কলেজ এবং আশপাশের রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাড়িয়ে নির্মম এ হত্যাকান্ডের প্রতিবাদ জানায় অংশগ্রহনকারীরা। সকলের মুখে একই দাবি রোহাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করা। আয়োজিত মানববন্ধন থেকে রোহানের বাবা আব্দুস সোবাহান বলেন, গত ৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় আমার ছেলে রোহানুল ইসলাম রোহানকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং লিডার হৃদয় ও তার সহযোগীরা। ...

সাভারে দ্বিতীয় সালেপুর সেতুর উদ্বোধন

Image
  মাসুদ রানা :  সাভারের আমিনবাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় সালেপুর সেতুর উদ্বোধন করলেন । মঙ্গলবার সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি চার লেন বিশিষ্ট সেতুটির উদ্বোধন করেন। প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬৪ মিটার লম্বা সেতুটি আগামী দুই বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। সেতুটি উদ্বোধনের আগে স্বাগত বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একসময় ঢাকা-আরিচা মহাসড়ক মরণফাঁদ হিসেবে পরিচিত ছিল। প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটতো এবং অনেক মানুষের প্রাণহানি হতো আমি দায়িত্ব গ্রহণের পর থেকে সড়কের বিভিন্ন স্থানে বাক প্রশস্তকরণ ডিভাইডার স্থাপনের মাধ্যমে সড়ক দুর্ঘটনাকে শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। এই সড়কের বিভিন্ন স্থানে ওগুলোকে চার লেনে উন্নীত করার প্রকল্প নেয়া হয়েছে যাতে ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণের সময় বিষয়টি নিয়ে চিন্তা করতে না হয়। ঢাকা-আরিচা মহাসড়ক এখন আর মরণফাঁদ নয় উল্লেখ করে মহাসড়কের গাবতলী থেকে নবীনগর পর্যন্ত সড়কটিকে ১০ লেনে উন্নীত করণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আমি বলার পরও ঢাকা-আরিচা মহাসড়কের বিভি...

আশুলিয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উদ্যােগে শীতার্ত মানুৃষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Image
আশুলিয়া প্রতিনিধি  : মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই শ্লোগান কে সামনে রেখে lllশীতার্ত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করে ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ১। সোমবার ৮ ফেব্রুয়ারী সকাল ১১.৩০ মিনিট থেকে আশুলিয়ার শ্রীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ লাইনে অসহায় গরীব জনগোষ্ঠী ও ছোট শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মাহবুরব রহমান ( বিপিএম,পিপিএম)। ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -১ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মাহবুবর রহমান ( বিপিএম,পিপিএম)। এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ পুলিশ অতীতের ন্যায় সকল প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন দুঃসময়ে মানুষের পাশে এসে দাড়িয়েছে। শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ একটি মহৎ ও মানবিক কাজ। বাংলাদেশ পুলিশ মানবিক পুলিশ হিসাবে কাজ করে যাচ্ছে। আজ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ – ১ ঢাকা জেলার আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা তার একটি উদাহরণ। সমাজের ধনী ব্যক্তিরা উদার হস্তে এসব দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজ আরো এগিয়ে যাবে বলে তিনি মনে করেন। এসময় ...

সাভারে রোহানের হত্যাকারীদের বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ

Image
সাভার প্রতিনিধি : সাভারে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে স্কুল শিক্ষার্থী রোহানুল ইসলাম রোহানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বিচার চেয়েছেন নিহত রোহানের বাবা আবদুস সোবহান, মা, ভাই, ও আত্মীয়-স্বজনসহ শুভাকাঙ্ক্ষীরা। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাস স্ট্যান্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।   মানববন্ধনে উপস্থিত রোহানের বাবা আব্দুস সোবহান বলেন, ঘটনার দিন আমার ছেলে রোহান আমার সাথে বাড়ি নির্মাণ কাজে সহযোগিতা করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝাল মুড়ি খাওয়ার জন্য আমার কাছ থেকে ৪০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়। পরবর্তীতে সন্ধ্যা সোয়া সাতটার দিকে আমার কাছে ফোন আসে আমার ছেলে রোহানুল এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আছে। এ সময় দ্রুত আমি হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলের মৃতদেহটি ট্রলির উপর পড়ে আছে। আমি প্রশাসনের কাছে আমার ছেলে হত্যার বিচার চাই যেন ভবিষ্যতে এভাবে আরর কোনো বাবা-মায়ের বুক খালি না হয়।   মানববন্ধনে উপস্থিত রোদেলা মডেল স্কুলের শিক্ষকরা জানান, রো...

সাভারে প্রেমের জেরে স্কুলছাত্র হত্যাকাণ্ডের মূলহোতা কিশোর গ্যাং লিডার হৃদয় গ্রেফতার

Image
ছবির ইনসেটে নিহত রোহান এবং হত্যাকাণ্ডের মূলহোতা কিশোর গ্যাং লিডার হৃদয়   সাভার প্রতিনিধি :  সাভারে প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে স্কুলশিক্ষার্থী রোহানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূলহোতা কিশোর গ্যাং লিডার হৃদয়কে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ ফেব্রুয়ারি) ভোরে ধামরাই পৌর এলাকার ইসলামপুর মহল্লাযর এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  হৃদয় সাভার সদর ইউনিয়নের মল্লিকার টেক এলাকায় ঝন্টু মিয়ার ছেলে। সে এই গ্যাংয়ের দলনেতা বলে জানা গেছে। এর আগে শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকায় স্কুলশিক্ষার্থী রোহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হৃদয় ও তার বাহিনী। নিহতের চাচাতো ভাই রাজু জানান, প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে রোহানকে হত্যার হুমকি দিয়েছিল লিডার হৃদয়। শনিবার রাতে রোহান তার তিন বন্ধুকে নিয়ে ব্যাংক কলোনি এলাকার অ্যাসিড স্কুলের সামনে ‘মুড়ি মটকা’ নামের একটি রেস্তোরাঁর সামনে যায়। পরে সেখানে আগে থেকেই ওত পেতে থাকা কিশোর গ্যাং লিডার হৃদয়, রাহিদ খান ও শুভসহ কিশোরগঞ্জের ৫০ থেকে ৬০ জন সদস্য রোহানের ওপর হামলা চালায়। একপর্যায়ে রোহানকে ছুরিকাঘাত করে হৃদয়। ...

বঙ্গবন্ধু কে নিয়ে কটূক্তি করায় তারেক জিয়ার ২ বছরের জেল

Image
অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এ রায় দেন। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তারেক জিয়া ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্যে বিএনপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য রাখেন। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়। একই বছরের ২৪ ডিসেম্বর নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাজাহান বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিয়া আদালত-২ এর বিচারক মো. আরিফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়। ...

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির সাবেক এমপিসহ ৫০ আসামির সাজা

Image
সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড ও অন্য ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির এ রায় ঘোষণা করেন। এর আগে ২৭ জানুয়ারি এ মামলার ৫০ আসামির মধ্যে তালা-কলারোয়া আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ জনের জামিন বাতিল করেন আদালত। তাদের কারাগারে পাঠানো হয়। আসামিদের মধ্যে রয়েছেন কলারোয়ার সাবেক মেয়র ও বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার, সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট আবদুস সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন ও আবদুর রকিব মোল্লা এবং বিএনপি নেতা তামিম আজাদ মেরিন। এ মামলায় অভিযুক্ত ৫০ আসামির একজন টাইগার খোকন অন্য মামলায় জেলহাজতে আটক রয়েছে। পলাতক রয়েছে সাবেক পৌর কাউন্সিলর আবদুল কাদের বাচ্চুসহ ১৫ জন। সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে...