Posts

Showing posts from October, 2019

সাভারে ৫'শ পিস ইয়াবা ও অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Image
মাসুদ রানা: সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্লাবন খাঁন মজলিশকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। এ সময় তার কাছ থেকে ৫ শত পিস ইয়াবা, একটি শুটার গান, এক রাউন্ড গুলি ও মাদক বিক্রির তালিকা উদ্ধার করা হয়েছ। বুধবার (৩০শে অক্টোবর) রাত ১১টার সময়  র‍্যাব-৪ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৪ এর অপারেশন টিম জানায়, তার বিরুদ্ধে দীর্ঘ দিন যাবৎ মাদক বিক্রির অভিযোগ ছিলো, এরই প্রেক্ষিতে বুধবার রাত ১১টার দিকে ৫০০শত পিস ইয়াবা, একটি শুটার গান, এক রাউন্ড গুলি ও মাদক বিক্রির তালিকাসহ সাভারে তার নিজ বাসবভন থেকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৪ এর অপারেশন টিম আরো জানায়, গ্রেফতারকৃত প্লাবন খাঁন মজলিশ বিরুদ্ধে দ্রুত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের সম্পন্ন হলে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে।

রূপনগরে বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৬ শিশুর

Image
নিজস্ব প্রতিনিধি:  নিহতদের স্বজনের আহাজারি। ছবি: যুগান্তর রাজধানীর রূপনগরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ঝড়ে গেছে ৬ শিশুর প্রাণ। আহত হয়েছে অন্তত ২০ জন। এরমধ্যে কমপক্ষে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রূপনগরের মনিপুর স্কুলের পূর্ব পাশে ১১ নম্বর সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের ঢামেক, সোহরাওয়ার্দীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘কারও হাত নেই, কারও পা নেই, কারও নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। কারও চেহারা ঝলছে গেছে। ছোপ ছোপ কালচে তাজা রক্ত রাস্তায় গড়াচ্ছে। আনুমানিক ৬-১৪ বছর বয়সী ১০-১২ জন ক্ষুদে শিশু মাটিতে লুটিয়ে পড়েছিল। উফ! বীভৎস ও মর্মান্তিক সেই দৃশ্য দেখে বুক আঁতকে ওঠে। হতাহতদের স্বজনের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠে পুরো রূপনগরের বাতাস। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। এরপর নিহত ও আহতদের হাসপাতালে নেয়া হলে সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশের। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, যারা নিহত হ...

দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান

Image
খেলাধুলা ডেস্ক :  দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান।   মঙ্গলবার অফিসিয়াল বিবৃতিতে সাকিবকে নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।  ৩টি অভিযোগে সাকিবকে আর্টিকেল ২.৪.৪ অনুযায়ী শাস্তি দিয়েছে আইসিসি। তবে সাকিব এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন।  ২০১৮ আইপিএলে এবং সেই বছরের জানুয়ারিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের  মধ্যকার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মোট ৩ বার ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন সাকিব। আইপিএলে ২৬শে এপ্রিল হায়দরাবাদ-পাঞ্জাবের মধ্যকার ম্যাচ পাতানোর কথা উল্লেখ করেছে আইসিসি। কিন্তু আইসিসির দুর্নীতি দমন ইউনিট আকসুর কাছে বিষয়টি জানাননি সাকিব। এই কারণে আর্টিকেল ২.৪.৪ অনুযায়ী শাস্তি পেলেন সাকিব। ২০২০ সালে ২৯শে অক্টোবর থেকে আবার ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। তবে শর্ত আছে। আকসুর বিভিন্ন দুর্নীতি বিরোধী ক্যাম্পেইনে তাকে অংশ নিতে হবে। আকসু যদি সাকিবের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয় তবেই সে ক্রিকেটে ফিরতে পারবে। ।

২ নভেম্বর থেকে সারাদেশে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

Image
আগামী ২রা নভেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।  এবার মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষায় এবার আগে থেকে ব্যাপকভাবে পরিমাণগত ও গুণগত পরিবর্তন হয়েছে। ২৯ হাজার ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থীর মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন এবং জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৯৮২টি। এছাড়াও দেশের বাইরে অর্থাৎ জেদ্দা, রিয়াদ, মদিনা, ত্রিপলী, দোহা, সাহাম, বাহরাইন, আবুধাবি ও দুবাইয়ে মোট ৯টি কেন্দ্রে ৪৫৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

আশুলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণ আটক ৬

Image
আশুলিয়া প্রতিনিধি:  আশুলিয়ায় পোশাক করাখানায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৮ বছর বয়সের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে বাড়ীর মালিকসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবারসকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তয়ৈবপুর এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।এর আগে সোমবার দিবাগত রাতে তয়ৈবপুর এলাকায় শান্তের বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরে রাতেই আশুলিয়া থানায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে অভিযোগ করেন । আটকরা হলো- আকবর হোসেন (২৩), বাড়ির মালিক শান্ত (২১), মাহিদ (২৩), ইমরান (২০), রবিন (২৪) ও আজিম উদ্দিন মোল্লা (২৩)। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানায়, সোমবার রাতে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ চলছে। এছাড়া ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

নিষিদ্ধ হচ্ছেন সাকিব আল হাছান!

