সাভার ও আশুলিয়ায় ৪ জনের লাশ উদ্ধার



নিজস্ব প্রতিনিধি:
সাভার ও আশুলিয়ায় ৩ নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার।
আজ বুধবার (৯ জুন) সকালে সাভারের ব্যাংক টাউন, আশুলিয়ার জিরানী, শ্রীপুর ও বলিভদ্র থেকে তাদের মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, সকালে সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি পাঁচতলা বাড়ির কক্ষে এক নারীর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে আশুলিয়ার শ্রীপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ ও জিরানীর মাজাররোড এলাকার একটি বাড়ি থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া আশুলিয়ার বলিভদ্র সুবন্ধী মোড় এলাকার ডা. শামসুদ্দিনের মালিকানাধীন একটি বাগান থেকে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশ চারটি মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে।
এবং স্থানীয় থানা পুলিশের কর্মকর্তারা বলছে, কিভাবে চারজনের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Comments

Popular posts from this blog

নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত

বই মেলায় শান্তনু চৌধুরীর বড় মেজ ছোট ও মোবাইল জার্নালিজম

পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় সাভার থানায় ৬ জনের নামে মামলা