Posts

Showing posts from December, 2020

আশুলিয়ার ভাদাইল পবনারটেক ও শ্রীপুরবাসীকে ওমর সজিবের শুভেচ্ছা

Image
আশুলিয়া প্রতিনিধি : পুরাতন বর্ষ গত হয়ে শুরু হচ্ছে ২০২১ সালের ।আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার আর নিকষকালো মহামারির হিসেব-নিকাশ কে পেছনে ফেলে নতুন বছরকে বরণ ও আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড তথা ভাদাইল পবনারটেক ও শ্রীপুরসহ দেশবাসি কে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানালেন ভাদাইল এলাকার ঐতিহ্যবাহী পরিবারের মরহুম হাসেম সাহেবের সুযোগ্য সন্তান তারুণ্যদিপ্ত সৎ কর্মট পরোপকারী জনহিতৈষী জনবান্ধব আসহায় মানুষের অকৃত্রিম বন্ধু  আগামী দিনে অত্র ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আশুলিয়া থানা যুবলীগের সদস্য ওমর আলী সজীব।  গণ মাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় জনাব ওমর আলী সজীব বলেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার কবিতায় লিখেছেন,, ‘বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত।’ আমাদেরও প্রত্যাশা পুরনো বছরের যত ব্যর্থতা-বেদনা, হতাশা-নিরাশা এমনি করে ক্ষয় হোক আবর্ত আঘাতে। আমি প্রত্যাশাকরি নতুন বছরের আগামীদিন গুলোতে আমরা মহামারি করোনা ভাইরাস মুক্ত হয়ে আবার স্বভাবিক জীবনযাপন করতে পারবো। আমরা আমাদের জীবনের স...

কিভাবে নিউজ করতে হবে সেই নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা

Image
সাভার প্রতিনিধি : সাভারে আসন্ন পৌরসভা নির্বাচনে সাংবাদিক দের কি ভাবে নিউজ করতে হবে সেই নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান। তিনি সাংবাদিকদের বলে , প্রার্থীদের সম্পদের বিবরণ নিয়ে কোনও প্রশ্ন করা যাবে না, সংবাদ প্রকাশ করা যাবে না। প্রার্থীদের কোনও নেতিবাচক বিষয় নিয়েও খবর প্রকাশ করা যাবে না। খবর প্রকাশ করলে সংশ্লিষ্ট সাংবাদিকের অফিসে রিপোর্ট করার ভয়ও দেখিয়েছেন তিনি। বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে আসন্ন সাভার পৌরসভা নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়ে সাভার সরকারি কলেজ ভবনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফখর উদ্দিন শিকদার, মিরপুর থানা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ প্রমুখ। মতবিনিময়সভায় রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান বলেন, ‘নির্বাচন একটি সেনসিটিভ জিনিস, একটা নিউজের জন্য পুরো গণ্ডগোল হয়ে যাব...

দেওয়ানবাগী পীরের মৃত্যু

Image
  নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে অবস্থিত দেওয়ানবাগ দরবার শরিফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী মারা গেছেন। সোমবার সকাল পৌনে ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি নিজ বাসায় সোমবার ভোরে স্ট্রোক করেন। পরে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) মনির হোসেন মোল্লা আমার দেশের সংবাদ কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদেহ আরামবাগে নেয়া হয়েছে। তার মৃত্যুর বিষয়টি দেওয়ানবাগ শরিফের ফেসবুক পেজেও নিশ্চিত করা হয়েছে। দেওয়ানবাগ দরবার শরিফের ওয়েবসাইটে দেয়া তথ্যানুযায়ী, দেওয়ানবাগী পীরের নাম মাহবুব-এ খোদা। তবে তিনি 'দেওয়ানবাগী' নামে পরিচিত। ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেছেন। ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হা...

অভিনেতা আবদুল কাদেরের মৃত্যু

Image
  নিজস্ব প্রতিনিধি  : নানা মৃত্যুর গুজবের পর এবার সত্যি সত্যি মারা গেলেন অভিনেতা আবদুল কাদের। আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি আমার দেশের সংবাদ কে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৮ ডিসেম্বর চেন্নাইতে চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। সেখানকার হাসপাতালে পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তার ক্যানসার ধরা পড়ে। শারীরিক দুর্বলতার কারণে কেমোথেরাপি না দিয়েই আব্দুল কাদেরকে ২০ ডিসেম্বর দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তার পরিবার। দেশে এনে তাকে ভর্তি করানো হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। এরপর থেকে সেখানেই চিকিৎসা চলছিল তার। হুমায়ূন আহমেদ রচিত ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে 'বদি' চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান আব্দুল কাদের। থিয়েটারের সদস্য হয়ে দলটির ৩০টি প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। মঞ্চে অভিনয় করেছেন ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘তোমরাই’, ‘স্পর্ধা’, ‘ ‘মেরাজ ফকিরের মা’, দুই বোন’, এখনো ক্রীতদাস’, নাটকগুলোতে।

শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে একাত্তর টিভির রিপোর্টার হোসাইন সোহেল সাময়িক বরখাস্ত

