কালিয়াকৈরে আবাসন প্রকল্পের বিরুদ্ধে জমি জবর-দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন



হুমায়ুন কবির, গাজীপুর প্রতিনিধি ঃ   গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে কৃষকের জমি জবর-দখলের প্রতিবাদে বুধবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে তিন গ্রামবাসী। এ সময় বিক্ষুব্দ গ্রামবাসী দখলকৃত জমি ফেরত ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও মানববন্ধন সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বহেড়াতলী এলাকায় স্বর্ণপূরী ভিবিপিএল এর আবাসন প্রকল্পের বিরুদ্ধে জোরপূর্বক স্থানীয় বেশ কিছু কৃষক ও মৎস্য খামারীদের জমি জবর-দখলের অভিযোগ উঠেছে। এসব কৃষক ও খামারীদের বিভিন্ন ভাবে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীও করা হচ্ছে। এছাড়াও সরকারী রাস্তা দখল করে দুটি ঘর নির্মাণের অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে বুধবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গাছবাড়ি, বহেড়াতলী ও পাবুড়িয়াচালা এলাকার শতাধিক কৃষক ও মৎস্য খামারী। এসময় মানববন্ধনে আবেগে আপ্লুত হয়ে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। এ ছাড়াও বিক্ষুব্দ গ্রামবাসী কৃষক ও মৎস্য খামারীদের দখলকৃত জমি ফেরত ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, ইউপি সদস্য আব্দুল গফুর মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমজাদ খান, ডাক্তার হাসমত আলী, সাবেক মেম্বার আছালত খান, শাহিনসহ আরো অনেকে। 

Comments

Popular posts from this blog

নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত

বই মেলায় শান্তনু চৌধুরীর বড় মেজ ছোট ও মোবাইল জার্নালিজম

পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় সাভার থানায় ৬ জনের নামে মামলা