Image
স্পোর্টস ডেস্ক: ভারত সফরের ঠিক আগ মুহূর্তে ক্রিকেটারদের আন্দোলন, একাধিক ক্রিকেটারের সফরসঙ্গী হতে অনিশ্চয়তা, বিসিবি থেকে সাকিব আল হাসানকে কারণ দর্শানোর নোটিশ; এসব বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল ক্রিকেটপাড়া। এই সফরে সাকিবের সঙ্গী হওয়া না হওয়া নিয়ে যখন আলোচনা তুঙ্গে যখন দেশের ক্রিকেট ভক্তদের জন্য এসেছে নতুন দুঃসংবাদ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতিমধ্যে একাধিক ব্রিফিং ও সাক্ষাৎকারে ৩০ অক্টোবর আইসিসির একটি রিপোর্ট পাওয়ার কথা বলেছেন। গত ২২ অক্টোবর মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়েও ইঙ্গিত দেন তিনি। সাকিব যে ৩০ অক্টোবর দলের সঙ্গে ভারত যেতে পারছেন না, সেটিও এক সাক্ষাৎকারে বলেছেন বিসিবি সভাপতি। ভারত সফরে নতুন অধিনায়ক পাওয়া নিয়ে দুশ্চিন্তার কথাও উল্লেখ করেছেন পাপন। সংশ্নিষ্টরা জানিয়েছেন, এত কিছুই ঘটেছে সাকিবের সম্ভাব্য নিষেধাজ্ঞাকে সামনে রেখে। আইসিসি ইতিমধ্যে সাকিবের ব্যাপারে বিসিবিকে বিস্তারিত জানিয়েছে। তাকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন না করার নির্দেশনাও দিয়েছে আইসিসি। এ কারণে অসুস্থ বলে জাতীয় দলের অনুশীলনে যোগ দিচ্ছেন না সাকিব। গতকাল সোমবার বিসিবির ...

ভোলায় সন্তানের সামনে বাবাকে নির্যাতনকারী গ্রেফতার

Image
ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে এক বছর আগে এক মোটরসাইকেল চালককে বিএনপি আখ্যা দিয়ে দুই সন্তানের সামনে উলঙ্গ করে হাত-পা বেঁধে নির্যাতন করার ঘটনায় আটক হাসানের বিরুদ্ধে অবশেষে মামলা হয়েছে। নির্যাতনের শিকার জসিমের স্ত্রী জয়নব বিবি বাদী হয়ে সোমবার লালমোহন থানায় এ মামলা দায়ের করেন। মামলায় হাসানকে আটক দেখিয়ে তার ৭ দিনের রিমান্ডের আবেদন করা হচ্ছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর। এদিকে নির্যাতনের এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হওয়ায় সোমবার বিকাল ৩টায় লালমোহন থানায় এক সংবাদ সম্মেলন ডাকেন ইউএনও হাবিবুল হাসান রুমি ও ওসি মীর খায়রুল কবীর। সংবাদ সম্মেলনে তারা বলেন, ভিডিওটি ২০১৮ সালের ২৫ জুলাইয়ের। ওই সময় কেউ এ ঘটনা প্রকাশ করেনি। জসিমকে নির্যাতনের কোনো অভিযোগও থানায় দায়ের করেনি। সোমবার ভিডিওটি ছড়িয়ে পড়লে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এর পরপরই ভিকটিম জসিমের স্ত্রীকে ডেকে এনে মামলা নেয়া হয়েছে। আটককৃত হাসানের বিরুদ্ধে চট্টগ্রামের পাহাড়তলী ও হালিশহর থানায় মানব পাচার, ডাকাতি ও চুরির অভিযোগে ৩টি মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ঘটনা প্রায় বছরখানেক আগের হলেও নির্যাতিত জস...

আশুলিয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে কোটি টাকার মামলা

Image
সাভার প্রতিনিধি সাভারের আশুলিয়ায় দোকান ভাংচুর করে ৭৬ লাখ ৯২ হাজার টাকার মালামাল লুট ও মার্কেট দখল করার অভিযোগে যুবলীগ নেতা মঈনুল ইসলাম ভুঁইয়াসহ ১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ভোর রাতে আশুলিয়া থানায় এম এ খান মার্কেটের মালিক আলমগীর খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আশুলিয়া থানা যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক ও ধামসোনা ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মঈনুল ইসলাম ভুঁইয়াকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও আরো তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে মামলায় আসামি করা হয়েছে। এর আগে সোমবার (২১ অক্টোবর) রাতে মাকসুদা বেগম নামে এক নারীর মালিকানাধীন মার্কেট দখলের অভিযোগে যুবলীগ নেতা মঈনুল ইসলাম ভুঁইয়াকে আটক করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ। মামলা সূত্রে জানা যায়, বাইপাইল এলাকায় ৩৯ শতাংশ জমি ক্রয় করে এম এ খান নামে একটি মার্কেট তৈরি করে কাঁচা-পাকা মালের আড়ৎ হিসেবে ভাড়া দিয়ে আসছিলেন জমির মালিক আলমগীর খান। কয়েক মাস যাবৎ ওই যুবলীগ নেতা তার লোকজন নিয়ে ওই মার্কেট দখল করার পাঁয়তারা করে আসছে। বিভিন্ন সময়ে মার্কেটের আড়ৎদারদের মারধর করে তাদের মালামাল লুটপাট করে। এক পর্যায়ে ৬ সেপ্টেম্বর...

অসুস্থ্য এনডিপি চেয়ারম্যানের শয্যা পাশে কাদের ও জেবেল

Image
নিজস্ব প্রতিনিধি: গুরুত্ব অসুস্থ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি'র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা'র সর্বশেষ শাররিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) অসুস্থ এনডিপি চেয়ারম্যানকে দেখতে ও শাররিক অবস্থার খোজ খবর নিতে হলি ফ্যামেলি হাসপাতালে উপস্থিত হন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদের, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তারা মোর্ত্তজার শাররিক অবস্থার ও চিকিৎসার বিষয়ে অবগত হন। এসময় উপস্থিত ছিলেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা ও ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ। উল্লেখ্য, গত বেশ কয়েক দিন যাবৎ এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসাধিন ছিলেন। শনিবার হঠাৎ করেই শাররিক অবস্থার অবনতি ঘটলে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. বোরহান উদ্দিন খানের তত্বাবধানে চিকিৎসাধিন রয়েছেন এবং হাসপাতালের ভিআইপি সুট-১ কেবিনে অবস্থান করছেন।

সাভারের বিরুলিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারী খাস জমি ও হিন্দুদের সম্পত্তি দখলের আভিযোগ