Image
অনলাইন ডেস্ক  : একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার হোসাইন সোহেলের বিরুদ্ধ সহকর্মী সাংবাদিকের আট বছরের শিশু পুত্রকে ধর্ষণচেষ্টা এবং নিপীড়নের অভিযোগে সাংবাদিক হোসাইন সোহেলকে সাময়িক বরখাস্ত করেছে একাত্তর টিভি। ভিকটিমের বাবার করা লিখিত অভিযোগে বলা হয়েছে, হোসাইন সোহেল ওই সাংবাদিকের বাসায় এক পার্টিতে অংশ নিয়েছিলো।  আড্ডার এক পর্যায় রাত চারটায় ওই সাংবাদিকের আট বছরের শিশু সন্তানকে একা পেয়ে স্পর্শকাতর স্থানে হাত দিতে থাকে। ওই শিশুর  প্যান্টও খুলে ফেলে সোহেল। এসময় ওই শিশু চিৎকার করে বলে, আপনি আমার প্যান্ট টানছেন কেনো, You gay,psycho,sick.  এসময় ওই শিশুর বাবা ঘরে ঢুকে দেখে সোহেলের ও প্যান্ট শার্ট খোলা।  ওই শিশুর সাংবাদিক বাবা যিনি নিজেও একাত্তর টিভিতে কর্মরত,তিনি বিচার চেয়ে টিভি কর্তৃপক্ষের কাছে অভিযোগ পত্র দিয়েছেন। ঘটনার সময় সোহেল মদ্যপ ছিলেন বলেও জানা গেছে। সাংবাদিক সোহেলের যৌন নিপীড়নের ঘটনা এবারই প্রথম নয়। ওয়াইলড লাইফ ও ইনভাইরোমেন্ট নিয়ে সাংবাদিকতা করা সোহেল  জঙ্গল বাড়ি ট্যুর এন্ড ট্রাভেলস নামে একটা ভ্রমণগ্রুপ পরিচালনা করতো। সেই গ্রুপের  উঠতি বয়সি নারী সদস্যের ক...

ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও সাভার উপজেলার শামীম আরা নিপা

Image
সাভার প্রতিনিধি : ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ও স্বীকৃতির স্মারক তুলে দেওয়া হয়। শামীম আরা নিপা এর আগে টাঙ্গাইলের কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ২০১৬ সালে ঢাকা জেলার দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সফলতা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তাদের এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন, অতিরিক্ত সচিব মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীর কমিশনার মোস্তাফিজুর রহমান। ওই অনুষ্ঠানেই ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে শামীম আরা নিপার হাতে স্মারক তুলে দেওয়া হয়।

করোনার ভয়ংকর থাবায় অর্থনীতির নায়কেরা

Image
  জিয়াউল হোসেন নিশক : উনারা একেকজন ছিলেন বাংলাদেশের অর্থনীতির মহানায়ক! লাখ লাখ মানুষের কর্মসংস্থান করেছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোটি পরিবার নির্ভরশীল এসব কীর্তিমানের উপর। দেশের অর্থনীতিতে তাঁদের অবদান বিশাল।  পারটেক্স গ্রুপ চেয়ারম্যান এম. এ. হাসেম, যমুনা গ্রুপ চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, ট্রান্সকম গ্রুপ চেয়ারম্যান লতিফুর রহমান ও মোনেম গ্রুপ চেয়ারম্যান আবদুল মোনেম । করোনা দেশের এমন তারকা শিল্পোদ্যোক্তাদের মুহূর্তে কেড়ে নিয়ে গেলো। দেশ ও দেশের মানুষের জন্যে এদের মৃত্যু যে কি বিশাল ক্ষতি তা বর্ণনা করা সত্যিই অসম্ভব। এঁদের যে কারো পক্ষেই কয়েকটি করে করোনা হাসপাতাল বা হেলথ কেয়ার প্রতিষ্ঠা করা সম্ভব ছিল অবলিলায়। কিন্তু সময় পেলেন না। করোনা ধনী-গরীব, রাজা-প্রজা, উঁচু-নিচু কিছুই মানছে না। আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নেই যা আমাদের বাঁচাতে পারে। অর্থ-বিত্ত, প্রভাব-প্রতিপত্তি কিংবা ক্ষমতা কেমন অসহায় এই অদৃশ্য ভাইরাসের সামনে আমরা তা দেখছি প্রতিনিয়ত। দুঃখের বিষয়, এতসব ঘটছে, কিন্তু আমরা সংশোধিত হচ্ছি না এক চুল পরিমানও! দুর্নীতি, আত্মসাৎ, দখল, ধর্ষণ, মানুষের অধিকার হরণ, মজুতদারি, খুন, শিশু ...

