Posts

Showing posts from June, 2021

আশুলিয়ায় কৃষকলীগের বৃক্ষ রোপন ও বিতরণ (ভিডিও সহ)

Image
নিজস্ব প্রতিনিধি : তিনমাসব্যাপি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী ২০২১ইং উপলক্ষে আশুলিয়া থানা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৫জুন)দুপুর আড়াই"টার দিকে  ঢাকা জেলা উত্তর কৃষক লীগের যুগ্ম আহবায়ক  ও  আশুলিয়া থানা কৃষকলীগের সিনিয়র  সহ-সভাপতি মোঃ হযরত আলীর ব্যপস্থাপনায় দক্ষিণ বাইপাইলের তার নিজস্ব   অফিস কার্যালয় সংলগ্ন নরুল ইসলাম মসজিদের  সামনে ও খালেরধারে কালভার্ডের সাথে পরিত্যাক্ত জমিতে  বৃক্ষ রোপন করা হয়।  এসময়  ঢাকা জেলা উত্তর কৃষকলীগের সভাপতি মহসিন করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব-আহসান হাবিব এর সঞ্চালনায় সংক্ষিপ্ত একদিক নির্দেশনা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়।  উক্ত সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, আশুলিয়া থানা আওয়ামীগের আহবায়ক কমিটির সদস্য, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান।  প্রধান অতিথি উপস্থিত কৃষক, শ্রমিক ও জনসাধারণের মাঝে রোপনের জন্য ৫শত গাছের চারা বিতরণ করেন।  এ সময় তিনি কৃষকলীগের নানামুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অত্র অঞ্চলে কৃষকলীগের যে...

ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

Image
অনলাইন ডেস্ক: জহিরুল হক (আ.লীগ) চেয়ারম্যান, কবাই ইউপি বাকেরগঞ্জ, বরিশাল বশির উদ্দিন (আ.লীগ) চেয়ারম্যান, রঙ্গশ্রী ইউপি বাকেরগঞ্জ, বরিশাল কাইয়ুম খান (জাতীয় পার্টি) চেয়ারম্যান, গারুড়িয়া ইউপি বাকেরগঞ্জ, বরিশাল জাহিদুল হাসান (আ.লীগ) চেয়ারম্যান, পাদ্রীশিবপুর ইউপি বাকেরগঞ্জ, বরিশাল শহিদুল ইসলাম (আ.লীগ) চেয়ারম্যান, দাঁড়িয়াল ইউপি বাকেরগঞ্জ, বরিশাল আশ্ররাফুজ্জামান খোকন (আ.লীগ) চেয়ারম্যান, ভরপাশা ইউপি বাকেরগঞ্জ, বরিশাল ফিরোজ আলম (আ.লীগ) চেয়ারম্যান, নলুয়া ইউপি বাকেরগঞ্জ, বরিশাল গোলাম মোর্শদ (আ.লীগ) চেয়ারম্যান, দুধল ইউপি বাকেরগঞ্জ, বরিশাল শফিকুল ইসলাম (আ.লীগ) চেয়ারম্যান, ফরিদপুর ইউপি বাকেরগঞ্জ, বরিশাল ফয়সাল ওয়াহিদ (আ.লীগ) চেয়ারম্যান, কলসকাঠী ইউপি বাকেরগঞ্জ, বরিশাল শফিকুল ইসলাম (আ.লীগ) চেয়ারম্যান, চরাদী ইউপি বাকেরগঞ্জ, বরিশাল মাইনুল হায়দার (আ.লীগ) চেয়ারম্যান, সাতুরিয়া ইউপি রাজাপুর, ঝালকাঠি বিউটি সিকদার (আ.লীগ) চেয়ারম্যান, শুক্তাগড় ইউপি রাজাপুর, ঝালকাঠি নজরুল ইসলাম (আ.লীগ) চেয়ারম্যান, সদর ইউপি রাজাপুর, ঝালকাঠি শাহজালাল হাওলাদার (আ.লীগ) চেয়ারম্যান, মঠবাড়িয়া ইউপি রাজাপুর, ঝালকাঠি সাহাব উদ্দিন (আ.লীগ) চ...