Image
                  ধারাবাহিক পর্ব-১ সাভার প্রতিনিধি:  সাভারের বিরুলিয়া ইউনিয়নে সরকারী খাস জমি ও হিন্দুদের জমি জালজালিয়াতি করে দখলের আভিযোগ উঠেছে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.মজিদ মন্টু’র বিরুদ্ধে, তার বিরুদ্ধে অভিযোগ করেন হিন্দু সংখ্যালঘু এলাকাবসী। এছাড়াও  এলাকায় গরীব অসহায় মানুষের জমির দলিল রেখে চড়া সুদে ফাঁকা স্ট্যাম্পে সই রেখে সময় মতো সুদের টাকা পরিশোধ করতে না পারলে হাতিয়ে নেওয়া হয় শেষ সম্বল ভিটেমাটি টুকু। এ ব্যপারে নাম পরিচয় গোপন রাখার শর্তে বেশ কয়েকজন এলাকাবাসী জানান, বিগত ৪০বছর পূর্বে মন্টু মিয়ার বাবা মৃতঃ সোনা মিয়ার একটুকরো জমি বলতে কিছুই ছিলনা আর সোনা মিয়া মৃত্যুর সময় জমিজমা বলতে কিছুই রেখে যায়নি। অথচ আজ তাদের এলাকায় সবচেয়ে বেশি জমিজমা এগুলো কিভাবে আসলো কোথা থেকে এত জমিজমা ও নগদ টাকার মালিক হলেন তিনি? অথচ এই মন্টু মিয়া এমন কোন বড় ব্যবসা বা চাকুরী করেন না যে সেসব আয়ের উৎস দিয়ে এত জমি ও নগদ কোটি কোটি টাকার মালিক হবে।তাহলে এত সম্পদ টাকা পয়সা আসলো কিভাবে? এ সময় তারা আরো জানান, মন্টুর বাবা সোনা মিয়া ছিলেন একজন অত্যান্...

সাভারে সাংবাদিক মিঠুনকে গ্রেপ্তারের দাবিতে মানবনন্ধন ও মহাসড়ক অবরোধ

Image
সাভার প্রতিনিধি: সাভারে নানা অপকর্মে জড়িত সমকামী মিঠুন সরকারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সাভার নিউ মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। রোববার বিকেলে সাভার নিউ মার্কেটের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। সেখান থেকে ঢাকা-অরিচা মহাসড়ক অবরোধ করে পরে বিক্ষোভ ড়ড়মিছিল বের করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এক সপ্তাহ আগে সাভার নিউ মার্কেটে কর্মরত এক টেশনিশিয়ানকে ডেকে নিয়ে বলৎকারের ঘটনায় মামলা দায়ের হলেও এখনও গ্রেপ্তার হয়নি সমকামী মিঠুন। তাই অবিলম্বে সমকামী মিঠুনকে গেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তাকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন কর্মসূচী অব্যাহত রখা হবে বলে জানানো হয় মানববন্ধন থেকে। এসময় সাভার নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলেন, ঘটনার পর থেকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে আসামী মিঠুন সরকার। তবে এখন থেকে আর মিঠুন সরকারের মতো কুলাঙ্গারদের আর প্রশ্রয় দেওয়া হবেনা। এছাড়া সামাজিকভাবে এই সমকামীকে বয়কট করার ঘোষণা দেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, বলাৎকারের অভিযোগ তদন্ত করে মামলা রেক...

আশুলিয়ায় বিশ্বব্যাংকের অর্থয়ানে প্রকল্প পরিদর্শনে প্রতিনিধিদের সন্তোষ প্রকাশ

Image
নিজস্ব প্রতিনিধি: ঢাকার সন্নিকটে সাভারের আশুলিয়া থানার অর্ন্তগত স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে এলজিএসপি-৩ এর অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। শনিবার (২৬ অক্টোবর) সকালে বিশ্বব্যাংকের আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট মিস সেনহুয়া ওয়াং এর নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল প্রকল্প পরিদর্শনে আসেন । এসময় স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি আশুলিয়ার বিভিন্ন চলমান প্রকল্পসমূহ পরিদর্শন শেষে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভায় এলজিএসপি-৩ এর অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কে একটি ভিডিও ডকুমেন্টারী পদর্শন করা হয়। আলোচনা শেষে প্রতিনিধি দলটির কাছে ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে গুরুত্ব বিবেচনায় উন্নয়ণ প্রকল্পের অর্থায়ন বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। আলোচনাসভায় প্রতিনিধি দলের প্রধান আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট মিস সেনহুয়া ওয়াং আগামীতে জনবহুল এই এলাকার গুরু...

শেরে বাংলা সম্মাননা পেলেন মঞ্জুর হোসেন ঈসা

Image
নিজস্ব প্রতিনিধি: মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা একে ফজলুল হক স্মারক সম্মাননা পেলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিসস্টিটিউট মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদের উদ্যোগে "শেরে বাংলার ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা সভায় এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, শেরে বাংলার দৌহিত্র, সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আপিল বিভাগের মাননীয় বিচারপতি নিজামুল হক নাসিম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভারসিটির ভিসি প্রফেসর ড. আ ন ম মেশকাতউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক আবদুল জলিল, ভিকারুন্নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ফওজিয়া রেজওয়ান, সংগঠনের সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আর কে রিপন প্রমুখ।

আশুলিয়ায় অটোভ্যানের ব্যাটারী চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

Image
মাসুদ রানা:  আশুলিয়ায় অটোভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত অটোভ্যান চালকেরর নাম বাসেদ হোসেন কালু (৪০) সে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের বিকেএসপির সংলগ্ন রনস্থল এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে । মৃত কালু জিরানী থেকে রণস্থল রোডে  ব্যাটারি চালিত অটোভ্যান  চালিয়ে আয়-রোজগার করতেন। এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ জানান,শনিবার সকালে বিকেএসপি সংলগ্ন রনস্থল এলাকার মধু মিয়ার গ্যারেজে অটোভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় কালু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি আরো জানান,নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান।