ভালোটা দেখছেন-খারাপটা দেখেন নাই, এমপি বাহারের অডিও ফাঁস

Image
  এমপি বাহা উদ্দিন বাহার অনলাইন ডেস্ক : পাহাড় কাটার অভিযোগে ‘পছন্দের’ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার সুপারিশ করায় পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালককে হুমকি দিয়েছেন কুমিল্লার সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার। নিজ অফিসে ডেকে নিয়ে উপপরিচালক শওকত আরা কলিকে ১৫ দিনের মধ্যে কুমিল্লা ছেড়ে যাওয়ার হুমকি দেন তিনি। এর আগে উপপরিচালককে ফোন করে ‘ননসেন্স’ বলে গালিও দেন এমপি। একপর্যায়ে তিনি বলেন, কুমিল্লায় থাইকা ক্ষমতার অপব্যবহার করার কোনো সুযোগ নাই। আমার ভালোটা দেখছেন আপনে, খারাপটা তো দেখেন নাই। এরপর তিনি আবার বলেন, ‘খুব ক্ষমতা না? ...বলেন না আপনার অনেক ক্ষমতা। তালা মেরে দেব অফিসে গিয়ে আমি... বেয়াদব কোথাকার।’ দুই মিনিট ১৩ সেকেন্ডের এ কথোপকথন রেকর্ড গণমাধ্যমের  কাছে পৌঁছেছে। কথোপকথনের বিষয়টি নিয়ে এমপি বাহারকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। হুমকি দিয়ে সংসদ সদস্যের অডিও ফাঁস হওয়ার পর এ নিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে চট্টগ্রাম অঞ্চলের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হুসাইন বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও...

আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার-১

Image
মাসুদ রানা : আশুলিয়া থানার বাড়ইপাড়া বাসষ্টেশন এলাকা থেকে বৃহস্পতিবার সকালে এক স্বর্ণ ব্যবসায়ীর প্রায় ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।  ছিনতাইয়ের অভিযোগে আটক বরগুনা জেলার বেতাগী থানার ঝুপখালি গ্রামের রশিদ হাওলাদারের ছেলে রিপন হাওলাদার(৪২)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতি থানার ভন্ডেস্বর এলাকার আরান রাজবংশীর ছেলে স্বর্ণ ব্যবসায়ী পরীক্ষিত রাজবংশী একটি মোটরসাইকেল যোগে  বৃহস্পতিবার স্বর্ণ কিনার জন্য রাজধানী ঢাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকার আশুলিয়া থানার বাড়ইপাড়া বাসষ্টেশন এলাকা পৌছে মায়ের দোয়া নামের একটি হোটেলে সকালের নাস্তার করছিলেন। এসময় একদল ছিনতাইকারী নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে টাকার ব্যাগসহ ওই ব্যবসায়ীকে তোলে নেওয়ার চেষ্টা করে। তিনি তাদের সঙ্গে যেতে না চাইলে তাকে মারধরও করে ডিবি পরিচয়দানকারী ছিনতাইকারীরা। পরে ওই ছিনতাইকারীরা তাদের মিস্টি রংয়ের নোহা গাড়িতে জোরপূর্বক তোলেন। এসময় ওই স্বর্ণ ব্যবসায়ীর শ্যালক মনোরঞ্জন রাজবংশী পিছন থেকে এ...

অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুর গুজব

Image
নিজস্ব প্রতিনিধি : অভিনেতা আব্দুল কাদেরকে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ রাখা হয়েছে আইসিউতে। এ অভিনেতার অবস্থা এখনো সংকটাপন্ন। এরইমধ্যে বুধবার দিবাগত রাতে আব্দুল কাদেরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে বিস্মিত কাদেরের পরিবার। বরেণ্য এই অভিনেতার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো বলে আমার দেশের সংবাদ কে জানিয়েছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি। তার শ্বশুর করোনায় আক্রান্ত হননি বলে নিশ্চিত করেছেন জেমি। এছাড়াও অবাক হয়েছেন শ্বশুরের মৃত্যুর গুজব ছড়ানোয়। আমার দেশের সংবাদ কে জেমি বলেন , ‘একজন মানুষ মৃত্যুর সঙ্গে প্রতিমুহূর্তে যুদ্ধ করছেন৷ এসময় তার জন্য দোয়া না করে অনেকে মেতেছেন মৃত্যুর গুজব ছড়ানোয়৷ এ নোংরামির কোনো মানে নেই৷ বাবা আল্লাহর রহমতে একটু ভালো আছেন৷ আজ (২৪ ডিসেম্বর) তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে৷ সবাই উনার জন্য দোয়া করবেন।’ জেমি বলেন, ‘এটা আসলে ভুল তথ্য ছড়িয়েছে। বাবা করোনাভাইরাসে আক্রান্ত নন৷ ক্যান্সারের ইনফেকশনের কারণে তার লালা পরীক্ষার সময় করোনার সঙ্গে অনেক সাদৃশ্য পাওয়া যায়৷ এতে চিকিৎসকরা মনে করেছিলেন তার করোনা পজি...

আফগানিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা

Image
অনলাইন ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গাজনি শহরে সোমবার সন্ধ্যায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই সাংবাদিকের নাম রাহমাতুল্লাহ নেকজাদ। স্থানীয় পুলিশের মুখপাত্র ভয়েজ অব আমেরিকাকে বলেন, গাজনি শহরে আক্রমণের শিকার রাহমাতুল্লাহ স্থানীয় সাংবাদিক ইউনিয়নের প্রধান ছিলেন। এ ছাড়া তিনি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন। ফাইসাল নাভিদ নামে আরেক স্থানীয় সাংবাদিক গণমাধ্যমকে বলেন, রাহমাতুল্লাহ নেকজাদের বুকে তিনটি গুলি করে আততায়ীরা। পরে আহত নেকজাদকে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। গত দুই মাসে এ নিয়ে পাঁচজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেন দেশটিতে। এদিকে তালেবানও এর দায় অস্বীকার করেছে। গোষ্ঠীটির মুখপাত্র জাইবুল্লাহ মুজাহিদ বলেন, ‘এ হত্যাকাণ্ডকে আমরা দেশের জন্য বড় ক্ষতি মনে করি।’ আফগান জার্নালিস্ট সেফটি কমিটি সূত্রে জানা গেছে, ৪০ বছর বয়সী নেকজাদ এএফপি এবং আলজাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। এক টুইটে আলজাজিরা জানায়, এ হত্যাকাণ্ডের খবর তাদের জন্য বড় ধরনের ধাক্কা। সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা এব...