ধর্ষণের আসামি ধরছে না পুলিশ কালক্ষেপনের অভিযোগ বাদীর

Image
  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ ধর্ষণের আসামী না ধরে বিভিন্ন কালক্ষেপন করছে বলে অভিযোগ করছেন বাদী। বাদীর দাবী, ধর্ষণের মামলা তোলে নিতে তাকে আসামী পক্ষের বিভিন্ন লোকজন দিয়ে হুমকি দিচ্ছেন। ওই মামলার আসামী হলেন, গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার কাশিমপুর নয়াপাড়া এলাকার মৃত মাহাবুবুল খালিকের ছেলে তরিকুল ইসলাম সবুজ (৪৫)। মামলা সূত্রে জানা গেছে, ওই বাদী নারীর গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার সরদাগঞ্জ কাজী মার্কেট এলাকায় রহিম মাতব্বর মার্কেটে ‘বৌ রানী বিউটি পালার’ নামে একটি বিউটি পালার্র দোকান রয়েছে। এ কারণে তার সাথে আসামী সবুজের একটি সুসম্পর্ক সৃষ্টি হয়। এ সুযোগে গত ৪ মার্চ দুপুর দেড়টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে তিনি ওই নারীকে কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকায় আনন্দ পার্কের রেষ্ট হাউজে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করে সবুজ। পরে তিনি ওই নারীকে বিয়ে করার বিষয়ে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে তরিকুল ইসলাম সবুজের নাম উল্লেখ করে গত ১২ জুন কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পরে কালিয়াকৈর থানা...

প্রেসক্রিপশনে ওষুধের বাণিজ্যিক নাম, নিষেধ থাকা স্বত্বেও লিখছেন ডাক্তাররা

Image
অনলাইন ডেস্ক :  উপেক্ষিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা * আইন সংশোধনের পরামর্শ সংশ্লিষ্টদের। মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম চিকিৎসা। অথচ গুরুত্বপূর্ণ এ চাহিদা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করছে দেশের কিছু অসাধু চিকিৎসক, ওষুধ প্রস্ততকারক কোম্পানি এমনকি হাসপাতালও। এদিকে দেশের ওষুধের বাজার নিয়ন্ত্রণ করছে শীর্ষ কয়েকটি ওষুধ কোম্পানি। এরা সহ অন্যান্যরা বিপণনে ব্যয় করছে বছরে হাজার হাজার কোটি টাকা। নগদ অর্থ, ওষুধ বা অন্যান্য উপহার হিসেবে এর উল্লেখযোগ্য অংশ যাচ্ছে চিকিৎসকদের পকেটে। ডাক্তার, কোম্পানি এবং হাসপাতালগুলোর এ ওষুধ বাণিজ্য নিয়ে ইত্তেফাক অনলাইনের তিন পর্বের বিশেষ প্রতিবেদন। আজ থাকছে প্রথম পর্ব। চিকিৎসক প্রদত্ত ব্যবস্থাপত্র চিকিৎসাপদ্ধতির গুরুত্বপূর্ণ অংশ। যেখানে উল্লেখ থাকে রোগীর প্রতি দিক-নির্দেশনা এবং প্রয়োজনীয় ওষুধ সেবনের পরামর্শ। যা লেখার রয়েছে সুনির্দিষ্ট নিয়মনীতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক নির্দেশনা রয়েছে চিকিৎসাপত্রে ওষুধের ‘জেনেরিক নাম’ উল্লেখ করতে হবে, কোনো ‘ব্র্যান্ড নাম’ উল্লেখ করা যাবে না। অথচ সংশ্লিষ্ট কোম্পানির স্বার্থ রক্ষায় চিকিৎসক ও ওই...

পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় সাভার থানায় ৬ জনের নামে মামলা

Image
  সাভার প্রতিনিধি : ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব‌্যবসায়ী নাসির উদ্দীনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করছেন অভিনেত্রী পরীমনি।  সোমবার (১৪ জুন) দুপুরে সাভার মডেল থানায় এ মামলা  দায়ের করেন পরীমনি।   সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরীমনি বাদী হয়ে মোট ৬ জনের নামে এ মামলা করেছেন। মামলা নম্বর ৩৮।’  তিনি জানান, পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় এর আগে রাজধানীর মিরপুর বিভাগের রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল।  যেহেতু ঘটনাটি ঘটেছে ঢাকা জেলার সাভার থানা এলাকায়, তাই রূপনগর থানায় করা লিখিত অভিযোগটি সাভার থানায় এনে মামলায় রূপান্তর করা হয়েছে।

পরীমনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদকে গ্রেফতার

Image
  নিজস্ব প্রতিনিধি :জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে সকালে সাভার মডেল থানায় নাসিরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। এর কয়েক ঘণ্টা পরই নাসিরকে গ্রেফতার করা হলো।  জানা গেছে, গ্রেফতার নাসির ইউ মাহমুদ ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি)। ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নাসির একজন আবাসন ব্যবসায়ী। উত্তরা ক্লাবেরও সাবেক সভাপতি তিনি। রোববার রাতে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগ তুললে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়।  প্রতিকার চেয়ে তিনি বনানী থানায় গিয়ে কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন। ফেসবুক পোস্টে বিচার চেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেন। এরপর গতরাতে তিনি তার বনানীর বাসায় এক সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধ...

নির্যাতন, ধর্ষণ ও হত্যা চেষ্টার ব্যপারে যা বললেন পরিমনি (ভিডিও সহ)

Image
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন ঢাকাই ছবির নায়িকা পরিমনি। রোববার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্টেটাসের মাধ্যমে এমন অভিযোগ করেন তিনি। তবে শুরুতে কার বিরুদ্ধে অভিযোগ সেটা তিনি স্পষ্ট করে কিছু বলেননি। ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি পরীমনি এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’ এরপর রাতেই রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সংবাদ সম্মেলনে অভিযুক্তের নাম প্রকাশ করেন পরিমনি। তার অভিযোগ নাসির উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে পরিমনি বলেন, ‘একটা কাজে আমার পূর্ব পরিচিত অমি নামে একজনের অনুরোধে তার সঙ্গে আমি উত্তরায় নাসির উদ্দিনের কাছে যাই। তিনি নিজেকে তখন উত্তরা বোট ক্লাবের সভাপতি বলে পরিচয় দিয়েছেন। সেখানে যাওয়ার পর আমাকে মদ্যপান করতে বলা হয়। আমি সেটা না করলে এরপর আমাকে নির্যাতন করা হয়। ধর্ষণ করার চেষ্টা করা হয়। এমনকি হত্যা করবেন বলেও হুমকি দেন। ঘটনাটি ঘটেছে চার দিন আগে।’ এদিকে আইনি ব্যবস্থা না নিয়ে সরাসর...

কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে বিএফইউজে ও ডিইউজে’র বিক্ষোভ সমাবেশ

Image
  নিজস্ব প্রতিনিধি: গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিচার বিভাগকে মুক্তসাংবাদিকতার পক্ষে ভূমিকা নেয়া উচিত।তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আদালত আজ মুক্ত সাংবাদিকতার পক্ষে রায় দিচ্ছেন। অথচ বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো সংবিধান বিরোধী আইন বন্ধে আদালতের ভূমিকা আমরা দেখতে পাই নি। সাংবাদিকরা গ্রেফতার হচ্ছন। বছরের পর জেল খাটছেন অথচ জামিন দেয়া হচ্ছে না।  দেশের বিচার বিভাগ স্বাধীন বলা হয়। কিন্তু কতটুকু স্বাধীন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দেশের বিচার বিভাগ নিরপেক্ষ ভাবে কাজ করতে পারলে রুহুল আমিন গাজী মুক্তি পেতেন। আজ রোববার (১৩ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এ কথা বলেন।  ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। বক্তব্য রাখেন, বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহা...