আবারো মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল জয়ী

Image
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সমিতির কার্যালয়ে সকাল ৯টায় ভোট শুরু হয়। চলে বিকেল ৫ টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে মধ্য রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। সভাপতি পদে মিশা পেয়েছেন ২২৭ ভোট ও মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ২৮৪ ভোট ও ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮ ভোট। ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ভোট পড়েছে ৮৬ শতাংশ। এ নির্বাচনে মোট ভোটার ৪৪৯ জন। নির্বাচন কমিশনের সূত্রমতে, ভোট দিয়েছেন ৩৮৬ জন। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হয় ১৮টিতে। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজয়ী হিসেবে নাম এসেছে সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে ফরহাদের।

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি মাদারীপুর থানার সওগাতুল আলম

Image
নিজস্ব প্রতিবেদক: ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম। গত ২৪ অক্টোবর  বৃহস্পতিবার সকালে ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর  মাসের মাসিক অপরাধ সভায় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলমকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত করেন ঢাকা রেঞ্জ এর ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)। ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং, শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ মাদারীপুর সদর থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সওগাতুল আলমকে এ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির বিপিএম, পিপিএম ও মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান সহ ঢাকা রেঞ্জের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। সওগাতুল আলম অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গত ১৭ জুন মাদারীপুর সদর থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, জুয়া বন্ধ ও জুয়াড়ি গ্রেপ্...

হ্যান্ডকাপসহ আসামীর পলায়ন, পুনরায় গ্রেফতার

Image
                     সাভার প্রতিনিধি: সাভারে পুলিশের হাতে আটকের পর হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামীকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের গার্লস স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।  গ্রেফতারকৃত আসামীর নাম কৃষ্ণ পাল। সে সাভার গার্লস স্কুল রোডে পালপাড়ার নকুল পালের ছেলে। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, আদালতের গ্রেফতারী পরওয়ানা নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে কৃষ্ণ পালকে গ্রেফতার করতে সাভার পৌর এলাকার গার্লস স্কুল রোডের নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তাকে আটক করে হ্যান্ডকাপ পড়িয়ে থানার আনার সময় পুলিশকে আহত করে হ্যান্ডকাপ নিয়েই পালিয়ে যায় সন্ত্রাসী কৃষ্ণ পাল। পরে সাভার নামাবাজার এলাকায় তার সন্ধান পেয়ে পুরো এলাকা ঘেরাও করে দীর্ঘক্ষন চেষ্টার পর পুনরায় তাকে গ্রেফতার করে পুলিশ।  সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পড়িয়ে ধরে আনার সময় সে পুলিশকে আহত করে পালিয়ে য...

বিয়ের মাত্র ৭দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণগেল যুবকের

Image
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হোসেন সুজন(২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার চর ফকিরা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুজন চর ফকিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাঝি বাড়ির অজি উল্যাহর পুত্র। তিনি গত সাত দিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তথ্যসূত্রে জানা যায়, দুপুরে মোটর সাইকেল চালিয়ে স্থানীয় চাপ্রাশিরহাট বাজারে যাওয়ার সময় মোল্লার দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে সিএনজির সাথে সংঘর্ষ ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলার ঘটনায় আশুলিয়ায় বিক্ষোভ মিছিল

Image
মাসুদ রানা: ভোলায় হিন্দু যুবকের ইসলাম অবমাননা এবং প্রতিবাদী তৌহিদী জনতার ওপর পুলিশি হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আশুলিয়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫শে অক্টোবর) দুপুরে জুম্মার নামাজের পর আশুলিয়ার ভাদাইল এলাকার বেশ কয়েকটি মসজিদের মুসল্লীরা একত্রিত হয়ে  বিক্ষোভ মিছিল সহকারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনে হাসেম প্লাজায় সমাবেত হয়। আশুলিয়ার সর্বস্তররের তাওহীদি জনতার আয়োজনে এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা জানান, নবীজীকে নিয়ে করা কটূক্তির প্রতিবাদে আয়োজিত সমাবেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। এতে কয়েকজন নিহত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এ সময় বক্তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। অন্যদিকে অভিযুক্ত হিন্দু যুবককে অনতিবিলম্বে গ্রেফতার করে যথাযথ শাস্তির দাবি জানান তারা। এ সময় জনসাধারণ সহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আশুলিয়ায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

Image
মাসুদ রানা: আশুলিয়ায় ভাড়া বাসার নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পারভেজ মিয়া ও সাদিয়া আক্তার নামে এক দম্পত্তি।  জানাযায়,  রাতের কোন এক সময় তারা গলায় ফাসঁ দেয়, শুক্রবার সকালে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার রাইফুর ইসলাম আকাশ নামে এক ব্যক্তির ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক পারভেজ মিয়া তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে পারভেজ ও স্ত্রী সাদিয়া তাদের কক্ষের দরজা না খুললে প্রথমে ডাকাডাকি করেন পারভেজের মা। এসময় তাদের কোন সাড়াশব্দ পাওয়া না গেলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ তাদের কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার করে। মরদেহগুলো ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।  প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে পারিবারিক কোন কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। এই ঘটনায় আশুলিয়া থানায় ওসি রিজাউল হক দিপু বলেন একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে  পুলিশ।

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের অভিযানে ১০৫পিছ ফেন্সিডিল সহ আটক ১