কালিয়াকৈর প্রেসক্লাবে বিজয়দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাসভা

Image
হুমায়ুনকবির,কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর মাকিষবাথান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাব কার্যালয়ে রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহাবুদ্দিন আহসান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, গাজীপুর জেলা পরিষদের সদস্য নাছির সরকার, আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ আলীমসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন উপজেলার আটাবহ ইউনিয়ন আাওয়ামীলীগের সাধারন সম্পাদক কে.এম ইব্রাহিম খালিদ, উপজেলা য...

আশুলিয়ায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে ব্লেড দিয়ে কেটে হত্যার চেষ্টা

Image
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মারুফা আক্তার নামের এক গৃহবধূকে ধারালো ব্লেড দিয়ে সারা শরীর কেটে দিয়ে হত্যার চেষ্টা করেছেন স্বামী। ওই গৃহবধূকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, ছয় বছর আগে সাভারের কান্দি ভাকুর্তার গোলাম মোস্তফার মেয়ে মারুফা আক্তারের সাথে আশুলিয়ার কুটুরিয়ার ধলপুর এলাকার আব্দুর রহমান আজাদের ছেলে শেখ সাদী আজাদের বিয়ে হয়। বিয়ের পর ওই গৃহবধূর কাছে তাঁর বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন স্বামী শেখ সাদী আজাদ। পরে ওই গহবধূ বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে শনিবার তাঁকে ধরে সারা শরীরে ধারালো ব্লেড দিয়ে কেটে হত্যার চেষ্টা করেন তাঁর স্বামী। এক পর্যায়ে ওই গৃহবধূ অজ্ঞান হয়ে পড়লে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যান তাঁর স্বামী। পরে স্থানীয়রা ওই গৃহবধূর গোঙ্গানী শুনে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ওই গৃহবধূর হাত-পাসহ বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে নির্মমভাবে কেটে দেওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকাবাসী ওই গৃহবধূর স্ব...

সাভার পৌরসভা নির্বাচনে আ.লীগের দলীয় মনোনায়ন পেলেন বর্তমান মেয়র আব্দুল গণি

Image
মাসুদ রানা : সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদে শেষ পর্যন্ত আবারো আ.লীগের দলীয় মনোনায়ন পেলেন বর্তমান মেয়র আব্দুল গণি। শুক্রবার (১৮ডিসেম্বর) সন্ধায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন মেয়র আব্দুল গণি। এর আগে সাভার পৌরসভার মেয়র পদে আ.লীগের ৬জন নাম পাঠায় সাভার উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ।   বিষয়টি পর্যবেক্ষণ করে আ.লীগের কেন্দ্রীয় কমিটি বর্তমান মেয়র আব্দুল গণি-কেই আবারো সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনায়ন দেয়।

সাভারে ৪০ কোটি টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

Image
সাভার প্রতিনিধি :  সাভারে দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে লাখো মানুষের চলাচলের সুবিধার্থে একটি সড়কের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে । শুক্রবার(১৮ই ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে চাপাইন,দেওগা,টিটন,কৃষ্ণ পুর,জিনজিরা হয়ে সাভার ইউনিয়নের কলমা পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা ড্রেনসহ ৪০ কোটি টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সাভার পৌর সভার মেয়র হাজী আব্দুল গণি, কাউন্সিলর আব্বাস আলী,  সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীনুর বেগম,সাবেক সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সুলতানা রাজিয়া,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফজল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রাস্তাটি দীর্ঘ প্রায় এক যুগ ধরে সংস্কারের আভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে এ এলাকার প্রায় লক্ষাধিক মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছিল। সিআরডিপি-২ প্রকল্পের আওতায় এ রাস্তা নির্মণ কাজ শুরু হওয়াতে এলাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সাভারে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

Image
সাভার প্রতিনিধি :  সাভারে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুলাল(৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার(১৮ ডিসেম্বর) সকালে সাভারের আমিনবাজার বড়দেশী পশিচমপাড়া এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে গত এক মাস ধরে নিজ ভাড়া বাসায় ভয়ভীতি প্রদর্শন করে ওই শিশুকে ধর্ষণ করে আসছিলেন দুলাল নামের ওই ব্যক্তি। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে গতকাল রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী দুলালকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ সকালে অভিযান চালিয়ে তাকে আটক করে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ। আজ দুপুরে আটক ধর্ষণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম। আটক ধর্ষণকারীর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কুদ্দুপাড়া গ্রামে।

