আশুলিয়ায় ব্যারিস্টার সুমন ও ব্যারিস্টার মনির ফুটবল দলের মধ্যেকার ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত


মাসুদ রানা : আশুলিয়ার গাজীরচট এলাকায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও ব্যারিস্টার মনির ফুটবল ক্লাবের মধ্যেকার ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ই ফেব্রুয়ারি) বিকালে আশুলিয়ার গাজীরচট এম এম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ এলাকায় ফেসবুকে জনপ্রিয় ব্যাক্তিত্ব  ব্যারিস্টার সুমনের  ফুটবল একাডেমি ও আশুলিয়ার ঐতিহ্যবাহী মিয়া পরিবারের সন্তান ব্যারিস্টার মনির হোসেনের  ফুটবল ক্লাবের মধ্যেকার ফুটবল প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহদাত হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়া, আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য সুমন আহম্মেদ ভূঁইয়া, এম এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক মুন্সী।  এ সময় ২-০ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী জয় লাভ করে।  পরে উপস্থিত অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন। 

অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ মাদক ছেড়ে ফুটবলের প্রতি অনুরাগী হতে তরুণ ও যুবকদের আহবাণ জানান।


Comments

Popular posts from this blog

নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত

বই মেলায় শান্তনু চৌধুরীর বড় মেজ ছোট ও মোবাইল জার্নালিজম

পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় সাভার থানায় ৬ জনের নামে মামলা