Image
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের চৌকস ইন্সপেক্টর মোঃ ফিরোজ এর নেতৃত্বে এসআই কিবরিয়া এএসআই বিষ্ণু ও কনস্টেবল বাদল সহ সঙ্গীয় ফোর্স এর বিশেষ অভিযানে কুমিল্লা নগরীর চানপুর থেকে ১০৫বোতল ফেন্সিডিল সহ ধর্মপুর এলাকার মাদক কারবারি জয়নাল আটক। এ বিষয়ে ইন্সপেক্টর ফিরোজ বলেন, ভারত সীমান্ত থেকে মাদকের একটি চালান আসছে বলে গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে চানপুর ব্রিজ এলাকায় অবস্থান নেয় ডিবি। এসময় ব্যাগ হাতে একজনের চলাচল সন্দেহজনক হওয়ায় তার ব্যাগ তল্লাশী করে ১০৫ বোতল ফেন্সিডিল পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। মদক সহ গ্রেপ্তারকৃত ব্যাক্তি আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃতঃ ইদ্রিস মিয়ার ছেলে জয়নাল (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি জয়নাল জানায় সীমান্ত থেকে মাদক বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলো। তার বিরুদ্ধে পূর্বেও মাদকের একাধিক মামলা রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

সারাদেশে আলোচিত নূসরাত হত্যা মামলায় ১৬ জনের ফাসিঁর আদেশ

Image
নিজস্ব প্রতিনিধি: দেশে ব্যাপক আলোচিত সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদ্বগ্ধ করে হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  এবং প্রত্যেক আসামিকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাদী ও বিবাদী পক্ষে যুক্তিতর্ক শেষে মামলার রায় ঘোষণার দিন ধার্য করে। ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা একজন পিয়নের মাধ্যমে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহানকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। নুসরাত অধ্যক্ষের কার্যালয়ে গেলে তার ওপর যৌন হয়রানি করে অধ্যক্ষ। এ ঘটনায় নুসরাতের মা শিরিনা আক্তার বাদী হয়ে সোনাগাজী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ অধ্যক্ষকে গ্রেপ্তার করে। এনিয়ে অধ্যক্ষের পক্ষে বিপক্ষে সোনাগাজী উপজেলা সদরে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে অধ্যক্ষের নির্দেশে তাঁর অনুগতরা নুসরাতের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে।  গত ৬ এপ্রিল সকালে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরী...

গুম হওয়া সবুজের পরিবারের পাশে জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান

Image
নিজস্ব প্রতিবেদক : বিগত ২০১৫ সালের ২১শে আগষ্ট গুম হয় কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এর সহ-সভাপতি শেখ সাজ্জাদ হোসেন সবুজ ঢাকা গাজীপুর একটি রিসোর্ট থেকে গুম হয়। এরপর থেকে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাইনি। গত ২১শে অক্টোবর বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা শেখ সাজ্জাদ হোসেন সবুজ এর কুষ্টিয়া থানা পাড়া বাসায় যান। তিনি শেখ সাজ্জাদ হোসেন সবুজের পিতা শেখ কাইজার হোসেন ছোট, মা শাহিদা বেগম স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া, ছেলে শেখ সাহেদ হাসান প্রেম ও মেয়ে শেখ সুমাইয়া ফেরদৌস এর সাথে কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, সবুজ মুজিবীয় আদর্শ বিশ্বাস করত। বঙ্গবন্ধুর আদর্শকে এগিয়ে নেয়ার জন্য কাজ করেছে। তবে কেন তাকে গুম হতে হলো? তার কি অপরাধ ছিল? পাঁচ বছর হতে চললো আজ সবুজ ফিরে আসেনি। সবুজের শিশুকন্যা এখন ক্লাস ওয়ানে পড়ে। অথচ তার ক্লাস থ্রিতে পড়ার কথা ছিল। বাবাকে না পেয়ে আজ তার জীবন তছনছ হয়ে গেছে। একটি সম্ভাবনার জীবন্ত মৃত্যু হলো, এর জন্য কে দায়ী? সবুজ ভাইয়ের বড় ছেলে ঢাকার অনেক ভালো  কলেজে পড়...

সাভারে ছাদ বাগানের গাছকাটা সেই নারী গ্রেপ্তার

Image
সাভার প্রতিনিধি: সাভারের সিআরপি রোডে একটি বাড়ির ছাদে দা দিয়ে কুপিয়ে গাছ কেটে ফেলা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(২৩ অক্টোবর)বেলা সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ছাদের টবে লাগানো গাছের মালিকের করা মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলেও জানান ওসি। এ সময় উপস্থিত সংবাদমাধ্যমকে ওই নারী বলেন, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করেছি এইজন্য পুলিশ আমাকে আটক করেছে। গাছের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। হাবিব সাহেব আমাকে বকাবকি করেছেন- আমাকে ছাদ থেকে ফেলে দিবেন, আমাকে মারবেন। আমাকে বার বার মারতে আসছে আপনারা ভিডিওতে দেখেননি।’ তিনি বলেন, ‘কোনোভাবে গাছের ডাল ভাঙছে, সে আমাকে অভিশাপ দেয়।’ গাছগুলো কাটার জন্য অনুতপ্ত কিনা জানতে চাইলে ওই নারী বলেন, ‘আমার সন্তানের চেয়ে গাছগুলো আমার কাছে বড় না। আমার সন্তানের হাতগুলা যেন লুলা হয়ে যায়, এটা সে তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে বলছে। ‘হ্যাঁ আমি এই ঘটনায় অনুতপ্ত। আমি বলছি যে আমি যখন ভুল করছি আমি হাবিব ভাই আর হাবিব...