এবার ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

Image
অনলাইন ডেস্ক : এবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধিবাসী আরনুডো ফাওয়ান্ডার । আরনুডো ফাওয়ান্ডার বলেছেন, ইসরাইল ও আমেরিকান লবি আমাকে ইসলামের নবী মুহাম্মদ (সা.) কে অবমাননা করে ফিল্ম নির্মাণের জন্য প্ররোচিত করেছিলো। আজ আমি সে কাজের জন্য খুবই লজ্জিত। -আর রায়(কুয়েত), ঈমান২৪ আরনুডো ফাওয়ান্ডার কুয়েতের ‘আর রায়’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, আমি সেই অপরাধটি করার পর নিজের মধ্যেই ভুল বুঝতে পারি। তখন কিছুটা বিচলিত হয়ে যাই। ফলে এক পর্যায়ে আমার ইসলাম গ্রহণের সুযোগ হয়। তিনি আরও বলেন, ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী সংগঠন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছি। এখন একটি ইসলামি সংগঠন করার কথা ভাবছি। আমি মনে করি, হল্যান্ডের রাষ্ট্রীয় আইন ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন করতে বাধা দেয় না। বরং পূর্ণ অনুমোদন দিয়ে থাকে। তিনি জানিয়েছেন, আমি যখন ওই ফিল্ম তৈরি করি তখন আমার ধারণা ছিলো ইউরোপের জন্য ইসলাম হুমকিস্বরুপ এবং ইসলামের কারণে এখানে বিরূপ প্রভাব পড়ছে। কিন্তু পরবর্তীতে আমার এ ভুলও ভেঙ্গে যায়। ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আমি এমনটি ম...

কে এই বৃদ্ধ, কি তার পরিচয়?

Image
 আশুলিয়া প্রতিনিধি :  সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে গত ৩দিন ধরে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালের মর্গে পড়ে আছে এই অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের লাশ।  কেউ জানাতে পারেনি কি তার পরিচয় তাই তো হাসপাতাল কতৃপক্ষ তার স্বজনের খোজে দ্বারস্থ হয়েছে গণমাধ্যমকর্মীদের। কেউ যদি এই বৃদ্ধের লাশের ছবি দেখে চিনতে পারেন তবে ০১৭১৩  ৫৬৮৩৭৫ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

Image
সাভার প্রতিনিধি : যথাযথ মর্যাদায় আজ বুধবার ১৬ ডিসেম্বর,৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। এইদিনটি বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন। এই দিনে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পরিবারের সঙ্গে ও রাজনৈতিক দলের ব্যানারে ভিড় করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের স্বাধীনতা সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দিনেই বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র, নিজস্ব মানচিত্র আর চির গৌরবের পতাকা। এই দিনটিকে তাই শ্রদ্ধাভরে স্বরণ করতে দেশপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না। বুধবার আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন শুরু হয় সকাল সাড়ে ছয়টার দিকে। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল আহমদ চৌধুরী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় শহীদদের প্রতি সালাম জানায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে এবং তিন বাহিনীর ...

বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে ইবি কর্মকর্তাদের হাতাহাতি

Image
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবসে মুক্তবাংলা সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের দু’টি পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তবাংলায় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে একে একে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ পুষ্পস্তবক অর্পণ করে।   এসময় প্রায় পৌনে ১১টার দিকে কর্মকর্তা সমিতি থেকে বেরিয়ে এসে অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তা ফুল দিতে গেলে কর্মকর্তা সমিতির সদস্যরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়, উভয়পক্ষকে এসময় লাঠি দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতেও দেখা যায়। এসময় বেদীতে থাকা ফুলের ডালি ভাঙচুর করে তারা। হাতাহাতির এক পর্যায়ে কর্মকর্তা সমিতির ধাওয়া খেয়ে ক্যাম্পাস ত্যাগ করে অফিসার্স ইউনিটের সদস্যরা।  পুনরায় বেলা সাড়ে ১২ টার দিকে অফিসার্স ইউনিটের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর শেখ আব্দুস সালাম এর কাছে বি...

৬ষ্ঠ বর্ষে পর্দাপণ করলো আমার দেশের সংবাদ

Image
মাসুদ রানা :  দিনটি ছিল ইংরেজী ২০১৫ সালের ১৪ ডিসেম্বর আমার দেশের সংবাদ নামে আশুলিয়া থেকে শুরু হলো একটি অনলাইন নিউজ পোর্টাল, যদিও প্রধান অফিস ছিল ঢাকাতেই। সেই থেকে নানা চড়াই উৎরাই পেরিয়ে আমার দেশের সংবাদ ৬ষ্ঠ বছরে পর্দাপণ করতে যাচ্ছে।  এই সুদীর্ঘ পথপরিক্রমায় নানা প্রতিকূলতার মাঝে আমরা আমাদের উপর দ্বায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করেছি, শত বাধাঁর মাঝেও পিছপা হইনি। সর্বদা চেষ্টা করেছি পাঠকের মাঝে সত্যটুকু তুলে ধরতে। মিথ্যা ভুয়া সংবাদ পরিবেশন করে কখনোই পাঠকের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করিনি। মিথ্যা তথ্য প্রকাশ করে কখনোই নিজেদের ব্যবসার কথা চিন্তা করিনি। আমাদের কোন কোন  নিউজ হাজার মানুষ পড়েছে, আবার কোন কোন নিউজের জন্য আমাদের হুমকী ধমকি সহ অকথ্যভাষার গালাগাল হজম করতে হয়েছে।  পর্যাপ্ত পরিমান লগ্নি না করতে পারায় আমরা হয়তো রাতারাতি অনেক সেরাদের কাতারে যেতে পারিনি তাতে কি আমরা আমাদের মতো চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি । আমরা বিশ্বাস করি  সততা নিয়ে কাজ করলে হ্যালোজিনের আলোর মত না জ্বললেও মাটির প্রদীপের মত মিটমিট করে জ্বলবেই।  আমরা চেষ্টা করছি, আরো সুসজ্জিত ভাবে একটি দক্ষটি...

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয় : প্রধানমন্ত্রী

Image
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়; ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান – সব ধর্মের-বর্ণের মানুষের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি দেশের সব নাগরিককে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ বাংলাদেশ লালন শাহ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জীবনানন্দের বাংলাদেশ। এ বাংলাদেশ শাহজালাল, শাহ পরান, শাহ মকদুম, খানজাহান আলীর বাংলাদেশ। এই বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ; সাড়ে ষোল কোটি বাঙালির বাংলাদেশ। এ দেশ সকলের। এ দেশে ধর্মের নামে আমরা কোন ধরনের বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমরা দিব না। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে এ দেশের মানুষ প্রগতি, অগ্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবেন।’ ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়। শেষ হয় ২০ ম...

পোষ্টারের উপর পোষ্টার ! এ কেমন রাজনৈতিক শিষ্টাচার?

Image
সাভার প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন দয়ালের পোষ্টের উপর পোষ্টার লাগিয়েছে কতিপয় ব্যাক্তিদ্বয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে রাজফুলাবাড়িয়া বাজার-সহ আশে পাশের বিভিন্ন এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে  দেয়ালে সাঁটানো পোষ্টারের উপর পোষ্টারলাগিয়েছে কথিপয় ব্যাক্তিদ্বয়।  এ ব্যপারে ঢাকা জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন দয়ালের কাছে জানতে চাইলে তিনি জানান,মহান বিজয় দিবস উপলক্ষে আ.লীগের দলীয় পোষ্টারের উপর পোষ্টার লাগানো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, আমি আশাকরি ভবিষ্যৎয়ে তাদের শুভবুদ্ধির উদয় হবে । 

৭ পরিবারের নামে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

Image
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা জামায়াত সেক্রেটারি হেমায়েত উদ্দিনের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধে পশ্চিম চর বগড়ি গ্রামের একটি পরিবারের নামে ৭টিসহ ৭ পরিবারের সদস্যদের নামে চাদাবাজিসহ একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারগুলো মামলাবাজ উপজেলা জামায়াত সেক্রেটারির আতঙ্কে রয়েছে। সোমবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে পশ্চিম চর বাঘরী গ্রামের মৃত আইউব আলি সিকদারের ছেলে এমাদুল হক সিকদার খোকন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, উপজেলার জে.এল ৪৮ নং পশ্চিম চর বাঘরী মৌজার এস.এ ৯৪ নং খতিয়ানের এস.এ ৩০৭ নং দাগের মোট ৪৪ শতাংশ জমির মধ্যে কবলা ও পৈত্রিক সূত্রে আমি ১০ শতাংশের মালিক। আমার প্রতিপক্ষ উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ হেমায়েত উদ্দিন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৩০৭, ৩৩০ ও ৩৩১ নং দাগে থেকে পৌনে ১২ শতাংশ জমি ক্রয় করে। হেমায়েত উদ্দিন ওই পৌনে ১২ শতাংশ জমি থেকে ১৯৯৮ সালে ২৯ এপ্রিলে ৮৯১ নং দলিলমূলে ৭ শতাংশ লিলি ও মোদাচ্ছের ও শিরিন আক্তারদের কাছে জমি বিক্রি করে। কিন্তু বিক্রির পরেও তিনি আমার পিতা আইউব আলী সিকদারে...

সাভারে ১৫ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান আটক

Image
  সাভার প্রতিনিধি : সাভারে ১৫ লক্ষ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধর্ষন,চাঁদাবাজীসহ ডজন মামলার আসামী আব্দুল মান্নানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম। সাভার মডেল থানা পুলিশ জানায়,সাভারের চাঁপাইন এলাকায় লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের ২০ শতাংশ জমি রয়েছে। জমির উপরে তাদের টিনসেড বাড়ি রয়েছে। পরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। পরে ভুক্তভোগীরা আজ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে আসামী করে একটি চাঁদা বাজির মামলা দায়ের করলে পুলিশ চাঁপাইন এলাকা থেকে তাকে আটক করে। পরে আজ দুপুরে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটক এ আওয়ামী লীগ নেতা ধর্ষন,চাদাবাজী,ছিনতাই,মাদ্রাস ভাংচুরসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত বলে থানা সূতে জানাগেছে। তার বিরুদ্ধে ডজন ম...

হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই

Image
অনলাইন ডেস্ক :  বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার ছেলে মাওলানা জাবের কাসেমী। আল্লামা কাসেমী আজ (১৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, আল্লামা নূর হোসাইন কাসেমী গত ১ ডিসেম্বর ঠাণ্ডাজনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করানো হয়। সন্দেহ থেকে পরীক্ষা করানো হয় করোনা। তবে কয়েক দফা পরীক্ষা করে তার করোনা নেগেটিভ আসে। এদিকে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাই ডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। পরে অবস্থার আরো অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে (১১ ডিসেম্বর) শুক্রবার সকালে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রক্তচাপ ও...

আশুলিয়ায় দৈনিক সময়ের কাগজের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Image
  মাসুদ রানা : আশুলিয়ায় জাতীয় দৈনিক সময়ের কাগজের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধায় ডিইপিজেডে পশ্চিম পাশে অবস্থিত  আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে সাভার প্রতিনিধি মাসুদ রানার সার্বিক ব্যবস্থাপনায় আশুলিয়া প্রতিনিধি ইব্রাহিম খলিল উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম।  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক রকিব আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের কাগজের সহকারী সম্পাদক তোফাজ্জল হোসেন দয়াল, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান। অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, দৈনিক স্বদেশ প্রতিদিনের সফিকুল ইসলাম,  আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি বাবুল আহম্মেদ, কোষাধ্যক্ষ রিপন মিয়া, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুল আলম মানিক, কার্যনির্বাহী সদস্য সুচিত্রা রায, দৈনিক আমার সংবাদের জাহাঙ্গীর আলম প্রধান , বাংলার প্রতিনের সাইদুর রহমান, দৈনিক দেশকালের কাজী বিপ্লব,সিএসবি ২৪ এর ব্যবস্থপ...

লাখো মানুষ উপস্থিতিতে কামাল ইবনে ইউসুফের জানাজা

Image
ফরিদপুর প্রতিনিধি : লাখো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে শহরের রাজেন্দ্র কলেজ ময়দানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের। এরপর শ্রদ্ধা আর ভালোবাসায় কমলাপুরস্থ ময়েজ মঞ্জিলে তার বাবা চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়ার কবরের পাশে তাকে দাফন করা হয়। শুক্রবার বাদ জুমা দুপুর সোয়া ২টার দিকে রাজেন্দ্র কলেজ ময়দানে একটি হিমবাহী গাড়িতে করে ময়েজ মঞ্জিল থেকে চৌধুরী কামাল ইবনে ইউসুফের লাশ আনা হয়। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজায় অংশ নিতে ফরিদপুর ছাড়াও দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। বেলা ৩টার দিকে শহরের চকবাজার জামে মসজিদের খতিব ও সামমুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা কামরুজ্জামানের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রাজেন্দ্র কলেজমাঠ ছাড়িয়ে এসময় পাশের ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম পর্যন্ত ছিল আগতদের ভিড়। সেখানে জানাজা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেন পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় মেয়ে চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, শরিয়তপুরের বাহাদুরপুর দর...

আশুলিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

Image
আশুলিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে রাতের আঁধারে নির্মাণাধীন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের কিছু অংশ ভেঙে বিকৃত করে ফেলা’র প্রতিবাদে ঢাকা জেলা শ্রমিকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১১ডিসেম্বর) বিকেলে  ঢাকা জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ দেওয়ানের নেতৃত্বে আশুলিয়ার বলিভদ্র বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম বেপারি, সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন সাভার, আশুলিয়া ও ধামরাই থানা শ্রমিকলীগের কয়েক হাজার নেতাকর্মীবৃন্দ।  পরে এক সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা দুষ্কৃতিকারিদের কঠোর শাস্তির দাবী জানান।

হেফাজতের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী কে আইসিইউতে স্থানান্তর

Image
নিজস্ব প্রতিনিধি : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে।  বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকালে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে। নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর গত ১৫ নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করা হয়। আল্লামা নূর হোছাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়া বোর্ডেরও কো-চেয়ারম্যান।

আশুলিয়া রিপোর্টার্স ক্লাব থেকে আকরাম হোসেন সর্দার কে অব্যাহতি

Image
  আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদস্য পদ থেকে আকরাম হোসেন সর্দার কে অব্যাহতি দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর২০২০ইং) সন্ধা ৭টায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের মাসিক মিটিংয়ে কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে এ সিন্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য কিছুদিন আগে লিখিতভাবে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন সরদার ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদস্য পদ থেকে অব্যাহতি চান। তার লিখিত আবেদনের ভিত্তিতে অত্র ক্লাবের কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত গ্রহন করে। এ সময় কার্যনির্বাহী কমিটি জানায় এখন থেকে আকরাম সর্দার অত্র সংগঠনের পরিচয় ব্যবহার করতে পারবেন না। তার সাথে অত্র সংগঠনের নামে যে কোন কার্যক্রম বে-আইনি বলে গণ্য হইবে।

করোনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যু

Image
অনলাইন ডেস্ক :  বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুর ১টায় রাজধানীর এভার কেয়ার (পূর্বের অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবির বলেন, কামাল ইবনে ইউসুফের করোনা পজিটিভ ছিলেন। তিনি এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান। প্রবীণ এই বিএনপিনেতা ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

শারিরিক চাহিদা মেটাতে এসে ভাবীর হাতে নিহত দেবর

Image
  চট্টগ্রাম প্রতিনিধি :  দুদিন ধরেই পচা দুর্গন্ধটা নাকে আসছিল বাড়ির সবার। কিন্তু কে জানত ওই দুর্গন্ধ তাদেরই কোনো স্বজনের পচা লাশের। সেই দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পিন্টু দেবনাথ খুঁজে পেলেন ভাইয়ের লাশ আর স্ত্রীর দুর্গন্ধযুক্ত পরকীয়ার ইতিহাস। শনিবার (৫ ডিসেম্বর) ভোররাতে চট্টগ্রামের টেরিবাজারের আফিমের গলিতে পিন্টু দেবনাথের বাসার খাটের নিচ থেকে ২৪ বছর বয়সী মামাতো ভাই মাধব দেবনাথের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের একদিনের মাথায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে রোববার (৬ ডিসেম্বর) আদালতে জবানবন্দি দেন ভাবি বীথি দেবনাথ। বীথি দেবনাথ আদালতকে জানান, শারীরিক সম্পর্কের কৌশলে তিনি একাই তার মামাতো দেবর মাধব দেবনাথকে খুন করেছেন। এর আগে বীথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে আবদ্ধ ছিলেন স্বর্ণের দোকানের কারিগর মাধব দেবনাথ (২৪)। কিন্তু সেই সম্পর্কের সূত্রে মাধব বীথিকে ফাঁদে ফেলে। বিশেষ মুহূর্তের ছবি পৌঁছে দেন ফেসবুকের মাধ্যমে তার স্বামী পিন্টু দেবনাথের কাছে। ব্ল্যাকমেইলের শিকার হয়ে বীথি মাধবকে বাসায় ডেকে নিয়ে শারীরিক সম্পর্কের কৌশলে খুন করেন। পরে সেই মরদেহ ত...

সাভারে বংশী নদী দখল ও দূষণ কারীদের বিরুদ্ধে মানববন্ধন

Image
সাভার প্রতিনিধি : সাভারে বংশী নদী দখল ও দূষণ কারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালন করেছে সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ। শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের থানা বাসষ্ট্যান্ড, বঙ্গবন্ধু চত্বর ও বংশী নদীতে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এসময়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল হকসহ বিভিন্ন পরিবেশবীদসহ সমাজের সর্বস্তরের মানুষজন অংশ গ্রহণ করেন। উল্লেখ্য সাভারের একটি প্রভাবশালী মহল সাভারের ঐহিত্যবাহী বংশী নদীর তীর দখল করে বিভিন্ন দোকানপাট ঘরবাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এতে করে নদীর পানি প্রবাহের গতি কমে যাওয়ায় বিভিন্ন স্থানে বর্ষার সময় জলাবন্ধতা দেখা দেয়।

সাভারে আ.লীগের পৌর মেয়র পদে ৬ জনের নাম চূড়ান্ত

Image
সাভার প্রতিনিধি : সাভার পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় আগামী সাভার পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ৬ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আজ শনিবার দুপুরে সাভার সরকারী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় এ সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজি আব্দুল গনি।  সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্যা। সভার শুরুতে কোনোরকম পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছয়জনের মধ্যে নামের ক্রমনুসার ঠিক করতে গোপন ব্যালটে ভোটের প্রস্তাব করেন নজরুল ইসলাম মানিক মোল্যা। পরে ভোট অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ভোটের ক্রমানুসারে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজি আব্দুল গনি, পৌ...

জাহাঙ্গীর,আতিকের নামে মিথ্যা অপপ্রচারে হকারদের প্রতিবাদ

Image
নিজস্ব প্রতিনিধি : অতি সম্প্রতি  ইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত ফুটপাতে চাদাঁবাজী শিরোনামে উল্লেখ করে একটি অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়। এব্যাপারে জানার জন্য ধামসোনা হর্কার্সলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের কাছে জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কিছু জানেন না এবং তিনি এই মুহুর্তে তার দেশের বাড়ি বরগুনায় অবস্থান করছেন বলে জানান। তবে তিনি ধামসোনা হর্কার্সলীগের সাধারণ সম্পাদক আতিক হাসানের সাথে কথা বলার জন্য অনুরোধ জানান। তার কথার সূত্র ধরে সরাসরি কথা হয় ধামসোনা হর্কার্সলীগের সাধারণ সম্পাদক আতিক হাসানের সাথে। তিনি জানান, দীর্ঘদিন আমি এবং আমরা সুখে দুঃখে বিপদে আপদে হকারদের পাশে আছি। আমি নিজেও একজন হকার। হকারা ভালবেসে আমাদেরকে  তাদের নেতৃত্ব দেবার জন্য মনোনিত করেছে। আমরা ফুটপাতে দোকান করার সময় দেখেছি কখনো সিএমভি কখনো বা পুলিশ আমাদের এই ভ্রাম্যমাণ দোকানপাট গুলো ভেঙ্গে দেয় এবং মালমাল নিয়ে যায়। আর তখন দিন এনে দিন খাওয়া গরিব আসহায় মানুষ গুলোর গুলোর ঘুরে দাঁড়ানোর কোন ব্যবস্থা থাকে না এছাড়াও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বড়বাধা মূলধন জোগাড়ের সমস্যা। এসব সমস্যা গুলো সমাধানে...