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

Image
  নিজস্ব প্রতিনিধি : এসএসসি ও এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি৷ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া যায়, কিংবা অন্য কোনোভাবে সেটি করা যায় কিনা, সেটি চিন্তাভাবনা করা হচ্ছে।’ তিনি বলেন, ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতিও ছিল, কিন্তু সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছি। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।  অনলাইনে শিক্ষা দেওয়ার বিষয়টি চলমান রয়েছে।  নতুন পদ্ধতি বের করার চেষ্টা করছি। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের স্বাভাবিক পড়ালেখা যেন বাড়িতে চালিয়ে যেতে হবে।  এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয়।  নিজেরা নিজেদের পড়াশোনার সঙ্গে সংযুক্ত রাখতে হবে। মন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তোমরা বাসায় বসে নিয়মিত পড়ালেখা করে সিলেবাস শেষ করবে।...

আশুলিয়ায় ডিইপিজেডের সামনে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক বিক্ষোভ, নিহত ১

Image
  ছবির ইনসেটে নিহত নারী শ্রমিক আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ডিইপিজেডের সামনে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।  এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করলে পালাতে গিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে এক নারী শ্রমিক মারা যায়। রবিবার (১৩ জুন) সকালে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের 'লেনী ফ্যাশন' নামের একটি কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন। নিহতের নাম জেসমিন বেগম (৪২), তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার খাজুরিয়া গ্রামের বাসিন্দা ও বলিভদ্রবাজার এলাকার মধুপুরে ভাড়া থেকে গোলটেক্স কারখানায় জুনিয়র অপারেটর হিসাবে কাজ করছিলেন। শ্রমিকরা জানায়, বকেয়া বেতনের দাবিতে ইপিজেডের গেটের সামনে সমবেত হয়ে ঢাকা-চন্দ্রা মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকেরা ৩ থেকে ৪ টি গাড়ী লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে বিকেএসপির আম্পায়ারবাহী গাড়ীর লুকিং গ্লাস ভেঙ্গে যায়। পরে শিল্পপুলিশ জল কামান ও ৫০ থেকে ৬০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় শ্রমিকেরা দৌড়ে ছুটাছুটি করার সময় গোলটেক্স গার্মেন্টস কারখানার এর জেসমিন ...

সাভার ও আশুলিয়ায় ৪ জনের লাশ উদ্ধার

Image
নিজস্ব প্রতিনিধি: সাভার ও আশুলিয়ায় ৩ নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার। আজ বুধবার (৯ জুন) সকালে সাভারের ব্যাংক টাউন, আশুলিয়ার জিরানী, শ্রীপুর ও বলিভদ্র থেকে তাদের মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, সকালে সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি পাঁচতলা বাড়ির কক্ষে এক নারীর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে। অন্যদিকে আশুলিয়ার শ্রীপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ ও জিরানীর মাজাররোড এলাকার একটি বাড়ি থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আশুলিয়ার বলিভদ্র সুবন্ধী মোড় এলাকার ডা. শামসুদ্দিনের মালিকানাধীন একটি বাগান থেকে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ চারটি মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। এবং স্থানীয় থানা পুলিশের কর্মকর্তারা বলছে...

কালিয়াকৈরে সাংবাদিকদের সাথে উপজেলা ভাইস চেয়ারম্যানের মতবিনিময়

Image
হুমায়ুন কবির, কালিয়াকৈর.গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।  আজ মঙ্গলার দুপুরে উপজেলার মাকিষবাথান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবের স্থায়ী ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। কালিয়াকৈর উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক বিষয় নিয়ে  প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম আজাদ। এ সময় আরো বক্তব্য রাখেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী, যুগ্ম-সম্পাদক এইচ এম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।