কুমিল্লা সিটিতে পুশিশের পিটুনিতে রিকশা চালক হাসপাতালে ভর্তি

Image
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটিতে ট্রাফিক পুশিশের পিটুনিতে অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি কিছু কলেজ শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ১০ টায় কুমিল্লা সিটির টমছমব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর আশ্রাফ পুর এলাকার অটোরিকশা চালক মিজান প্রতিদিনের ন্যায় টমছমব্রীজ যাত্রীর জন্য অপেক্ষমাণ থাকা অবস্থায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ফয়েজ তাঁকে ধাওয়া করে। এসময় মিজান অটোরিকশা নিয়ে কমার্স কলেজের সামনে পৌঁছলে ট্রাফিক পুলিশ দৌড়ে মিজানকে আটক করে। অনয়-বিনয় করে হাতে পায়ে ধরলেও ছাড় না দিয়ে তাকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রাখে ট্রাফিক পুলিশ সদস্য । স্থানীয় লোকজন ও কমার্স কলেজের ছাত্ররা রক্তান্ত আহত অটোরিকশা চালক মিজান কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করায়। বর্তমানে রিক্সার চালক মিজান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও অটোরিকশা চালকরা উত্তেজিত হয়ে উঠলে ট্রাফিক পুলিশ ফয়েজ অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে খবর পেয়ে চকবাজার ফাঁড়ি পুলিশ হাসপাতালে অটোরিকশা চালককে দেখতে যায়।

আশুলিয়ার ভাদাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকসা চালকের মৃত্যু

Image
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার ভাদাইলে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল (২৯) নামে এক রিকশা চালক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। সে আশুলিয়ার ভাদাইল এলাকায় শাহ জাহান এর ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার চেষ্টা করছিলেন রিকসা চালক আশরাফুল।  এসময় তিনি দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা।  পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে  কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

লালন শাহ্ ভক্তদের কীর্তি দেখুন

Image
অনলাইন ডেস্ক: কুষ্টিয়া'র লালন অনুসারী লোকদের খাওয়া দাওয়া চলছে। আহা....কি শান্তির খাওয়া দাওয়া....খাবারের আইটেমগুলো একটু দেখুন, একেবারে সেই মাপের! . এই ছবি দেখে এক লালন ভক্ত একটা জটিল কমেন্ট ও করেছে, "দুনিয়ার মধ্যে এরাই সবচেয়ে উত্তম, কারণ ওয়াজী কাঠমোল্লাদের মতো এদের চাহিদা নেই, নারী, বাড়ীর গাড়ির লোভ নেই, সামান্য একপ্যাক 'গঞ্জিকা' খেয়েই এরা দুনিয়ার সব কিছু ভুলে থাকে" . হুম....লালন শাহের কেরামতি তো এই জাগায়-ই।  সারা দেশে মাদকের বিরুদ্ধে অভিযান চললেও লালন শাহের দরগাহে কোন অভিযান চালানো যায়না। অদৃশ্য আধ্যাতিক শক্তি দিয়ে প্রশাসন কে আটকে রেখেছেন তিনি।

আশুলিয়া থানা যুবলীগের যুগ্ন-আহবায়ক মইনুল গ্রেফতার

Image
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ার বাইপাইল এলাকার মাকসুদা নামের এক নারীর মার্কেট দখলের অভিযোগে আশুলিয়া থানা লীগের যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশ। এছাড়াও কিছুদিন আগে নারী ব্যবসায়ী যুব মহিলা লীগের নেত্রী মনিকা হাসানের চাঁদা চেয়ে না পেয়ে তার অফিস ভাঙচুর করে মইনুল ভূঁইয়া। অভিযোগ আছে মইনুল ভূঁইয়ার রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনী। এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখল নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

কুমিল্লায় পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযানে দালালসহ আটক ১২

Image
শাহিন আলম, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা পাসপোর্ট র‌্যাবের অভিযান, ১১ দালালসহ পাসপোর্ট অফিস কর্মকর্তাকে আটক করা হয়েছে। জানাযায়, অভিযানে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিতর থেকে দালালের ১১ সদস্য এবং এক কর্মচারীসহ ১২জনকে আটক করেছে র‌্যাব। এসময় একটি কক্ষে দালালদের কাছে থাকা সাড়ে ৩শ এর অধিক পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। রবিবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাড়ে চার ঘন্টায় ব্যাপি অভিযান পরিচালনা করা হয়েছে। কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান এখনও চলছে বলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম। তিনি জানান, কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগে অতীতে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়। ওই সকল অভিযানে ১৫ দালালের কারাদ-সহ অর্ধশত দালাল সদস্যদেরকে আটক করা হয়। এরপর বাকী দালালরা পাসপোর্ট অফিসের কর্মকর্তা এবং কর্মচারীদের সহযোগিতায় অফিস ভবনের নিচ তলায় মাদার রুম নামে একটি কক্ষে বসে দালালির কাজ করে আসছেন। প্রাথমিকভাবে আটককৃত দালালরা স্বীকার করে প্রতি পাসপোর্টে এক হাজার টাকা দেওয়ার চুক্তিতে...

যুবলীগের চেয়ারম্যান পদ থেকে ওমর ফারুক বহিষ্কার

Image
অনলাইন ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭১ বছর বয়সী ওমর ফারুক যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েক সপ্তাহ ধরে তিনি গণমাধ্যমের শিরোনামে ছিলেন। ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কারের বিষয়টি যুবলীগের এক প্রেসিডিয়াম সদস্য নিশ্চিত করেছেন।

সন্ত্রাস জঙ্গিবাদ ক্যাসিনো ও মাদক বিরোধী অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Image
সাভার প্রতিনিধি: দেশে সন্ত্রাস জঙ্গিবাদ ক্যাসিনো ও মাদক বিরোধী অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলন্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোন সন্ত্রাস দুর্নীতিবাজ থাকবে না, সবাইকে আইনের মুখোমুখি হতে হবে কাউকে ছাড় দেওয়া হবে। যারা দেশে টেন্ডারবাজি সন্ত্রাস ও ক্যাসিনো ব্যবসা করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা দেশে অবৈধভাবে টাকা পয়সার মালিক হয়েছে তাদেরকেউ আইনের আওতায় আনা হচ্ছে। দেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। মন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন অরুনিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক ফারুকুল ইসলাম, মহা ব্যবস্থাপক সৈয়দ হামিদুল করিম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্প...

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষে ৪ জন নিহত

Image
ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সাথে সাধারণ জনগণের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। আল্লাহ এবং রাসূলকে (সা:) নিয়ে এক হিন্দু ব্যক্তির ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আজ রোববার আয়োজিত প্রতিবাদ সমাবেশ উপলক্ষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ভোলা সদর হাসপাতাল সূত্রে এ চারজনের মৃত্যুর খবরটি নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চন্দ্র মোহন বৈদ্দের ছেলে বিপ্লব চন্দ্র শুভর ফেসবুক আইডি থেকে তার বন্ধু তালিকার বেশ কয়েকজনের কাছে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় গালির ম্যাসেজ আসে। এই ম্যাসেজ আসাকে কেন্দ্র করে সাধারণ মুসুল্লিদের ব্যানারে আজ সকাল ১০টায় বিক্ষোভের ডাক দেয়া হয়। সকাল থেকে বোরহানউদ্দিন উপজেলার গ্রামগঞ্জ থেকে মুসুল্লিরা শহর অভিমুখে আসতে থাকে। এতে ভোলার পুলিশ সুপার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করেন। পুলিশ সভা সংক্ষিপ্ত করার জন্য নির্দেশ দেয়ার পর পরেই সংঘর্ষের শুরু হয়।

৬৯ বয়সে স্বাবলম্বী হয়ে ২৩ বছরের তরুণীকে বিয়ে, বাবা হলেন একাত্তরে

Image
নিজ সন্তান কোলে ৭১বছরেরর হাবিবুর রহমান তোতা মিয় ময়মনসিংহ প্রতিনিধি: স্বাবলম্বী ও স্বনির্ভর হয়ে বিয়ে করতে দীর্ঘসময় নিয়েছেন মো. হাবিবুর রহমান তোতা মিয়া। ৬৯ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। আর ৭১ বছর বয়সে ছেলে সন্তানের বাবা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা অঞ্চলে। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের কলাদিয়া গ্রামের বাসিন্দা তোতা মিয়া সাত ভাই-বোনের মধ্যে সবার ছোট। বর্তমানে তিনি ২০ একর জমির মালিক। গ্রামের মানুষের সুবিধার্থে প্রতিষ্ঠা করেছেন কয়েকটি প্রতিষ্ঠান। নিজ নামে সরকারি প্রাথমিক স্কুল, কওমি মাদরাসা, জামে মসজিদ, কবরস্থান, ঈদগাহ মাঠ প্রতিষ্ঠা করেছেন তিনি। এছাড়া একটি কলেজ ও বৃদ্ধাশ্রম গড়ে তুলতে দুই একর জমিও দান করেছেন তোতা মিয়া। জানা গেছে, স্বাবলম্বী, স্বনির্ভর ও আত্মবিশ্বাসী হলেই কেবল বিয়ে করবেন মো. হাবিবুর রহমান। নিজেকে প্রতিষ্ঠিত করতে সময় চলে গেছে ৬৯ বছর। এই বয়সে চাইলেই পাত্রী কোথায় পাবেন? সেই সাধও পূরণ করেছেন একই উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা গ্রামের ২৩ বছর বয়সী আকলিমা খাতুন। দরিদ্র পরিবারের এক কন্যা সন্তানের জননী স্বামী পরিত্যক্তা আকলিমা খাতুন সম্মত হন তোতাকে বিয়ে করতে। বি...

মাতাল হয়ে বিনা দোষে শ্রমিককে পিটিয়ে পা ভেঙ্গে দিলো যুবলীগকর্মী

Image
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় মদ খেয়ে মাতাল অবস্থায় রবি (৩৩) নামের এক শ্রমিককে পিটিয়ে তার বাম পা ভেঙ্গে দিয়েছে কথিত যুবলীগ নেতা রাজন ভূইয়া ও তার সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় টানা দশ দিন চিকিৎসা শেষে ওই শ্রমিক।  শুক্রবার দুপুরে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার পূর্বে এ প্রতিবেদকে বিস্তারিত জানান আহত শ্রমিক রবি।  এ সময় আহত শ্রমিক রবি বলেন, তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। তবে গত দুই মাস আগে শারীরিক অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেন। এর পরে গত কয়েক দিন যাবৎ পুনরায় চাকরি খুঁজছিলেন। চাকরির খোঁজে গত ৮ই অক্টোবর মঙ্গলবার রাত দশটার দিকে নরসিংহপুর এলাকায় স্থানীয় এক সড়কে  তার এক সহকর্মীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এসময় স্থানীয় একটি সড়কের পাশে কথিত যুবলীগ নেতা রাজন ভুইয়া, রাসেল, মাসুদ ওরফে পালসার মাসুদ, সহ আরো বেশ কয়েজন মদ খেয়ে মাতলামি করছিলেন। হঠাৎ করেই রাজন ভুইয়া ও তার সন্ত্রাসী বাহিনীর লোকজন রবি কে ডেকে নিয়ে মারধর শুরু করেন। এক পর্যায়ে রবি মারধরের প্রতিবাদ করলে কথিত যুবলীগের সন্ত্রাসীরা তাকে পিটিয়ে তার বাম পা ভেঙ্গে দেয়। আশঙ্কাজনক অবস্থ...

সাভারে সাবেক চেয়ারম্যানের উপর সন্ত্রসী হামলা

Image
সাভার প্রতিনিধি: সাভারের কাউন্দিয়া ইউনিয়নের নেকীবাড়ী কবরস্থানে গাছ কাটা হবে এমন সংবাদ পেয়ে পরিদর্শনে গেলে সাবেক কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল আলম খাঁনের উপর আর্তকিত হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। খবর পেয়ে এলাকাবাসী একজোট হয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের হাত থেকে সাবেক চেয়ারম্যানকে উদ্ধার করেন। এলাকাবাসী জানায়, কাউন্দিয়া ইউনিয়নে ১৭ বিঘা জমির উপর একমাত্র কবরস্থান নেকীবাড়ী কবরস্থান। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম খাঁন চেয়ারম্যান থাকা অবস্থায় ওই কবরস্থানে বিভিন্ন রকমের কয়েক’শ গাছ রোপন করেন। গাছগুলো বড় হওয়ায় বর্তমান কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্ত প্রশাসনের অনুমতি ছাড়াই টেন্ডারের মাধ্যমে কেটে বিক্রি করার উদ্যোগ নেন। পরে সাবেক চেয়ারম্যান সাইফুল আলম খাঁন বিষয়টি বুঝতে পেরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের কাছে গ্রামবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কবরস্থানের গাছ কাটা যাবেনা মর্মে বন্ধ করে দেন। পরে সকালে ওই কবর স্থান পরিদর্শনে যান সাবেক চেয়ারম্যান সাইফুল আলম খাঁন। এসময় বর্তমান চেয়া...

সাভারে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা

Image
সাভার প্রতিনিধি: বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলো তারই ১১বছরের কন্যা।  জানাযায় সাভারের ছায়াবিথি এলাকায়  ঘটনার পর থেকে ধর্ষক ঐ পাষান্ড বাবা  সোহেল রানা(৩৬) পলাতক রয়েছেন। মঙ্গলবার সকালে ধর্ষণের অভিযোগে শিশুটির মা আসমা আক্তার (৩০) বাদী হয়ে স্বামী সোহেল রানাকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ওই শিশুকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। সে এখন পর্যন্ত কথা বলতে পারছেন না। মেডিকেল বোর্ড গঠন করে ভুক্তভোগীর অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি। এছাড়া আসামিকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

সম্রাটের ১০দিনের রিমান্ড মঞ্জুর

Image
সম্রাটকে আদালতে নেয়ার সময় সংগ্রহিত ছবি ইব্রাহিম খলিল উল্লাহ: ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা থানার পৃথক দুই মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আজ মঙ্গলবার দুপুরের দিকে শুনানি নিয়ে সম্রাটের এই রিমান্ড মঞ্জুর করেন। দুই মামলায় সম্রাটকে ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। শুনানির জন্য সম্রাটকে আজ দুপুর পৌনে ১২টার দিকে প্রিজন ভ্যানে করে কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির আগে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় রাখা হয়। রিমান্ড শুনানির জন্য সম্রাটকে আজ আনা হবে জেনে তাঁর সমর্থকেরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। তাঁরা সম্রাটের পক্ষে স্লোগান দেন। সম্রাটের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। সম্রাটকে গত ৬ অক্টোবর তাঁর এক সহযোগীসহ কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে সম্রাটকে নিয়ে তাঁর কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। ত...

বালিকা মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে পিতার ছ"মাসের জেল

Image
ছবিতে অভিযুক্ত পিতা কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় মেয়েকে বাল্যবিবাহ দেয়ার অপরাধে মেয়ের বাবা মো. আলী আশ্রাফকে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের পাচধারা গ্রমে ওই ঘটনা ঘটে।আলী আশ্রাফ চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের পাচধারা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।এ সময় উপস্থিত ছিলন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, চান্দিনা থানার এ.এস. আই আমির হোসাইন এবং সঙ্গীয় ফোর্স।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ বলেন, গত ১৩ অক্টোবর রবিবার সকালে ওই বাল্য বিবাহের ব্যাপারে জানতে পেড়ে গল্লাই ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এর মাধ্যমে মেয়ের বাবা আলী আশ্রাফকে নিষেধ করা হয়েছিল। নিষেধ করার পরেও আশ্রাফ তার মেয়েকে বাল্য বিবাহ দিয়ে মেয়ের শশুর বাড়ীতে পাঠিয়ে দেয়। এই ঘটনাটি জানতে পেড়ে আজ ১৪ অক্টোবর সোমবার  সহকারী কমিশনার (ভুমি) নাঈমা ইসলাম এবং পুলিশ পাঠিয়ে তাকে অাটক করে । পরে আশ্রাফ নিজের দোষ স্বীাকার করে স্বীকারোক্তি দেয়ায় তাকে মোবাইল কোটের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদন্ড দি...

সপ্তম বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন নওগাঁর এক স্কুল শিক্ষিকা

Image
৭ম বার বিয়ে করা সেই কথিত স্কুল শিক্ষিকা রায়েবা আক্তার টপি  নওগাঁ প্রতিনিধি: সপ্তম বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষিকা রাবেয়া আক্তার টপি। রাবেয়া আক্তার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার উত্তর রামপুর গ্রামের মৃতঃ আব্দুল জব্বারের মেয়ে ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি নিজে কাউকে তালাক না দিলেও দূর্ভাগ্যজনক ভাবে তিনি তালাক প্রাপ্তা হয়েছেন  প্রত্যেক বার। গত রবিবার (৬ অক্টোবর) একই উপজেলার গোলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুবকর সিদ্দিককে  তার ৭ম স্বামী হিসেবে এই ঐতিহাসিক বিয়ে করেন।  ৫বোন ২ভাইয়ের মধ্যে সে সবার ছোট। বড় ভাই খোরশেদ আলম হান্নান  নওগাঁর বদলগাছি উপজেলার উত্তর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মেজভাই লিটন ধামুইরহাট উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পরিবার এবং প্রতিবেশি সূত্রে জানা যায়, স্কুল শিক্ষিকা রাবেয়া  আক্তার টপি দশম শ্রেনিতে অধ্যয়নকালে কিশোরী বয়সে  তার মেজ ভাই লিটনের শ্যালক রুবেলকে ভালোবেসে ১ম বিয়ে করেন।...

ঝিনাইদহে বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান

Image
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজন নারী বেশদারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নাম সাদিয়া আখতার পিংকী। তিনিই বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান পঞ্চম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরিফুন্নেছা মিকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ হোসেন। জানা গেছে, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকী খাতুন তৃতীয় লিঙ্গের। তিনি এবার কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন। তিনিই বাংলাদেশের প্রথম ভাইস চেয়ারম্যান। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা ইসলাম ও মোছা. রুবিনা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শরিফুননেছা মিকি ২৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ৫৫২ ভোট। তিনি বলেন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর...